---Advertisement---

Railway NTPC Practice Set 05 in Bengali l রেলওয়ে NTPC 2025 প্র্যাকটিস সেট ০৫

By Siksakul

Published on:

---Advertisement---

Railway NTPC Practice Set 05 in Bengali: রেলওয়ে NTPC 2025 পরীক্ষার প্রস্তুতিতে ক্রীড়া (Sports) বিষয়টি একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায়ই বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট, খেলোয়াড়দের অর্জন, খেলার সংক্ষিপ্ত ইতিহাস, ট্রফি ও টুর্নামেন্ট সংক্রান্ত প্রশ্ন উঠে আসে। তাই এই বিষয়টি উপেক্ষা করলে পিছিয়ে পড়ার সম্ভাবনা থাকে।

এই ব্লগে আমরা তুলে ধরছি RRB NTPC প্র্যাকটিস সেট ০৫, যেখানে আপনি পাবেন ক্রীড়া বিষয়ে ৫০টি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (MCQ) – যা একদিকে যেমন আপনার প্রস্তুতিকে করবে সুদৃঢ়, অন্যদিকে প্রশ্নের ধরন সম্পর্কে ধারণা দেবে বাস্তব পরীক্ষার মতো।

✅ প্রস্তুতি এখনই শুরু করুন
✅ সময় বাঁচিয়ে আরও বেশি প্রশ্ন অনুশীলন করুন
✅ প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর ও ব্যাখ্যা যুক্ত

এই প্র্যাকটিস সেটটি বিশেষভাবে পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য প্রস্তুত করা হয়েছে, যেখানে প্রতিটি প্রশ্ন ও উত্তর সম্পূর্ণ বাংলা ভাষায় উপস্থাপিত হয়েছে। রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল পরীক্ষার প্রস্তুতির জন্য এমন বাংলা ভাষার সেট যদি আপনি নিয়মিত পেতে চান, তাহলে এই পোস্টটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আপনার একটি শেয়ার আমাদের প্রতিদিন নতুন প্রশ্ন-উত্তর আপডেট করতে অনুপ্রেরণা জোগাবে।

Railway NTPC Practice Set 05 in bengali PDF

চলুন, আর দেরি না করে ঝটপট শুরু করি রেলওয়ে NTPC 2025 পরীক্ষার ক্রীড়া ভিত্তিক প্র্যাকটিস সেট ০৫! 🏃‍♂️🎯

রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল প্র্যাকটিস সেট PDF (Set- 5): Railway NTPC Practice Set 05 in Bengali

1. অলিম্পিক গেমস কত বছর অন্তর অনুষ্ঠিত হয়?
A. ২ বছর
B. ৩ বছর
C. ৪ বছর
D. ৫ বছর
উত্তর: C. ৪ বছর

2. আধুনিক অলিম্পিক গেমস প্রথম কোথায় হয়েছিল?
A. লন্ডন
B. এথেন্স
C. প্যারিস
D. রোম
উত্তর: B. এথেন্স

3. ‘বিশ্বকাপ’ কোন খেলার সঙ্গে জড়িত?
A. হকি
B. ক্রিকেট
C. ফুটবল
D. টেনিস
উত্তর: C. ফুটবল

4. টেনিসে ‘গ্র্যান্ড স্ল্যাম’ মানে কী?
A. এক ম্যাচে ১০ এস
B. বছরে ৪টি বড় টুর্নামেন্ট জয়
C. এক টুর্নামেন্টে তিনটি ম্যাচ জয়
D. অলিম্পিক পদক জয়
উত্তর: B. বছরে ৪টি বড় টুর্নামেন্ট জয়

5. ‘ডেভিস কাপ’ কোন খেলার প্রতিযোগিতা?
A. ক্রিকেট
B. ফুটবল
C. টেনিস
D. ব্যাডমিন্টন
উত্তর: C. টেনিস

