Important questions and answers about science: বিজ্ঞান বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে এই ব্লগটি বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য। এখানে আপনি পাবেন সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর, গুরুত্বপূর্ণ বিজ্ঞান প্রশ্নাবলী, এবং বাংলা MCQ বিজ্ঞান প্রশ্ন, যা বিভিন্ন সরকারী চাকরি পরীক্ষা যেমন SSC, RRB, Railway, WBCS, ও অন্যান্য Competitive Exams এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই পোস্টে আমরা শেয়ার করেছি Important Science Questions and Answers,
Basic Science MCQ with Answers,
Science Quiz Questions for Students,
Science Objective Questions PDF, এবং
Daily Science Practice Questions – যা প্রতিদিনের প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে।
এছাড়াও, আপনি জানতে পারবেন Science Trivia with Answers,
General Science GK for Competitive Exams, এবং
Science Questions for Government Exams সম্পর্কে বিস্তারিত তথ্য।
এই প্রশ্নোত্তরগুলো বিশেষভাবে সাজানো হয়েছে যাতে আপনি সহজেই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিজ্ঞান, রেলওয়ে ও এসএসসি পরীক্ষার বিজ্ঞান প্রশ্ন, বিজ্ঞান বিষয়ক প্রশ্ন PDF, এবং দৈনিক বিজ্ঞান প্রশ্নোত্তর অনুশীলন করতে পারেন।
তাহলে আর দেরি না করে শুরু করুন পড়া, আর নিজেকে প্রস্তুত করুন ভবিষ্যতের চাকরির পরীক্ষার জন্য সঠিক বিজ্ঞানের জ্ঞানে সমৃদ্ধ হয়ে।
Some important questions and answers about science
অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটি কে প্রথম চালু করেন?
➜ ডারউইন।
“Origin of species by means of natural selection” গ্রন্থের রচয়িতা কে?
➜ ডারউইন।
“Philosophic Zoologique” গ্রন্থের রচয়িতা কে..?
➜ ল্যামার্ক।
সমসংস্থ অঙ্গের দুটি উদাহরণ দাও?
➜ পাখির ডানা, ঘোড়ার অগ্রপদ, মানুষের হাত।
সমবৃত্তি অঙ্গ কাকে বলে?
➜ কার্যগত ভাবে সাদৃশ্য যুক্ত অঙ্গসমূহ কে সমবৃত্ত অঙ্গ বলা হয়। যেমন : পতঙ্গ বাদুড় ও পাখির ডানা।
দুটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও?
➜ পেরিপেটাস, হংসচঞ্চু।
ডারউইন বাদের অপর একটি নাম কি?
➜ প্রাকৃতিক নির্বাচনবাদ।
জেনেটিক্স শব্দটি কোন বিজ্ঞানী প্রথম ব্যবহার করেন ?
➜ বিজ্ঞানী বেটসন 1909 খ্রিস্টাব্দে জেনেটিক্স শব্দটি প্রথম ব্যবহার করেন।
সুপ্রজনন বিদ্যার জনক কাকে বলা হয় ?
➜ গ্রেগর যোহান মেন্ডেল।
মেন্ডেলের একসংকর জনন পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটির নাম কি ?
➜পৃথকভবন সূত্র.।
মেন্ডেলের দ্বিসংকর জনন বা বহু সংকরায়ন পরীক্ষায় থেকে প্রাপ্ত সূত্রটির নাম কি ?
➜ স্বাধীন সঞ্চারণ সূত্র।
মেন্ডেলের একসংকর জননের পরীক্ষার ফিনোটাইপ অনুপাত কত ?
➜ 3:1।
মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষা ফিনোটাইপ অনুপাত কত ?
➜ 9:3:3:1।
মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি ?
➜ 23 জোড়া বা 46 টি।
পরমাণুর আদিকণা গুলি কি কি?
➜ ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন।
ইলেকট্রন কণা কে আবিষ্কার করেন?
➜ বিজ্ঞানী জে জে টমসন।
প্রোটন কণা কে আবিষ্কার করেন?
➜ বিজ্ঞানী গোল্ডস্টাইন।
নিউট্রন কণা কে আবিষ্কার করেন?
➜ বিজ্ঞানী স্যাড উইক..।
পরমাণুর নিউক্লিয়াসে কি কি কণা বর্তমান থাকে?
➜ প্রোটন ও নিউট্রন।
পরমাণুর কক্ষপথে কি কি কণা বর্তমান থাকে?
➜ ইলেকট্রন।
হিলিয়াম পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রন থাকে?
➜ 2 টি।
পরমাণুর সবচেয়ে সুস্থিত অংশ কি?
➜ নিউক্লিয়াস।
লবণাক্ত জলাভূমির জন্মানো উদ্ভিদের কি বলে?
➜হ্যালোফাইট.।
রুই মাছের কয়টি পাখনা থাকে?
➜ 7
মাছের হৃদপিন্ড কয়টি প্রকোষ্ঠ বিশিষ্ট ?
➜ দুটি একটি অলিন্দ ও একটি নিলয়
মানবদেহে দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম কি?
➜ উপপল্লব , কস্কিস।
ফণীমনসার রসালো, সবুজ ,চ্যাপ্টা ও প্রসারিত কান্ডকে কি বলা হয় ?
➜ পর্নকান্ড।
সুন্দরী গাছের কি মূল দেখা যায়?
➜ শ্বাসমূল।
পায়রার ডানার কিনারায় কতগুলি রেমিজেস পালক থাকে?
➜ 23 টি।
পায়রার পুচ্ছের কিনারায় কতগুলি রেকট্রিসেস পালক থাকে?
➜ 12 টি।
পদ্মপাতার পত্ররন্ধ্র কোথায় থাকে?
➜ পাতার উপরিতলে।
পায়রার দেহে বায়ুথলির সংখ্যা কয়টি?
➜ 9 টি।একটি গোলাকার ভাইরাস এর উদাহরণ?
➜ পোলিও ভাইরাস।
একটি দন্ডাকার ভাইরাস এর উদাহরণ?
➜ টোবাকো মোজাইক ভাইরাস।
একটি ডিম্বাকার ভাইরাস এর উদাহরণ?
➜মাম্পস ভাইরাস।
একটি ঘনকের ভাইরাস এর উদাহরণ?
➜বসন্ত ভাইরাস।
একটি ব্যাঙাচি আকার ভাইরাস এর উদাহরণ?
➜ ফাজ ভাইরাস।
ভাইরাসের নিউক্লিক অ্যাসিডকে কি বলে?
➜ ভাইরাস জিনোম।
ভাইরাস এর দেহের বাইরের প্রোটিন আবরণ কে কি বলে?
➜ক্যাপসিড।
ভাইরাস কথার শব্দতত্ত্বগত অর্থ কি?
➜বিষ।DNA যুক্ত উদ্ভিদ ভাইরাস?
➜ ফুলকপির মোজাইক ভাইরাস।
DNA যুক্ত প্রাণী ভাইরাস?
➜ বসন্ত ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, হার্পিস ভাইরাস ।
RNA যুক্ত উদ্ভিদ ভাইরাস?
➜ টোবাকো মোজাইক ভাইরাস, পি মোজাইক ভাইরাস, বিন মোজাইক ভাইরাস।
RNA যুক্ত প্রাণী ভাইরাস?
➜ পোলিও ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, HIV ভাইরাস।
You May Also Like: BTSC Recruitment 2025 for Staff Nurse – 11389 Vacancies Announced