---Advertisement---

50 Important MCQs on Atmosphere l বায়ুমণ্ডল বিষয়ক ৫০টি গুরুত্বপূর্ণ MCQ

By Siksakul

Published on:

---Advertisement---

🌍 বায়ুমণ্ডল আমাদের পৃথিবীর পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা জলবায়ু, তাপমাত্রা, বৃষ্টিপাত ও বায়ুপ্রবাহের মতো বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে (যেমন RRB, WBCS, SSC, NTPC, এবং অন্যান্য) বায়ুমণ্ডল সংক্রান্ত MCQ প্রশ্নগুলির গুরুত্ব অনেক বেশি। এই ব্লগে আমরা তুলে ধরেছি ৫০টি বাছাইকৃত এবং পরীক্ষায় বারবার আসা বায়ুমণ্ডল বিষয়ক প্রশ্নোত্তর — যা আপনাকে পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।

এই প্রশ্নগুলি মূলত আবহাওয়া, বায়ুমণ্ডলের স্তর, মৌসুমি বায়ু, স্থানীয় বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত এবং বায়ুর চাপ ও তাপমাত্রা ভিত্তিক — যা পরীক্ষায় বারবার পুনরাবৃত্তি হয়।
বাংলা মাধ্যমে প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রীদের জন্য এই সেটটি বিশেষভাবে উপযোগী।

50 Important MCQs on Atmosphere l বায়ুমণ্ডল বিষয়ক ৫০টি গুরুত্বপূর্ণ MCQ

🌐 বায়ুমণ্ডলের স্তর (Layers of Atmosphere)

  1. পৃথিবীর সবচেয়ে নিচের বায়ুমণ্ডলীয় স্তরটি কোনটি?
    ক. স্ট্র্যাটোস্ফিয়ার
    খ. ট্রপোস্ফিয়ার ✅
    গ. মেসোস্ফিয়ার
    ঘ. এক্সোস্ফিয়ার
  2. ওজোন স্তরটি কোন স্তরে অবস্থিত?
    ক. ট্রপোস্ফিয়ার
    খ. স্ট্র্যাটোস্ফিয়ার ✅
    গ. থার্মোস্ফিয়ার
    ঘ. মেসোস্ফিয়ার
  3. বায়ুমণ্ডলের স্তরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা কোথায় থাকে?
    ক. ট্রপোস্ফিয়ার
    খ. মেসোস্ফিয়ার
    গ. থার্মোস্ফিয়ার ✅
    ঘ. স্ট্র্যাটোস্ফিয়ার
  4. পৃথিবীতে আবহাওয়া কোন স্তরে গঠিত হয়?
    ক. ট্রপোস্ফিয়ার ✅
    খ. এক্সোস্ফিয়ার
    গ. থার্মোস্ফিয়ার
    ঘ. স্ট্র্যাটোস্ফিয়ার
  5. বায়ুমণ্ডলের সবচেয়ে বাইরের স্তর কোনটি?
    ক. এক্সোস্ফিয়ার ✅
    খ. স্ট্র্যাটোস্ফিয়ার
    গ. ট্রপোস্ফিয়ার
    ঘ. মেসোস্ফিয়ার

🌡️ তাপমাত্রা (Temperature)

  1. পৃথিবীর গড় পৃষ্ঠ তাপমাত্রা কত?
    ক. ১০°C
    খ. ১৫°C ✅
    গ. ২০°C
    ঘ. ২৫°C
  2. সূর্য থেকে আগত তাপ কোন প্রক্রিয়ায় পৃথিবীতে পৌঁছে?
    ক. পরিবাহিতা
    খ. বিকিরণ ✅
    গ. পরিবাহন
    ঘ. সংবহন
  3. দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য বেশি কোথায় হয়?
    ক. সাগর এলাকায়
    খ. মরুভূমিতে ✅
    গ. গ্রীষ্মমণ্ডলে
    ঘ. মেরু অঞ্চলে
  4. উষ্ণতম মাস কোনটি?
    ক. জানুয়ারি
    খ. জুন ✅
    গ. ডিসেম্বর
    ঘ. অক্টোবর
  5. পৃথিবীর সবচেয়ে গরম স্থান কোথায় অবস্থিত?
    ক. সাহারা
    খ. ডেথ ভ্যালি ✅
    গ. থার
    ঘ. ক্যালাহারি