6. ক্রিকেটে একটি ওভারে কয়টি বল থাকে?
A. ৪টি
B. ৫টি
C. ৬টি
D. ৮টি
উত্তর: C. ৬টি

7. হকি খেলায় প্রতি দলে কয়জন খেলোয়াড় থাকে?
A. ৯ জন
B. ১০ জন
C. ১১ জন
D. ১২ জন
উত্তর: C. ১১ জন

8. ‘উসেইন বোল্ট’ কোন দেশের অ্যাথলেট?
A. মার্কিন যুক্তরাষ্ট্র
B. কেনিয়া
C. জামাইকা
D. ব্রাজিল
উত্তর: C. জামাইকা

9. ‘সুব্রত কাপ’ কোন খেলার সঙ্গে সম্পর্কিত?
A. হকি
B. ফুটবল
C. ক্রিকেট
D. টেনিস
উত্তর: B. ফুটবল

10. ‘রঞ্জি ট্রফি’ কোন খেলার প্রতিযোগিতা?
A. হকি
B. টেনিস
C. ক্রিকেট
D. ব্যাডমিন্টন
উত্তর: C. ক্রিকেট

11. ব্যাডমিন্টনে একটি ম্যাচ কটি গেমে খেলা হয়?
A. ১
B. ২
C. ৩
D. ৫
✅ উত্তর: C. ৩

12. ‘ডুরান্ড কাপ’ কোন খেলার সঙ্গে যুক্ত?
A. হকি
B. ফুটবল
C. ব্যাডমিন্টন
D. বাস্কেটবল
✅ উত্তর: B. ফুটবল

13. ‘টমাস কাপ’ কোন খেলার সঙ্গে সম্পর্কিত?
A. ব্যাডমিন্টন
B. টেনিস
C. ফুটবল
D. বাস্কেটবল
✅ উত্তর: A. ব্যাডমিন্টন

14. প্রথম ক্রিকেট বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হয়?
A. 1971
B. 1975
C. 1983
D. 1992
✅ উত্তর: B. 1975

15. ভারত প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয় করে কবে?
A. 1975
B. 1983
C. 1987
D. 2003
✅ উত্তর: B. 1983

16. ‘চেস অলিম্পিয়াড’ কোন খেলার প্রতিযোগিতা?
A. দাবা
B. টেনিস
C. কাবাডি
D. শ্যুটিং
✅ উত্তর: A. দাবা

17. প্রথম অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্বকারী অ্যাথলেট কে ছিলেন?
A. ধ্যানে চাঁদ
B. নর্মান প্রিচার্ড
C. মিলখা সিং
D. পি টি ঊষা
✅ উত্তর: B. নর্মান প্রিচার্ড

18. ‘অ্যারো’ কোন খেলার যন্ত্র?
A. কাবাডি
B. আর্চারি
C. ফেন্সিং
D. রাগবি
✅ উত্তর: B. আর্চারি

19. কোন বছর কাবাডি প্রথম এশিয়ান গেমসে অন্তর্ভুক্ত হয়?
A. 1990
B. 1982
C. 1978
D. 1966
✅ উত্তর: B. 1982

20. হকি ইন্ডিয়া লিগ (HIL) শুরু হয় কোন বছর?
A. 2008
B. 2013
C. 2010
D. 2015
✅ উত্তর: B. 2013


21. টি-২০ ক্রিকেট বিশ্বকাপ প্রথম কবে শুরু হয়?
A. 2005
B. 2007
C. 2008
D. 2009
✅ উত্তর: B. 2007

22. শচীন তেন্ডুলকার কবে অবসর নেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে?
A. 2012
B. 2013
C. 2014
D. 2015
✅ উত্তর: B. 2013

23. মেরি কম কোন খেলার সঙ্গে জড়িত?
A. কুস্তি
B. বক্সিং
C. জুডো
D. শ্যুটিং
✅ উত্তর: B. বক্সিং

