---Advertisement---

Math Practice Set in Bengali Part 2 l গণিত প্র্যাকটিস সেট পার্ট ২

By Siksakul

Published on:

---Advertisement---

আজকের প্রতিযোগিতামূলক পরীক্ষার যুগে গণিতে দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। RRB, SSC, WBCS, পুলিশ নিয়োগ, প্রাথমিক টেট, গ্রুপ-D ইত্যাদি বহু পরীক্ষায় নিয়মিতভাবে গণিতভিত্তিক প্রশ্ন আসে। কিন্তু কিভাবে প্রস্তুতি নেবেন? কোথা থেকে শুরু করবেন?

এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আমরা নিয়ে এসেছি-

“গণিত প্র্যাকটিস সেট পার্ট ২” (Math Practice Set in Bengali Part 1), যেখানে রয়েছে ২০টি বাছাইকৃত ও গুরুত্বপূর্ণ Math MCQ প্রশ্নোত্তর বাংলায়, সহজ ভাষায় ব্যাখ্যা সহ।

এই সেটটি বিশেষভাবে তৈরি করা হয়েছে শুরু থেকে প্রস্তুতি নিতে ইচ্ছুক পরীক্ষার্থীদের জন্য, যাঁরা গণিতভীতি কাটিয়ে এক ধাপে সফলতা অর্জন করতে চান।

এই প্র্যাকটিস সেটে আপনি শিখবেন:

সংখ্যা পদ্ধতির ব্যবহার

গড় ও শতকরা হিসাব

লাভ-ক্ষতি ও অনুপাত

বাস্তব জীবনের গণিত সমস্যার সহজ সমাধান

চলুন, জেনে নেওয়া যাক এই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি, যা আপনার পরীক্ষার জন্য হতে পারে সঠিক প্রস্তুতির চাবিকাঠি!

Math Practice Set in Bengali Part 2 | গণিত প্র্যাকটিস সেট পার্ট ২

1. 500 টাকার 10% কত টাকা?

ক) 50 ✅
খ) 40
গ) 60
ঘ) 55


2. একটি সংখ্যার 30% যদি হয় 75, তাহলে সংখ্যাটি কত?

ক) 220
খ) 250 ✅
গ) 270
ঘ) 225

3. কোনো সংখ্যার দ্বিগুণ 80 হলে, সংখ্যাটি কত?

ক) 20
খ) 30
গ) 40 ✅
ঘ) 50


4. 1/4 + 1/2 = ?

ক) 2/3
খ) 3/4
গ) 1 ✅
ঘ) 5/6

5. 15% লাভে 460 টাকায় বিক্রি করা হলে, ক্রয়মূল্য কত?

ক) 400 ✅
খ) 420
গ) 440
ঘ) 390


6. দুটি সংখ্যার গ.সা.গু. 18 এবং একটি সংখ্যা 90, তাহলে অপর সংখ্যাটি কত (যদি ল.সা.গু. হয় 270)?

ক) 36
খ) 54 ✅
গ) 72
ঘ) 45

7. কোনো কাজ 8 দিনে 6 জন করতে পারে। 4 জনে সেই কাজ কত দিনে হবে?

ক) 10
খ) 12 ✅
গ) 14
ঘ) 15


8. 1000 টাকায় 12% বার্ষিক সরল সুদে 2 বছরে সুদ কত?

ক) 200 ✅
খ) 180
গ) 220
ঘ) 240

9. কোনো সংখ্যার 10% এবং 20% এর যোগফল 60 হলে সংখ্যাটি কত?

ক) 200 ✅
খ) 180
গ) 150
ঘ) 100


10. 3 : 5 = ? : 25

ক) 10
খ) 15
গ) 12
ঘ) 15 ✅

11. 6 জন 8 দিনে একটি কাজ শেষ করতে পারে। 4 জনে সেই কাজ কত দিনে শেষ করবে?

ক) 10
খ) 12 ✅
গ) 8
ঘ) 15


12. 45, 60, 75 এর ল.সা.গু. কত?

ক) 180
খ) 240
গ) 300 ✅
ঘ) 360

13. 25% এর 40% কত?

ক) 5% ✅
খ) 10%
গ) 20%
ঘ) 15%


14. 1.2 × 0.5 = ?

