---Advertisement---

Railway Group D 2025: Bengali General Science Practice Set 3 l রেলওয়ে গ্রুপ ডি ২০২৫: সাধারণ বিজ্ঞান ভিত্তিক প্র্যাকটিস সেট ৩

By Siksakul

Updated on:

---Advertisement---

Railway Group D 2025 পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাধারণ বিজ্ঞান ভিত্তিক প্র্যাকটিস সেট ৩। এখানে রয়েছে ২০টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর, যা পরীক্ষায় কমন পড়ার মতো সম্ভাবনা রাখে।

Railway Group D 2025: Bengali General Science Practice Set 3

মানুষ কোন গ্যাস শ্বাস নিয়ে বাঁচে?
a) নাইট্রোজেন
b) অক্সিজেন ✅
c) কার্বন ডাই অক্সাইড
d) হাইড্রোজেন

সবচেয়ে হালকা গ্যাস কোনটি?
a) অক্সিজেন
b) নাইট্রোজেন
c) হাইড্রোজেন ✅
d) হিলিয়াম

হাড় ও দাঁত শক্ত করে তোলে কোন খনিজ পদার্থ?
a) আয়োডিন
b) ক্যালসিয়াম ✅
c) আয়রন
d) সোডিয়াম

রক্তে কোন পদার্থ অক্সিজেন বহন করে?
a) প্লাজমা
b) প্লেটলেট
c) হিমোগ্লোবিন ✅
d) লিম্ফ

সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি?
a) শনি
b) ইউরেনাস
c) বৃহস্পতি ✅
d) পৃথিবী

কোন গ্রহকে “লাল গ্রহ” বলা হয়?
a) শুক্র
b) মঙ্গল ✅
c) বুধ
d) নেপচুন

জ্বর পরিমাপের জন্য ব্যবহৃত থার্মোমিটারে পারদ কেন ব্যবহার করা হয়?
a) গরমে ফুলে ওঠে না
b) এটি তাপ পরিবর্তনে দ্রুত প্রতিক্রিয়া করে ✅
c) এটি হালকা
d) এটি রঙিন

চোখের রেটিনায় কোন কোষ আলোর প্রতি সংবেদনশীল?
a) রড ও কন ✅
b) নিউরন
c) লেন্স
d) কর্নিয়া

রেলওয়ে গ্রুপ ডি ২০২৫: সাধারণ বিজ্ঞান ভিত্তিক প্র্যাকটিস সেট ৩

সাধারণ বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

রক্তচাপ মাপার যন্ত্রের নাম কী?
a) থার্মোমিটার
b) ব্যারোমিটার
c) স্টেথোস্কোপ
d) স্ফিগমোম্যানোমিটার ✅

টিউবারকিউলোসিস (TB) রোগ কোন জীবাণুর দ্বারা হয়?
a) ভাইরাস
b) ব্যাকটেরিয়া ✅
c) ছত্রাক
d) প্রোটোজোয়া

বায়ুমণ্ডলের প্রধান উপাদান কোনটি?
a) অক্সিজেন
b) নাইট্রোজেন ✅
c) কার্বন ডাই অক্সাইড
d) হাইড্রোজেন

রান্নার সময় প্রেসার কুকার ব্যবহারে কী হয়?
a) খাবার জ্বলে যায়
b) চাপ বেশি হয় বলে তাপমাত্রা বাড়ে ✅
c) খাবার শুকিয়ে যায়
d) সময় বেশি লাগে

হৃৎপিণ্ডের স্বাভাবিক গতি প্রতি মিনিটে কতবার?
a) 50-60
b) 72 বার ✅
c) 100 বার
d) 120 বার

ক্যান্সার কী ধরনের রোগ?
a) ভাইরাল
b) বংশগত
c) কোষ বিভাজনজনিত ✅
d) খাদ্যজনিত

কোন ভিটামিন সূর্যালোক থেকে পাওয়া যায়?
a) ভিটামিন A
b) ভিটামিন C
c) ভিটামিন D ✅
d) ভিটামিন B12

বিদ্যুৎ প্রবাহের একক কী?
a) ভোল্ট
b) অ্যাম্পিয়ার ✅
c) ওহম
d) ওয়াট

পানির ফোঁটা গোলাকার হয় কেন?
a) পৃষ্ঠটান ✅
b) অভিকর্ষ বল
c) আণবিক আকর্ষণ
d) পরিবাহী গুণ

এক ঘণ্টায় কত সেকেন্ড থাকে?
a) 600
b) 3600 ✅
c) 1000
d) 2400

হাড়ের রোগ রোধে কোন ভিটামিন প্রয়োজন?
a) ভিটামিন A
b) ভিটামিন B
c) ভিটামিন D ✅
d) ভিটামিন K

কোন যন্ত্র দিয়ে শব্দের তীব্রতা মাপা হয়?
a) হাইগ্রোমিটার
b) সোনোমিটার ✅
c) থার্মোমিটার
d) গ্যালভানো মিটার

আরো পড়ুনঃ রেলওয়ে গ্রুপ ডি ২০২৫: সাধারণ জ্ঞান ভিত্তিক প্র্যাকটিস সেট ২

---Advertisement---

Related Post

SSC CHSL, SLST, WBCS History Special: 100 Questions on German Nazism with Answers | জার্মান নাৎসিবাদ সম্পর্কে ১০০টি প্রশ্ন ও উত্তর

Questions on German Nazism with Answers: সরকারি চাকরির প্রস্তুতিতে ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে SSC CHSL, SLST ও WBCS-এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। ইতিহাসের মধ্যে জার্মানির নাৎসিবাদ ...

SSC CHSL 2025 Practice Set 3 – Solve Important Questions in GK, English & Reasoning each part 20 questions

SSC CHSL 2025 Practice Set 3: Preparing for the SSC CHSL 2025 exam? Then you’ve landed at the right place! This blog presents a carefully curated SSC CHSL Practice Set ...

📘 SSC CHSL 2025 Practice Set 2 – Solve Important Questions in GK, English & Reasoning

SSC CHSL 2025 Practice Set 2: Preparing for the SSC CHSL 2025 exam? Then you’ve landed at the right place! This blog presents a carefully curated SSC CHSL Practice Set ...

✳️ SSC CHSL, SLST, WBCS History Special: 50 MCQs on World War II and United Nations l দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও সম্মিলিত জাতিপুঞ্জ (UN) – ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

50 MCQs on World War II and United Nations: দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও সম্মিলিত জাতিপুঞ্জ (UN) সম্পর্কিত প্রশ্নোত্তর যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে SSC CHSL, ...

Leave a Comment