WBP 2025 Reasoning Practice Set 03: রাজ্য ও কেন্দ্রীয় সরকারের চাকরির প্রস্তুতির জন্য Reasoning (যুক্তি ও বিশ্লেষণমূলক দক্ষতা) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আপনি যদি WBP Constable, WBP SI, Kolkata Police (KP), Group D, Excise, PSC Clerkship, WBCS Preliminary, Post Office, Railway NTPC, RRB Group D, বা Bank Exams এর মতো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন—তবে এই রিজনিং সেটটি আপনার জন্য অপরিহার্য।
এই ব্লগে আমরা এমন কিছু প্রচলিত ও পরীক্ষাভিত্তিক গুরুত্বপূর্ণ Reasoning প্রশ্নোত্তর প্রদান করছি যা বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নই ভবিষ্যতের পরীক্ষার জন্য সহায়ক হবে।
👉 নিচে দেখে নিন WBP 2025 Reasoning Practice Set এর প্রশ্নোত্তর, যা আপনার প্রস্তুতিকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।
WBP 2025 Reasoning Practice Set 03
এই প্রশ্নগুলো WBP, WBP SI, KP, Group D, PSC Clerk, WBCS Preliminary, Railway, Post Office ও Bank পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Table of Contents
উপযুক্ত উত্তরটি নির্বাচন করুন ।
1) সাদা : শান্তি : : লাল : ?
(A) হিংস্রতা (B) গোলাপ (C) ঘৃণা (D) পরিছন্নতা
2) আমেরিকা : কংগ্রেস : : ইরান : ?
(A) আলথিং (B) স্টরর্টিং (C) মজলিস (D) কর্তেস
3) জয় : অনুপ্রেরণা : : ব্যর্থতা : ?
(A) বিষন্নতা (B) পরাজয় (C) ক্রোধ (D) নৈরাশ্য
4) হংকং : চীন : : ভ্যাটিকান সিটি : ?
(A) রোম (B) মেক্সিকো (C) কানাডা (D) খ্রিস্টধর্ম
5) রেশম কীট : সিল্ক : : গোখরো : ?
(A) বিষাক্ত (B) বিষ (C) মৃত্যু (D) ভয়
6) জীবাণু : ব্যাধি : : যুদ্ধ : ?
(A) সৈন্য (B) পরাজয় (C) অস্ত্র (D) ধ্বংস
7) পড়াশোনা : জ্ঞান : : কাজ : ?
(A) অভিজ্ঞতা (B) বিবাহ (C) চাকরি (D) পরীক্ষা
8) চোর : বাড়ি : : জলদস্যু : ?
(A) সমুদ্র (B) জাহাজ (C) নাবিক (D) একদল নাবিক
9) পক্ষীবিশারদ : পাখি : : নৃতত্ত্ববিদ : ?
(A) উদ্ভিদ (B) পশু (C) মানবজাতি (D) পরিবেশ
10) পায়রা : শান্তি : : সাদা পতাকা : ?
(A) বন্ধুত্ব (B) জয় (C) আত্মসমর্পণ (D) যুদ্ধ
11) মেকানিক : সাঁড়াশি বিশেষ / প্লাস : : ছুতোর মিস্ত্রি : ?
(A) গাছ (B) কাঠ (C) আসবাবপত্র (D) করাত
12) ওষুধ : অসুস্থতা : : বই : ?
(A) অজ্ঞতা (B) জ্ঞান (C) লেখক (D) শিক্ষক
13) নদী : বাঁধ : : যানবাহন : ?
(A) সিগন্যাল (B) গাড়ি (C) গতি (D) গলি
14) চা : পাতা : : কফি : ?
(A) পাতা (B) বীজ (C) গাছ (D) পানীয়
15) রক্তস্বল্পতা : রক্ত : : অরাজকতা : ?
(A) বিশৃঙ্খলা (B) রাজতন্ত্র (C) সরকার (D) অনাচার
16) ব্যাংক : টাকাপয়সা : : পরিবহন : ?
(A) মালপত্র (B) রাস্তা (C) ট্রাফিক (D) বেগ
17) ব্যাডমিন্টন : কোর্টে : : স্কেটিং : ?
(A) স্টিক (B) ব্যাট (C) রিং (D) গোল
18) ঘড়ি : সময় : : থার্মোমিটার : ?
(A) তাপ (B) বিকিরণ (C) শক্তি (D) উষ্ণতা
19) অক্সিজেন : দহন : : কার্বন-ডাই-অক্সাইড : ?
(A) নির্গত (B) ফোম (C) নির্বাপণ (D) বিস্ফোরণ
20) প্যাডেল : সাইক্লিং : : দাঁড় : ?
