---Advertisement---

Top 50 History Question and Answer Set For CUET, UPSC, SSC and other exams l ইতিহাসের ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর – Madhyamik, HS, WBCS, RRB

By Siksakul

Published on:

---Advertisement---

Top 50 History Question and Answer Set: ইতিহাস বিষয়টি শুধুই অতীত জানা নয়—এটি প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য একটি অপরিহার্য অংশ। CUET, UPSC, SSC, WBCS, Railway অথবা অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় নিয়মিতভাবে ইতিহাসভিত্তিক প্রশ্ন আসে। তাই পরীক্ষার্থীদের জন্য প্রয়োজন একটি সাজানো ও নির্ভরযোগ্য ইতিহাস প্রশ্নোত্তর সেট

এই ব্লগে আমরা তুলে ধরেছি ইতিহাসের ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর, যা বিভিন্ন পরীক্ষায় পূর্বে এসেছিল বা আসার সম্ভাবনা রয়েছে। একনজরে প্রস্তুতি নিতে এবং সময় বাঁচাতে এই সেটটি নিঃসন্দেহে অত্যন্ত উপযোগী হবে।

🕰️ Top 50 History Question and Answer Set For CUET, UPSC, SSC and other exams

  1. তেভাগা আন্দোলন কবে শুরু হয়?
    উঃ ১৯৪৬ সালের সেপ্টেম্বর মাসে।
  2. মেগাস্থিনিসের ‘ইণ্ডিকা’ কোন ভাষায় লেখা?
    উঃ গ্রীক ভাষায়।
  3. মুঘল যুগে ইস্ট ইণ্ডিয়া কোম্পানীর প্রতিনিধি হিসাবে কে ভারতে আসেন?
    উঃ উইলিয়াম হকিন্স।
  4. পর্তুগীজ নাবিক ভাস্কো ডা গামা কবে ভারতে আসেন?
    উঃ ১৪৯৮ খ্রীষ্টাব্দের ২৭শে মে।
  5. কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয়?
    উঃ সমুদ্রগুপ্তকে।
  6. হর্ষচরিত গ্রন্থের রচয়িতা কে?
    উঃ বাণভট্ট।
  7. বাংলায় ‘স্বাধীন নবাবী’ কে প্রতিষ্ঠা করেন?
    উঃ মুর্শিদকুলি খাঁ।
  8. ওয়াটালুর যুদ্ধ কত খ্রীষ্টাব্দে হয়েছিল?
    উঃ ১৮১৫ খ্রীষ্টাব্দের ১৮ই জুন।
  9. তাজমহল কে প্রতিষ্ঠা করেন?
    উঃ শাহজাহান।
  10. শিবাজীর ছেলের নাম কী?
    উঃ শম্ভুজী।
  11. গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন?
    উঃ লালা হরদয়াল
  12. ভারতসভা কবে প্রতিষ্ঠিত হয়?
    উঃ ১৮৭৬ খ্রীষ্টাব্দে।
  13. গ্রাণ্ড ট্রাঙ্ক রোড কে প্রতিষ্ঠা করেন?
    উঃ শেরশাহ।
  14. ভাস্কো ডা গামা প্রথমে কোন বন্দরে আসেন?
    উঃ কালিকট বন্দরে।
  15. ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
    উঃ রামমোহন রায়।
  16. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
    উঃ লর্ড ক্যানিং।
  17. অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন?
    উঃ প্রমথনাথ মিত্র।
  18. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে অনুষ্ঠিত হয়?
    উঃ ১৯১৯ খ্রীষ্টাব্দের ১৩ই এপ্রিল।
  19. ‘মেইন ক্যাম্ফ’ গ্রন্থের রচয়িতা কে?
    উঃ হিটলার।
  20. মহাত্মা গান্ধী কবে জন্মগ্রহণ করেন?
    উঃ ১৮৬৯ খ্রীষ্টাব্দে।
  21. চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
    উঃ লর্ড কর্ণওয়ালিশ (১৭৯৩ খ্রীষ্টাব্দে)।
  22. কত খ্রীষ্টাব্দে আকবর জন্মগ্রহণ করেন?
    উঃ ১৫৭৫ খ্রীষ্টাব্দে।
  23. সিন্ধুসভ্যতার বর্তমান নাম কী?
    উঃ হরপ্পা সভ্যতা।
  24. খানুয়ার যুদ্ধ কত খ্রীষ্টাব্দে অনুষ্ঠিত হয়?
    উঃ ১৫২৭ খ্রীষ্টাব্দে।
  25. দিল্লীর দাস বংশের অবসান কে করেন?
    উঃ জালালউদ্দিন খলজী।
  26. বাংলায় পাইক বিদ্রোহের নেতা কে ছিলেন?
    উঃ দূর্জন সিং।
  27. কে পাট্টা ও কবুলিয়ৎ প্রচলন করেন?
    উঃ শেরশাহ।
  28. মুসি নদীর তীরে কোন শহর অবস্থিত?
    উঃ হায়দ্রাবাদ।
  29. কোথায় বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়?
    উঃ হাম্পিতে।
  30. মাদুরাই কাদের রাজধানী ছিল?
    উঃ পাণ্ড্যদের।
  31. পলাশীর যুদ্ধ কত খ্রীষ্টাব্দে ঘটেছিল?
    উঃ ১৭৫৭ খ্রীষ্টাব্দে।
  32. মৌর্য সম্রাট বৃহদ্রথকে কে হত্যা করেন?
    উঃ পুষ্যমিত্র শুঙ্গ।
  33. আকালত্‌খত কোন শিখ গুরু স্থাপন করেন?
    উঃ গুরু গোবিন্দ সিং।
  34. কলকাতার নাম আলিনগর কে রেখেছিলেন?
    উঃ সিরাজ-উদ-দৌলা।
  35. নাদিরশাহ কবে ভারত আক্রমণ করেন?
    উঃ ১৭৩৯ খ্রীষ্টাব্দে। ও
  36. বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন?
    উঃ মীরকাশিম।
  37. ওয়াহাবী আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
    উঃ সৈয়দ আহমেদ।
  38. কত সালে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয়?
    উঃ ১৮০০ খ্রীষ্টাব্দে।
  39. কাউন্সিল অব এডুকেশন কবে প্রতিষ্ঠিত হয়?
    উঃ ১৮৮২ খ্রীষ্টাব্দে।
  40. পঞ্চতন্ত্র কে লিখেছিলেন?
    উঃ বিষ্ণুশর্মা।
  41. ভারতবর্ষের শেষ বিদেশী গভর্নর জেনারেল কে ছিলেন?
    উঃ লর্ড মাউন্টব্যাটেন।
  42. জৈন ধর্মের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে?
    উঃ মহাবীরকে।
  43. মৌর্য সাম্রাজের রাজধানী কী ছিল?
    উঃ পাটলিপুত্র।
  44. ফা-হিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন?
    উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
  45. দিল্লীর প্রথম দাস সুলতান কে ছিলেন?
    উঃ কুতুবউদ্দিন আইবক।
  46. মহম্মদ বিন তুঘলক কোথায় তার রাজধানী স্থানান্তরিত করেন?
    উঃ দেবগিরিতে।
  47. পাণিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল?
    উঃ ১৫২৬ খ্রীষ্টাব্দে।
  48. হুমায়ুনের সমাধি কোথায় অবস্থিত?
    উঃ দিল্লীতে।
  49. কংগ্রসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত গৃহীত হয়?
    উঃ লাহোর অধিবেশনে।
  50. গান্ধীজী দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগদান করেন?
    উঃ 1931 সালে।