ক) 0.6 ✅
খ) 0.7
গ) 0.8
ঘ) 0.5

15. যদি 10 কিমি দূরত্ব অর্ধঘণ্টায় অতিক্রম করা হয়, তবে গতিবেগ কত?

ক) 10 কিমি/ঘণ্টা
খ) 15 কিমি/ঘণ্টা
গ) 20 কিমি/ঘণ্টা
ঘ) 20 ✅


16. একটি সংখ্যার 40% এবং 60% এর যোগফল 200 হলে, সংখ্যাটি কত?

ক) 300 ✅
খ) 250
গ) 200
ঘ) 240

17. 3/8 – 1/4 = ?

ক) 1/8 ✅
খ) 1/4
গ) 2/8
ঘ) 3/4


18. 100-এর 15% কত?

ক) 15 ✅
খ) 10
গ) 20
ঘ) 25

19. 20% হ্রাসের পর মূল্য দাঁড়ায় 800 টাকা। মূল মূল্য কত ছিল?

ক) 1000 ✅
খ) 900
গ) 950
ঘ) 850


20. একটি পণ্যে 25% লাভ হলে, ক্রয়মূল্য 400 টাকা হলে বিক্রয়মূল্য কত হবে?

ক) 500
খ) 480
গ) 490
ঘ) 500 ✅

21. দুটি সংখ্যার গ.সা.গু. 16 এবং গুণফল 768। একটি সংখ্যা 48 হলে, অপর সংখ্যাটি কত?

ক) 12
খ) 16
গ) 18 ✅
ঘ) 20


22. কোন সংখ্যাকে 3 দিয়ে গুণ করলে 75 হয়?

ক) 25 ✅
খ) 20
গ) 30
ঘ) 35

23. একটি ট্রেন 90 কিমি/ঘণ্টায় 2 ঘণ্টায় কত দূরত্ব অতিক্রম করবে?

ক) 150
খ) 160
গ) 180 ✅
ঘ) 200


24. 1 ঘন্টার এক চতুর্থাংশ কত মিনিট?

ক) 10
খ) 15 ✅
গ) 20
ঘ) 25

25. 0.2 × 0.5 = ?

ক) 0.1 ✅
খ) 0.2
গ) 0.05
ঘ) 0.3


26. 5 টি সংখ্যার গড় 60। তাদের যোগফল কত?

ক) 300 ✅
খ) 280
গ) 260
ঘ) 240

27. 1.5 + 2.5 = ?

ক) 3.5
খ) 4 ✅
গ) 4.5
ঘ) 3.8


28. 5% এর 20% কত?

ক) 1% ✅
খ) 2%
গ) 3%
ঘ) 0.5%

29. 10% হ্রাসের পর দাম 450 টাকা। মূল দাম কত ছিল?

ক) 500 ✅
খ) 480
গ) 460
ঘ) 490


30. 1/3 + 1/6 = ?

ক) 1/2 ✅
খ) 2/3
গ) 5/6
ঘ) 3/4

---Advertisement---

Related Post

📘 SSC CHSL 2025 Practice Set 1 – Solve Important Questions in GK, English & Reasoning

SSC CHSL 2025 Practice Set 1: Preparing for the SSC CHSL 2025 exam? Then you’ve landed at the right place! This blog presents a carefully curated SSC CHSL ...

📘 Primary TET 2025 Math Pedagogy Practice Set 02 – প্রাইমারি টেট 2025 গণিত পেডাগজি l Boost Your গণিত Preparation Today!

Primary TET 2025 Math Pedagogy Practice Set 02: Are you preparing for the Primary TET 2025 Math exam? Whether you’re just starting or revising your preparation, this blog ...

📘 Primary TET 2025 English Practice Set 03 – Master Pedagogy with MCQs, Practice Sets & Model Questions

Primary TET 2025 English Practice Set 03: Are you preparing for Primary TET 2025 English and looking for the most effective study resources? This blog is your one-stop ...

WBCSSC SLST 2025 Geography Soil MCQ l ভারতের মৃত্তিকা সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

WBCSSC SLST 2025 Geography Soil MCQ: আপনি যদি WBCSSC SLST 2025 পরীক্ষার জন্য ভূগোল বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন, তাহলে মৃত্তিকা (Soil) অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে ভারতের মৃত্তিকার বিভিন্ন ...

Leave a Comment