---Advertisement---

Major River Valleys and Irrigation Projects – MCQ Set – Set 2 l প্রধান নদী উপত্যকা ও সেচ প্রকল্প – MCQ Set – Set 2 l

By Siksakul

Published on:

---Advertisement---

Major River Valleys and Irrigation Projects – MCQ Set – Set 2 । এই প্রশ্নোত্তরগুলি RRB Group D, SSC, WBCS, এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

21. কাবেরী নদী প্রধানত কোন দুটি রাজ্যে প্রবাহিত হয়?
A. তামিলনাড়ু ও কেরল
B. কর্ণাটক ও তামিলনাড়ু
C. অন্ধ্রপ্রদেশ ও ওডিশা
D. মহারাষ্ট্র ও তেলেঙ্গানা
উত্তর: B. কর্ণাটক ও তামিলনাড়ু

22. দামোদর নদীকে ‘বিপদজনক নদী’ বলা হতো কেন?
A. সেচ ব্যবস্থার অভাব
B. অতিরিক্ত বন্যা
C. জলবিদ্যুৎ উৎপাদনের কারণে
D. নদীর পরিবর্তনশীল গতি
উত্তর: B. অতিরিক্ত বন্যা

23. রণজিৎ সাগর বাঁধটি কোন নদীর উপর নির্মিত?
A. চেনাব
B. যমুনা
C. বিয়াস
D. রবি
উত্তর: D. রবি

24. ইন্দ্রাবতী নদী কোন নদীর উপনদী?
A. গঙ্গা
B. মহানদী
C. গোদাবরী
D. কৃষ্ণা
উত্তর: C. গোদাবরী

25. সোন নদী কোন নদীর শাখা?
A. গঙ্গা
B. যমুনা
C. ব্রহ্মপুত্র
D. কাবেরী
উত্তর: A. গঙ্গা

26. কুন্তি নদী কোন রাজ্যে প্রবাহিত?
A. ঝাড়খণ্ড
B. ওডিশা
C. মহারাষ্ট্র
D. বিহার
উত্তর: A. ঝাড়খণ্ড

27. ময়ূরাক্ষী প্রকল্প কোন নদীর উপর গঠিত?
A. দামোদর
B. গঙ্গা
C. ময়ূরাক্ষী
D. যমুনা
উত্তর: C. ময়ূরাক্ষী

28. চম্বল নদী কোন নদীর উপনদী?
A. যমুনা
B. গঙ্গা
C. সতলুজ
D. বিয়াস
উত্তর: A. যমুনা

29. মুলা-মুথা নদী কোন শহরের মাধ্যমে প্রবাহিত?
A. নাগপুর
B. পুনে
C. নাসিক
D. ভোপাল
উত্তর: B. পুনে

30. কৃষ্ণা নদীর উপর কোন বড় বাঁধটি নির্মিত হয়েছে?
A. নাগার্জুন সাগর
B. ইন্দিরা সাগর
C. তেহরি
D. রানজিৎ সাগর
উত্তর: A. নাগার্জুন সাগর

31. কোয়েল নদী কোন রাজ্যে প্রবাহিত হয়?
A. ওডিশা
B. ঝাড়খণ্ড
C. ছত্তিশগড়
D. বিহার
উত্তর: B. ঝাড়খণ্ড

32. কুশী নদী কিসের উপনদী?
A. গঙ্গা
B. যমুনা
C. ব্রহ্মপুত্র
D. মহানন্দা
উত্তর: A. গঙ্গা

33. পোলাভারম প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত?
A. তেলেঙ্গানা
B. তামিলনাড়ু
C. অন্ধ্রপ্রদেশ
D. কেরল
উত্তর: C. অন্ধ্রপ্রদেশ

34. কোন নদীর উপর ফারাক্কা ব্যারেজ নির্মিত হয়েছে?
A. গঙ্গা
B. যমুনা
C. পদ্মা
D. মহানন্দা
উত্তর: A. গঙ্গা

