---Advertisement---

Indian Constitution and Political Science Questions and Answers for all Competitive Exams l সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভারতীয় সংবিধান ও রাষ্ট্র বিজ্ঞানের প্রশ্নোত্তর

By Siksakul

Updated on:

Indian Constitution and Political Science Questions and Answers for all Competitive Exams
---Advertisement---

Indian Constitution and Political Science Questions and Answers: ভারতীয় সংবিধান ও রাষ্ট্রবিজ্ঞান প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। WBCS, SSC, RRB, UPSC, বা রাজ্য স্তরের যেকোনো সরকারি চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান বিভাগের অন্যতম প্রধান অংশ হিসেবে সংবিধান সম্পর্কিত প্রশ্ন থাকে। এই ব্লগে আমরা তুলে ধরেছি ভারতীয় সংবিধান ও রাষ্ট্র বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যা আপনার প্রস্তুতিকে আরও দৃঢ় ও সফল করতে সাহায্য করবে। নিয়মিত অনুশীলন ও সঠিক তথ্যই হলো সাফল্যের মূল চাবিকাঠি।

Indian Constitution and Political Science Questions and Answers for all Competitive Exams

WBCS/PSC/RAIL/POLICE TET GROUP-D etc Exam Special

১। ভারতীয় সংবিধান গৃহীত হয় ১৯৪৯ দালের ২৬ শে নভেম্বর এবং কার্যকর হয় ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি।

২। ১৯৫০ সালে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্র রুপে আত্মপ্রকাশ করে।

৩। সংবিধানের ২০ ও ২১ নাম্বার ধারাতে বর্ণিত মৌলিক অধিকার গুলি কোন অবস্থাতেই স্থগিত রাখা যায় না।

৪। সংবিধানের ১৬ নাম্বার ধারানুসারে সরকারি চাকরিতে বৈষম্য মূলক আচরন নিষিদ্ধ

৫। সংবিধানের 21 (a) ধারা অনুযায়ী শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের স্বীকৃক্তি প্রদানকারী আইন কার্যকর হয় ১ লা এপ্রিল ২০১০ সালে। এখন শিক্ষা একটি মৌলিক অধিকার।

৬। সংবিধানের 51 (a) ধারাতে নাগরিকদের ১১ টি মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে

৭। ভারতের রাষ্ট্রপতি তার পদত্যাগ পত্র উপরাষ্ট্রপতি কে দিবেন।

৮। সংবিধানের ২৪৮ ধারা অনুযায়ী পরিশিষ্ট বিষয়ের উপরে আইন প্রনয়নের অধিকার কেন্দ্র কে দেওয়া হয়েছে।

৯। ১৯৬৯ সালে পশ্চিমবঙ্গের বিধান পরিষদের বিলোপ ঘটানো হয়।

১০। ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনীটি ছিল তুমি সংস্কার সংক্রান্ত (১৯৫১ সাল)

১১। ভারতের মুখ্য নির্বাচন কমিসনার রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন (৩২৪ ধারা)।

১২। সংবিধানের ২৮০ নম্বর ধারায় ভারতের অর্থ কমিশন গঠনের কথা বলা হয়েছে।

১৩। অর্থ বিল সম্পর্কে সংবিধানের ১১০ নাম্বার ধারাতে বর্ণনা করা হয়েছে।

১৪। ৩৬৮ ধারা সংবিধানের সংশোধন সম্পর্কে বর্ণনা আছে।

১৫। ৩৫২ ধারা জাতীয় জরুরী অবস্থা। এখন পর্যন্ত ৩ বার হয়েছে ১৯৬২,১৯৭১, ১৯৭৫ সালে।

১৬। ৩৫৬ ধারা রাজ্যে শাসন তান্ত্রিক অচলাবস্থা ঘোষণা।

১৭। ৩৬০ ধারা আর্থিক জরুরী অবস্থা। এখন পর্যন্ত একবারও ঘোষিত হয় নি।

১৮। ৩৭০ ধারা জম্মু কাশ্মীর এর জন্য পৃথক সংবিধান এর বিশেষ ব্যাবস্থা।

১৯। ভারতে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যাবস্থা চালু হয় রাজস্থানে ১৯৫৯ সালে।