🌬️ বায়ুপ্রবাহ ও স্থানীয় বায়ু

  1. বাতাসের চলাচল কী নামে পরিচিত?
    ক. জলচলন
    খ. বায়ুপ্রবাহ ✅
    গ. বিকিরণ
    ঘ. তাপচলন
  2. কলবৈশাখী কী ধরণের বায়ু?
    ক. মৌসুমি বায়ু
    খ. স্থানীয় বায়ু ✅
    গ. সাগরবায়ু
    ঘ. নিরক্ষীয় বায়ু
  3. পাহাড়ি ও উপত্যকা বায়ু কোন শ্রেণিতে পড়ে?
    ক. মৌসুমি
    খ. স্থানীয় ✅
    গ. বিশ্বব্যাপী
    ঘ. উষ্ণ বায়ু
  4. দিনের বেলায় সাগর ও স্থলভাগের মধ্যে যে বায়ু প্রবাহিত হয় তাকে কী বলে?
    ক. স্থলবায়ু
    খ. সাগরবায়ু ✅
    গ. মৌসুমি বায়ু
    ঘ. নিরক্ষীয় বায়ু
  5. স্থলবায়ু সাধারণত কোন সময় প্রবাহিত হয়?
    ক. সকাল
    খ. দুপুর
    গ. সন্ধ্যা
    ঘ. রাত ✅

🌧️ মৌসুমি বায়ু ও বৃষ্টিপাত

  1. ভারতে মৌসুমি বায়ু সাধারণত কবে শুরু হয়?
    ক. মার্চ
    খ. মে
    গ. জুন ✅
    ঘ. আগস্ট
  2. মৌসুমি বায়ু কোথা থেকে আসে?
    ক. আরব সাগর
    খ. বঙ্গোপসাগর
    গ. উভয় দিক থেকে ✅
    ঘ. হিমালয়
  3. বৃষ্টিপাতের পরিমাপ করা হয় কোন যন্ত্র দিয়ে?
    ক. ব্যারোমিটার
    খ. হাইজ্রোমিটার
    গ. রেইনগেজ ✅
    ঘ. থার্মোমিটার
  4. বজ্রপাতসহ ভারি বৃষ্টি কী ধরনের বৃষ্টিপাত?
    ক. সমবাহু বৃষ্টি
    খ. সংবহনজনিত বৃষ্টি ✅
    গ. পর্বতবৃষ্টি
    ঘ. উপকূলীয় বৃষ্টি
  5. মৌসুমি বায়ু ভারতে কত ধাপে কাজ করে?
    ক. এক ধাপে
    খ. দুই ধাপে ✅
    গ. তিন ধাপে
    ঘ. চার ধাপে

🌫️ বায়ুমণ্ডল ও তাপমাত্রা

২১. ট্রপোপজ কোথায় অবস্থিত?
ক. ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে ✅
খ. মেসোস্ফিয়ারে
গ. থার্মোস্ফিয়ারে
ঘ. এক্সোস্ফিয়ারে

২২. পৃথিবীর যে অংশে সূর্যরশ্মি খাড়াভাবে পড়ে, সেখানে তাপমাত্রা কেমন হয়?
ক. বেশি ✅
খ. কম
গ. একই রকম
ঘ. পরিবর্তন হয় না

২৩. পৃথিবীর উপরিভাগে যে অঞ্চল সর্বাধিক গরম হয় তা হলো –
ক. মেরু অঞ্চল
খ. নিরক্ষীয় অঞ্চল ✅
গ. উপক্রান্তীয় অঞ্চল
ঘ. নাতিশীতোষ্ণ অঞ্চল

২৪. আবহাওয়ার তাপমাত্রা পরিমাপ করা হয় –
ক. ব্যারোমিটার দিয়ে
খ. থার্মোমিটার দিয়ে ✅
গ. সাইক্লোমিটার দিয়ে
ঘ. হাইজ্রোমিটার দিয়ে

