---Advertisement---

Important General Knowledge about Solar System 2025 l সৌরজগৎ সম্পর্কে সাধারণ জ্ঞান পর্ব ৩

By Siksakul

Published on:

---Advertisement---

Important General Knowledge about Solar System: সুপ্রিয় বন্ধুরা আজকে তোমাদের জন্য সুন্দরভাবে সাজানো সাধারণ জ্ঞান (General Knowledge) বিষয়ক তথ্য সৌরজগৎ (Solar System) নিয়ে বাংলায় দেওয়া হলো। এটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন WBCS, SSC, RRB, TET, স্কুল পরীক্ষার জন্যও খুবই উপযোগী।

Important General Knowledge about Solar System

🌞 সৌরজগত MCQ প্রশ্নোত্তর পর্ব ৩

সৌরজগত সম্পর্কিত প্রশ্নোত্তর পর্ব ৩

৫১. কোন গ্রহটি সবচেয়ে ধীরে নিজ অক্ষে আবর্তিত হয়?
উঃ শুক্র গ্রহ

৫২. পৃথিবী তার অক্ষে কত সময়ে একবার আবর্তন করে?
উঃ ২৪ ঘণ্টা

৫৩. ‘গ্রেট রেড স্পট’ কোন গ্রহে অবস্থিত?
উঃ বৃহস্পতি গ্রহে

৫৪. সৌরজগতের কোন গ্রহে রিং বা বলয় রয়েছে?
উঃ শনি

৫৫. কোন গ্রহে দিনে তাপমাত্রা অত্যধিক বেশি ও রাতে অত্যধিক কম হয়?
উঃ বুধ গ্রহ

৫৬. সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি?
উঃ বুধ

৫৭. বৃহস্পতির মোট কতটি উপগ্রহ আছে?
উঃ ৯৫টিরও বেশি (বর্তমান পর্যবেক্ষণ অনুযায়ী)

৫৮. “পৃথিবীর যমজ গ্রহ” বলা হয় কোন গ্রহকে?
উঃ শুক্র গ্রহ

৫৯. সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটি?
উঃ শুক্র

৬০. সৌরজগতের সবচেয়ে হালকা গ্রহ কোনটি?
উঃ শনি

৬১. প্লুটো গ্রহের বর্তমান অবস্থান কী?
উঃ এটি এখন একটি বামন গ্রহ (Dwarf Planet) হিসেবে পরিচিত

৬২. পৃথিবী ছাড়া আর কোন গ্রহে পানি থাকার সম্ভাবনা আছে বলে বিজ্ঞানীরা ধারণা করেন?
উঃ মঙ্গল গ্রহ

৬৩. সৌরজগতের সবচেয়ে গরম গ্রহ কোনটি?
উঃ শুক্র

৬৪. পৃথিবীর উপগ্রহের নাম কী?
উঃ চাঁদ

৬৫. সূর্য কী ধরনের তারকা?
উঃ হলুদ বামন (Yellow Dwarf)

৬৬. কেপলার-৪৫২বি কী?
উঃ পৃথিবীর মতো একটি সম্ভাব্য বাসযোগ্য গ্রহ

৬৭. কোন গ্রহে সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় দেখা যায়?
উঃ বৃহস্পতি

৬৮. সৌরজগতের কেন্দ্রে কী আছে?
উঃ সূর্য

৬৯. কক্ষপথে গ্রহগুলি কোন ধরনের গতিতে ঘোরে?
উঃ উপবৃত্তাকার (Elliptical)

৭০. গ্রহ শব্দটির ইংরেজি কী?
উঃ Planet

৭১. পৃথিবীর চারপাশে ঘুরে এমন কৃত্রিম বস্তুকে কী বলা হয়?
উঃ উপগ্রহ (Satellite)

৭২. পৃথিবীর কক্ষপথে চাঁদের আবর্তনের সময়কাল কত?
উঃ প্রায় ২৭.৩ দিন

৭৩. পৃথিবী ও সূর্যের গড় দূরত্ব কত?
উঃ প্রায় ১৫ কোটি কিমি (1 AU)