২০। নাগাল্যাও এ পঞ্চায়েতি রাজ নেই।

২১। গ্রীস পৃথিবীর সব থেকে প্রাচীন প্রজাতন্ত্র

২২। রাজ্যপাল হলেন স্বেচ্ছাধীন ক্ষমতা” ভোগের অধিকারী।

২৩। ভারতের স্থল, নৌ ও বিমান বাহিনীর প্রধান হলেন রাষ্ট্রপতি।

২৪। রাজ্যসভার সদস্য না হয়েও তার সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি।

২৫। কেন্দ্র রাজ্য সম্পর্ক নির্ধারণ করার জন্য সারকারিয়া কমিশন গঠন করা হয়েছিল।

২৬। কোন বিল অর্থ বিল কনা তা স্থির করেন লোকসভার স্পীকার।

Download From:-www.siksakul.com

২৭। ২০০৫ সালে মহিলাদের অধিকার ও নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য DOMESTIC VIOLENCE ACT চালু হয়

ভারতীয় সংবিধান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

১. সংবিধান কবে গৃহীত হয়?
উত্তর: ২৬ নভেম্বর, ১৯৪৯

২. সংবিধান কবে কার্যকর হয়?
উত্তর: ২৬ জানুয়ারি, ১৯৫০

৩. সংবিধান কে রচনা করেছিলেন?
উত্তর: ডঃ বি. আর. আম্বেদকর

৪. সংবিধান সভার সভাপতি কে ছিলেন?
উত্তর: ডঃ রাজেন্দ্র প্রসাদ

৫. সংবিধান কতগুলি ভাগে বিভক্ত?
উত্তর: ২৫টি ভাগ (বর্তমানে)

৬. সংবিধানের প্রস্তাবনায় কতটি শব্দ উল্লেখ আছে?

উত্তর: ৮টি মূল শব্দ

৭. ভারতীয় গণতন্ত্র কিসের উপর ভিত্তি করে তৈরি?
উত্তর: সংসদীয় ব্যবস্থা

৮. “ধর্মনিরপেক্ষ” শব্দটি কোন সংশোধনীতে যুক্ত হয়?
উত্তর: ৪২তম সংশোধনী

৯. ভারত কতটি রাজ্যে বিভক্ত?
উত্তর: ২৮টি রাজ্য

১০. সংবিধান কতটি তফসিল রয়েছে?
উত্তর: ১২টি তফসিল

১১. প্রজাতন্ত্র শব্দটি অর্থ কী?
উত্তর: জনগণ দ্বারা নির্বাচিত রাষ্ট্রপ্রধান

১২. সংবিধানে কতটি মৌলিক অধিকার রয়েছে?
উত্তর: ৬টি

১৩. “বিরোধীদল” শব্দটি কোন অনুচ্ছেদে আছে?
উত্তর: নেই (এই শব্দটি সংবিধানে নেই)

১৪. প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: ডঃ রাজেন্দ্র প্রসাদ

১৫. প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: জওহরলাল নেহরু

১৬. রাষ্ট্রপতির মেয়াদ কত বছর?
উত্তর: ৫ বছর

১৭. ভারতের প্রথম নারী রাষ্ট্রপতি কে?
উত্তর: প্রতিভা পাতিল

১৮. রাজ্যপাল কে নিয়োগ করেন?
উত্তর: রাষ্ট্রপতি

১৯. রাজ্যগুলিতে আইনসভা কয়টি ভাগে বিভক্ত?
উত্তর: ২টি (বাইকমারেল যেখানে প্রযোজ্য)

২০. রাজ্যসভার সদস্য সংখ্যা?
উত্তর: সর্বাধিক ২৫০ জন

২১. লোকসভার সদস্য সংখ্যা?
উত্তর: সর্বাধিক ৫৫২ জন

২২. লোকসভা ভাঙার ক্ষমতা কাদের রয়েছে?
উত্তর: রাষ্ট্রপতি

২৩. মোট কয়টি সংবিধান সংশোধনী পাস হয়েছে (বর্তমানে)?
উত্তর: ১০৫টি+

২৪. ভারতের প্রথম উপ-রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: ডঃ এস. রাধাকৃষ্ণন

২৫. ভারত কোন ধরনের রাষ্ট্র?
উত্তর: সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র

২৬. সংবিধান অনুযায়ী রাষ্ট্রভাষা কী?
উত্তর: হিন্দি (দেবনাগরী লিপিতে)