35. দামোদর ভ্যালি কর্পোরেশনের সদর দপ্তর কোথায়?
A. কলকাতা
B. আসানসোল
C. বোকারো
D. কলকাতার কাছাকাছি মাইথন
উত্তর: D. কলকাতার কাছাকাছি মাইথন

36. কে.আর.এস (Krishna Raja Sagara) বাঁধ কোন রাজ্যে?
A. কেরল
B. কর্ণাটক
C. তামিলনাড়ু
D. অন্ধ্রপ্রদেশ
উত্তর: B. কর্ণাটক

37. কোন প্রকল্প ভারতের বৃহত্তম সেচ প্রকল্প হিসেবে পরিচিত?
A. হিরাকুদ
B. ইন্দিরা গান্ধী ক্যানাল
C. ভাকরা নাঙ্গল
D. নাগার্জুন সাগর
উত্তর: B. ইন্দিরা গান্ধী ক্যানাল

38. গঙ্গা নদী কোন পাহাড় থেকে উৎসারিত?
A. হিমালয়
B. আরাবল্লী
C. সাতপুরা
D. বিন্ধ্য
উত্তর: A. হিমালয়

39. কোন রাজ্যে কৃষ্ণা ও গোধাবরী দুই নদী প্রবাহিত হয়?
A. কর্ণাটক
B. তামিলনাড়ু
C. অন্ধ্রপ্রদেশ
D. ওডিশা
উত্তর: C. অন্ধ্রপ্রদেশ

40. কোন নদীকে ‘বিহারের গর্ব’ বলা হয়?
A. গঙ্গা
B. সোন
C. কুশী
D. গন্ধক
উত্তর: A. গঙ্গা

---Advertisement---

Related Post

🇮🇳 Indian Constitution Question and Answer Part 2 | All Important MCQsl 🇮🇳 ভারতীয় সংবিধান সংক্রান্ত প্রশ্নোত্তর পর্ব ২ | সকল গুরুত্বপূর্ণ MCQ

🧾 মৌলিক অধিকার ও দায়িত্ব | গুরুত্বপূর্ণ MCQ ভারতীয় সংবিধানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল মৌলিক অধিকার ও মৌলিক দায়িত্ব। এই অধ্যায় থেকে বিভিন্ন পরীক্ষায় (WBCS, PSC, SSC, RRB, ...

🇮🇳 Indian Constitution Question and Answer Part 1 | All Important MCQsl 🇮🇳 ভারতীয় সংবিধান সংক্রান্ত প্রশ্নোত্তর পর্ব ১ | সকল গুরুত্বপূর্ণ MCQ

📚 সরকারি চাকরির পরীক্ষায় (WBCS, SSC, RRB, PSC, UPSC সহ অন্যান্য) ‌ভারতীয় সংবিধান একটি গুরুত্বপূর্ণ বিষয়। সংবিধান সংক্রান্ত বহু প্রশ্ন পরীক্ষায় বারবার আসে। তাই আজ আমরা এনেছি ভারতীয় ...

Primary TET 2025 Mathematics Pedagogy Practice Set 06 l প্রাইমারি টেট ২০২৫ গণিত পেডাগজি প্র্যাকটিস সেট ০৬

Primary TET 2025 Mathematics Pedagogy Practice Set 06: Primary TET 2025 পরীক্ষার প্রস্তুতিতে গণিত পেডাগজির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা প্রাইমারি টেট ২০২৫-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই Mathematics Pedagogy Practice ...

Important Committees and Commissions of India l ভারতের গুরুত্বপূর্ণ কমিটি ও কমিশন

Important Committees and Commissions of India: ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটি ও কমিশন বিভিন্ন সময়ে গঠিত হয়েছে, যেগুলি দেশের প্রশাসনিক, সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষাগত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ...

Leave a Comment