৭৪. সূর্যের মোট গ্রহের সংখ্যা কতটি?
উঃ ৮টি

৭৫. সৌরজগতের কোন গ্রহে সবচেয়ে দীর্ঘতম দিন থাকে?
উঃ শুক্র

৭৬. কিসের জন্য নেপচুন গ্রহটি বিখ্যাত?
উঃ তীব্র বাতাস ও নীল বর্ণ

৭৭. সবচেয়ে বেশি পরিমাণ গ্যাসযুক্ত গ্রহ কোনটি?
উঃ বৃহস্পতি

৭৮. কুইপার বেল্ট কোথায় অবস্থিত?
উঃ নেপচুনের পরবর্তী অংশে

৭৯. সূর্যের শক্তি উৎপন্ন হয় কোন প্রক্রিয়ায়?
উঃ নিউক্লিয়ার ফিউশন

৮০. ওরিয়ন বেল্ট কী?
উঃ একটি নক্ষত্রমালার অংশ

সৌরজগত MCQ প্রশ্নোত্তর পর্ব ৩ l সৌরজগত সম্পর্কিত প্রশ্নোত্তর পর্ব ৩

৮১. কোন গ্রহে এক বছর সবচেয়ে বেশি দীর্ঘ?
উঃ নেপচুন

৮২. কোন গ্রহটি সবচেয়ে বেশি উপগ্রহ বহন করে?
উঃ বৃহস্পতি

৮৩. পৃথিবীর ভরের তুলনায় বৃহস্পতির ভর কত গুণ?
উঃ প্রায় ৩১৮ গুণ

৮৪. “লাল গ্রহ” নামে পরিচিত কোন গ্রহ?
উঃ মঙ্গল

৮৫. কোন গ্রহ সূর্যের সবচেয়ে নিকটবর্তী?
উঃ বুধ

৮৬. কোন গ্রহটি সবুজাভ রঙের দেখায়?
উঃ ইউরেনাস

৮৭. পৃথিবীর আবর্তন কোন দিক থেকে হয়?
উঃ পশ্চিম থেকে পূর্ব

৮৮. কোন গ্রহে সবচেয়ে বেশি দিন রাতের ব্যবধান?
উঃ শুক্র

৮৯. অ্যাস্টেরয়েড বেল্ট কোথায় অবস্থিত?
উঃ মঙ্গল ও বৃহস্পতির মধ্যবর্তী স্থানে

৯০. “আইএসএস” কী?
উঃ International Space Station

৯১. সূর্য থেকে সৌরশক্তি আসতে কত সময় লাগে?
উঃ প্রায় ৮ মিনিট ২০ সেকেন্ড

৯২. পৃথিবীর চৌম্বকক্ষেত্র তৈরি হয় কোন উপাদানের কারণে?
উঃ লোহার কোর

৯৩. ইউরেনাস গ্রহটি আবর্তন করে কোন দিকে?
উঃ পাশ ফিরে (Sideways)

৯৪. সৌরজগতের সবচেয়ে কম ঘনত্ববিশিষ্ট গ্রহ কোনটি?
উঃ শনি

৯৫. পৃথিবীতে দিন ও রাতের পরিবর্তন ঘটে কেন?
উঃ পৃথিবীর ঘূর্ণনের জন্য

৯৬. কোন গ্রহে সবচেয়ে বেশি শক্তিশালী বায়ুপ্রবাহ দেখা যায়?
উঃ নেপচুন

৯৭. সৌরজগতের বাইরে অবস্থিত গ্রহকে কী বলা হয়?
উঃ এক্সোপ্ল্যানেট (Exoplanet)

৯৮. কোন গ্রহে একটি দিন, একটি বছরের থেকেও বেশি?
উঃ শুক্র

৯৯. পৃথিবীর আবর্তনের ফলে কোন ঘটনা ঘটে?
উঃ দিন ও রাত

১০০. কোন গ্রহটিকে ‘আকাশের রানি’ বলা হয়?
উঃ শুক্র

Read More : সৌরজগত MCQ প্রশ্নোত্তর পর্ব ২

---Advertisement---

Related Post

Top Daily Demand Life Gadgets for Students on Amazon (2025 Edition)

Top Daily Demand Life Gadgets for Students on Amazon (2025 Edition)

Some Important questions and answers about science l বিজ্ঞান বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Important questions and answers about science: বিজ্ঞান বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে এই ব্লগটি বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য। এখানে আপনি পাবেন সাধারণ বিজ্ঞান প্রশ্ন ...

Important Idioms and Phrases MCQ Practice Set 5 | Free PDF | SSC, CHSL, CGL

Important Idioms and Phrases MCQ Practice Set 5: Mastering Idioms and Phrases is crucial for cracking the English section of competitive exams like SSC CGL, CHSL, MTS, and CPO. In this blog, we bring you ...

Important Idioms and Phrases MCQ Practice Set 4 | Free PDF | SSC, CHSL, CGL

Important Idioms and Phrases MCQ Practice Set 4: Mastering Idioms and Phrases is crucial for cracking the English section of competitive exams like SSC CGL, CHSL, MTS, and CPO. In this blog, we bring you ...

Leave a Comment