Important Static GK For Competitive Exams: আপনি যদি WBCS, SSC, RRB, Banking, UPSC বা অন্য কোনো সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাহলে Static GK বা স্থির সাধারণ জ্ঞান (Important Static GK For Competitive Exams) আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমরা এমন ২০টি প্রশ্নোত্তর উপস্থাপন করেছি, যেগুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার এসেছে। চলুন দেখে নেওয়া যাক—
Important Static GK For Competitive Exams
📚 Static GK Bengali | গুরুত্বপূর্ণ GK প্রশ্নোত্তর
Table of Contents
381. ‘Mein Kampf’ কার আত্মজীবনী?
🔹 উত্তর: অ্যাডলফ হিটলার (Adolf Hitler)
382. সিগারেট লাইটার থেকে কোন গ্যাস নির্গত হয়?
🔹 উত্তর: বুটেন (Butane)
383. ‘পাকিস্তান’ নামটি প্রথম কে প্রস্তাব করেছিলেন?
🔹 উত্তর: চৌধুরী রেহমত আলি (Chaudhary Rahmat Ali)
384. ‘ভারত ছাড়ো আন্দোলন’ কবে শুরু হয়েছিল?
🔹 উত্তর: ৮ই আগস্ট, ১৯৪২
385. ঝাঁসির রানী লক্ষ্মীবাই কোথায় জন্মগ্রহণ করেন?
🔹 উত্তর: বারাণসী, উত্তরপ্রদেশ
386. নেতাজি সুভাষচন্দ্র বসু ‘জয় হিন্দ’ স্লোগানটি কবে দেন?
🔹 উত্তর: ১৯৪১ সালে
387. ১৮৫৭ সালের বিদ্রোহকে আর কী নামে ডাকা হয়?
🔹 উত্তর: ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম
388. সংবিধান সভার সভাপতি কে ছিলেন?
🔹 উত্তর: ডঃ রাজেন্দ্র প্রসাদ
389. ভারতীয় সংবিধান কার্যকর হয় কবে?
🔹 উত্তর: ২৬শে জানুয়ারি, ১৯৫০
390. একজন রাজ্যপাল কত বছরের জন্য নিযুক্ত হন?
🔹 উত্তর: ৫ বছর
391. লোকসভার মেয়াদ কত বছরের হয়?
🔹 উত্তর: ৫ বছর
392. ভারতীয় সংবিধানে মোট কতটি তফসিল (Schedules) আছে?
🔹 উত্তর: ১২টি
393. শতদ্রু (সতলজ) নদী কোন নদীর উপনদী?
🔹 উত্তর: সিন্ধু নদী
394. নর্মদা নদী কোন সাগরে পতিত হয়?
🔹 উত্তর: আরব সাগর
395. ভারতে সবচেয়ে বেশি আখ (গাঁনা) উৎপন্ন হয় কোন রাজ্যে?
🔹 উত্তর: উত্তরপ্রদেশ
396. থার মরুভূমি কোন রাজ্যে অবস্থিত?
🔹 উত্তর: রাজস্থান
397. কর্করেখা ভারতের কতটি রাজ্যের উপর দিয়ে অতিক্রম করে?
🔹 উত্তর: ৮টি রাজ্য
398. ভারতের কোন রাজ্য মায়ানমারের সীমান্ত ভাগ করে না?
🔹 উত্তর: সিকিম
399. সিকিম আন্তর্জাতিক সীমান্ত কাদের সঙ্গে ভাগ করে?
🔹 উত্তর: ভুটান, চীন ও নেপাল
400. চিন্নার বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত?
🔹 উত্তর: কেরল
📘 Static GK in Bengali l Important Static GK For Competitive Exams
401. ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন?
🔹 উত্তর: ইন্দিরা গান্ধী
402. ভারতের জাতীয় পতাকায় মোট কতটি রঙ আছে?
🔹 উত্তর: তিনটি (গেরুয়া, সাদা ও সবুজ)
403. জাতীয় সংগীত ‘জন গণ মন’ কে রচনা করেন?
🔹 উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
404. ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
🔹 উত্তর: ডঃ রাজেন্দ্র প্রসাদ
405. প্রথম উপগ্রহ ‘আর্যভট্ট’ কবে উৎক্ষেপণ করা হয়?
