---Advertisement---

Environmental Science Important 20 MCQ Part 01 l পরিবেশ বিদ্যা গুরুত্বপূর্ণ কুড়িটি MCQ পর্ব ০১

By Siksakul

Updated on:

---Advertisement---

Environmental Science Important 20 MCQ Part 01: বর্তমান প্রতিযোগিতামূলক পরীক্ষায় (WBCS, WBPSC, SSC, RRB, TET, ICDS সহ রাজ্য ও কেন্দ্রীয় স্তরের সমস্ত চাকরির পরীক্ষা) পরিবেশ বিদ্যা একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে। পরীক্ষার্থীদের জন্য এই বিষয় থেকে বহুবার MCQ টাইপ প্রশ্ন আসতে দেখা যায়।

আজকের এই ব্লগে আমরা আপনাদের জন্য তুলে ধরেছি পরিবেশ বিদ্যা ভিত্তিক ২০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেগুলি পূর্ববর্তী বছরগুলোর প্রশ্নপত্র বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে।

এই প্রশ্নোত্তরগুলি শুধুমাত্র তথ্য নির্ভর নয়, বরং পরীক্ষায় সফলতার জন্য অত্যন্ত সহায়ক।

📌 এই পর্বটি থেকে আপনি জানতে পারবেন –

  • পরিবেশ রক্ষা সংক্রান্ত আইন
  • দূষণের ধরণ ও প্রতিকার
  • জলবায়ু পরিবর্তন
  • জীববৈচিত্র্য
  • ওজোন স্তর, গ্লোবাল ওয়ার্মিং প্রভৃতি গুরুত্বপূর্ণ তথ্য

সুতরাং আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক —
পরিবেশ বিদ্যার ২০টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর – পর্ব ০১।

পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর পর্ব – এক 


1) পরিবেশকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি?

a) চার ভাগে 

b) তিন ভাগে

c) দু-ভাগে 

d) এর কোনওটিই নয়

উত্তর :- দু-ভাগে


2) পৃথিবী কয়টি অংশ নিয়ে গঠিত হয়েছে?

a) তিনটি অংশ নিয়ে 

b) চারটি অংশ নিয়ে 

c) দুটি অংশ নিয়ে 

d) এর কোনওটিই নয়

উত্তর :- দুটি অংশ নিয়ে


3) বিশ্বপরিবেশ দিবস উদযাপিত হয় কোন তারিখে?

a) 22 এপ্রিল

b) 10 মে 

c) 5 জুন 

d) 5 জুলাই

উত্তর :- 5 জুন


4) মিনামাটা রোগ কী কারনে হয়?

a) মিথাইল পারদ সংক্রমণ

b) আর্সেনিক দূষণ

c) কপার সংক্রমণ 

d) ক্যাডমিয়াম সংক্রমণ

উত্তর :- মিথাইল পারদ সংক্রমণ


5) ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়?

a) এম এস স্বামীনাথন 

b) বাবা আমতে 

c) জগদীশচন্দ্র বসু 

d) মেধা পাটেকর

উত্তর :- এম এস স্বামীনাথন


6) সামাজিক পরিবেশের মূল উপাদান কোনটি?

a) পরিবার ও সমাজ 

b) পরিবার ও ব্যক্তি

c) ব্যক্তি ও অর্থ 

d) এর কোনটিই নয়

উত্তর :- পরিবার ও সমাজ


7) ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে কোনটি?

a) ফ্লোরোফুরো কার্বন 

b) কার্বন ডাই অক্সাইড 

c) কার্বন মনোক্সাইড 

d) অক্সিজেন

উত্তর :- ফ্লোরোফুরো কার্বন


8) জলাভূমিতে জৈব পচনে কোন গ্যাস উৎপন্ন হয়?

a) CFC 

b) মিথেন

c) সালফার ডাই অক্সাইড 

d) অ্যামোনিয়াম গ্যাস

উত্তর :- মিথেন


9) জমিতে অম্লতা বৃদ্ধি পায় কী কারনে?

a) অত্যাধিক জলসেচের জন্য

b) অত্যাধিক রাসায়নিক সারের প্রয়োগে 

c) অত্যাধিক কৃষিকার্যের জন্য 

d) অত্যাধিক জৈব সারের প্রয়োগের জন্য

উত্তর :- অত্যাধিক রাসায়নিক সারের প্রয়োগে


10) W.T.O সম্পূর্ণ নাম কী?

