---Advertisement---

Railway Group D 2025: Bengali General Knowledge Practice Set 1 l রেলওয়ে গ্রুপ ডি ২০২৫: সাধারণ জ্ঞান ভিত্তিক প্র্যাকটিস সেট ১

By Siksakul

Published on:

Railway Group D 2025: Bengali General Knowledge Practice Set 1
---Advertisement---

Railway Group D 2025 পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান ভিত্তিক প্র্যাকটিস সেট ১। এখানে রয়েছে ২০টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর, যা পরীক্ষায় কমন পড়ার মতো সম্ভাবনা রাখে।

Railway Group D 2025: Bengali General Knowledge Practice Set 1

ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
a) জওহরলাল নেহরু
b) সর্দার বল্লভভাই প্যাটেল
c) ড. রাজেন্দ্র প্রসাদ ✅
d) ড. বি. আর. আম্বেদকর

‘জাতীয় গান’ “বন্দে মাতরম” কে রচনা করেন?
a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ✅
c) সুভাষ চন্দ্র বসু
d) বাল গঙ্গাধর তিলক

ভারতের সর্ববৃহৎ রাজ্য কোনটি (আয়তনে)?
a) মহারাষ্ট্র
b) মধ্যপ্রদেশ
c) রাজস্থান ✅
d) উত্তর প্রদেশ

‘হরপ্পা সভ্যতা’ কোন যুগের অন্তর্গত?
a) প্রস্তর যুগ
b) ব্রোঞ্জ যুগ ✅
c) লৌহ যুগ
d) আধুনিক যুগ

ইউনেস্কো সদর দপ্তর কোথায় অবস্থিত?
a) নিউ ইয়র্ক
b) প্যারিস ✅
c) লন্ডন
d) জেনেভা

ভারতের জাতীয় পশু কোনটি?
a) সিংহ
b) বাঘ ✅
c) হাতি
d) চিতা

স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
a) সুভাষ চন্দ্র বসু
b) মহাত্মা গান্ধী
c) জওহরলাল নেহরু ✅
d) রাজেন্দ্র প্রসাদ

ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?
a) প্রতিভা পাতিল
b) মীরা কুমার
c) ইন্দিরা গান্ধী ✅
d) সরোজিনী নাইডু

ভারতের জাতীয় খেলা কী?
a) ক্রিকেট
b) ফুটবল
c) হকি ✅
d) কাবাডি

গঙ্গা নদীর উৎসস্থল কোথায়?
a) গঙ্গোত্রী ✅
b) বদ্রীনাথ
c) কেদারনাথ
d) যমুনোত্রী

“সারে জাহাঁ সে ভালো” গানটির রচয়িতা কে?
a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) মহম্মদ ইকবাল ✅
c) জওহরলাল নেহরু
d) বিনয় সরকার

ভারতের কোন শহরকে ‘গার্ডেন সিটি’ বলা হয়?
a) দিল্লি
b) বেঙ্গালুরু ✅
c) হায়দরাবাদ
d) আহমেদাবাদ

UNO বা জাতিসংঘ গঠিত হয় কবে?
a) 1945 ✅
b) 1939
c) 1947
d) 1950

ভারতের সংবিধান প্রণেতা কে ছিলেন?
a) রাজেন্দ্র প্রসাদ
b) বি. আর. আম্বেদকর ✅
c) সর্দার প্যাটেল
d) জওহরলাল নেহরু

সবচেয়ে ছোট মহাদেশ কোনটি?
a) ইউরোপ
b) অস্ট্রেলিয়া ✅
c) আফ্রিকা
d) দক্ষিণ আমেরিকা

জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়?
a) 15 আগস্ট
b) 28 ফেব্রুয়ারি ✅
c) 5 জুন
d) 26 জানুয়ারি

ভারতের প্রথম উপগ্রহের নাম কী?
a) চন্দ্রযান
b) আর্যভট্ট ✅
c) ভূ-সঞ্চার
d) ইনস্যাট

ভারতের কোন রাজ্যকে ‘চা এর রাজ্য’ বলা হয়?
a) বিহার
b) আসাম ✅
c) মেঘালয়
d) ত্রিপুরা

‘পঞ্চায়েতি রাজ’ ব্যবস্থার সূচনা হয় কোন রাজ্যে?
a) পাঞ্জাব
b) রাজস্থান ✅
c) তামিলনাড়ু
d) বিহার

‘গীতাঞ্জলি’ কার লেখা?
a) সুভাষ চন্দ্র বসু
b) সুকান্ত ভট্টাচার্য
c) রবীন্দ্রনাথ ঠাকুর ✅
d) কাজী নজরুল ইসলাম

---Advertisement---

Related Post

History of Ancient India: 100 MCQs on Harappan and Vedic Periods l প্রাচীন ভারতের ইতিহাস: হরপ্পা ও বৈদিক যুগের ওপর ১০০টি MCQ

📚 প্রাচীন ভারতের ইতিহাস: হরপ্পা ও বৈদিক যুগের ওপর ১০০টি MCQ | Must-Solve for WBCS, SSC, RRB Aspirants 🏛️ প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইতিহাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে ...

🚆 RRB NTPC Previous Year Questions and Answers | Year-wise Compilation

RRB NTPC Previous Year Questions and Answers: Master your preparation for the RRB NTPC exam with this handpicked collection of previous year questions. These questions are compiled year-wise, ...

Dance Quiz Part 4 l SSC GD GK PYQ l নৃত্য ও নৃত্যশিল্পী প্রশ্নোত্তর পর্ব ৪

Dance Quiz Part 4: আপনি যদি SSC GD, WBCS, বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এবং নৃত্য ও নৃত্যশিল্পী সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর (GK MCQ) খুঁজছেন, তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। এই ...

Dance Quiz Part 3 l SSC GD GK PYQ l নৃত্য ও নৃত্যশিল্পী প্রশ্নোত্তর পর্ব ৩

Dance Quiz Part 3: আপনি যদি SSC GD, WBCS, বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এবং নৃত্য ও নৃত্যশিল্পী সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর (GK MCQ) খুঁজছেন, তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। এই ...

Leave a Comment