---Advertisement---

Important GK Questions from Previous Exams l বিগত বছরের বিভিন্ন পরীক্ষা আসা বাছাই করা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর

By Siksakul

Published on:

Important GK Questions from Previous Exams
---Advertisement---

Important GK Questions from Previous Exams: যেকোনো সরকারি বা বেসরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞান (GK) বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চূড়ান্ত প্রস্তুতির জন্য পূর্ববর্তী বছরের পরীক্ষাগুলিতে আসা প্রশ্ন বিশ্লেষণ করাটা বুদ্ধিমানের কাজ।

এই ব্লগে আমরা আপনাদের জন্য তুলে ধরেছি বিগত বছরের বিভিন্ন চাকরির পরীক্ষায় (যেমন: RRB, SSC, WBCS, Railway Group-D, Police, PSC) আসা বাছাই করা গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর।

এই প্রশ্নগুলি বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে সাজানো হয়েছে — ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ভারতীয় সংবিধান, সাম্প্রতিক ঘটনা ইত্যাদি। প্রতিটি প্রশ্নের সঙ্গে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে আপনি স্বয়ং পরীক্ষা করতে পারেন নিজের প্রস্তুতির মান।এই প্রশ্নোত্তর গুলো নিয়মিত অনুশীলন করলে আপনি একদিকে যেমন পরীক্ষায় ভাল ফল করতে পারবেন, অন্যদিকে তেমনি আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে।

Important GK Questions from Previous Exams

ভারতের কোন রাজ্য কে “সমুদ্রের দান” বলা হয় ?
Ans:কেরলা রাজ্যকে

FIFA এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Ans: জুরিখ
3.রাজাজি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে ?
Ans: উত্তরাখন্ড

আকবর গ্রন্থটি কার লেখা ?
Ans: আবুল ফজল ইবনে মুবারক

ঝাড়খন্ড রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী নাম কী ?
Ans: হেমন্ত সোরেন
6.বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খালের নাম কী ?
Ans: গ্র্যান্ড খাল

কোন গুপ্ত সম্রাট ‘শকারি’ উপাধি গ্রহণ করেছিলেন ?
Ans:দ্বিতীয় চন্দ্ৰগুপ্ত

গুজরাট রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী নাম কী ?
Ans: বিজয় রূপানী

রকেটে কি ধরনের জ্বালানি ব্যবহার করা হয় ?
Ans: তরল হাইড্রোজেন

কত তারিখে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় ?
Ans:১৪ ডিসেম্বর

সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
Ans: জ্যোতিবা ফুলে

মহাদেশীয় পাত কোন শিলা দ্বারা গঠিত ?
Ans:গ্রানাইট দ্বারা গঠিত
13.কোন দেশকে আফ্রিকান ইউনিয়নের জন্মভূমি বলা হয় ?
Ans:ইথিওপিয়া

The Secret Chord’ উপন্যাসটির লেখক কে ?
Ans:জেরালডিন ব্রুকস

সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
Ans:জ্যোতি ও ফুলে

সাঙ্গাই উৎসব কোন রাজ্যে আয়োজিত হয় ?
Ans: মনিপুর

বর্তমানে ভারতের হাইকোর্টের সংখ্যা কত ?
Ans: ২৫টি

“The Environment Protection Act of India’ পাশ হয় কবে ?
Ans : ১৯৮৬ সালে
19.কমনওয়েলথ গেমস শুরু হয়েছিল কবে ?
Ans: ১৯৩০ সালে
20.NIA-এর পুরো কথাটি কী ?
Ans:ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি
21.ভারতের ইতিহাসের জনক (Father of Indian History) কাকে বলা হয় ?
Ans: মেগাস্থিনিস
22.দক্ষিণ কোরিয়ার কত তারিখে স্বাধীনতা দিবস পালন করা হয় ?
Ans:১৫ অগস্ট
23.ভারতের কোন শহরে প্রথম ইনসেক্ট মিউজিয়াম (
Insect Museum) চালু হলো ?
Ans: কোয়েম্বাটুরে

কত সালে হাজার দুয়ারী নির্মান কার্য শেষ হয় ? ১৮৩৭ সালে

সেলিম আলী পাখিরালয় ভারতের কোন রাজ্যে রয়েছে ?
Ans:- গোয়া

---Advertisement---

Related Post

📚 Primary TET English Practice Set 02

📝 WB Primary TET 2025 পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ MCQ স্বাগতম Siksakul ব্লগে!আপনি যদি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক যোগ্যতা পরীক্ষা (WB Primary TET 2025) এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তবে আপনি ...

🍽️ Top 50 Daily Demand Kitchen Gadgets in India 2025

Whether you’re a home cook or a professional chef, having the right kitchen gadgets can make a world of difference. In 2025, with the growing interest in healthy ...

📘 Primary TET 2025 English Practice Set 01 l প্রাইমারি টেট 2025 ইংরেজি প্র্যাকটিস সেট ০১

Primary TET 2025 English Practice Set 01: স্বাগতম Siksakul ব্লগে। আপনি যদি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক যোগ্যতা পরীক্ষা (TET) এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তবে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমাদের ...

WB Primary TET 2025: আবেদন, পরীক্ষার তারিখ ও অ্যাডমিট কার্ড সংক্রান্ত সম্পূর্ণ তথ্য

WB Primary TET 2025: পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) প্রতি বছরের মতো ২০২৫ সালেও WB Primary TET (Teacher Eligibility Test) পরীক্ষার আয়োজন করছে। যারা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করার ...

Leave a Comment