24. ‘সুলতান আজলান শাহ কাপ’ কোন খেলার সঙ্গে সম্পর্কিত?
A. ক্রিকেট
B. হকি
C. ফুটবল
D. টেনিস
✅ উত্তর: B. হকি

25. আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায়?
A. প্যারিস
B. জেনিভা
C. লুজান
D. রোম
✅ উত্তর: C. লুজান

26. ‘বাই সাইকেল কিক’ শব্দটি কোন খেলার টার্ম?
A. হকি
B. ফুটবল
C. টেনিস
D. বাস্কেটবল
✅ উত্তর: B. ফুটবল

27. লিওনেল মেসি কোন দেশের খেলোয়াড়?
A. ব্রাজিল
B. স্পেন
C. আর্জেন্টিনা
D. ফ্রান্স
✅ উত্তর: C. আর্জেন্টিনা

28. রোহিত শর্মা কোন খেলার সঙ্গে যুক্ত?
A. হকি
B. ক্রিকেট
C. ফুটবল
D. গলফ
✅ উত্তর: B. ক্রিকেট

29. আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)-এর সদর দপ্তর কোথায়?
A. মুম্বাই
B. দুবাই
C. লন্ডন
D. সিডনি
✅ উত্তর: B. দুবাই

30. রোনালদো কোন খেলার আইকন?
A. ক্রিকেট
B. হকি
C. ফুটবল
D. বাস্কেটবল
✅ উত্তর: C. ফুটবল


31. টেনিসে ‘উইম্বলডন’ কোন দেশে হয়?
A. আমেরিকা
B. অস্ট্রেলিয়া
C. ফ্রান্স
D. ইংল্যান্ড
✅ উত্তর: D. ইংল্যান্ড

32. ‘ইন্ডিয়ান সুপার লিগ’ (ISL) কোন খেলার সঙ্গে সম্পর্কিত?
A. ক্রিকেট
B. ফুটবল
C. হকি
D. কাবাডি
✅ উত্তর: B. ফুটবল

33. ব্যাডমিন্টনে ‘স্ম্যাশ’ বলতে কী বোঝায়?
A. ধীরে বল মারা
B. জোরে ওপর থেকে বল মারা
C. সার্ভ
D. র‍্যালি শুরু
✅ উত্তর: B. জোরে ওপর থেকে বল মারা

34. ‘বিশ্ব দাবা চ্যাম্পিয়ন’ ২০২৩ সালে কে ছিলেন?
A. কার্লসেন
B. নেপোমনিয়াচি
C. হিকারা নাকামুরা
D. আনন্দ
✅ উত্তর: B. নেপোমনিয়াচি

35. প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
A. টোকিও
B. দিল্লি
C. ব্যাংকক
D. বেইজিং
✅ উত্তর: B. দিল্লি

36. ‘রঞ্জি ট্রফি’ কোন স্তরের খেলা?
A. আন্তর্জাতিক
B. স্কুল
C. রাজ্য স্তর
D. পাড়া স্তর
✅ উত্তর: C. রাজ্য স্তর

37. ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার কে?
A. পি হরিকৃষ্ণ
B. কনেরু হাম্পি
C. বিশ্বনাথন আনন্দ
D. দীবা করণ
✅ উত্তর: C. বিশ্বনাথন আনন্দ

38. টেনিস খেলায় ‘অ্যাস’ কী?
A. ডবল ফল্ট
B. অপর খেলোয়াড় স্পর্শ করতে না পারা সার্ভ
C. পয়েন্ট বাঁচানো
D. টাইব্রেকার
✅ উত্তর: B. অপর খেলোয়াড় স্পর্শ করতে না পারা সার্ভ

39. আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থার নাম কী?
A. IFA
B. ICC
C. FIFA
D. IOA
✅ উত্তর: C. FIFA

40. ২০২২ সালের FIFA বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়?
A. রাশিয়া
B. কাতার
C. ব্রাজিল
D. জার্মানি
✅ উত্তর: B. কাতার

