---Advertisement---

Railway Group D Model Question Paper MCQ Set 1 l রেলওয়ে গ্রুপ ডি মডেল প্রশ্নপত্র MCQ সেট ১

By Siksakul

Published on:

---Advertisement---

আপনি কি রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? তাহলে সঠিক জায়গায় এসেছেন! এখানে আমরা নিয়ে এসেছি Railway Group D Model Question Paper MCQ Set 1 – যা ২০২৫ সালের পরীক্ষার জন্য অত্যন্ত সহায়ক।
এই সেটে আপনি পাবেন সাধারণ জ্ঞান, বিজ্ঞান, অঙ্ক ও সাধারণ বুদ্ধিমত্তা – এই চারটি গুরুত্বপূর্ণ বিভাগের উপর ভিত্তি করে তৈরি ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর (MCQ with Answers)

এই প্রশ্নপত্রটি পরীক্ষার্থীদের প্র্যাকটিসের জন্য একটি চমৎকার রিসোর্স, যা আপনাকে আসন্ন পরীক্ষায় সঠিক প্রস্তুতি নিতে সাহায্য করবে। প্রতিটি প্রশ্ন বাস্তব পরীক্ষার ধাঁচে তৈরি, যাতে আপনি প্রশ্নের ধরন বুঝে আত্মবিশ্বাসের সঙ্গে এগোতে পারেন।

চলুন, শুরু করা যাক এই Railway Group D Model Question Paper MCQ Set 1 – এর মধ্য দিয়ে আপনার প্রস্তুতির সঠিক যাত্রা! 🚆📘

✨ Railway Group D Model Question Paper MCQ Set 1 | রেলওয়ে গ্রুপ ডি মডেল প্রশ্নপত্র MCQ সেট ১

ভারতের জাতীয় ফুল কোনটি?
A. পদ্ম
B. গাঁদা
C. গোলাপ
D. চামেলি
উত্তর: A. পদ্ম

ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে?
A. সুভাষচন্দ্র বসু
B. জওহরলাল নেহরু
C. মহাত্মা গান্ধী
D. বল্লভভাই প্যাটেল
উত্তর: B. জওহরলাল নেহরু

UN-এর সদর দফতর কোথায় অবস্থিত?
A. জেনেভা
B. নিউ ইয়র্ক
C. লন্ডন
D. প্যারিস
উত্তর: B. নিউ ইয়র্ক

ভারতের জাতীয় পশু কোনটি?
A. হাতি
B. চিতা
C. রয়েল বেঙ্গল টাইগার
D. সিংহ
উত্তর: C. রয়েল বেঙ্গল টাইগার

হাওড়া ব্রিজ কোন নদীর উপর নির্মিত?
A. গঙ্গা
B. যমুনা
C. ব্রহ্মপুত্র
D. হুগলি
উত্তর: D. হুগলি

ভারতের সংবিধান কবে কার্যকর হয়?
A. ১৫ আগস্ট ১৯৪৭
B. ২৬ জানুয়ারি ১৯৫০
C. ২৬ নভেম্বর ১৯৪৯
D. ২ অক্টোবর ১৯৪৮
উত্তর: B. ২৬ জানুয়ারি ১৯৫০

‘গীতাঞ্জলি’ কার লেখা?
A. বঙ্কিমচন্দ্র
B. কাজী নজরুল
C. রবীন্দ্রনাথ ঠাকুর
D. শরৎচন্দ্র
উত্তর: C. রবীন্দ্রনাথ ঠাকুর

Railway Group D Model Question Paper MCQ Set 1

মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত?
A. ভারত
B. নেপাল
C. চীন
D. ভুটান
উত্তর: B. নেপাল

ভারতের জাতীয় সংগীত কে রচনা করেন?
A. রবীন্দ্রনাথ ঠাকুর
B. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C. লালন ফকির
D. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর: A. রবীন্দ্রনাথ ঠাকুর

ভারতের মোট রাজ্যের সংখ্যা কত?
A. ২৯
B. ২৮
C. ৩১
D. ২৬
উত্তর: B. ২৮

পানির রাসায়নিক সংকেত কী?
A. CO₂
B. H₂O
C. O₂
D. HCl
উত্তর: B. H₂O

মানবদেহে রক্তচাপ পরিমাপের যন্ত্রের নাম কী?
A. হাইড্রোমিটার
B. ব্যারোমিটার
C. স্পিগমোম্যানোমিটার
D. থার্মোমিটার
উত্তর: C. স্পিগমোম্যানোমিটার

