---Advertisement---

Important General Studies GK Questions and Answers | সমস্ত চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জিকে

By Siksakul

Published on:

---Advertisement---

Discover the most important General Studies GK questions and answers for SSC, UPSC, RRB, WBCS, and other competitive exams. জেনারেল স্টাডিস প্রশ্নোত্তর – সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী।

এই ব্লগে আপনি জানতে পারবেন General Studies Important GK Questions and Answers, যা SSC, RRB, UPSC, WBCS, ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে এমন সব General Knowledge প্রশ্নোত্তর তুলে ধরা হয়েছে, যা প্রায় প্রতিটি job exam preparation-এ সাহায্য করবে।

🔍 বিষয়গুলির মধ্যে রয়েছে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অর্থনীতি, সংবিধান ও সাম্প্রতিক সাধারণ জ্ঞান (Current Affairs)।
এই জেনারেল স্টাডিস গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর গুলি একদিকে যেমন চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য উপযোগী, তেমনি স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্যও সহায়ক।

📚 সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী এই প্রশ্নোত্তরগুলি নিয়মিত অনুশীলন করলে আপনি আপনার জিকে প্রস্তুতিকে আরও মজবুত করতে পারবেন।

Important General Studies GK Questions and Answers
  1. প্রশ্ন: সবচেয়ে সরু দেশ কোনটি ?
    চিলি (দৈর্ঘ্য ৬,১৫৫ কিমি ) ।
  2. প্রশ্ন: পৃথিবীর সব সর্ব দক্ষিনের শহর কোনটি ?
    পুন্টা আরেনাস , চিলি ।
  3. প্রশ্ন: সর্বাধিক দ্বীপ নিয়ে গঠিত দেশ কোনটি ?
    ইন্দনেশিয়া (১৩,৫০০ টি) ।
  4. প্রশ্ন: ইন্দোনেশিয়ার কতটি দ্বীপে মানব বসতি আছে ?
    প্রায় ৬,০০০ টি ।
  5. প্রশ্ন: সবচেয়ে বেশি নিরপেক্ষ দেশ কোনটি ?
    সুইজারল্যান্ড ।
  6. প্রশ্ন: কোন দেশ আন্তর্জাতিক ভাবে কোন যুদ্ধে অংশগ্রহন করেন নি ?
    সুইজারল্যান্ড ।
  7. প্রশ্ন: সুইজারল্যান্ড কবে জাতিসংঘের সদস্য পদ গ্রহন করে ?
    ১০ সেপ্টেম্বর, ২০০২ সালে ।
  8. প্রশ্ন: বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি ?
    চীন (পৃথিবের মোট জনসংখ্যার ২৩%) ।
  9. প্রশ্ন: বিশ্বের ক্ষুদ্রতম প্রজাতন্ত্র কোনটি
    নাউরু (আয়তন ২১ বর্গ কি.মি.) ।
  10. প্রশ্ন: বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি ?
    ভ্যটিকান সিটি (১০৮.৭ একর ) ।
  11. প্রশ্ন: বিশ্বের দীর্ঘতম সীমান্ত কোন দুটি দেশের ?
    যুক্তরাষ্ট্র ও কানাডা (৬,৪১৬ কি.মি. , আলাস্কার ২৫৪৭ কি.মি. ছাড়াই ) ।
  12. প্রশ্ন: দ্বিতীয় দীর্ঘতম সীমান্ত কোন দুটি দেশের ?
    আর্জেন্টিনা ও চিলি (৫২৫৫ কি.মি.) ।
  13. প্রশ্ন: সর্বাধিক লোক অতিক্রমকারী সীমান্ত কোনটি ?
    যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্ত (বছরে প্রায় ৫০কোটি লোক অতিক্রম করে) ।
  14. প্রশ্ন: সর্বাধিক সীমান্ত বেষ্ঠিত দেশ কোনটি ?
    চীন (১৫দেশের সাথে সীমান্ত)।
  15. প্রশ্ন: পৃথিবীর সংক্ষিপ্ত সীমান্ত কোনটি ?
    জিব্রাল্টার ও স্পেন (১.৫৩ কি.মি.)

। 16. প্রশ্ন: দ্বিতীয় ক্ষুদ্র সীমান্ত কোনটি ?
ভ্যাটিকান সিটি ও রোম (৪.০৭ কি.মি.) ।