🔹 উত্তর: ১৯ এপ্রিল, ১৯৭৫
406. UNO বা জাতিসংঘের সদর দফতর কোথায় অবস্থিত?
🔹 উত্তর: নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
407. ভারতের জাতীয় পশু কী?
🔹 উত্তর: রয়্যাল বেঙ্গল টাইগার
408. ভারতের জাতীয় পাখি কোনটি?
🔹 উত্তর: ময়ূর
409. কোন বছর ভারত প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা পায়?
🔹 উত্তর: ১৯৫০ সালে
410. ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন?
🔹 উত্তর: প্রতিভা পাটিল
411. ‘শান্তিনিকেতন‘ কে প্রতিষ্ঠা করেন?
🔹 উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
412. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কী?
🔹 উত্তর: জওহরলাল নেহরু
413. ভারতের বৃহত্তম রাজ্য কোনটি (আয়তনে)?
🔹 উত্তর: রাজস্থান
414. ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি (আয়তনে)?
🔹 উত্তর: গোয়া
415. হিমালয় পর্বতমালা কোন ধরণের পর্বত?
🔹 উত্তর: ভাঁজ পর্বত (Fold Mountain)
416. ভারতের প্রাচীনতম পোর্ট কোনটি?
🔹 উত্তর: লোথাল (Lothal), সিন্ধু সভ্যতা
417. ‘অমর জওয়ান জ্যোতি’ কোথায় অবস্থিত?
🔹 উত্তর: ভারত গেট, দিল্লি
418. ভারতের জাতীয় ফল কী?
🔹 উত্তর: আম
419. ভারতের জাতীয় ফুল কোনটি?
🔹 উত্তর: পদ্ম
420. ভারতের জাতীয় গাছ কী?
🔹 উত্তর: বটগাছ
📗 Important Static GK Questions
421. ভারতের প্রথম টেলিভিশন সম্প্রচার কবে হয়?
🔹 উত্তর: ১৫ সেপ্টেম্বর, ১৯৫৯
422. মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত?
🔹 উত্তর: নেপাল ও চীন সীমান্তে
423. বিশ্বের বৃহত্তম মহাদেশ কোনটি?
🔹 উত্তর: এশিয়া
424. UN-এর প্রতিষ্ঠা কবে হয়?
🔹 উত্তর: ২৪ অক্টোবর, ১৯৪৫
425. UN-এর প্রতিষ্ঠাতা দেশগুলোর সংখ্যা কত ছিল?
🔹 উত্তর: ৫১টি দেশ
426. ভারতের দীর্ঘতম নদী কোনটি?
🔹 উত্তর: গঙ্গা
427. ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
🔹 উত্তর: কেঞ্চেনজঙ্ঘা
428. বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?
🔹 উত্তর: সিরাজউদ্দৌলা
429. ভারতীয় সেনাবাহিনীর প্রধান কে হন সাধারণত?
🔹 উত্তর: চার তারকা জেনারেল
430. ‘ইসলাম ধর্ম’-এর প্রবর্তক কে ছিলেন?
🔹 উত্তর: হযরত মোহাম্মদ (সঃ)
431. গির জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
🔹 উত্তর: গুজরাট
432. হাওড়া ব্রিজ কোন নদীর উপর অবস্থিত?
🔹 উত্তর: হুগলি নদী
433. টেলিফোনের আবিষ্কারক কে ছিলেন?
🔹 উত্তর: আলেকজান্ডার গ্রাহাম বেল
434. ‘রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’ কবে প্রতিষ্ঠিত হয়?
🔹 উত্তর: ১ এপ্রিল, ১৯৩৫
435. ভারতের প্রথম মহিলা IPS অফিসার কে?
🔹 উত্তর: কিরণ বেদি
436. ভারতের জাতীয় ক্রীড়া কোনটি?
🔹 উত্তর: হকি
437. বাংলাদেশের সাথে ভারতের কতটি রাজ্যের সীমান্ত আছে?
🔹 উত্তর: ৫টি রাজ্য
438. ভারতের প্রথম নভোচারী কে?
🔹 উত্তর: রাকেশ শর্মা
439. চাঁদে অবতরণকারী প্রথম মানুষ কে?
🔹 উত্তর: নীল আর্মস্ট্রং
440. UNO-এর বর্তমান মহাসচিব কে?
🔹 উত্তর: আন্তোনিও গুতেরেস (Antonio Guterres)