---Advertisement---

🔬 Hormone Related Important MCQ Part 01 in Bengali l হরমোন সম্পর্কিত গুরুত্বপূর্ণ ৫০টি প্রশ্নোত্তর পর্ব ০১

By Siksakul

Published on:

---Advertisement---

Hormone Related Important MCQ Part 01 in Bengali: বর্তমান প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে (যেমন WBCS, PSC, SSC, RRB, Madhyamik, HS) জীবন বিজ্ঞান বিষয়ের অন্তর্গত হরমোন সংক্রান্ত প্রশ্নের উপস্থিতি চোখে পড়ার মতো। পরীক্ষায় ভালো নম্বর অর্জনের জন্য এই অধ্যায়টি ভালোভাবে আয়ত্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

(এই ব্লগে আমরা তুলে ধরেছি “হরমোন সম্পর্কিত গুরুত্বপূর্ণ ৫০টি প্রশ্নোত্তর পর্ব ০১” Hormone Related Important MCQ Part 01), যা একদিকে যেমন পরীক্ষার জন্য প্রাসঙ্গিক, অন্যদিকে তেমনি আপনাকে বিষয়টি সহজে ও দ্রুত মনে রাখতে সাহায্য করবে। প্রতিটি প্রশ্নের সঙ্গে দেওয়া হয়েছে সঠিক উত্তর, যা আপনার প্রস্তুতিকে আরও মজবুত করবে।

এই সিরিজটি নিয়মিতভাবে প্রকাশিত হবে, তাই ভবিষ্যতের পর্বগুলিও মিস না করতে চোখ রাখুন আমাদের ব্লগে।

✅ ১-৫০ নম্বর প্রশ্নোত্তর (পর্ব ০১):

১. হরমোন কী?
ক) ভিটামিন
খ) রাসায়নিক বার্তাবাহক ✅
গ) এনজাইম
ঘ) প্রোটিন

২. হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়?
ক) বহিঃস্রাবী গ্রন্থি
খ) অন্তঃস্রাবী গ্রন্থি ✅
গ) লাল রক্তকণিকা
ঘ) পাকস্থলী

৩. হরমোন পরিবাহিত হয়—
ক) লিম্ফ দ্বারা
খ) স্নায়ু দ্বারা
গ) রক্ত দ্বারা ✅
ঘ) বায়ু দ্বারা

৪. হরমোনের কাজ হলো—
ক) পেশি গঠন
খ) কোষ বিভাজন
গ) দেহে রাসায়নিক সমন্বয় ✅
ঘ) ব্যাকটেরিয়া ধ্বংস

৫. ইনসুলিন হরমোনটি কোন গ্রন্থি নিঃসরণ করে?
ক) থাইরয়েড
খ) অ্যাডরিনাল
গ) পিটুইটারি
ঘ) অগ্ন্যাশয় ✅

৬. ইনসুলিনের প্রধান কাজ—
ক) রক্তচাপ নিয়ন্ত্রণ
খ) রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ ✅
গ) হজমে সহায়তা
ঘ) হাড় মজবুত করা

৭. ডায়াবেটিস কোন হরমোনের অভাবে হয়?
ক) গ্লুকাগন
খ) ইনসুলিন ✅
গ) অ্যাড্রিনালিন
ঘ) থাইরক্সিন

৮. থাইরক্সিন হরমোন উৎপন্ন হয়—
ক) পিটুইটারি গ্রন্থি
খ) থাইরয়েড গ্রন্থি ✅
গ) থাইমাস গ্রন্থি
ঘ) অ্যাডরিনাল গ্রন্থি

৯. থাইরক্সিন কোন মৌলের উপর নির্ভর করে?
ক) ক্যালসিয়াম
খ) আয়োডিন ✅
গ) ফসফরাস
ঘ) জিঙ্ক

১০. পিটুইটারি গ্রন্থিকে বলা হয়—
ক) পর্দার পেছনের গ্রন্থি
খ) মাস্টার গ্রন্থি ✅
গ) মায়ের গ্রন্থি
ঘ) সহকারী গ্রন্থি

