Human body related Important questions and Answers part 03: মানবদেহ একটি জটিল ও বিস্ময়কর সৃষ্টি, যা নানা অঙ্গ-প্রত্যঙ্গ ও কার্যপ্রণালীর সমন্বয়ে গঠিত। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে যেমন WBCS, RRB, SSC, পুলিশ বা স্বাস্থ্য বিভাগ– প্রায় সব পরীক্ষায় মানবদেহ সম্পর্কিত প্রশ্ন (Human body related Important questions and Answers) বারবার আসে। তাই এই বিষয়টি ভালোভাবে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই ব্লগ সিরিজের পর্ব ০৩ (MCQ on human body)-এ আমরা তুলে ধরেছি মানবদেহ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যা তোমার সাধারণ জ্ঞান ও প্রস্তুতিকে আরো মজবুত করতে সাহায্য করবে। সহজ ভাষায় উপস্থাপন করা প্রতিটি প্রশ্ন ও সঠিক উত্তর পরীক্ষার জন্য একেবারে উপযোগী।
চল শুরু করা যাক মানবদেহের জগতে এক শিক্ষামূলক ভ্রমণ…
Human body related Important questions and Answers part 03 in Bengali
Table of Contents
🔹 মানবদেহ সম্পর্কিত প্রশ্নোত্তর – PART 03
1. মানবদেহে রক্তচাপ পরিমাপ করা হয় কোন এককে?
উত্তর: mmHg (মিলিমিটার পার মর্কারি)
2. রক্তে RBC গঠনের জন্য কোন খনিজ প্রয়োজন?
উত্তর: লোহা (Iron)
3. দেহের কোন অঙ্গ খনিজ লবণ এবং জল শোষণ করে?
উত্তর: বৃহদান্ত্র (Large intestine)
4. চোখের কর্নিয়া স্বচ্ছ থাকে কেন?
উত্তর: এতে রক্তনালী থাকে না
5. দেহে হাড় এবং দাঁত গঠনে কোন খনিজ প্রধান?
উত্তর: ক্যালসিয়াম ও ফসফরাস
6. হৃদযন্ত্রে সংকোচনের হার নিয়ন্ত্রণ করে কোন অংশ?
উত্তর: SA Node (সিনো-অ্যাট্রিয়াল নোড)
7. কোষে শক্তি উৎপন্ন হয় কোথায়?
উত্তর: মাইটোকন্ড্রিয়া (শক্তিকেন্দ্র)
8. লিভার কতটি কাজ সম্পাদন করে?
উত্তর: ৫০০+ কাজ
9. দেহে ইমিউন প্রতিক্রিয়া গঠনে কোন কোষ জরুরি?
উত্তর: লিম্ফোসাইট (Lymphocytes)
10. পেশি সংকোচনের জন্য কোন খনিজ দরকার?
উত্তর: ক্যালসিয়াম
11. দেহে অ্যান্টিবডি তৈরি হয় কোথায়?
উত্তর: প্লাজমা কোষে (Plasma Cells)
12. রক্তের pH এর স্বাভাবিক মাত্রা কত?
উত্তর: 7.35 – 7.45
13. কোন গ্রন্থি দুধ ক্ষরণ নিয়ন্ত্রণ করে?
উত্তর: পিটুইটারি গ্রন্থি (Prolactin হরমোন)
14. কিডনির গঠনগত একক কী?
উত্তর: নেফ্রন (Nephron)
15. চর্মরোগ বিশেষজ্ঞকে ইংরেজিতে কী বলে?
উত্তর: Dermatologist
16. দেহে কোন অঙ্গ গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তর করে?
উত্তর: লিভার
17. চোখের লেন্স নমনীয়তা নিয়ন্ত্রণ করে কে?
উত্তর: সিলিয়ারি মাংসপেশি
18. মানুষের দেহে কতটি প্রধান লাল রক্তকণিকা থাকে?
উত্তর: প্রতি কিউবিক মিমিতে প্রায় ৪.৫–৫.৫ মিলিয়ন
19. পিত্তরস কোন অঙ্গ থেকে নিঃসৃত হয়?
উত্তর: যকৃত
20. রক্তে শর্করা মাত্রা পরিমাপের যন্ত্রের নাম কী?