(A) গ্লাইডিং (B) সাফিং (C) স্কেটিং (D) রোয়িং
21) গলন : তরল : : হিমায়ন : ?
(A) বরফ (B) ঘনীভবন (C) কঠিন (D) শক্তি
22) চাঁদ : উপগ্রহ : : পৃথিবী :
(A) সৌরজগৎ (B) সূর্য (C) গ্রহ (D) গ্রহাণুপুঞ্জ
23) থানা : পুলিশ : : হাসপাতাল : ?
(A) শয্যা (B) ডাক্তার (C) বিল্ডিং (D) পরিছন্নতা
24) তৃষ্ণা : জল : : ক্ষুদা : ?
(A) বস্ত্র (B) খাদ্য (C) বাতাস (D) তেল
25) চোখ : রেটিনা : : কর্ণ : ?
(A) পিনা (B) ককলিয়া (C) কর্ণকুহর (D) শ্রবণ
26) নিরক্ষরতা : শিক্ষা : : বন্যা : ?
(A) বৃষ্টি (B) সেতু (C) নদী (D) বাঁধ
27) অক্সিজেন : মানুষ : : জল : ?
(A) ব্যাং (B) মাছ (C) হাইড্রোজেন (D) খনিজ পদার্থ
28) ক্রয় : বিক্রয় : : দেওয়া : ?
(A) দোকান (B) বাজার (C) নেওয়া (D) অংশ
29) জাহাজ : সমুদ্র : : বিমান : ?
(A) ডানা (B) ওড়া (C) আকাশ (D) পাইলট
30) ফিলিপস : হল্যান্ড : : নোকিয়া : ?
(A) ইংল্যান্ড (B) চীন (C) ফিনল্যান্ড (D) সুইডেন
31) অনিদ্রা : লেড : : মিনামাটা : ?
(A) পারদ (B) তামাক (C) ক্রোমিয়াম (D) আর্সেনিক
32) আয়তন : লিটার : : শক্তি : ?
(A) জুল (B) নিউটন (C) কিলোগ্রাম (D) মিটার
33) তির : ধনুক : : ? : বন্দুক
(A) বাট (B) ট্রিগার (C) তুনীর (D) বুলেট
34) মেনিনজাইটিস : মস্তিষ্ক : : সিরোসিস :
(A) ফুসফুস (B) যকৃত (C) হৃদপিণ্ড (D) কিডনি
35) মানুষ : জীবনী : : রাষ্ট্র : ?
(A) নেতা (B) জনগণ (C) ভূগোল (D) ইতিহাস
36) ন্যাপথলিন : কাপড় : : অ্যান্টিবায়োটিক : ?
(A) শরীর (B) জীবাণু (C) রোগ (D) অনাক্রম্যতা
37) অর্কেস্ট্রা : সঞ্চালক : : দল : ?
(A) অধিনায়ক (B) সদস্য (C) ম্যানেজার (D)
প্রশিক্ষক
38) সুদ : মহাজন : : বেতন :
(A) কারিগর (B) কর্মচারী (C) জমিদার (D) মালিক
39) কয়লা : তাপ : : মোমবাতি : ?
(A) মৌমাছি (B) শক্তি (C) মোম (D) আলো
40) ফল : কলা : : স্তন্যপায়ী : ?
(A) সাপ (B) গরু (C) মাছ (D) ব্যাঙ
ANSWER Key for WBP 2025 Reasoning Practice Set 03 (1-40)
- (A) হিংস্রতা
- (C) মজলিস
- (D) নৈরাশ্য
- (A) রোম
- (B) বিষ
- (D) ধ্বংস
- (A) অভিজ্ঞতা
- (B) জাহাজ
- (C) মানবজাতি
- (C) আত্মসমর্পণ
- (D) করাত
- (A) অজ্ঞতা
- (A) সিগন্যাল
- (B) বীজ
- (C) সরকার
- (A) মালপত্র
- (C) রিং
- (D) উষ্ণতা
- (C) নির্বাপণ
- (D) রোয়িং
- (C) কঠিন
- (C) কঠিন
- (B) ডাক্তার
- (B) খাদ্য
- (B) ককলিয়া
- (D) বাঁধ
- (B) মাছ
- (C) নেওয়া
- (C) আকাশ
- (C) ফিনল্যান্ড
- (A) পারদ
- (A) জুল
- (D) বুলেট
- (B) যকৃত
- (D) ইতিহাস
- (A) শরীর
- (A) অধিনায়ক
- (B) কর্মচারী
- (D) আলো
- (B) গরু
Read More : WBP 2025 Reasoning Practice Set 02