১১. গ্রোথ হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়?
ক) থাইরয়েড
খ) পিটুইটারি ✅
গ) অ্যাডরিনাল
ঘ) অগ্ন্যাশয়

১২. অ্যাড্রিনালিন হরমোন কোন পরিস্থিতিতে নিঃসৃত হয়?
ক) ঘুমানোর সময়
খ) উচ্চ রক্তচাপে
গ) উদ্বেগ ও আতঙ্কের সময় ✅
ঘ) খাদ্য গ্রহণের সময়

১৩. অ্যাড্রিনালিন হরমোনকে আর কী বলা হয়?
ক) ঘুম হরমোন
খ) ডায়াবেটিস হরমোন
গ) জরুরি হরমোন ✅
ঘ) আনন্দ হরমোন

১৪. গ্লুকাগন হরমোনের কাজ কী?
ক) রক্তে চিনির মাত্রা বাড়ানো ✅
খ) পেশি গঠন
গ) হাড় শক্ত করা
ঘ) বিপাক ক্রিয়া বন্ধ করা

১৫. প্রোজেস্টেরন হরমোন কোন লিঙ্গে প্রধান?
ক) পুরুষ
খ) মহিলা ✅
গ) উভয়
ঘ) শিশু

১৬. পুরুষদের প্রধান যৌন হরমোন কোনটি?
ক) এস্ট্রোজেন
খ) প্রোজেস্টেরন
গ) টেস্টোস্টেরন ✅
ঘ) গ্লুকাগন

১৭. এস্ট্রোজেন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়?
ক) ডিম্বাশয় ✅
খ) অগ্ন্যাশয়
গ) থাইরয়েড
ঘ) থাইমাস

১৮. মেলাটোনিন হরমোন কোনটি নিয়ন্ত্রণ করে?
ক) হৃদস্পন্দন
খ) ঘুম এবং জাগরণ ✅
গ) রক্তচাপ
ঘ) পাচনক্রিয়া

১৯. হরমোন সংক্রান্ত রোগ কোনটি?
ক) অস্টিওপোরোসিস
খ) ডায়াবেটিস ✅
গ) ইনফ্লুয়েঞ্জা
ঘ) অ্যানিমিয়া

২০. থাইরয়েড হরমোনের অতিরিক্ত নিঃসরণ হলে কী হয়?
ক) হাইপোথাইরয়েডিজম
খ) হাইপারথাইরয়েডিজম ✅
গ) ডায়াবেটিস
ঘ) গলগন্ড

২১. অ্যান্টি-ডাইইউরেটিক হরমোন (ADH) কোন অঙ্গ নিয়ন্ত্রণ করে?
ক) যকৃত
খ) বৃক্ক ✅
গ) ফুসফুস
ঘ) পাকস্থলী

২২. হরমোন প্রোটিন, স্টেরয়েড ও অ্যামিনো অ্যাসিড থেকে তৈরি হয় – এটি কি সত্য?
ক) হ্যাঁ ✅
খ) না

২৩. অক্সিটোসিন হরমোন কোন কাজে সাহায্য করে?
ক) হজমে
খ) গর্ভধারণে
গ) সন্তান জন্মে সহায়তা ✅
ঘ) ঘুমাতে

২৪. ক্যালসিটোনিন হরমোন কোনটি নিয়ন্ত্রণ করে?
ক) রক্তচাপ
খ) ক্যালসিয়ামের মাত্রা ✅
গ) গ্লুকোজ
ঘ) অ্যামিনো অ্যাসিড

২৫. হরমোনের অভাবে কোনো কাজ বন্ধ হলে, তাকে কী বলে?
ক) নিঃসরণ
খ) বিকার ✅
গ) উপচয়
ঘ) পরিবর্তন

হরমোন সম্পর্কিত গুরুত্বপূর্ণ ৫০টি প্রশ্নোত্তর পর্ব ০১ l Hormone Related Important MCQ Part 01