41. ক্রিকেটে DRS-এর পুরো রূপ কী?
A. Decision Review System
B. Decision Replay System
C. Double Run Strategy
D. Down Review Setup
✅ উত্তর: A. Decision Review System

42. ‘সুদীরমান কাপ’ কোন খেলার সঙ্গে যুক্ত?
A. ক্রিকেট
B. ব্যাডমিন্টন
C. হকি
D. ফুটবল
✅ উত্তর: B. ব্যাডমিন্টন

43. কুস্তি খেলার আন্তর্জাতিক সংস্থার নাম কী?
A. UWW
B. ICC
C. WCF
D. IWF
✅ উত্তর: A. UWW

44. ফিফা বিশ্বকাপে সর্বাধিক গোলদাতা কে?
A. রোনালদো
B. মেসি
C. মিরোস্লাভ ক্লোসে
D. নেইমার
✅ উত্তর: C. মিরোস্লাভ ক্লোসে

45. প্রথম ভারতীয় মহিলা অলিম্পিক পদকজয়ী কে?
A. কর্ণম মালেশ্বরী
B. পি টি ঊষা
C. সাইনা নেহওয়াল
D. মেরি কম
✅ উত্তর: A. কর্ণম মালেশ্বরী

46. ‘ব্লু পেনাল্টি কর্নার’ কোন খেলার টার্ম?
A. হকি
B. ফুটবল
C. বাস্কেটবল
D. রাগবি
✅ উত্তর: A. হকি

47. ‘নেইমার’ কোন দেশের খেলোয়াড়?
A. আর্জেন্টিনা
B. ব্রাজিল
C. ফ্রান্স
D. স্পেন
✅ উত্তর: B. ব্রাজিল

48. গোলফে সবচেয়ে বিখ্যাত টুর্নামেন্ট কোনটি?
A. ফিফা
B. উইম্বলডন
C. মাস্টার্স
D. ইন্ডিয়ান ওপেন
✅ উত্তর: C. মাস্টার্স

49. ২০২১ সালে অলিম্পিক কোথায় হয়?
A. টোকিও
B. বেইজিং
C. লন্ডন
D. প্যারিস
✅ উত্তর: A. টোকিও

50. প্রখ্যাত টেনিস খেলোয়াড় ‘রজার ফেডেরার’ কোন দেশের?
A. ফ্রান্স
B. সুইজারল্যান্ড
C. জার্মানি
D. স্পেন
✅ উত্তর: B. সুইজারল্যান্ড

---Advertisement---

Related Post

WBSSC 2nd SLST XI-XII Geography Final Answer Key 2025 | WBSSC প্রদত্ত 2nd SLST ভূগোল ফাইনাল উত্তর-কী ২০২৫ প্রকাশিত

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) সম্প্রতি প্রকাশ করেছে 2nd SLST XI-XII Geography Final Answer Key 2025, যা উচ্চমাধ্যমিক স্তরের ভূগোল পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই WBSSC Geography Final ...

Important GK for WBSSC Group C and D Exams l WBSSC গ্রুপ সি এবং ডি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জিকে

Important GK for WBSSC Group C and D Exams: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) এর Group C ও Group D পরীক্ষায় ভালো ফলাফল করতে চাইলে সাধারণ জ্ঞান (GK) ...

🧠 GK Previous Year Questions Bengali 2025 | সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর বাংলায়

প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় (Competitive Exams) যেমন — WBCS, SSC, Railway, PSC, TET, Police, Bank ইত্যাদিতে সাধারণ জ্ঞান (General Knowledge) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।পরীক্ষায় সফল হতে হলে শুধুমাত্র নতুন ...

🏦 Punjab National Bank Recruitment 2025 – Apply Online for 750 Local Bank Officer (LBO) Posts

Punjab National Bank Recruitment 2025: Punjab National Bank (PNB) — one of India’s oldest and most trusted public sector banks — has officially announced its PNB Recruitment 2025 ...

Leave a Comment