---Advertisement---

Railway NTPC Practice Set 04 in Bengali l রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট ০৪

By Siksakul

Updated on:

---Advertisement---

Railway NTPC Practice Set 04 in Bengali: রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল পরীক্ষার নির্ধারিত সিলেবাস এবং প্রশ্নের নম্বর বিভাজনের ভিত্তিতে তৈরি করা হয়েছে এই প্র্যাকটিস সেটটি। বিগত বছরের পরীক্ষাগুলির প্রশ্নপত্র বিশ্লেষণ করে এই সেটটি সাজানো হয়েছে যাতে পরীক্ষার্থীরা বাস্তব পরীক্ষার অনুরূপ অভিজ্ঞতা লাভ করতে পারেন। এখানে মোট ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করে সঠিক উত্তরসহ বিশদ আলোচনা তুলে ধরা হয়েছে, যা চাকরিপ্রার্থীদের সাধারণ জ্ঞান বিভাগে প্রস্তুতিতে সাহায্য করবে।

Railway NTPC Practice Set 04 in bengali PDF

এই প্র্যাকটিস সেটটি বিশেষভাবে পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য প্রস্তুত করা হয়েছে, যেখানে প্রতিটি প্রশ্ন ও উত্তর সম্পূর্ণ বাংলা ভাষায় উপস্থাপিত হয়েছে। রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল পরীক্ষার প্রস্তুতির জন্য এমন বাংলা ভাষার সেট যদি আপনি নিয়মিত পেতে চান, তাহলে এই পোস্টটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আপনার একটি শেয়ার আমাদের প্রতিদিন নতুন প্রশ্ন-উত্তর আপডেট করতে অনুপ্রেরণা জোগাবে।

রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল প্র্যাকটিস সেট PDF (Set- 4): Railway NTPC Practice Set 04 in Bengali

📘 বিষয়: ভারতীয় সংবিধান ও রাজনীতি

🔹 প্রশ্নোত্তর 1–25

  1. ভারতের সংবিধান কবে গৃহীত হয়?
    উত্তর: ২৬ নভেম্বর ১৯৪৯
  2. ভারতের সংবিধান কার্যকর হয় কবে?
    উত্তর: ২৬ জানুয়ারি ১৯৫০
  3. ভারতের সংবিধান কে রচনা করেছেন?
    উত্তর: ড. ভীমরাও আম্বেদকর
  4. “ধর্মনিরপেক্ষ” শব্দটি সংবিধানের কোন সংশোধনীতে যুক্ত হয়েছে?
    উত্তর: ৪২তম সংশোধনী
  5. ভারতীয় সংসদের দুই কক্ষ কী কী?
    উত্তর: লোকসভা ও রাজ্যসভা
  6. রাষ্ট্রপতি কত বছর মেয়াদে নির্বাচিত হন?
    উত্তর: ৫ বছর
  7. “ভারত একটি প্রজাতান্ত্রিক দেশ” – অর্থ কী?
    উত্তর: রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন
  8. ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
    উত্তর: ড. রাজেন্দ্র প্রসাদ
  9. রাজ্যপালকে কে নিয়োগ করেন?
    উত্তর: রাষ্ট্রপতি
  10. রাজ্যসভার স্থায়ী সদস্য সংখ্যা কত?
    উত্তর: ২৫০
  11. “পঞ্চায়েতি রাজ ব্যবস্থা” প্রথম চালু হয় কোথায়?
    উত্তর: রাজস্থান (নাগৌর জেলা)
  12. সংবিধানের মোট অনুচ্ছেদ কতটি?
    উত্তর: ৪৪৮ (মূল সংবিধানে ৩৯৫ ছিল)
  13. পঞ্চায়েতের তিনটি স্তর কী কী?
    উত্তর: গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ
  14. ভারতের রাষ্ট্রপতির নির্বাচন কোন পদ্ধতিতে হয়?
    উত্তর: একক স্থানান্তরযোগ্য ভোট পদ্ধতিতে
  15. “ভারত সরকার আইন ১৯৩৫” থেকে সংবিধান কত ভাগ প্রভাবিত হয়েছে?
    উত্তর: প্রায় ৭০%
  16. “মূল অধিকার” সংবিধানের কোন অংশে?
    উত্তর: অংশ ৩ (Article 12–35)
  17. ভারতের সাংবিধানিক প্রধান কে?
    উত্তর: রাষ্ট্রপতি
  18. “এক ব্যক্তি, এক ভোট” ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছে?
    উত্তর: ব্রিটেন
  19. ভারতের সংবিধানের সর্বোচ্চ আইন সংস্থা কী?
    উত্তর: সংসদ
  20. ভারতের বিচার ব্যবস্থার সর্বোচ্চ আদালত কোনটি?
    উত্তর: সুপ্রিম কোর্ট
  21. লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত?
    উত্তর: ৫৫০
  22. “ভারত একটি ইউনিয়ন অব স্টেটস” – সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে?
    উত্তর: অনুচ্ছেদ ১
  23. সাংসদদের বেতন কে নির্ধারণ করে?
    উত্তর: সংসদ
  24. সংবিধানের প্রস্তাবনা কোন ভাষায় লেখা আছে?
    উত্তর: ইংরেজি ও হিন্দি
  25. রাজ্যপালের কার্যকাল কত বছর?
    উত্তর: ৫ বছর (কিন্তু রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী থাকতে পারেন)