ক্যালসিয়াম সবচেয়ে বেশি পাওয়া যায় —
A. কলা
B. দুধ
C. আপেল
D. আম
উত্তর: B. দুধ

১৮ + ১২ × ২ = ?
A. ৬০
B. ৪২
C. ৪৮
D. ৩০
উত্তর: D. ৪২

একটি ট্রেন ৬০ কিমি/ঘণ্টা গতিতে ২ ঘণ্টায় কত দূরত্ব অতিক্রম করবে?
A. ১২০ কিমি
B. ১০০ কিমি
C. ১৫০ কিমি
D. ৯০ কিমি
উত্তর: A. ১২০ কিমি

একটি সংখ্যার ২৫% হল ৫০, তাহলে সংখ্যাটি কত?
A. ১৫০
B. ২০০
C. ১০০
D. ২৫
উত্তর: B. ২০০

‘শীত : ঠান্ডা :: বর্ষা : ?’
A. রোদ
B. বৃষ্টি
C. তাপ
D. ঝড়
উত্তর: B. বৃষ্টি

যদি 2 + 3 = 13, 3 + 4 = 25, তাহলে 4 + 5 = ?
A. 41
B. 36
C. 45
D. 29
উত্তর: A. 41

STAR এর উল্টো কী?
A. ARTS
B. RATS
C. TARS
D. STRA
উত্তর: B. RATS

হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
A. গঙ্গা
B. সিন্ধু
C. ব্রহ্মপুত্র
D. যমুনা
উত্তর: B. সিন্ধু

ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে?
A. প্রতিভা পাটিল
B. ইন্দিরা গান্ধী
C. সোনিয়া গান্ধী
D. মীরা কুমার
উত্তর: A. প্রতিভা পাটিল

কোন গ্যাসটি শ্বাস-প্রশ্বাসে ব্যবহৃত হয়?
A. কার্বন ডাই অক্সাইড
B. হাইড্রোজেন
C. নাইট্রোজেন
D. অক্সিজেন
উত্তর: D. অক্সিজেন

সূর্যের শক্তির মূল উৎস কী?
A. দহন
B. নিউক্লিয়ার ফিশন
C. নিউক্লিয়ার ফিউশন
D. বৈদ্যুতিক শক্তি
উত্তর: C. নিউক্লিয়ার ফিউশন

১২ ও ১৮ এর গ.সা.গু কত?
A. ২
B. ৪
C. ৬
D. ১২
উত্তর: C. ৬

যদি PEN = 35 হয়, তাহলে INK = ?
A. 30
B. 28
C. 29
D. 31
উত্তর: B. 28

‘বই : জ্ঞান :: অস্ত্র : ?’
A. যুদ্ধ
B. শক্তি
C. সুরক্ষা
D. ক্ষতি
উত্তর: C. সুরক্ষা

---Advertisement---

Related Post

90 Most Important Chemistry GK for WBCS, SSC, Railway | চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রসায়ন প্রশ্ন

Most Important Chemistry GK for WBCS, SSC, Railway: সকল প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন WBCS, SSC, Railway, Police ও PSC প্রস্তুতির জন্য ৯০টি গুরুত্বপূর্ণ রসায়ন প্রশ্নোত্তর। Chemistry GK, One Liner এবং Basics রিভিশনের জন্য সেরা সংগ্রহ।

Indian President GK for WBCS/SSC/Railway (in Bengali) l ভারতের রাষ্ট্রপতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Indian President GK: ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হলেন দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদধারী এবং দেশের প্রথম নাগরিক। রাষ্ট্রপতি দেশের প্রশাসন, সেনা, বিচারব্যবস্থা ও সংসদীয় কার্যকলাপের এক অন্যতম স্তম্ভ। আজ ...

🚨 Upcoming WB Police Recruitment 2026: Over 20,000+ Vacancies Announced Soon!

WB Police Recruitment 2026: If you are preparing for a government job in 2026, here’s some great news for you! The West Bengal Police Recruitment Board (WBPRB) is ...

🌏 40+ Important Geography GK Questions in Bengali l ভূগোল সম্পর্কিত ৪৫টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

Important Geography GK Questions in Bengali: ভারতের ভূগোল ও বিশ্ব ভূগোল নিয়ে সাধারণ জ্ঞান প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার (যেমন WBCS, SSC, Railway, Madhyamik, PSC, TET) জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে ...

Leave a Comment