---Advertisement---

Math Practice Set in Bengali Part 1 l গণিত প্র্যাকটিস সেট পার্ট ১

By Siksakul

Published on:

---Advertisement---

আজকের প্রতিযোগিতামূলক পরীক্ষার যুগে গণিতে দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। RRB, SSC, WBCS, পুলিশ নিয়োগ, প্রাথমিক টেট, গ্রুপ-D ইত্যাদি বহু পরীক্ষায় নিয়মিতভাবে গণিতভিত্তিক প্রশ্ন আসে। কিন্তু কিভাবে প্রস্তুতি নেবেন? কোথা থেকে শুরু করবেন?

এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আমরা নিয়ে এসেছি –
📘 “গণিত প্র্যাকটিস সেট পার্ট ১” (Math Practice Set in Bengali Part 1),
যেখানে রয়েছে ২০টি বাছাইকৃত ও গুরুত্বপূর্ণ Math MCQ প্রশ্নোত্তর বাংলায়, সহজ ভাষায় ব্যাখ্যা সহ।

এই সেটটি বিশেষভাবে তৈরি করা হয়েছে শুরু থেকে প্রস্তুতি নিতে ইচ্ছুক পরীক্ষার্থীদের জন্য, যাঁরা গণিতভীতি কাটিয়ে এক ধাপে সফলতা অর্জন করতে চান।

🔹 এই প্র্যাকটিস সেটে আপনি শিখবেন:

  • সংখ্যা পদ্ধতির ব্যবহার
  • গড় ও শতকরা হিসাব
  • লাভ-ক্ষতি ও অনুপাত
  • বাস্তব জীবনের গণিত সমস্যার সহজ সমাধান

চলুন, জেনে নেওয়া যাক এই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি, যা আপনার পরীক্ষার জন্য হতে পারে সঠিক প্রস্তুতির চাবিকাঠি!

📘 Math Practice Set in Bengali Part 1 l গণিত প্র্যাকটিস সেট পার্ট ১

1. একটি সংখ্যার 25% হল 60। সংখ্যাটি কত?

ক) 180
খ) 240
গ) 200 ✅
ঘ) 150

উত্তর: (গ) 200

2. কোন সংখ্যাকে 8 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 12 এবং ভাগশেষ হয় 4। সংখ্যাটি কত?

ক) 96
খ) 100 ✅
গ) 92
ঘ) 88

উত্তর: (খ) 100
(👉 সংখ্যা = (ভাগফল × ভাগকারী) + ভাগশেষ = 12×8 + 4 = 100)

3. দুটি সংখ্যার গ.সা.গু. 12 এবং ল.সা.গু. 240। একটি সংখ্যা 48 হলে, অপর সংখ্যাটি কত?

ক) 60 ✅
খ) 72
গ) 90
ঘ) 36

উত্তর: (ক) 60
(👉 গ.সা.গু. × ল.সা.গু. = সংখ্যা ১ × সংখ্যা ২)

4. কোন সংখ্যার 20% হল 80। সংখ্যাটি কত?

ক) 300
খ) 320
গ) 400 ✅
ঘ) 500

উত্তর: (গ) 400

5. 500 টাকার 15% লাভে একটি পণ্য বিক্রি করা হলে, ক্রয়মূল্য কত ছিল?

ক) 430
খ) 450
গ) 470
ঘ) 434.78 ✅

উত্তর: (ঘ) 434.78
(👉 বিক্রয়মূল্য = 115%, তাহলে 1% = 500/115, ক্রয়মূল্য = 100%)

6. কোন সংখ্যাকে 6 দিয়ে গুণ করলে 192 হয়। সংখ্যাটি কত?

ক) 30
খ) 32 ✅
গ) 36
ঘ) 28

উত্তর: (খ) 32

7. একটি বইয়ের মূল্য 600 টাকা। যদি 10% ছাড় দেওয়া হয়, তবে ক্রেতাকে কত টাকা দিতে হবে?

