Railway Group D 2025 পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান ভিত্তিক প্র্যাকটিস সেট ১। এখানে রয়েছে ২০টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর, যা পরীক্ষায় কমন পড়ার মতো সম্ভাবনা রাখে।
Railway Group D 2025: Bengali General Knowledge Practice Set 1
ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
a) জওহরলাল নেহরু
b) সর্দার বল্লভভাই প্যাটেল
c) ড. রাজেন্দ্র প্রসাদ
d) ড. বি. আর. আম্বেদকর
‘জাতীয় গান’ “বন্দে মাতরম” কে রচনা করেন?
a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
c) সুভাষ চন্দ্র বসু
d) বাল গঙ্গাধর তিলক
ভারতের সর্ববৃহৎ রাজ্য কোনটি (আয়তনে)?
a) মহারাষ্ট্র
b) মধ্যপ্রদেশ
c) রাজস্থান
d) উত্তর প্রদেশ
‘হরপ্পা সভ্যতা’ কোন যুগের অন্তর্গত?
a) প্রস্তর যুগ
b) ব্রোঞ্জ যুগ
c) লৌহ যুগ
d) আধুনিক যুগ
ইউনেস্কো সদর দপ্তর কোথায় অবস্থিত?
a) নিউ ইয়র্ক
b) প্যারিস
c) লন্ডন
d) জেনেভা
ভারতের জাতীয় পশু কোনটি?
a) সিংহ
b) বাঘ
c) হাতি
d) চিতা
স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
a) সুভাষ চন্দ্র বসু
b) মহাত্মা গান্ধী
c) জওহরলাল নেহরু
d) রাজেন্দ্র প্রসাদ
ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?
a) প্রতিভা পাতিল
b) মীরা কুমার
c) ইন্দিরা গান্ধী
d) সরোজিনী নাইডু
ভারতের জাতীয় খেলা কী?
a) ক্রিকেট
b) ফুটবল
c) হকি
d) কাবাডি
গঙ্গা নদীর উৎসস্থল কোথায়?
a) গঙ্গোত্রী
b) বদ্রীনাথ
c) কেদারনাথ
d) যমুনোত্রী
“সারে জাহাঁ সে ভালো” গানটির রচয়িতা কে?
a) রবীন্দ্রনাথ ঠাকুর
b) মহম্মদ ইকবাল
c) জওহরলাল নেহরু
d) বিনয় সরকার
ভারতের কোন শহরকে ‘গার্ডেন সিটি’ বলা হয়?
a) দিল্লি
b) বেঙ্গালুরু
c) হায়দরাবাদ
d) আহমেদাবাদ
UNO বা জাতিসংঘ গঠিত হয় কবে?
a) 1945
b) 1939
c) 1947
d) 1950
ভারতের সংবিধান প্রণেতা কে ছিলেন?
a) রাজেন্দ্র প্রসাদ
b) বি. আর. আম্বেদকর
c) সর্দার প্যাটেল
d) জওহরলাল নেহরু
সবচেয়ে ছোট মহাদেশ কোনটি?
a) ইউরোপ
b) অস্ট্রেলিয়া
c) আফ্রিকা
d) দক্ষিণ আমেরিকা
জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়?
a) 15 আগস্ট
b) 28 ফেব্রুয়ারি
c) 5 জুন
d) 26 জানুয়ারি
ভারতের প্রথম উপগ্রহের নাম কী?
a) চন্দ্রযান
b) আর্যভট্ট
c) ভূ-সঞ্চার
d) ইনস্যাট
ভারতের কোন রাজ্যকে ‘চা এর রাজ্য’ বলা হয়?
a) বিহার
b) আসাম
c) মেঘালয়
d) ত্রিপুরা
‘পঞ্চায়েতি রাজ’ ব্যবস্থার সূচনা হয় কোন রাজ্যে?
a) পাঞ্জাব
b) রাজস্থান
c) তামিলনাড়ু
d) বিহার
‘গীতাঞ্জলি’ কার লেখা?
a) সুভাষ চন্দ্র বসু
b) সুকান্ত ভট্টাচার্য
c) রবীন্দ্রনাথ ঠাকুর
d) কাজী নজরুল ইসলাম