Indian Geography MCQ For All Competitive Exams: আপনি কি RRB Group D, SSC, WBCS, বা অন্য কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে ভারতীয় ভূগোল (Indian Geography) বিষয়ে প্রশ্নোত্তর চর্চা করা অত্যন্ত জরুরি। কারণ, প্রায় প্রতিটি পরীক্ষাতেই ভূগোল থেকে ৩-৫টি প্রশ্ন নিয়মিত আসে। এই ব্লগে আমরা এনেছি সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য উপযোগী Indian Geography MCQ – যেগুলি বারবার পরীক্ষায় এসেছে এবং ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ।
Indian Geography MCQ For All Competitive Exams
Indian Geography থেকে কিছু গুরুত্বপূর্ণ MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) দেওয়া হলো, যা RRB Group D, NTPC, SSC সহ সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য উপযোগী।
Indian Geography MCQ – Set 1
প্রশ্ন ১: ভারতের দীর্ঘতম নদী কোনটি?
A. ব্রহ্মপুত্র
B. গঙ্গা
C. ইন্দাস
D. গোদাবরী
উত্তর: B. গঙ্গা
প্রশ্ন ২: ভারতের সবচেয়ে বড় রাজ্য (ভৌগোলিক আয়তনে) কোনটি?
A. উত্তরপ্রদেশ
B. মহারাষ্ট্র
C. রাজস্থান
D. মধ্যপ্রদেশ
উত্তর: C. রাজস্থান
প্রশ্ন ৩: সুন্দরবন কোথায় অবস্থিত?
A. গুজরাট
B. পশ্চিমবঙ্গ
C. ওডিশা
D. কেরালা
উত্তর: B. পশ্চিমবঙ্গ
প্রশ্ন ৪: নর্মদা নদী কোন দিকে প্রবাহিত হয়?
A. পূর্ব
B. পশ্চিম
C. উত্তর
D. দক্ষিণ
উত্তর: B. পশ্চিম
প্রশ্ন ৫: গির জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
A. রাজস্থান
B. গুজরাট
C. মহারাষ্ট্র
D. হিমাচল প্রদেশ
উত্তর: B. গুজরাট
প্রশ্ন ৬: ‘ব্ল্যাক সয়েল’ সবচেয়ে বেশি কোন ফসলের জন্য উপযোগী?
A. গম
B. ধান
C. তুলা
D. ভুট্টা
উত্তর: C. তুলা
প্রশ্ন ৭: ‘ভাকড়া-নাঙ্গাল’ বাঁধ কোন নদীর ওপর তৈরি?
A. গঙ্গা
B. যমুনা
C. সুতলজ
D. চেনাব
উত্তর: C. সুতলজ
প্রশ্ন ৮: ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
A. কাঞ্চনজঙ্ঘা
B. নন্দা দেবী
C. গুরু শিখর
D. কাঞ্চনকন্যা
উত্তর: A. কাঞ্চনজঙ্ঘা
প্রশ্ন ৯: ভারতীয় মান সময় (IST) কোন দ্রাঘিমাংশে নির্ধারিত?
A. 82.5° E
B. 90° E
C. 75° E
D. 88.5° E
উত্তর: A. 82.5° E
প্রশ্ন ১০: কেরালায় কোন ধরনের বন বেশি পাওয়া যায়?
A. মরু বন
B. পর্বতীয় বন
C. ঊষ্ণমণ্ডলীয় সজীব বৃষ্টি বন
D. শুষ্ক পাতাঝরা বন
উত্তর: C. ঊষ্ণমণ্ডলীয় সজীব বৃষ্টি বন
🇮🇳 Indian Geography MCQ – Set 2 🇮🇳
প্রশ্ন ১১: ভারতের পশ্চিমঘাট পর্বতমালা কোথায় অবস্থিত?
A. পূর্ব ভারত
B. উত্তর ভারত
C. পশ্চিম ভারত
D. দক্ষিণ ভারত
উত্তর: D. দক্ষিণ ভারত
প্রশ্ন ১২: “সবুজ বিপ্লব” কিসের সাথে সম্পর্কিত?