  1. প্রশ্ন: আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি ?
    রাশিয়া (পৃথিবীর মোট আয়তনের ১১.৫%) ।
  2. প্রশ্ন: কোন দেশের রাজধানীকে বিভক্ত রাজধানী বলে ?
    নেদারল্যান্ড ।
  3. প্রশ্ন: কোন দেশের তিনটি রাজধানী ?
    দক্ষিণ আফ্রিকা ।
  4. প্রশ্ন: দক্ষিণ আফ্রিকার রাজধানী তিনটি কি কি ?
    প্রিটোরিয়া, কেপটাউন ও ব্লমফনটেন ।
  5. প্রশ্ন: সৌর জগত সবৃ প্রথম কে আবিস্কার করেন ?
    কোপারনিকাস, ১৫৪০ সালে
  6. প্রশ্ন: সর্ব প্রথম এভারেষ্ট কে জয় করেন ?
    হিলারী তেনজিং, ১৯৫৩ সালে ।
  7. প্রশ্ন: সর্ব প্রথম কোন মহিলা এভারেষ্ট জয় করেন ?
    জনাকো তাবেই, ১৯৭৫ সালে
  8. প্রশ্ন: ভারতে গমনের সমুদ্র পথ কে আবিস্কার করেন ?
    ভাস্কো দা গামা ।
  9. প্রশ্ন: প্রথম চন্দ্র প্রদক্ষিণ করেন কে ?
    ফ্র্রাঙ্ক বরম্যান ও অ্যান্ডারস, ১৬৬৮ সালে ।
  10. প্রশ্ন: ট্যাঙ্গানিকা হ্রদ কে আবিস্কার করেন ?
    ক্যাপ্টেন জন স্পেক, ১৮৫৬ সালে ।
  11. প্রশ্ন: উত্তর মেরু কে আবিস্কার করেন ?
    রবার্ট পিয়েরে, ১৯০৯ সালে ।
  12. প্রশ্ন: দক্ষিণ মেরু আবিস্কার করেন কে ?
    ব্রমান্ড সেন, ১৯১২ সালে ।
  13. প্রশ্ন: আমেরিকা আবিস্কার করেন কে ?
    ইতালীর নাবিক কলম্বাস, ১৪৯৮ সালে ।
  14. প্রশ্ন: পশ্বিম ভারতীয় দ্বীপপুঞ্জ কে আবিস্কার করেন ?
    কলম্বাস, ১৪৯২ সালে ।
  15. প্রশ্ন: কে সর্বপ্রথম পালের নৌকায় বিশ্ব ভ্রমণ করেন ?
    ম্যাগিলান, ১৫১৯ সালে ।
  16. প্রশ্ন: প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরে গমনের পথ কে আবিস্কার করেন ?
    ম্যাগিলান ।
  17. প্রশ্ন: ভিক্টোরিয়া জলপ্রপাত কে আবিস্কার করেন ?
    ডেভিড লিভিংস্টোন ।
  18. প্রশ্ন: গ্রীনল্যান্ড কে আবিস্কার করেন ?
    এরিক দি রেড ভাইকিং, ৯৮২ সালে ।
  19. প্রশ্ন: অস্ট্রেলিয়া কে আবিস্কার করেন ?
    উইলিয়াম জ্যাকসন, ১৯০৬ সালে ।
  20. প্রশ্ন: আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি ?
    রাশিয়া ।
  21. প্রশ্ন: হংকং বর্তমানে কোন দেশের সাথে একভূত হয়েছে ?
    চীন ।
  22. প্রশ্ন: বিশ্বে সবচেয়ে বেশি লোক কথা বলে কোন ভাষায় ?
    চাইনিজ মান্দারিন ভাষায় ।
  23. প্রশ্ন: বাংলাদেশ ছাড়া আর কোন দেশে পয়সা ক্ষুদ্রতম মুদ্রা ?
    মায়ানমার।।

Read More: Important GK Question Answers for all Govt Exams 2025

---Advertisement---

Related Post

🩺 Top Daily Demand Health Gadgets in India 2025

Discover the Must-Have Health Devices Transforming Indian Lifestyles In today’s fast-paced world, health awareness is not just a trend—it’s a necessity. With the rise of chronic conditions, environmental ...

Top 50 Questions and Answers on Structure of Earth l পৃথিবীর গঠন সম্পর্কিত ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

🌍 পৃথিবীর গঠন সম্পর্কিত ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর📘 Top 50 Questions and Answers on Structure of Earth in Bengali পৃথিবীর গঠন (Structure of the Earth) হল ভূগোলের একটি অত্যন্ত ...

WBBSE Class 10 Geography Chapter 1 – Important MCQ with Answers l মাধ্যমিক ভূগোল – প্রথম অধ্যায় MCQ প্রশ্নোত্তর

প্রথম পরিচ্ছেদ: বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ প্রশ্ন: কোন প্রক্রিয়ার বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় ? a) গিরিজনি আলোড়ন b) বহির্জাত ...

Indian Local Winds MCQs in Bengali | ভারতের স্থানীয় বায়ু MCQ – চাকরির প্রস্তুতির জন্য অপরিহার্য

Indian Local Winds MCQs in Bengali: আপনি যদি চাকরির প্রস্তুতির জন্য ভূগোল প্রশ্ন খুঁজে থাকেন, তাহলে এই পোস্টটি আপনার জন্য একদম উপযুক্ত। এখানে আমরা উপস্থাপন করছি ভারতের স্থানীয় ...

Leave a Comment