a) World Transport Organisation 

b) World Tobaco Organisation

c) World Trade Organisation

d) World Tele Orbit

উত্তর :- World Trade অর্গানিসশন


11) ভূ-পৃষ্ঠের গড় তাপমাত্রা কত?

a) 32° সেলসিয়াস

b) 28° সেলসিয়াস

c) 22° সেলসিয়াস

d) 40° সেলসিয়াস

উত্তর :- 22° সেলসিয়াস


12) ভারতবর্ষে বাস করে পৃথিবীর মোট জনসম্পদের প্রায় 

a) 20%

b) 15%

c) 10%

d) 5%

উত্তর :- 15%


13) ভারতে জনঘনত্ব সবচেয়ে বেশি কোন রাজ্যে?

a) বিহারে

b) পশ্চিমবঙ্গে

c) উত্তর প্রদেশে 

d) গোয়া

উত্তর :- পশ্চিমবঙ্গে


14) ওজোন গ্যাসের বর্ণ কী ধরনের?

a) হালকা নীল বর্ণের

b) হালকা সবুজ বর্ণের 

c) হালকা হলুদ বর্ণের

d) হালকা লাল বর্ণের হয়

উত্তর :- হালকা নীল বর্ণের


15) কত সালে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিভিশন নামে বনবিভাগের নাম বদল করে রাখা হয়?

a) 1949 সালে 

b) 1948 সালে

c) 1947 সালে 

d) এর কোনওটিই নয়

উত্তর :- 1948 সালে


16) প্রকৃতির আঁচল কাকে বলা হয়?

a) জলাশয় 

b) অরণ্য

c) মরুভূমি

d) এর কোনওটিই নয়

উত্তর :- অরণ্য


17) ব্ল্যাক ফুট রোগের কারন হল –

a) আর্সেনিক দূষণ 

b) পারদ দূষণ 

c) ক্যাডমিয়াম দূষণ

d) ফ্লুরাইড দূষণের ফলে হয়

উত্তর :- আর্সেনিক দূষণ


18) ভাইরাস একটি :

a) জৈব উপাদান

b) সামাজিক উপাদান

c) অজৈব উপাদান 

d) নিষ্ক্রিয় উপাদান

উত্তর :- জৈব উপাদান


19) চিপকো আন্দোলনের সঙ্গে কোন ব্যক্তি যুক্ত ছিলেন?

a) মেধা পাটেকর

b) সুন্দরলাল বহুগুণা 

c) অরুন্ধতী চৌধুরী 

d) মীরা নায়ার

উত্তর :- সুন্দরলাল বহুগুণা


20) আলোর প্রতিকূলে বৃদ্ধি পায় কোন অংশ?

a) কান্ড 

b) পাতা 

c) ফুল 

d) মূল

উত্তর:- মূল

---Advertisement---

Related Post

SSC CHSL, SLST, WBCS History Special: 100 Questions on German Nazism with Answers | জার্মান নাৎসিবাদ সম্পর্কে ১০০টি প্রশ্ন ও উত্তর

Questions on German Nazism with Answers: সরকারি চাকরির প্রস্তুতিতে ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে SSC CHSL, SLST ও WBCS-এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। ইতিহাসের মধ্যে জার্মানির নাৎসিবাদ ...

SSC CHSL 2025 Practice Set 3 – Solve Important Questions in GK, English & Reasoning each part 20 questions

SSC CHSL 2025 Practice Set 3: Preparing for the SSC CHSL 2025 exam? Then you’ve landed at the right place! This blog presents a carefully curated SSC CHSL Practice Set ...

📘 SSC CHSL 2025 Practice Set 2 – Solve Important Questions in GK, English & Reasoning

SSC CHSL 2025 Practice Set 2: Preparing for the SSC CHSL 2025 exam? Then you’ve landed at the right place! This blog presents a carefully curated SSC CHSL Practice Set ...

✳️ SSC CHSL, SLST, WBCS History Special: 50 MCQs on World War II and United Nations l দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও সম্মিলিত জাতিপুঞ্জ (UN) – ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

50 MCQs on World War II and United Nations: দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও সম্মিলিত জাতিপুঞ্জ (UN) সম্পর্কিত প্রশ্নোত্তর যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে SSC CHSL, ...

Leave a Comment