---Advertisement---

Railway NTPC Practice Set 01 in Bengali l রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট ০১

By Siksakul

Published on:

---Advertisement---

Railway NTPC Practice Set 01 in Bengali: রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল পরীক্ষার নির্ধারিত সিলেবাস এবং প্রশ্নের নম্বর বিভাজনের ভিত্তিতে তৈরি করা হয়েছে এই প্র্যাকটিস সেটটি। বিগত বছরের পরীক্ষাগুলির প্রশ্নপত্র বিশ্লেষণ করে এই সেটটি সাজানো হয়েছে যাতে পরীক্ষার্থীরা বাস্তব পরীক্ষার অনুরূপ অভিজ্ঞতা লাভ করতে পারেন। এখানে মোট ২৫টি গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করে সঠিক উত্তরসহ বিশদ আলোচনা তুলে ধরা হয়েছে, যা চাকরিপ্রার্থীদের সাধারণ জ্ঞান বিভাগে প্রস্তুতিতে সাহায্য করবে।

Railway NTPC Practice Set 01 in bengali PDF

এই প্র্যাকটিস সেটটি বিশেষভাবে পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য প্রস্তুত করা হয়েছে, যেখানে প্রতিটি প্রশ্ন ও উত্তর সম্পূর্ণ বাংলা ভাষায় উপস্থাপিত হয়েছে। রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল পরীক্ষার প্রস্তুতির জন্য এমন বাংলা ভাষার সেট যদি আপনি নিয়মিত পেতে চান, তাহলে এই পোস্টটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আপনার একটি শেয়ার আমাদের প্রতিদিন নতুন প্রশ্ন-উত্তর আপডেট করতে অনুপ্রেরণা জোগাবে।

রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল প্র্যাকটিস সেট PDF (Set- 1): Railway NTPC Practice Set 01 in Bengali

১) ভারতের জাতীয় পশু কোনটি?
A) সিংহ
B) রয়েল বেঙ্গল টাইগার
C) চিতাবাঘ
D) হরিণ
✔উত্তর: B) রয়েল বেঙ্গল টাইগার

২) পঞ্চায়েত ব্যবস্থার মূল ধারণা কোথা থেকে এসেছে?
A) আমেরিকা
B) ব্রিটেন
C) ভারত
D) চীন
✔উত্তর: C) ভারত

৩) ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন?
A) ইন্দিরা গান্ধী
B) প্রতিভা পাটিল
C) মীরা কুমার
D) সরোজিনী নাইডু
✔উত্তর: B) প্রতিভা পাটিল

৪) হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
A) গঙ্গা
B) যমুনা
C) সিন্ধু
D) ব্রহ্মপুত্র
✔উত্তর: C) সিন্ধু

৫) ‘গীতাঞ্জলি’ কার লেখা?
A) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
B) মাইকেল মধুসূদন দত্ত
C) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
D) রবীন্দ্রনাথ ঠাকুর
✔উত্তর: D) রবীন্দ্রনাথ ঠাকুর

৬) ভারতের সংবিধান কবে কার্যকর হয়?
A) ১৫ আগস্ট ১৯৪৭
B) ২৬ জানুয়ারি ১৯৫০
C) ২৬ নভেম্বর ১৯৪৯
D) ২ অক্টোবর ১৯৪৮
✔উত্তর: B) ২৬ জানুয়ারি ১৯৫০

৭) RBI কবে গঠিত হয়?
A) ১৯৪৭
B) ১৯৪৯
C) ১৯৩৫
D) ১৯৫১
✔উত্তর: C) ১৯৩৫

৮) ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
A) সর্দার পটেল
B) ড. রাজেন্দ্র প্রসাদ
C) জওহরলাল নেহেরু
D) লাল বাহাদুর শাস্ত্রী
✔উত্তর: C) জওহরলাল নেহেরু

৯) ভারতের স্বাধীনতা আন্দোলনে ‘নমক সত্যাগ্রহ’ কে শুরু করেন?
A) সুভাষচন্দ্র বসু
B) ভগৎ সিং
C) জওহরলাল নেহেরু
D) মহাত্মা গান্ধী
✔উত্তর: D) মহাত্মা গান্ধী

১০) মানবদেহে রক্ত সংবহন কে আবিষ্কার করেন?
A) লুই পাস্তুর
B) উইলিয়াম হার্ভে
C) হিপোক্রেটিস
D) চার্লস ডারউইন
✔উত্তর: B) উইলিয়াম হার্ভে

১১) মৌলিক অধিকার কোথায় উল্লেখ করা হয়েছে?
A) প্রথম ভাগে
B) তৃতীয় ভাগে
C) পঞ্চম ভাগে
D) নবম ভাগে
✔উত্তর: B) তৃতীয় ভাগে

Railway NTPC Practice Set 01 in Bengali

১২) বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি?
A) গোবি মরুভূমি
B) সাহারা মরুভূমি
C) কালাহারি মরুভূমি
D) থর মরুভূমি
✔উত্তর: B) সাহারা মরুভূমি