২৬. কোন হরমোন দুধ নিঃসরণে সাহায্য করে?
ক) ইনসুলিন
খ) অক্সিটোসিন ✅
গ) গ্লুকাগন
ঘ) থাইরক্সিন

২৭. ফাইট অর ফ্লাইট প্রতিক্রিয়ার জন্য দায়ী হরমোন?
ক) গ্লুকাগন
খ) ইনসুলিন
গ) অ্যাড্রিনালিন ✅
ঘ) এস্ট্রোজেন

২৮. গলগন্ড রোগ কোন হরমোনের ঘাটতির কারণে হয়?
ক) ইনসুলিন
খ) থাইরক্সিন ✅
গ) অক্সিটোসিন
ঘ) টেস্টোস্টেরন

২৯. মেয়েদের মাসিক চক্র নিয়ন্ত্রণ করে কোন হরমোন?
ক) প্রোজেস্টেরন ✅
খ) ইনসুলিন
গ) গ্লুকাগন
ঘ) অক্সিটোসিন

৩০. অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় অবস্থিত?
ক) পাকস্থলীর পাশে
খ) বৃক্কের উপর ✅
গ) যকৃতের নিচে
ঘ) হৃদপিণ্ডের পাশে

৩১. প্যারাথাইরয়েড হরমোন কোনটি নিয়ন্ত্রণ করে?
ক) গ্লুকোজ
খ) ক্যালসিয়াম ✅
গ) প্রোটিন
ঘ) রক্তচাপ

৩২. হরমোনের প্রধান বৈশিষ্ট্য কী?
ক) দ্রুত কাজ করে
খ) ধীরে কাজ করে কিন্তু দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে ✅
গ) রক্ত তৈরি করে
ঘ) ব্যাকটেরিয়া ধ্বংস করে

৩৩. কোন হরমোন শরীরকে বিপদের সংকেত দেয়?
ক) অক্সিটোসিন
খ) অ্যাড্রিনালিন ✅
গ) থাইরক্সিন
ঘ) প্রোজেস্টেরন

৩৪. লিভারে গ্লাইকোজেন সংরক্ষণে সাহায্য করে কোন হরমোন?
ক) গ্লুকাগন
খ) ইনসুলিন ✅
গ) অ্যাড্রিনালিন
ঘ) গ্রোথ হরমোন

৩৫. প্রোল্যাকটিন হরমোনের কাজ কী?
ক) ঘুমে সহায়তা
খ) দুধ উৎপাদন ✅
গ) গ্লুকোজ নিয়ন্ত্রণ
ঘ) উচ্চতা বৃদ্ধি

৩৬. হরমোন রক্তে কত অল্প পরিমাণে থাকে?
ক) লিটার
খ) মিলিলিটার
গ) মাইক্রোগ্রাম ✅
ঘ) কেজি

৩৭. কোন হরমোন পেট্রোলোজি করে না?
ক) অক্সিটোসিন
খ) মেলাটোনিন
গ) ইনসুলিন
ঘ) পিটুইটারি ✅

৩৮. কোন হরমোন শরীরের মেটাবলিজম নিয়ন্ত্রণ করে?
ক) ইনসুলিন
খ) থাইরক্সিন ✅
গ) অ্যাড্রিনালিন
ঘ) গ্লুকাগন

৩৯. রক্তে পানির ভারসাম্য বজায় রাখে কোন হরমোন?
ক) ADH ✅
খ) ACTH
গ) TSH
ঘ) FSH

৪০. টেস্টিস গ্রন্থি কোন হরমোন তৈরি করে?
ক) এস্ট্রোজেন
খ) টেস্টোস্টেরন ✅
গ) ইনসুলিন
ঘ) থাইরক্সিন

৪১. ডিম্বাশয় গ্রন্থি কোন দুটি হরমোন তৈরি করে?
ক) ইনসুলিন ও গ্লুকাগন
খ) প্রোজেস্টেরন ও এস্ট্রোজেন ✅
গ) থাইরক্সিন ও অক্সিটোসিন
ঘ) ACTH ও FSH

