Major River Valleys and Irrigation Projects – MCQ Set – Set 2 । এই প্রশ্নোত্তরগুলি RRB Group D, SSC, WBCS, এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
21. কাবেরী নদী প্রধানত কোন দুটি রাজ্যে প্রবাহিত হয়?
A. তামিলনাড়ু ও কেরল
B. কর্ণাটক ও তামিলনাড়ু
C. অন্ধ্রপ্রদেশ ও ওডিশা
D. মহারাষ্ট্র ও তেলেঙ্গানা
উত্তর: B. কর্ণাটক ও তামিলনাড়ু
22. দামোদর নদীকে ‘বিপদজনক নদী’ বলা হতো কেন?
A. সেচ ব্যবস্থার অভাব
B. অতিরিক্ত বন্যা
C. জলবিদ্যুৎ উৎপাদনের কারণে
D. নদীর পরিবর্তনশীল গতি
উত্তর: B. অতিরিক্ত বন্যা
23. রণজিৎ সাগর বাঁধটি কোন নদীর উপর নির্মিত?
A. চেনাব
B. যমুনা
C. বিয়াস
D. রবি
উত্তর: D. রবি
24. ইন্দ্রাবতী নদী কোন নদীর উপনদী?
A. গঙ্গা
B. মহানদী
C. গোদাবরী
D. কৃষ্ণা
উত্তর: C. গোদাবরী
25. সোন নদী কোন নদীর শাখা?
A. গঙ্গা
B. যমুনা
C. ব্রহ্মপুত্র
D. কাবেরী
উত্তর: A. গঙ্গা
26. কুন্তি নদী কোন রাজ্যে প্রবাহিত?
A. ঝাড়খণ্ড
B. ওডিশা
C. মহারাষ্ট্র
D. বিহার
উত্তর: A. ঝাড়খণ্ড
27. ময়ূরাক্ষী প্রকল্প কোন নদীর উপর গঠিত?
A. দামোদর
B. গঙ্গা
C. ময়ূরাক্ষী
D. যমুনা
উত্তর: C. ময়ূরাক্ষী
28. চম্বল নদী কোন নদীর উপনদী?
A. যমুনা
B. গঙ্গা
C. সতলুজ
D. বিয়াস
উত্তর: A. যমুনা
29. মুলা-মুথা নদী কোন শহরের মাধ্যমে প্রবাহিত?
A. নাগপুর
B. পুনে
C. নাসিক
D. ভোপাল
উত্তর: B. পুনে
30. কৃষ্ণা নদীর উপর কোন বড় বাঁধটি নির্মিত হয়েছে?
A. নাগার্জুন সাগর
B. ইন্দিরা সাগর
C. তেহরি
D. রানজিৎ সাগর
উত্তর: A. নাগার্জুন সাগর
31. কোয়েল নদী কোন রাজ্যে প্রবাহিত হয়?
A. ওডিশা
B. ঝাড়খণ্ড
C. ছত্তিশগড়
D. বিহার
উত্তর: B. ঝাড়খণ্ড
32. কুশী নদী কিসের উপনদী?
A. গঙ্গা
B. যমুনা
C. ব্রহ্মপুত্র
D. মহানন্দা
উত্তর: A. গঙ্গা
33. পোলাভারম প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত?
A. তেলেঙ্গানা
B. তামিলনাড়ু
C. অন্ধ্রপ্রদেশ
D. কেরল
উত্তর: C. অন্ধ্রপ্রদেশ
34. কোন নদীর উপর ফারাক্কা ব্যারেজ নির্মিত হয়েছে?
A. গঙ্গা
B. যমুনা
C. পদ্মা
D. মহানন্দা
উত্তর: A. গঙ্গা
35. দামোদর ভ্যালি কর্পোরেশনের সদর দপ্তর কোথায়?
A. কলকাতা
B. আসানসোল
C. বোকারো
D. কলকাতার কাছাকাছি মাইথন
উত্তর: D. কলকাতার কাছাকাছি মাইথন
36. কে.আর.এস (Krishna Raja Sagara) বাঁধ কোন রাজ্যে?
A. কেরল
B. কর্ণাটক
C. তামিলনাড়ু
D. অন্ধ্রপ্রদেশ
উত্তর: B. কর্ণাটক
37. কোন প্রকল্প ভারতের বৃহত্তম সেচ প্রকল্প হিসেবে পরিচিত?
A. হিরাকুদ
B. ইন্দিরা গান্ধী ক্যানাল
C. ভাকরা নাঙ্গল
D. নাগার্জুন সাগর
উত্তর: B. ইন্দিরা গান্ধী ক্যানাল
38. গঙ্গা নদী কোন পাহাড় থেকে উৎসারিত?
A. হিমালয়
B. আরাবল্লী
C. সাতপুরা
D. বিন্ধ্য
উত্তর: A. হিমালয়
39. কোন রাজ্যে কৃষ্ণা ও গোধাবরী দুই নদী প্রবাহিত হয়?
A. কর্ণাটক
B. তামিলনাড়ু
C. অন্ধ্রপ্রদেশ
D. ওডিশা
উত্তর: C. অন্ধ্রপ্রদেশ
40. কোন নদীকে ‘বিহারের গর্ব’ বলা হয়?
A. গঙ্গা
B. সোন
C. কুশী
D. গন্ধক
উত্তর: A. গঙ্গা