A. পশুপালন
B. কৃষি উৎপাদন
C. শিল্পায়ন
D. বনায়ন
উত্তর: B. কৃষি উৎপাদন
প্রশ্ন ১৩: ভারতের কোন রাজ্যে সর্বাধিক জনসংখ্যা রয়েছে?
A. মহারাষ্ট্র
B. বিহার
C. পশ্চিমবঙ্গ
D. উত্তরপ্রদেশ
উত্তর: D. উত্তরপ্রদেশ
প্রশ্ন ১৪: ইন্ডিয়া গেট কোন শহরে অবস্থিত?
A. মুম্বাই
B. চেন্নাই
C. নয়াদিল্লি
D. কলকাতা
উত্তর: C. নয়াদিল্লি
প্রশ্ন ১৫: গঙ্গার প্রধান উপনদী কোনটি?
A. যমুনা
B. গোদাবরী
C. ব্রহ্মপুত্র
D. কাবেরী
উত্তর: A. যমুনা
প্রশ্ন ১৬: সিকিম রাজ্যের রাজধানী কী?
A. ইটানগর
B. শিলং
C. গ্যাংটক
D. কোহিমা
উত্তর: C. গ্যাংটক
প্রশ্ন ১৭: কোন রাজ্যে কাজিরাঙা জাতীয় উদ্যান অবস্থিত?
A. বিহার
B. আসাম
C. ওডিশা
D. ত্রিপুরা
উত্তর: B. আসাম
প্রশ্ন ১৮: ভারত মহাসাগরের মধ্যে কোনটি একটি দ্বীপপুঞ্জ?
A. আন্দামান ও নিকোবর
B. লক্ষদ্বীপ
C. মিনিকয়
D. উপরের সবগুলো
উত্তর: D. উপরের সবগুলো
প্রশ্ন ১৯: ‘সাগরমালা প্রকল্প’ কিসের উন্নয়নের জন্য?
A. রেলপথ
B. জলপথ ও বন্দর
C. কৃষি
D. বন সংরক্ষণ
উত্তর: B. জলপথ ও বন্দর
প্রশ্ন ২০: ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোনটি?
A. ব্রহ্মপুত্র
B. গোদাবরী
C. গঙ্গা
D. নর্মদা
উত্তর: C. গঙ্গা
🇮🇳 Indian Geography MCQ – Set 3
প্রশ্ন ২১: ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি পর্বতশৃঙ্গ রয়েছে?
A. জম্মু ও কাশ্মীর
B. হিমাচল প্রদেশ
C. সিকিম
D. উত্তরাখণ্ড
উত্তর: A. জম্মু ও কাশ্মীর
প্রশ্ন ২২: ভারতের কোন রাজ্যকে ‘স্পাইস বোল’ বলা হয়?
A. তামিলনাড়ু
B. কেরালা
C. অন্ধ্রপ্রদেশ
D. কর্ণাটক
উত্তর: B. কেরালা
প্রশ্ন ২৩: ‘নভোদয়’ প্রকল্প কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত?
A. শিক্ষা
B. স্বাস্থ্য
C. কৃষি
D. পরিবহন
উত্তর: A. শিক্ষা
প্রশ্ন ২৪: ভারতের কোন অঞ্চলকে ‘চা বাগানের রাজ্য’ বলা হয়?
A. পশ্চিমবঙ্গ
B. অসম
C. সিকিম
D. মণিপুর
উত্তর: B. অসম
প্রশ্ন ২৫: ভারতের সবচেয়ে দীর্ঘ রেলপথ কোনটি?
A. হাওড়া-মুম্বই
B. দিল্লি-কন্যাকুমারী
C. জয়নগর-উধমপুর
D. বিবেক এক্সপ্রেস
উত্তর: D. বিবেক এক্সপ্রেস
প্রশ্ন ২৬: ভারতের কোন রাজ্যে ‘চিল্কা হ্রদ’ অবস্থিত?
A. কেরালা
B. ওডিশা
C. তামিলনাড়ু
D. পশ্চিমবঙ্গ
উত্তর: B. ওডিশা
প্রশ্ন ২৭: ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বনাঞ্চল রয়েছে?