Read More : Important Questions Answers about Indian History

---Advertisement---

Related Post

📘 SSC CHSL 2025 Practice Set 1 – Solve Important Questions in GK, English & Reasoning

SSC CHSL 2025 Practice Set 1: Preparing for the SSC CHSL 2025 exam? Then you’ve landed at the right place! This blog presents a carefully curated SSC CHSL ...

📘 Primary TET 2025 Math Pedagogy Practice Set 02 – প্রাইমারি টেট 2025 গণিত পেডাগজি l Boost Your গণিত Preparation Today!

Primary TET 2025 Math Pedagogy Practice Set 02: Are you preparing for the Primary TET 2025 Math exam? Whether you’re just starting or revising your preparation, this blog ...

📘 Primary TET 2025 English Practice Set 03 – Master Pedagogy with MCQs, Practice Sets & Model Questions

Primary TET 2025 English Practice Set 03: Are you preparing for Primary TET 2025 English and looking for the most effective study resources? This blog is your one-stop ...

WBCSSC SLST 2025 Geography Soil MCQ l ভারতের মৃত্তিকা সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

WBCSSC SLST 2025 Geography Soil MCQ: আপনি যদি WBCSSC SLST 2025 পরীক্ষার জন্য ভূগোল বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন, তাহলে মৃত্তিকা (Soil) অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে ভারতের মৃত্তিকার বিভিন্ন ...

Leave a Comment