PSC Clerkship Preparation Set 02: সম্প্রতি PSC ক্লার্কশিপ পরীক্ষার প্রস্তুতি ঘিরে পরীক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে প্রবল উত্তেজনা। প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় সাফল্য পেতে হলে সঠিক দিকনির্দেশনা ও নিয়মিত চর্চা অত্যন্ত জরুরি। অনেকেই ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন, আবার অনেকে এখনও সঠিকভাবে কোথা থেকে কীভাবে শুরু করবেন—তা বুঝে উঠতে পারছেন না। তাই আমরা এই প্র্যাকটিস সেটটি তৈরি করেছি পূর্ববর্তী বছরের প্রশ্নের ধরন ও পরীক্ষার প্রবণতা বিশ্লেষণ করে, যাতে নতুন ও পুরনো উভয় পরীক্ষার্থীই উপকৃত হন।
PSC Clerkship Practice Set 02 l PSC ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট ০২
১} সিংহলি মতানুসারে বুদ্ধের পরিনির্বাণ ঘটেছিল?
(i) 543 খ্রিস্টপূর্ব
(ii) 486 খ্রিস্টপূর্ব
(iii) 546 খ্রিস্টপূর্ব
(iv) 483 খ্রিস্টপূর্ব
Answer – 543 খ্রিস্টপূর্ব
২} বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় রচিত ?
(i) বাংলা
(ii) হিন্দি
(iii) পালি
(iv) সংস্কৃত
Answer – সংস্কৃত
৩} পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসেবে ভারতের ভাগ হল?
(i) ৩.২ শতাংশ
(ii) ২.৮ শতাংশ
(iii) ২.৪ শতাংশ
(iv) ৩.৬ শতাংশ
Answer – ২.৪ শতাংশ
৪} কোন ফাইটো হরমোন সেনেসেন্সের জন্য দায়ী ?
(i) জিব্বেরেলিন
(ii) অক্সিন
(iii) সাইটোকাইনি
(iv) ইথিলিন
Answer – ইথিলিন
PSC Clerkship Practice Set 02

৫} কোন মোগল সম্রাটের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ করে ?
(i) দ্বিতীয় শাহ আলম,
(ii) দ্বিতীয় বাহাদুর শাহ,
(iii) ফারুখশিয়র,
(iv) জেহান্দার
Answer – দ্বিতীয় শাহ আলম,
৬} ভারতের কোন সম্রাটকে জ্যান্ত পীর বলা হয় ?
(i) ফিরোজ তুঘলক
(ii) শেরশাহ
(iii) ঔরঙ্গজেব
(iv) আকবর
Answer – ঔরঙ্গজেব ।
৭} ছোটনাগপুর মালভূমি গঠিত প্রধানত?
(i) গ্রানাইট, চুনাপাথর ডলোমাইট দ্বারা
(ii) বেলে পাথর, চুনাপাথর ও শেল দ্বারা
(iii) আর্কিয়ান যুগের গ্রানাইট ও নিস্ প্রভৃতি দ্বারা
(iv) গন্ডোয়ানা কয়লা, বেলে পাথর ও চুনাপাথর দ্বারা
Answer – আর্কিয়ান যুগের গ্রানাইট ও নিস্ প্রভৃতি দ্বারা
৮} জৈনদের আদি নাম ছিল?
(i) নীরগ্রন্থ
(ii) তীর্থঙ্কর
(iii) অরহন্ত
(iv) জিন
Answer – নীরগ্রন্থ
৯} বুদ্ধদেব প্রথম ধর্মপ্রচার কোথায় করেছিলেন?
(i) সারনাথ,
(ii) কাশি,
(iii) কুশীনগর,
(iv) বুদ্ধগয়া
Answer – সারনাথ,
১০} প্রাচীন ভারতের কতজন তীর্থঙ্কর ছিলেন?
(i) 23
(ii) 22
(iii) 24
(iv) 16
Answer – 24
Also Read: PSC Clerkship Preparation Set 01