A. মধ্যপ্রদেশ
B. ছত্তিশগড়
C. ওডিশা
D. কেরালা
উত্তর: A. মধ্যপ্রদেশ
প্রশ্ন ২৮: গঙ্গা নদী বঙ্গোপসাগরে কোথায় পতিত হয়?
A. সাগর দ্বীপ
B. সুন্দরবন
C. হলদিয়া
D. পটনা
উত্তর: B. সুন্দরবন
প্রশ্ন ২৯: ‘প্লেটো অফ পেনিনসুলার ইন্ডিয়া’ বলতে কাকে বোঝায়?
A. দাক্ষিণাত্য মালভূমি
B. মালভূমি অঞ্চল
C. পূর্বঘাট
D. আরাভল্লি
উত্তর: A. দাক্ষিণাত্য মালভূমি
প্রশ্ন ৩০: ভারতের বৃহত্তম হ্রদ কোনটি?
A. চিল্কা হ্রদ
B. ভিমতাল
C. ওলার হ্রদ
D. সাম্বর হ্রদ
উত্তর: A. চিল্কা হ্রদ
Indian Geography MCQ – Set 3
প্রশ্ন ৩১: ভারতের কোন রাজ্যে ময়ূর জাতীয় পাখি হিসাবে ঘোষণা করা হয়?
A. রাজস্থান
B. মহারাষ্ট্র
C. কর্ণাটক
D. সব রাজ্যে
উত্তর: D. সব রাজ্যে (ময়ূর ভারতের জাতীয় পাখি)
প্রশ্ন ৩২: ‘কোহিমা’ কোন রাজ্যের রাজধানী?
A. মণিপুর
B. নাগাল্যান্ড
C. মিজোরাম
D. ত্রিপুরা
উত্তর: B. নাগাল্যান্ড
প্রশ্ন ৩৩: ভারতের কোন রাজ্যে ‘সতপুড়া রেঞ্জ’ অবস্থিত?
A. মহারাষ্ট্র
B. ছত্তিশগড়
C. মধ্যপ্রদেশ
D. গুজরাট
উত্তর: C. মধ্যপ্রদেশ
প্রশ্ন ৩৪: ভারতের পূর্বতন রাজধানী ছিল:
A. চেন্নাই
B. কলকাতা
C. মুম্বই
D. পাটনা
উত্তর: B. কলকাতা
প্রশ্ন ৩৫: আন্দামান দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত?
A. প্রশান্ত মহাসাগর
B. ভারত মহাসাগর
C. আটলান্টিক মহাসাগর
D. আরব সাগর
উত্তর: B. ভারত মহাসাগর
প্রশ্ন ৩৬: হিমালয়ের কোন অংশে কাঞ্চনজঙ্ঘা অবস্থিত?
A. পশ্চিম হিমালয়
B. মধ্য হিমালয়
C. পূর্ব হিমালয়
D. তিব্বত
উত্তর: C. পূর্ব হিমালয়
প্রশ্ন ৩৭: ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি ছিল?
A. সুন্দরবন
B. করবেট ন্যাশনাল পার্ক
C. কাজিরাঙা
D. কেওলাদেও
উত্তর: B. করবেট ন্যাশনাল পার্ক
প্রশ্ন ৩৮: ভারতের কোন রাজ্য সবচেয়ে কম আয়তনের?
A. গোয়া
B. সিকিম
C. ত্রিপুরা
D. মিজোরাম
উত্তর: A. গোয়া
প্রশ্ন ৩৯: ভারতের সবচেয়ে বড় বন্দর কোনটি?
A. মুম্বই বন্দর
B. চেন্নাই বন্দর
C. বিশাখাপত্তনম
D. হলদিয়া বন্দর
উত্তর: A. মুম্বই বন্দর
প্রশ্ন ৪০: “গোদাবরী” নদীকে আর কী নামে ডাকা হয়?
A. দক্ষিণের গঙ্গা
B. পবিত্র জলধারা
C. নীলনদ
D. কৃষ্ণার উপনদী
উত্তর: A. দক্ষিণের গঙ্গা
📌
Read More : ভারতের ভূগোল জিকে প্রশ্ন উত্তর