📚 Indian Constitution Question and Answer Part 4: সরকারি চাকরির পরীক্ষায় (WBCS, SSC, RRB, PSC, UPSC সহ অন্যান্য) ভারতীয় সংবিধান একটি গুরুত্বপূর্ণ বিষয়। সংবিধান সংক্রান্ত বহু প্রশ্ন পরীক্ষায় বারবার আসে। তাই আজ আমরা এনেছি ভারতীয় সংবিধান প্রশ্নোত্তর পর্ব ৪ — যেখানে থাকবে সংবিধানের ইতিহাস, গঠন ও প্রাথমিক ধাপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ MCQ।
Indian Constitution Question and Answer Part 4
ভারতীয় সংবিধান পর্ব ৪
রাষ্ট্রের নীতি নির্দেশক তত্ত্ব (DPSP) ভিত্তিক গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর
১. রাষ্ট্রের নীতি নির্দেশক তত্ত্ব (DPSP) সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে?
ক. ৩৬ থেকে ৫১ ✅
খ. ১২ থেকে ৩৫
গ. ৫২ থেকে ৭৮
ঘ. ৩৯A থেকে ৫১A
২. রাষ্ট্রের নীতি নির্দেশক তত্ত্ব (DPSP) কোথা থেকে গৃহীত?
ক. আমেরিকা
খ. ব্রিটেন
গ. আয়ারল্যান্ড ✅
ঘ. কানাডা
৩. DPSP-এর লক্ষ্য কী?
ক. নাগরিকদের মৌলিক অধিকার প্রদান
খ. রাজ্যকে সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় দিকনির্দেশনা প্রদান ✅
গ. রাষ্ট্রপতির ক্ষমতা নির্ধারণ
ঘ. বিচার ব্যবস্থার স্বাধীনতা রক্ষা
৪. রাষ্ট্রের নীতি নির্দেশক তত্ত্ব কী ধরনের অধিকার?
ক. বিচারযোগ্য অধিকার
খ. অ-বিচারযোগ্য অধিকার ✅
গ. মৌলিক অধিকার
ঘ. সংবিধানের পরিবর্তনযোগ্য অধিকার
৫. ‘DPSP’ শব্দটি কোন অনুচ্ছেদে প্রথম ব্যবহৃত হয়েছে?
ক. অনুচ্ছেদ ৩৬
খ. অনুচ্ছেদ ৩৮ ✅
গ. অনুচ্ছেদ ৩৯
ঘ. অনুচ্ছেদ ৫০
৬. অনুচ্ছেদ ৩৯ অনুযায়ী, রাজ্য কোন বিষয়ে সচেষ্ট হবে না?
ক. পুরুষ-মহিলার সমান অধিকার
খ. স্বাস্থ্যসেবা
গ. অর্থনৈতিক অসাম্য বৃদ্ধি ✅
ঘ. শিশুদের শিক্ষার সুযোগ
৭. অনুচ্ছেদ ৪৪-এ বলা হয়েছে—
ক. একক নাগরিকত্ব
খ. সমন্বিত আইন ব্যবস্থা ✅
গ. ধর্মীয় স্বাধীনতা
ঘ. শ্রমিক অধিকার
৮. DPSP বাস্তবায়ন কার উপর নির্ভর করে?
ক. রাষ্ট্রপতি
খ. সংসদ ✅
গ. সুপ্রিম কোর্ট
ঘ. জনগণ
৯. কোন সংশোধনীর মাধ্যমে ‘পরিবেশ রক্ষা’র নির্দেশনা যুক্ত হয়?
ক. ৪০তম
খ. ৪২তম ✅
গ. ৪৪তম
ঘ. ৫২তম
১০. কোন অনুচ্ছেদে ‘শিক্ষার সুযোগ বৃদ্ধি’ সম্পর্কে বলা হয়েছে?
ক. ৪৫ ✅
খ. ৩৬
গ. ৫০
ঘ. ৫১A
🔖 DPSP বিষয়টি সাংবিধানিকভাবে গুরুত্বপূর্ণ, যদিও এগুলো বিচারযোগ্য নয়, তবুও এগুলো ভারতীয় সমাজের নৈতিক ও আদর্শিক দিক নির্দেশ করে।
📚 আপনি যদি WBCS, SSC, RRB, PSC-র মতো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ।
Read More :