৪২. কোন হরমোন হাড় গঠনে সাহায্য করে?
ক) ক্যালসিটোনিন ✅
খ) ইনসুলিন
গ) অ্যাড্রিনালিন
ঘ) অক্সিটোসিন

৪৩. পিটুইটারি গ্রন্থির কোন হরমোন গর্ভধারণে সাহায্য করে?
ক) ACTH
খ) FSH ✅
গ) ADH
ঘ) TSH

৪৪. মানুষের দেহে মোট কতটি অন্তঃস্রাবী গ্রন্থি রয়েছে (গড়ে)?
ক) ৫টি
খ) ৬টি
গ) ৮টি ✅
ঘ) ১০টি

৪৫. কোন হরমোন ঘুম ও জেগে ওঠার চক্র নিয়ন্ত্রণ করে?
ক) থাইরক্সিন
খ) ইনসুলিন
গ) মেলাটোনিন ✅
ঘ) প্রোল্যাকটিন

৪৬. থাইমাস গ্রন্থির প্রধান কাজ কী?
ক) রক্তচাপ নিয়ন্ত্রণ
খ) রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ✅
গ) ক্যালসিয়াম শোষণ
ঘ) দুধ উৎপাদন

৪৭. গর্ভাবস্থায় জরায়ু সংকোচনের জন্য কোন হরমোন কাজ করে?
ক) অক্সিটোসিন ✅
খ) এস্ট্রোজেন
গ) FSH
ঘ) TSH

৪৮. কোন গ্রন্থিকে “স্ট্রেস গ্রন্থি” বলা হয়?
ক) থাইরয়েড
খ) অ্যাডরিনাল ✅
গ) পিটুইটারি
ঘ) থাইমাস

৪৯. হরমোন সংক্রান্ত গবেষণাকে কী বলা হয়?
ক) স্নায়ুবিজ্ঞান
খ) এন্ডোক্রাইনোলজি ✅
গ) অনুবিজ্ঞান
ঘ) শারীরস্থান

৫০. কোনটি হরমোন নয়?
ক) ইনসুলিন
খ) হিমোগ্লোবিন
গ) অ্যাড্রিনালিন
ঘ) প্রোল্যাকটিন

এই ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (MCQ) আপনাকে হরমোন এবং তাদের কার্যপ্রণালী সম্পর্কে দ্রুত ও কার্যকরভাবে প্রস্তুতি নিতে সাহায্য করবে।

---Advertisement---

Related Post

90 Most Important Chemistry GK for WBCS, SSC, Railway | চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রসায়ন প্রশ্ন

Most Important Chemistry GK for WBCS, SSC, Railway: সকল প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন WBCS, SSC, Railway, Police ও PSC প্রস্তুতির জন্য ৯০টি গুরুত্বপূর্ণ রসায়ন প্রশ্নোত্তর। Chemistry GK, One Liner এবং Basics রিভিশনের জন্য সেরা সংগ্রহ।

Indian President GK for WBCS/SSC/Railway (in Bengali) l ভারতের রাষ্ট্রপতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Indian President GK: ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হলেন দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদধারী এবং দেশের প্রথম নাগরিক। রাষ্ট্রপতি দেশের প্রশাসন, সেনা, বিচারব্যবস্থা ও সংসদীয় কার্যকলাপের এক অন্যতম স্তম্ভ। আজ ...

🚨 Upcoming WB Police Recruitment 2026: Over 20,000+ Vacancies Announced Soon!

WB Police Recruitment 2026: If you are preparing for a government job in 2026, here’s some great news for you! The West Bengal Police Recruitment Board (WBPRB) is ...

🌏 40+ Important Geography GK Questions in Bengali l ভূগোল সম্পর্কিত ৪৫টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

Important Geography GK Questions in Bengali: ভারতের ভূগোল ও বিশ্ব ভূগোল নিয়ে সাধারণ জ্ঞান প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার (যেমন WBCS, SSC, Railway, Madhyamik, PSC, TET) জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে ...

Leave a Comment