২৫. সবচেয়ে কম তাপমাত্রা দেখা যায় –
ক. নিরক্ষীয় অঞ্চলে
খ. মেরু অঞ্চলে ✅
গ. মরুভূমিতে
ঘ. গ্রীষ্মমণ্ডলে

🌬️ বায়ুপ্রবাহ ও বায়ুচক্র

২৬. বায়ুচাপ বেশি হলে বায়ু প্রবাহ –
ক. বন্ধ থাকে
খ. ধীরে চলে
গ. কম চাপে যায় ✅
ঘ. পরিবর্তন হয় না

২৭. দিনের বেলায় উপকূলীয় অঞ্চলে যে বায়ু স্থল থেকে সাগরে যায়, তাকে কী বলে?
ক. সাগরবায়ু
খ. স্থলবায়ু ✅
গ. উপত্যকাবায়ু
ঘ. কালবৈশাখী

২৮. কোন মৌসুমে স্থানীয় বায়ু গরম ও শুষ্ক হয়?
ক. গ্রীষ্মকাল ✅
খ. বর্ষাকাল
গ. শরৎকাল
ঘ. শীতকাল

২৯. কনভেকশন কারেন্ট (Convection Current) কী?
ক. উষ্ণ বায়ু নিচে নামে
খ. শীতল বায়ু উপরে যায়
গ. উষ্ণ বায়ু উপরে উঠে ও শীতল বায়ু নিচে নামে ✅
ঘ. নির্দিষ্ট চলাচল নেই

৩০. সন্ধ্যার সময় সাগরবায়ু হয় না কেন?
ক. সূর্য অস্ত যায় ✅
খ. মেঘ জমে
গ. বৃষ্টি হয়
ঘ. বাতাস থাকে না


🌧️ মৌসুমি বায়ু ও বৃষ্টিপাত

৩১. মৌসুমি বৃষ্টিপাতের প্রধান উৎস কোনটি?
ক. শীতকালীন বায়ু
খ. পশ্চিমী বায়ু
গ. মৌসুমি বায়ু ✅
ঘ. স্থানীয় বায়ু

৩২. সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয়?
ক. রাজস্থান
খ. চেরাপুঞ্জি ✅
গ. পাঞ্জাব
ঘ. লাদাখ

৩৩. সমবাহু বৃষ্টিপাত ঘটে –
ক. পর্বতে
খ. খাড়াভাবে উত্তপ্ত স্থানে ✅
গ. শীতল অঞ্চলে
ঘ. মরুভূমিতে

৩৪. পর্বতবৃষ্টি কোথায় বেশি হয়?
ক. মেরু অঞ্চলে
খ. উপত্যকায়
গ. পাহাড়ি ঢালে ✅
ঘ. সমতলে

৩৫. মৌসুমি বৃষ্টিপাত সাধারণত কত মাস স্থায়ী হয়?
ক. ১ মাস
খ. ২ মাস
গ. ৪ মাস ✅
ঘ. ৬ মাস

💨 সাধারণ বায়ুপ্রবাহ

৩৬. নিম্নচাপ কেন্দ্রের দিকে বায়ু প্রবাহকে বলে –
ক. বায়ুবন্ধন
খ. ঘূর্ণাবর্ত ✅
গ. সংবহন
ঘ. ধস

৩৭. বায়ুপ্রবাহ কী নিয়ন্ত্রণ করে?
ক. ভূকম্প
খ. সূর্য
গ. তাপমাত্রা ও চাপ ✅
ঘ. কেবল তাপমাত্রা

৩৮. উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু কোথায় যায়?
ক. অন্য উচ্চচাপ
খ. নিম্নচাপ ✅
গ. সমুদ্র
ঘ. পাহাড়

৩৯. উত্তরের হিমবায়ু কোন ঋতুতে প্রবাহিত হয়?
ক. বর্ষা
খ. গ্রীষ্ম
গ. শীত ✅
ঘ. শরৎ

৪০. কলকাতায় সাধারণত কোন মৌসুমে বেশি বৃষ্টি হয়?
ক. শীত
খ. গ্রীষ্ম
গ. বর্ষা ✅
ঘ. শরৎ