১৩) ‘তবিলি’ কোন দেশের রাজধানী?
A) কেনিয়া
B) ঘানা
C) তিউনিসিয়া
D) নাইজেরিয়া
✔উত্তর: C) তিউনিসিয়া

১৪) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর সদর দফতর কোথায়?
A) নিউ ইয়র্ক
B) লন্ডন
C) প্যারিস
D) জেনেভা
✔উত্তর: D) জেনেভা

১৫) ভারতের জাতীয় ফল কী?
A) কলা
B) আম
C) পেয়ারা
D) লিচু
✔উত্তর: B) আম

১৬) ‘গ্রাভিটি’ আবিষ্কার করেন কে?
A) আইনস্টাইন
B) নিউটন
C) গ্যালিলিও
D) কেপলার
✔উত্তর: B) নিউটন

১৭) চন্দ্রযান-৩ মিশন কোন সংস্থা পরিচালনা করে?
A) NASA
B) DRDO
C) ISRO
D) BARC
✔উত্তর: C) ISRO

১৮) কোন ধাতু তরল অবস্থায় থাকে?
A) লোহা
B) তামা
C) পারদ
D) অ্যালুমিনিয়াম
✔উত্তর: C) পারদ

১৯) ভারতের বৃহত্তম রাজ্য কোনটি (আয়তনের দিক থেকে)?
A) মহারাষ্ট্র
B) মধ্যপ্রদেশ
C) রাজস্থান
D) ✔উত্তর: প্রদেশ
✔উত্তর: C) রাজস্থান

২০) ‘ভারতমাতা’ নামটি কে প্রবর্তন করেন?
A) রবীন্দ্রনাথ ঠাকুর
B) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C) বিবেকানন্দ
D) রাজা রামমোহন রায়
✔উত্তর: B) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

২১) DNA-এর পূর্ণরূপ কী?
A) ডিক্সোনিউক্লিক অ্যাসিড
B) ডিঅক্সিরাইবোনিউক্লেইক অ্যাসিড
C) ডি-নিউক্লিয়াস অ্যাসিড
D) ডায়োক্সিন অ্যাসিড
✔উত্তর: B) ডিঅক্সিরাইবোনিউক্লেইক অ্যাসিড

২২) ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
A) জওহরলাল নেহেরু
B) বাবাসাহেব আম্বেদকর
C) ড. রাজেন্দ্র প্রসাদ
D) সর্দার পটেল
✔উত্তর: C) ড. রাজেন্দ্র প্রসাদ

২৩) ভারতে GST চালু হয় কবে?
A) ১ জানুয়ারি ২০১৬
B) ১ জুলাই ২০১৭
C) ১ এপ্রিল ২০১৮
D) ২৬ জানুয়ারি ২০১৭
✔উত্তর: B) ১ জুলাই ২০১৭

২৪) বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?
A) কাঞ্চনজঙ্ঘা
B) গডউইন অস্টিন
C) মাউন্ট এভারেস্ট
D) নন্দা দেবী
✔উত্তর: C) মাউন্ট এভারেস্ট

২৫) কোন গ্রহকে ‘লাল গ্রহ’ বলা হয়?
A) মঙ্গল
B) বৃহস্পতি
C) শুক্র
D) শনি
✔উত্তর: A) মঙ্গল

Read More :

---Advertisement---

Related Post

SSC CHSL, SLST, WBCS History Special: 100 Questions on German Nazism with Answers | জার্মান নাৎসিবাদ সম্পর্কে ১০০টি প্রশ্ন ও উত্তর

Questions on German Nazism with Answers: সরকারি চাকরির প্রস্তুতিতে ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে SSC CHSL, SLST ও WBCS-এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। ইতিহাসের মধ্যে জার্মানির নাৎসিবাদ ...

SSC CHSL 2025 Practice Set 3 – Solve Important Questions in GK, English & Reasoning each part 20 questions

SSC CHSL 2025 Practice Set 3: Preparing for the SSC CHSL 2025 exam? Then you’ve landed at the right place! This blog presents a carefully curated SSC CHSL Practice Set ...

📘 SSC CHSL 2025 Practice Set 2 – Solve Important Questions in GK, English & Reasoning

SSC CHSL 2025 Practice Set 2: Preparing for the SSC CHSL 2025 exam? Then you’ve landed at the right place! This blog presents a carefully curated SSC CHSL Practice Set ...

✳️ SSC CHSL, SLST, WBCS History Special: 50 MCQs on World War II and United Nations l দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও সম্মিলিত জাতিপুঞ্জ (UN) – ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

50 MCQs on World War II and United Nations: দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও সম্মিলিত জাতিপুঞ্জ (UN) সম্পর্কিত প্রশ্নোত্তর যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে SSC CHSL, ...

Leave a Comment