২৭. ভারতীয় সংবিধান কোথা থেকে অনুপ্রাণিত?
উত্তর: বিভিন্ন দেশের সংবিধান থেকে

২৮. মৌলিক কর্তব্য কয়টি?
উত্তর: ১১টি

২৯. সংবিধানে “ধর্মনিরপেক্ষতা” কোথায় উল্লেখ আছে?
উত্তর: প্রস্তাবনায়

৩০. সংবিধান রচনায় কতজন সদস্য ছিলেন?
উত্তর: ২৯৯ জন

৩১. ভারত কোন দিনে গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র হয়?
উত্তর: ২৬ জানুয়ারি, ১৯৫০

৩২. ভারতীয় সংবিধানের সবচেয়ে দীর্ঘতম অনুচ্ছেদ কোনটি?
উত্তর: অনুচ্ছেদ ৩৭০ (প্রথমদিকে)

৩৩. জরুরি অবস্থা ঘোষণার অনুচ্ছেদ কোনটি?
উত্তর: ৩৫২

৩৪. অর্থনৈতিক জরুরি অবস্থা কোন অনুচ্ছেদে?
উত্তর: ৩৬০

৩৫. রাষ্ট্রপতি কত বছর বয়সে নির্বাচিত হতে পারেন?
উত্তর: ৩৫ বছর

৩৬. পঞ্চায়েত ব্যবস্থা কোন সংশোধনীতে আসে?
উত্তর: ৭৩তম সংশোধনী

৩৭. নগর পঞ্চায়েত কোন সংশোধনীতে?
উত্তর: ৭৪তম সংশোধনী

৩৮. সুপ্রিম কোর্টে কতজন বিচারপতি থাকতে পারে (বর্তমানে)?
উত্তর: ৩৪ জন

৩৯. সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত?
উত্তর: নয়াদিল্লি

৪০. হাইকোর্টের বিচারপতির মেয়াদ কত?
উত্তর: ৬৫ বছর বয়স পর্যন্ত

৪১. গণতন্ত্রের মূল ভিত্তি কী?
উত্তর: জনগণের শাসন

৪২. নির্বাচনী দায়িত্ব কে পালন করে?
উত্তর: নির্বাচন কমিশন

৪৩. নির্বাচন কমিশনের প্রধান কে?
উত্তর: প্রধান নির্বাচন কমিশনার

৪৪. রাষ্ট্রপতি নির্বাচন করে কে?
উত্তর: নির্বাচনী কলেজ

৪৫. রাষ্টপতির অপসারণ প্রক্রিয়াকে কি বলা হয়?
উত্তর: অভিশংসন (Impeachment)

৪৬. প্রধানমন্ত্রীর শপথ কে গ্রহণ করান?
উত্তর: রাষ্ট্রপতি

৪৭. পরিকল্পনা কমিশনের স্থাপন কবে হয়?
উত্তর: ১৯৫০ সালে

৪৮. NITI Aayog কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১ জানুয়ারি, ২০১৫

৪৯. NITI Aayog-এর প্রথম CEO কে ছিলেন?
উত্তর: সিদ্ধার্থ প্রকাশ পানে

৫০. সংবিধান রচনায় কত বছর লেগেছিল?
উত্তর: প্রায় ২ বছর ১১ মাস ১৮ দিন

ভরতীয় সংবিধান MCQ পর্ব ৩

---Advertisement---

Related Post

🚆 RRB NTPC Previous Year Questions and Answers | Year-wise Compilation

RRB NTPC Previous Year Questions and Answers: Master your preparation for the RRB NTPC exam with this handpicked collection of previous year questions. These questions are compiled year-wise, ...

Dance Quiz Part 4 l SSC GD GK PYQ l নৃত্য ও নৃত্যশিল্পী প্রশ্নোত্তর পর্ব ৪

Dance Quiz Part 4: আপনি যদি SSC GD, WBCS, বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এবং নৃত্য ও নৃত্যশিল্পী সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর (GK MCQ) খুঁজছেন, তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। এই ...

Dance Quiz Part 3 l SSC GD GK PYQ l নৃত্য ও নৃত্যশিল্পী প্রশ্নোত্তর পর্ব ৩

Dance Quiz Part 3: আপনি যদি SSC GD, WBCS, বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এবং নৃত্য ও নৃত্যশিল্পী সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর (GK MCQ) খুঁজছেন, তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। এই ...

Dance Quiz Part 2 l SSC GD GK PYQ l নৃত্য ও নৃত্যশিল্পী প্রশ্নোত্তর পর্ব ২

Dance Quiz Part 2: আপনি যদি SSC GD, WBCS, বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এবং নৃত্য ও নৃত্যশিল্পী সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর (GK MCQ) খুঁজছেন, তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। ...

Leave a Comment