---Advertisement---

Major River Valleys and Irrigation Projects – MCQ Set – Set 2 l প্রধান নদী উপত্যকা ও সেচ প্রকল্প – MCQ Set – Set 2 l

By Siksakul

Published on:

---Advertisement---

Major River Valleys and Irrigation Projects – MCQ Set – Set 2 । এই প্রশ্নোত্তরগুলি RRB Group D, SSC, WBCS, এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

21. কাবেরী নদী প্রধানত কোন দুটি রাজ্যে প্রবাহিত হয়?
A. তামিলনাড়ু ও কেরল
B. কর্ণাটক ও তামিলনাড়ু
C. অন্ধ্রপ্রদেশ ও ওডিশা
D. মহারাষ্ট্র ও তেলেঙ্গানা
উত্তর: B. কর্ণাটক ও তামিলনাড়ু

22. দামোদর নদীকে ‘বিপদজনক নদী’ বলা হতো কেন?
A. সেচ ব্যবস্থার অভাব
B. অতিরিক্ত বন্যা
C. জলবিদ্যুৎ উৎপাদনের কারণে
D. নদীর পরিবর্তনশীল গতি
উত্তর: B. অতিরিক্ত বন্যা

23. রণজিৎ সাগর বাঁধটি কোন নদীর উপর নির্মিত?
A. চেনাব
B. যমুনা
C. বিয়াস
D. রবি
উত্তর: D. রবি

24. ইন্দ্রাবতী নদী কোন নদীর উপনদী?
A. গঙ্গা
B. মহানদী
C. গোদাবরী
D. কৃষ্ণা
উত্তর: C. গোদাবরী

25. সোন নদী কোন নদীর শাখা?
A. গঙ্গা
B. যমুনা
C. ব্রহ্মপুত্র
D. কাবেরী
উত্তর: A. গঙ্গা

26. কুন্তি নদী কোন রাজ্যে প্রবাহিত?
A. ঝাড়খণ্ড
B. ওডিশা
C. মহারাষ্ট্র
D. বিহার
উত্তর: A. ঝাড়খণ্ড

27. ময়ূরাক্ষী প্রকল্প কোন নদীর উপর গঠিত?
A. দামোদর
B. গঙ্গা
C. ময়ূরাক্ষী
D. যমুনা
উত্তর: C. ময়ূরাক্ষী

28. চম্বল নদী কোন নদীর উপনদী?
A. যমুনা
B. গঙ্গা
C. সতলুজ
D. বিয়াস
উত্তর: A. যমুনা

29. মুলা-মুথা নদী কোন শহরের মাধ্যমে প্রবাহিত?
A. নাগপুর
B. পুনে
C. নাসিক
D. ভোপাল
উত্তর: B. পুনে

30. কৃষ্ণা নদীর উপর কোন বড় বাঁধটি নির্মিত হয়েছে?
A. নাগার্জুন সাগর
B. ইন্দিরা সাগর
C. তেহরি
D. রানজিৎ সাগর
উত্তর: A. নাগার্জুন সাগর

31. কোয়েল নদী কোন রাজ্যে প্রবাহিত হয়?
A. ওডিশা
B. ঝাড়খণ্ড
C. ছত্তিশগড়
D. বিহার
উত্তর: B. ঝাড়খণ্ড

32. কুশী নদী কিসের উপনদী?
A. গঙ্গা
B. যমুনা
C. ব্রহ্মপুত্র
D. মহানন্দা
উত্তর: A. গঙ্গা

33. পোলাভারম প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত?
A. তেলেঙ্গানা
B. তামিলনাড়ু
C. অন্ধ্রপ্রদেশ
D. কেরল
উত্তর: C. অন্ধ্রপ্রদেশ

34. কোন নদীর উপর ফারাক্কা ব্যারেজ নির্মিত হয়েছে?
A. গঙ্গা
B. যমুনা
C. পদ্মা
D. মহানন্দা
উত্তর: A. গঙ্গা

35. দামোদর ভ্যালি কর্পোরেশনের সদর দপ্তর কোথায়?
A. কলকাতা
B. আসানসোল
C. বোকারো
D. কলকাতার কাছাকাছি মাইথন
উত্তর: D. কলকাতার কাছাকাছি মাইথন

36. কে.আর.এস (Krishna Raja Sagara) বাঁধ কোন রাজ্যে?
A. কেরল
B. কর্ণাটক
C. তামিলনাড়ু
D. অন্ধ্রপ্রদেশ
উত্তর: B. কর্ণাটক

37. কোন প্রকল্প ভারতের বৃহত্তম সেচ প্রকল্প হিসেবে পরিচিত?
A. হিরাকুদ
B. ইন্দিরা গান্ধী ক্যানাল
C. ভাকরা নাঙ্গল
D. নাগার্জুন সাগর
উত্তর: B. ইন্দিরা গান্ধী ক্যানাল

38. গঙ্গা নদী কোন পাহাড় থেকে উৎসারিত?
A. হিমালয়
B. আরাবল্লী
C. সাতপুরা
D. বিন্ধ্য
উত্তর: A. হিমালয়

39. কোন রাজ্যে কৃষ্ণা ও গোধাবরী দুই নদী প্রবাহিত হয়?
A. কর্ণাটক
B. তামিলনাড়ু
C. অন্ধ্রপ্রদেশ
D. ওডিশা
উত্তর: C. অন্ধ্রপ্রদেশ

40. কোন নদীকে ‘বিহারের গর্ব’ বলা হয়?
A. গঙ্গা
B. সোন
C. কুশী
D. গন্ধক
উত্তর: A. গঙ্গা

---Advertisement---

Related Post

List of Phobias and Fears l বিভিন্ন ফোবিয়া ও ভীতির নাম তালিকা

List of Phobias and Fears: মানুষের জীবনে ভীতি বা ফোবিয়া (Phobia) একটি সাধারণ কিন্তু জটিল মানসিক অবস্থা। কারো উচ্চতা ভীতি (Acrophobia), কারো জলভীতি (Hydrophobia), আবার কেউ অন্ধকার বা ...

WB Primary TET Practice Set 10 | প্রাইমারি টেট প্র্যাকটিস সেট ১০

WB Primary TET Practice Set 10: স্বাগতম Siksakul ব্লগে। আপনি যদি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক যোগ্যতা পরীক্ষা (TET) এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তবে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমাদের এই ব্লগটি বিশেষভাবে প্রস্তুত ...

D.El.Ed Child Study Exam Preparation: Complete Set of Important Short Questions (2-Mark Based) l D.El.Ed. 2024-26 শিশু অধ্যয়ন: গুরুত্বপূর্ণ ২ নম্বর প্রশ্নোত্তর

D.El.Ed Child Study Exam Preparation: প্রাইমারি ও আপার প্রাইমারি শিক্ষকপ্রার্থী যারা D.El.Ed 2024-26 কোর্সে ভর্তি হয়েছেন, তাদের জন্য শিশু অধ্যয়ন (Child Study) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি ...

✅ Important Events in Indian History l ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা সমূহ

Important Events in Indian History: ভারতের ইতিহাস হাজার বছরের গৌরবময় ঐতিহ্য এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ঘটনায় ভরা (Indian Historical events List)। প্রতিটি ঘটনা আমাদের সভ্যতার বিকাশ ...

Leave a Comment