---Advertisement---

SSC CGL General Awareness Practice Set 2 l Boost Your Preparation for SSC CGL 2025!

By Siksakul

Updated on:

SSC CGL General Awareness Practice Set 2
---Advertisement---

If you’re preparing for SSC CGL 2025, you already know how crucial the General Awareness section is. It’s a game-changer, helping you score high in less time during the exam. To help you master this section, we bring you SSC CGL General Awareness Practice Set 2 – carefully crafted for your success!

In this blog, you will find:

✅ A new set of important General Awareness questions
✅ Questions based on the latest SSC CGL syllabus and pattern
✅ Topic-wise coverage like History, Geography, Polity, Economy, Science, and Current Affairs
✅ Free practice to boost your confidence


Why Practice SSC CGL General Awareness Regularly?

✨ Accuracy and Speed: The General Awareness section requires less calculation, meaning you can quickly attempt more questions with high accuracy.
✨ Consistent Scoring: A strong GA score can consistently boost your overall marks.
✨ Knowledge Expansion: Regular practice improves your overall knowledge which helps in interviews and other exams too.

Download SSC CGL General Awareness Practice Set 2 PDF

👉 [Download the Free Practice Set 2 PDF here!]
(Link)

Get access to fully solved answers, explanations, and important tips!


Final Tips for SSC CGL General Awareness Preparation:

🔵 Read newspapers daily for current affairs
🔵 Revise NCERTs for basic Science, History, Geography
🔵 Practice daily quizzes and mock tests
🔵 Focus on weak areas and revise strong topics consistently


Stay connected with us for more practice sets, tips, and free study materials.
💬 Ready to solve SSC CGL General Awareness Practice Set 2? Start now and make your preparation unbeatable!

SSC CGL General Awareness Practice Set 2

1. ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর: ইন্দিরা গান্ধী

2. ‘বেগম হজরত মহল’ কোন স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন?

উত্তর: ১৮৫৭ সালের বিদ্রোহ

3. ভারতের সংবিধান কবে কার্যকর হয়?

উত্তর: ২৬শে জানুয়ারি ১৯৫০

4. ‘গোল্ডেন টেম্পল’ কোথায় অবস্থিত?

উত্তর: অমৃতসর

5. ‘কোয়ান্টাম মেকানিক্স’-এর জনক কাকে বলা হয়?

উত্তর: ম্যাক্স প্ল্যাঙ্ক

6. ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোথায় স্থাপিত হয়?

উত্তর: ত্রোম্বে, মুম্বাই

7. হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?

উত্তর: সিন্ধু নদ

8. ‘ব্লাড প্রেসার’ কে আবিষ্কার করেন?

উত্তর: স্টিফান হেল্স

9. ভারতের জাতীয় পতাকার নকশাকার কে?

উত্তর: পিংগলি ভেঙ্কাইয়া

10. চৌরাস্তা কোথায় অবস্থিত?

উত্তর: দার্জিলিং, পশ্চিমবঙ্গ

11. ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি?

উত্তর: জোগ জলপ্রপাত (কর্নাটক)

12. ‘মুন্ডা বিদ্রোহ’ কোন রাজ্যের সঙ্গে যুক্ত?

উত্তর: ঝাড়খণ্ড

13. বিশ্বের বৃহত্তম দ্বীপ কোনটি?

উত্তর: গ্রিনল্যান্ড

14. ‘মিল্ক অফ ম্যাজনেসিয়া’ কী?

উত্তর: ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড

15. ভারতের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি?

উত্তর: গঙ্গা

16. কুরিল দ্বীপপুঞ্জের জন্য কোন দুটি দেশ বিবাদে জড়িত?

উত্তর: রাশিয়া ও জাপান

17. ‘পলাশী যুদ্ধ’ কত সালে হয়?

উত্তর: ১৭৫৭ সালে

18. ‘পিতামহের দেশ’ শব্দটি কোন দেশের জন্য ব্যবহৃত হয়?

উত্তর: গ্রিস

19. চীনের দীর্ঘতম নদী কোনটি?

উত্তর: ইয়াংসি

20. ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণার কথা বলা হয়েছে?

উত্তর: অনুচ্ছেদ ৩৫২

21. ‘সারগাসো সাগর’ কোন মহাসাগরে অবস্থিত?

উত্তর: আটলান্টিক মহাসাগর

22. ‘দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া’ বইটির লেখক কে?

উত্তর: জওহরলাল নেহরু

23. ভারতীয় সেনাবাহিনীর প্রথম প্রধান কে ছিলেন?

উত্তর: ফিল্ড মার্শাল কে এম করিয়াপ্পা

24. ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর: প্যারিস, ফ্রান্স

25. নিউক্লিয়াসের আবিষ্কারক কে?

উত্তর: আর্নেস্ট রাদারফোর্ড

26. ‘হিমালয়’ শব্দের অর্থ কী?

উত্তর: বরফের নিবাস

27. ‘সিভিক সেন্স’ বলতে কী বোঝায়?

উত্তর: সামাজিক ও নাগরিক দায়িত্ববোধ

28. ভারতবর্ষে প্রথম রেলপথ কোথায় স্থাপিত হয়?

উত্তর: মুম্বাই থেকে থানে

29. ভারতের প্রথম রাষ্ট্রীয় ভাষা কোনটি?

উত্তর: হিন্দি

30. ভরতনাট্যম কোন রাজ্যের প্রাচীন নৃত্যশিল্প?

উত্তর: তামিলনাড়ু

---Advertisement---

Related Post

🇮🇳 Indian Constitution Question and Answer Part 2 | All Important MCQsl 🇮🇳 ভারতীয় সংবিধান সংক্রান্ত প্রশ্নোত্তর পর্ব ২ | সকল গুরুত্বপূর্ণ MCQ

🧾 মৌলিক অধিকার ও দায়িত্ব | গুরুত্বপূর্ণ MCQ ভারতীয় সংবিধানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল মৌলিক অধিকার ও মৌলিক দায়িত্ব। এই অধ্যায় থেকে বিভিন্ন পরীক্ষায় (WBCS, PSC, SSC, RRB, ...

🇮🇳 Indian Constitution Question and Answer Part 1 | All Important MCQsl 🇮🇳 ভারতীয় সংবিধান সংক্রান্ত প্রশ্নোত্তর পর্ব ১ | সকল গুরুত্বপূর্ণ MCQ

📚 সরকারি চাকরির পরীক্ষায় (WBCS, SSC, RRB, PSC, UPSC সহ অন্যান্য) ‌ভারতীয় সংবিধান একটি গুরুত্বপূর্ণ বিষয়। সংবিধান সংক্রান্ত বহু প্রশ্ন পরীক্ষায় বারবার আসে। তাই আজ আমরা এনেছি ভারতীয় ...

Primary TET 2025 Mathematics Pedagogy Practice Set 06 l প্রাইমারি টেট ২০২৫ গণিত পেডাগজি প্র্যাকটিস সেট ০৬

Primary TET 2025 Mathematics Pedagogy Practice Set 06: Primary TET 2025 পরীক্ষার প্রস্তুতিতে গণিত পেডাগজির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা প্রাইমারি টেট ২০২৫-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই Mathematics Pedagogy Practice ...

Important Committees and Commissions of India l ভারতের গুরুত্বপূর্ণ কমিটি ও কমিশন

Important Committees and Commissions of India: ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটি ও কমিশন বিভিন্ন সময়ে গঠিত হয়েছে, যেগুলি দেশের প্রশাসনিক, সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষাগত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ...

Leave a Comment