ক) 540 ✅
খ) 580
গ) 500
ঘ) 560

উত্তর: (ক) 540

8. একটি ট্রেন 60 কিমি/ঘণ্টা বেগে চললে 2 ঘন্টায় কত কিমি পাড়ি দেবে?

ক) 100
খ) 90
গ) 120 ✅
ঘ) 150

উত্তর: (গ) 120

9. 3 : 5 অনুপাতে 160 টাকা ভাগ করলে দুই অংশ কত হবে?

ক) 60 ও 100
খ) 80 ও 80
গ) 48 ও 112 ✅
ঘ) 72 ও 88

উত্তর: (গ) 48 ও 112

10. 75 এর 40% কত?

ক) 30 ✅
খ) 25
গ) 35
ঘ) 20

উত্তর: (ক) 30

Math Practice Set in Bengali Part 1 l গণিত প্র্যাকটিস সেট পার্ট ১

11. 12, 18 এবং 24 এর গ.সা.গু. কত?

ক) 6 ✅
খ) 12
গ) 3
ঘ) 24

12. 45 ও 60 এর ল.সা.গু. কত?

ক) 180 ✅
খ) 90
গ) 120
ঘ) 150

13. একটি পণ্যে 20% লাভ হলে 300 টাকার বিক্রয়মূল্য অনুযায়ী ক্রয়মূল্য কত?

ক) 250
খ) 260
গ) 270 ✅
ঘ) 280

14. গড় 60 হলে, 5টি সংখ্যার যোগফল কত?

ক) 250
খ) 300 ✅
গ) 280
ঘ) 320

15. 8 জন 6 দিনে কাজ শেষ করতে পারে। 4 জন কত দিনে শেষ করবে?

ক) 12 ✅
খ) 8
গ) 10
ঘ) 14

16. শতকরা 10 হারে 2 বছরে 1000 টাকায় সুদ কত হবে?

ক) 100
খ) 200 ✅
গ) 150
ঘ) 180

17. 2/5 + 3/10 = ?

ক) 1
খ) 7/10
গ) 3/5 ✅
ঘ) 9/10

18. একটি সংখ্যার দ্বিগুণ তার থেকে 10 বেশি। সংখ্যাটি কত?

ক) 5 ✅
খ) 10
গ) 20
ঘ) 15

19. 3 : 4 = ? : 16

ক) 10
খ) 12 ✅
গ) 14
ঘ) 15

20. 0.25 x 0.4 = ?

ক) 0.10
খ) 0.15
গ) 0.08 ✅
ঘ) 0.12

Read More: প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গণিত প্র্যাকটিস সেট

---Advertisement---

Related Post

SSC CHSL, SLST, WBCS History Special: 100 Questions on German Nazism with Answers | জার্মান নাৎসিবাদ সম্পর্কে ১০০টি প্রশ্ন ও উত্তর

Questions on German Nazism with Answers: সরকারি চাকরির প্রস্তুতিতে ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে SSC CHSL, SLST ও WBCS-এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। ইতিহাসের মধ্যে জার্মানির নাৎসিবাদ ...

SSC CHSL 2025 Practice Set 3 – Solve Important Questions in GK, English & Reasoning each part 20 questions

SSC CHSL 2025 Practice Set 3: Preparing for the SSC CHSL 2025 exam? Then you’ve landed at the right place! This blog presents a carefully curated SSC CHSL Practice Set ...

📘 SSC CHSL 2025 Practice Set 2 – Solve Important Questions in GK, English & Reasoning

SSC CHSL 2025 Practice Set 2: Preparing for the SSC CHSL 2025 exam? Then you’ve landed at the right place! This blog presents a carefully curated SSC CHSL Practice Set ...

✳️ SSC CHSL, SLST, WBCS History Special: 50 MCQs on World War II and United Nations l দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও সম্মিলিত জাতিপুঞ্জ (UN) – ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

50 MCQs on World War II and United Nations: দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও সম্মিলিত জাতিপুঞ্জ (UN) সম্পর্কিত প্রশ্নোত্তর যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে SSC CHSL, ...

Leave a Comment