উত্তর: গ্লুকোমিটার (Glucometer)
21. হাড়ের সংযোগস্থলে কোন পদার্থ থাকে?
উত্তর: কার্টিলেজ
22. কানের শব্দ গ্রহণকারী অংশ কোনটি?
উত্তর: কক্লিয়া (Cochlea)
23. রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে কী রোগ হয়?
উত্তর: ডায়াবেটিস
24. লোহিত রক্তকণিকা তৈরি হয় কোথায়?
উত্তর: অস্থিমজ্জা (Bone marrow)
25. চোখের স্বাভাবিক চাপকে কি বলে?
উত্তর: Intraocular pressure (IOP)
26. দাঁতের এনামেল কী ধরনের পদার্থ?
উত্তর: ক্যালসিয়াম ফসফেট
27. হাড়ের সঙ্গে সংযুক্ত মাংসপেশিকে কী বলে?
উত্তর: টেনডন (Tendon)
28. নার্ভ কোষের অন্যান্য নাম কী?
উত্তর: নিউরন
29. কিডনি দেহের কোন কাজটি করে?
উত্তর: রক্ত ছেঁকে বর্জ্য নির্গমন
30. কোন রক্তকণিকা দেহে রক্তজালকের ক্ষতস্থানে জমাট বাঁধায় সাহায্য করে?
উত্তর: অণুচক্রিকা (Platelets)
31. গলার স্বর নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ?
উত্তর: স্বরযন্ত্র (Larynx)
32. ত্বকের নিচে কোন স্তর চর্বি জমা রাখে?
উত্তর: Hypodermis
33. দেহে সুষুম্নাকাণ্ড কোন কাজে লাগে?
উত্তর: স্নায়ু সংকেত পরিবহন
34. খাদ্যে উপস্থিত শর্করা ভাঙে কোন এনজাইম?
উত্তর: অ্যামাইলেজ
35. হৃদপিণ্ডে রক্তচলাচলের মাধ্যমে কোন শব্দ হয়?
উত্তর: ‘লাব-ডাব’ শব্দ
36. কোষ বিভাজনের দুই ধরনের নাম কী?
উত্তর: মাইটোসিস ও মিওসিস
37. দেহে বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে কোন হরমোন?
উত্তর: থাইরক্সিন
38. ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে কোন ভিটামিন?
উত্তর: ভিটামিন D
39. কোন অঙ্গ ক্ষত নিরাময়ে কোষ পুনরুৎপাদন করে?
উত্তর: ত্বক
40. হরমোনের অভাব বা আধিক্য কোন সমস্যা তৈরি করে?
উত্তর: এন্ডোক্রিন ব্যাধি
41. হাড় ও পেশির সংযোগস্থল কীভাবে রক্ষা পায়?
উত্তর: লিগামেন্ট
42. দেহে অনাক্রম্যতা গঠনে প্রধান অঙ্গ কোনটি?
উত্তর: থাইমাস গ্রন্থি
43. চোখে জল আনার জন্য কোন গ্রন্থি দায়ী?
উত্তর: ল্যাক্রিমাল গ্রন্থি
44. দেহে শ্বাস প্রশ্বাসের হার নিয়ন্ত্রণে কোন হরমোন সাহায্য করে?
উত্তর: অ্যাড্রেনালিন
45. হাড়কে নমনীয় রাখে কোন উপাদান?
উত্তর: কোলাজেন (Collagen)
46. ঘাম নিঃসরণে কোন গ্রন্থি কাজ করে?
উত্তর: ঘর্মগ্রন্থি (Sweat glands)
47. কণ্ঠস্বর বেশি হওয়ার কারণ কী?
উত্তর: স্বরযন্ত্রের পেশি মোটা হওয়া
48. দেহে পানির ভারসাম্য রক্ষা করে কোন হরমোন?
উত্তর: ADH (Antidiuretic hormone)
49. লাল রক্তকণিকার আয়ু কতদিন?
উত্তর: প্রায় ১২০ দিন
50. দেহে সবচেয়ে দ্রুত বিভাজন ঘটে কোন কোষে?
উত্তর: ত্বকের কোষে
Read More : 50 Important Questions and Answers about Human Body | Competitive Exams Special
আপনি কি বাংলা কবিতা পড়তে ভালোবাসেন, তাহলে এই লিঙ্কে ক্লিক করুন : www.raateralo.com