🌀 মৌসুমি ও স্থানীয় বাতাস

৪১. লু (Loo) কিসের উদাহরণ?
ক. ঠান্ডা বায়ু
খ. উষ্ণ শুষ্ক স্থানীয় বায়ু ✅
গ. সাগর বায়ু
ঘ. বৃষ্টিপাতকারী বায়ু

৪২. পশ্চিমী বায়ু কোন অঞ্চলে দেখা যায়?
ক. নিরক্ষীয় অঞ্চল
খ. মধ্য অক্ষাংশ ✅
গ. মেরু অঞ্চল
ঘ. উষ্ণ মণ্ডল

৪৩. হিমালয় পার্বত্য অঞ্চলে শীতকালে প্রবাহিত হয় –
ক. গরম বায়ু
খ. বরফ বায়ু ✅
গ. উপত্যকা বায়ু
ঘ. সাগর বায়ু

৪৪. মৌসুমি বায়ু আসার সময় বঙ্গোপসাগরে সৃষ্টি হয় –
ক. বন্যা
খ. ঝড় ✅
গ. তাপপ্রবাহ
ঘ. ভূমিকম্প

৪৫. ভারতের দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়?
ক. আরব সাগর ✅
খ. হিমালয়
গ. মায়ানমার
ঘ. আফগানিস্তান


☁️ বৃষ্টিপাত ও পরিমাপ

৪৬. বৃষ্টিপাত পরিমাপের একক কী?
ক. সেন্টিমিটার ✅
খ. ডিগ্রি
গ. মিলিগ্রাম
ঘ. কিলোমিটার

৪৭. বজ্রপাত ঘটে যখন –
ক. ঠান্ডা ও গরম বায়ু সংঘর্ষ হয় ✅
খ. সূর্য উদয় হয়
গ. চাঁদ ওঠে
ঘ. তাপমাত্রা বৃদ্ধি পায়

৪৮. রেইনগেজ দিয়ে কী মাপা হয়?
ক. তাপমাত্রা
খ. বৃষ্টিপাত ✅
গ. বাতাস
ঘ. মেঘ

৪৯. সমতল অঞ্চলে সাধারণত কোন ধরনের বৃষ্টিপাত হয়?
ক. পর্বতবৃষ্টি
খ. সংবহনজনিত বৃষ্টি ✅
গ. মৌসুমি বৃষ্টি
ঘ. সমবাহু বৃষ্টি

৫০. মৌসুমি বায়ুর আরেক নাম কী?
ক. ঋতুবায়ু ✅
খ. লু
গ. কালবৈশাখী
ঘ. উপত্যকা বায়ু

---Advertisement---

Related Post

📘 SSC CHSL 2025 Practice Set 1 – Solve Important Questions in GK, English & Reasoning

SSC CHSL 2025 Practice Set 1: Preparing for the SSC CHSL 2025 exam? Then you’ve landed at the right place! This blog presents a carefully curated SSC CHSL ...

📘 Primary TET 2025 Math Pedagogy Practice Set 02 – প্রাইমারি টেট 2025 গণিত পেডাগজি l Boost Your গণিত Preparation Today!

Primary TET 2025 Math Pedagogy Practice Set 02: Are you preparing for the Primary TET 2025 Math exam? Whether you’re just starting or revising your preparation, this blog ...

📘 Primary TET 2025 English Practice Set 03 – Master Pedagogy with MCQs, Practice Sets & Model Questions

Primary TET 2025 English Practice Set 03: Are you preparing for Primary TET 2025 English and looking for the most effective study resources? This blog is your one-stop ...

WBCSSC SLST 2025 Geography Soil MCQ l ভারতের মৃত্তিকা সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

WBCSSC SLST 2025 Geography Soil MCQ: আপনি যদি WBCSSC SLST 2025 পরীক্ষার জন্য ভূগোল বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন, তাহলে মৃত্তিকা (Soil) অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে ভারতের মৃত্তিকার বিভিন্ন ...

Leave a Comment