---Advertisement---

India’s first man – For All Competitive Exams l ভারতের প্রথম পুরুষ – সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য

By Siksakul

Updated on:

---Advertisement---

India’s first man – For All Competitive Exams: ভারতের প্রথম পুরুষ সম্পর্কিত প্রশ্ন প্রায় প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। আপনি যদি WBCS, SSC, RRB, Railway, বা অন্য কোনো সরকারী চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাহলে ভারতের ইতিহাসে প্রথম ব্যক্তি বা ‘First in India – Male’ বিষয়ক তথ্য আপনার অবশ্যই জানা থাকা উচিত।

এই ব্লগে আমরা তুলে ধরেছি— 📌 ভারতের প্রথম রাষ্ট্রপতি কে?
📌 প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
📌 প্রথম মহাকাশচারী পুরুষ,
📌 প্রথম নোবেলজয়ী ভারতীয়,
📌 প্রথম বিচারপতি, পাইলট, বিজ্ঞানী, ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য MCQ ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আকারে

এই তথ্যগুলি শুধুমাত্র সাধারণ জ্ঞান (GK) বাড়ানোর জন্য নয়, বরং পরীক্ষার সঠিক উত্তর দেওয়ার দক্ষতা গড়তেও সাহায্য করবে।

India’s first man – For All Competitive Exams


🎯 এই ব্লগটি পড়লে আপনি পাবেন:

  • ভারতের প্রথম পুরুষ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
  • প্রতিটি প্রশ্নের সঠিক ও পরীক্ষাভিত্তিক তথ্য
  • সহজ ভাষায় উপস্থাপিত তালিকা

ভারতের প্রথম গভর্নর জেনারেল- ওয়ারেন হেস্টিংস

ভারতের প্রথম ভাইসরয় – লর্ড ক্যানিং

জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি – উমেশ চন্দ্র ব্যানার্জি

জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি- বদর উদ্দিন তয়াবজি

স্বাধীন ভারতের গভর্নর জেনারেল- লর্ড মাউন্টব্যাটেন

স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর- জেনারেল চক্রবর্তী

প্রথম আইসিএস উত্তীর্ণ হন- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

প্রথম আই সি এস অফিসার হন – সত্যেন্দ্রনাথ ঠাকুর
ভারতের প্রথম রাষ্ট্রপতি – ডঃ রাজেন্দ্র প্রসাদ

ভারতের প্রথম প্রধানমন্ত্রী- পন্ডিত জহরলাল নেহেরু

ভারতের প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন- রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে

ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি- ডক্টর জাকির হোসেন

ভারতের প্রথম শিখ রাষ্ট্রপতি – জ্ঞানী জৈল সিং

ভারতের প্রথম মহাকাশচারী – রাকেশ শর্মা 1984 সালে

ভারতরত্ন প্রথম পেয়েছেন – সর্বপল্লী রাধাকৃষ্ণণ, সি রাজাগোপালাচারী, সিভি রমন 1954 সালে

অ-কংগ্রেসি প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর – মোরারজি দেশাই

স্বাধীন ভারতের ভারতীয় commander-in-chief- জেনারেল কে এম কারিআপ্পা

রাষ্ট্রপতি পদে থাকা অবস্থায় মারা যান – জাকির হোসেন

প্রধানমন্ত্রী অবস্থায় মারা যান সিএন- আন্নাদুরাই

সংসদে অংশগ্রহণ না করেও প্রধানমন্ত্রী হয়েছেন- চরণ সিং

ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম সাধারণ- মিহির সেন 1958 সালে

জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক প্রথম – জি শংকরকুরূপ 1965 সালে

লোকসভার প্রথম অধ্যক্ষ ছিলেন- জি.ভি. মভলংকার

প্রথম উপরাষ্ট্রপতি- ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ

প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী – সর্দার বল্লভ ভাই প্যাটেল

প্রথম শিক্ষামন্ত্রি – মৌলানা আবুল কালাম আজাদ

প্রথম এয়ার চীফ মার্শাল – সুব্রত মুখার্জি

প্রথম পরমবীর চক্র প্রাপক – মেজর সোমনাথ শর্মা

ডক্টর সিভি রমন – পদার্থবিদ্যায় 1930 সালে

প্রথম মুখ্য নির্বাচন কমিশনার – সুকুমার সেন

প্রথম ম্যাগসেসে পুরস্কার বিজেতা – আচার্য্য বিনোবা ভাবে 1958 সালে

প্রথম চৈনিক পরিব্রাজক- ফা-হিয়েন

সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি – হরিলাল যে কানিয়া

ভারতরত্ন প্রাপক প্রথম বিদেশি- খান আবদুল গফফর খান 1987

অক্সিজেন সিলিন্ডার ছাড়া মাউন্ট এভারেস্টে আরোহণকারী- শেরপা ফু দর্জি

অর্থনীতিতে প্রথম নোবেল পেয়েছেন ডঃ- অমর্ত্য সেন 1998 সালে

ভারতীয় বংশোদ্ভূত প্রথম নোবেল পেয়েছেন উত্তর কৈলাস সত্যার্থী

প্রথম ভারতীয় পাইলট – জে আর ডি টাটা 1929

ভারতীয়রা প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী – হ্যারল্ড ম্যাকমিলান

অস্কার পুরস্কার ও ভারতরত্ন প্রাপক প্রথম ভারতীয়- সত্যজিৎ রায়

অলিম্পিকে পদক জয়ী প্রথম ভারতীয় – কেডি যাদব 1952

অলিম্পিকে স্বর্ণ পদক জয়ী প্রথম ভারতীয় উত্তর – অভিনব বিন্দ্রা শুটিং এর সঙ্গে জড়িত

টেস্ট ক্রিকেটে প্রথম অধিনায়ক- সি কে নাইডু 1932

টেস্ট ক্রিকেটে শতরানকারী লালা অমরনাথ
ওয়ানডে ক্রিকেটে শত রান কারী – কপিল দেব

ওয়ান ডে ক্রিকেটে দ্বিশত রান কারী – শচীন তেন্ডুলকর

টেস্ট ক্রিকেটে দ্বিশত রান কারী – বীরেন্দ্র সেহবাগ

টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিককারী- হরভজন সিং

ওয়ানডে ক্রিকেটে হ্যাট্রিক কারী – চেতন শর্মা

---Advertisement---

Related Post

Top Daily Demand Life Gadgets for Students on Amazon (2025 Edition)

Top Daily Demand Life Gadgets for Students on Amazon (2025 Edition)

Some Important questions and answers about science l বিজ্ঞান বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Important questions and answers about science: বিজ্ঞান বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে এই ব্লগটি বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য। এখানে আপনি পাবেন সাধারণ বিজ্ঞান প্রশ্ন ...

Important Idioms and Phrases MCQ Practice Set 5 | Free PDF | SSC, CHSL, CGL

Important Idioms and Phrases MCQ Practice Set 5: Mastering Idioms and Phrases is crucial for cracking the English section of competitive exams like SSC CGL, CHSL, MTS, and CPO. In this blog, we bring you ...

Important Idioms and Phrases MCQ Practice Set 4 | Free PDF | SSC, CHSL, CGL

Important Idioms and Phrases MCQ Practice Set 4: Mastering Idioms and Phrases is crucial for cracking the English section of competitive exams like SSC CGL, CHSL, MTS, and CPO. In this blog, we bring you ...

Leave a Comment