🔹 প্রশ্নোত্তর 26–50

  1. ভারতীয় সংবিধানকে “গণতান্ত্রিক সংবিধান” বলা হয় কেন?
    উত্তর: জনগণ সরকারের চূড়ান্ত ক্ষমতার উৎস
  2. সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত?
    উত্তর: নয়াদিল্লি
  3. সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ বিরতির সময় কত?
    উত্তর: ৬ মাস
  4. রাজ্যগুলির মধ্যে সমন্বয় রক্ষার জন্য কোন প্রতিষ্ঠান কাজ করে?
    উত্তর: রাষ্ট্রপতির শাসন / রাজ্যপাল
  5. কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকার ২১ বছর থেকে ১৮ বছরে করা হয়?
    উত্তর: ৬১তম সংশোধনী
  6. বিচারপতি কে নিয়োগ করেন?
    উত্তর: রাষ্ট্রপতি (প্রধান বিচারপতির পরামর্শে)
  7. সংবিধানে মোট কতটি ভাগ (Parts) আছে?
    উত্তর: ২৫টি
  8. “বিজ্ঞান, মানবতা, শিক্ষার উন্নয়ন” – কোন মৌলিক কর্তব্যের অন্তর্ভুক্ত?
    উত্তর: ৫১A(h)
  9. কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা রয়েছে?
    উত্তর: অনুচ্ছেদ ৩৫২, ৩৫৬, ৩৬০
  10. জাতীয় জরুরি অবস্থা কতবার জারি হয়েছে?
    উত্তর: ৩ বার
  11. ভারতীয় সংবিধানে মোট মৌলিক কর্তব্য কয়টি?
    উত্তর: ১১টি
  12. ভারতের কোন সংবিধান সংশোধন দ্বারা পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংবিধানে যুক্ত হয়?
    উত্তর: ৭৩তম সংশোধনী
  13. সংরক্ষণ সম্পর্কিত অনুচ্ছেদ কোনটি?
    উত্তর: অনুচ্ছেদ ১৫ ও ১৬
  14. “পঞ্চায়েত ব্যবস্থা”-র মূল উদ্দেশ্য কী?
    উত্তর: স্থানীয় স্বশাসন নিশ্চিত করা
  15. “এক জাতি, এক নির্বাচন” ধারণা কার?
    উত্তর: নির্বাচন কমিশন ও ভারত সরকার
  16. রাজ্যসভা কবে গঠিত হয়?
    উত্তর: ৩ এপ্রিল ১৯৫২
  17. লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন?
    উত্তর: গণেশ বাসুদেব মাভলঙ্কর
  18. ভারতীয় সংবিধান রচনা শেষ করতে কতদিন লেগেছিল?
    উত্তর: ২ বছর ১১ মাস ১৮ দিন
  19. সংবিধানের কোন অংশে “রাষ্ট্রের নীতি নির্দেশক উপাদান” রয়েছে?
    উত্তর: অংশ ৪ (Article 36–51)
  20. ভারতীয় সংসদের অধিবেশন আহ্বান কে করেন?
    উত্তর: রাষ্ট্রপতি
  21. উপ-রাষ্ট্রপতি কোন কক্ষে সভাপতিত্ব করেন?
    উত্তর: রাজ্যসভা
  22. অনাস্থা প্রস্তাব কেবল কোথায় আনা যায়?
    উত্তর: লোকসভায়
  23. রাজ্যপাল রাজ্য থেকে কাকে নিয়োগ করেন?
    উত্তর: মুখ্যমন্ত্রী
  24. রাজ্যসভার স্থায়ী সদস্যের মেয়াদ কত বছর?
    উত্তর: ৬ বছর (প্রতি ২ বছরে ১/৩ সদস্য অবসর নেন)
  25. কোন অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের ক্ষমতা নির্ধারিত?
    উত্তর: অনুচ্ছেদ ১২৪–১৪৭

📌 🚆 RRB NTPC 2025 CBT Practice Set 03

---Advertisement---

Related Post

90 Most Important Chemistry GK for WBCS, SSC, Railway | চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রসায়ন প্রশ্ন

Most Important Chemistry GK for WBCS, SSC, Railway: সকল প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন WBCS, SSC, Railway, Police ও PSC প্রস্তুতির জন্য ৯০টি গুরুত্বপূর্ণ রসায়ন প্রশ্নোত্তর। Chemistry GK, One Liner এবং Basics রিভিশনের জন্য সেরা সংগ্রহ।

Indian President GK for WBCS/SSC/Railway (in Bengali) l ভারতের রাষ্ট্রপতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Indian President GK: ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হলেন দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদধারী এবং দেশের প্রথম নাগরিক। রাষ্ট্রপতি দেশের প্রশাসন, সেনা, বিচারব্যবস্থা ও সংসদীয় কার্যকলাপের এক অন্যতম স্তম্ভ। আজ ...

🚨 Upcoming WB Police Recruitment 2026: Over 20,000+ Vacancies Announced Soon!

WB Police Recruitment 2026: If you are preparing for a government job in 2026, here’s some great news for you! The West Bengal Police Recruitment Board (WBPRB) is ...

🌏 40+ Important Geography GK Questions in Bengali l ভূগোল সম্পর্কিত ৪৫টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

Important Geography GK Questions in Bengali: ভারতের ভূগোল ও বিশ্ব ভূগোল নিয়ে সাধারণ জ্ঞান প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার (যেমন WBCS, SSC, Railway, Madhyamik, PSC, TET) জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে ...

Leave a Comment