---Advertisement---

WBP 2025 Reasoning Practice Set 04 l WBP 2025 Reasoning Practice Set in Bengali – The Ultimate Masterstroke

By Siksakul

Updated on:

WBP 2025 Reasoning Practice Set 04
---Advertisement---

WBP 2025 Reasoning Practice Set 04: রাজ্য ও কেন্দ্রীয় সরকারের চাকরির প্রস্তুতির জন্য Reasoning (যুক্তি ও বিশ্লেষণমূলক দক্ষতা) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আপনি যদি WBP ConstableWBP SIKolkata Police (KP)Group DExcisePSC ClerkshipWBCS PreliminaryPost OfficeRailway NTPCRRB Group D, বা Bank Exams এর মতো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন—তবে এই রিজনিং সেটটি আপনার জন্য অপরিহার্য।

এই ব্লগে আমরা এমন কিছু প্রচলিত ও পরীক্ষাভিত্তিক গুরুত্বপূর্ণ Reasoning প্রশ্নোত্তর প্রদান করছি যা বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নই ভবিষ্যতের পরীক্ষার জন্য সহায়ক হবে।

👉 নিচে দেখে নিন WBP 2025 Reasoning Practice Set এর প্রশ্নোত্তর, যা আপনার প্রস্তুতিকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।

WBP 2025 Reasoning Practice Set 04

এই প্রশ্নগুলো WBP, WBP SI, KP, Group D, PSC Clerk, WBCS Preliminary, Railway, Post Office ও Bank পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সবথেকে উপযুক্ত উত্তরটি নির্বাচন করুন ।

(1) কবি : কবিতা : : নাট্যকার : ? 

(A) সংলাপ (B) মঞ্চ (C) নাটক (D) নির্দেশনা

2) ভারত : নিউ দিল্লি : : বাংলাদেশ : ?

(A) ইসলামাবাদ (B) ঢাকা (C) কাবুল (D) কলম্বো 

3) জুতো : চামড়া : : জামা : ?

(A) কাপড় (B) সুতো (C) কার্পাস (D) দর্জি

4) দই : দুধ : : তেল : ? 

(A) কাগজ (B) নারকেল (C) অগ্নিশিখা (D) ঔষধ 

লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন ।

(5) 1, 8, 27, 64, ? 

(A) 125 (B) 16 (C) 9 (D) 36

6) 1, 4, 9, 16, 25, 36, 49, ?

(A) 54 (B) 56 (C) 64 (D) 81

বেমানান টি নির্ণয় করুন ।

(7) 1, 4, 9, 16, 20, 36, 49

(A) 1 (B) 9 (C) 20 (D) 49 

8) 1, 8, 27, 60, 125, 216 

(A) 27 (B) 60 (C) 8 (D) 216 

অজানা অক্ষরটি নির্ণয় করো ।

(9) A, D, H, L, P, ?

(A) C (B) G (C) S (D) T

(10) A, G, L, P, S, ?

A) U (B) W (C) X (D) Y 

বেমানানটি নির্বাচন করুন ।

11) (A) Jasmine (B) Cherry (C) China rose (D) Rose 

12) (A) December (B) October (C) November (D) August

(13) (A) Diamond (B) Aluminium (C) Tungsten (D) Copper 

(14) (A) Parrot (B) Crow (C) Birds (D) Bats 

শূন্যস্থান পূরণ করুন ।

(15) লালকেল্লা : ভারত : : আইফেল টাওয়ার : ?

(A) জার্মানি (B) ইংল্যান্ড (C) ফ্রান্স (D) জাপান 

(16) অটোয়া : কানাডা : : ক্যানবেরা : ? 

(A) আর্জেন্টিনা (B) সুইজারল্যান্ড (C) বাংলাদেশ (D) অস্ট্রেলিয়া 

(17) Sheep : Lamb : : Butterfly : ? 

(A) Pup (B) Moth (C) Cub (D) Caterpillar 

(18) Ornithology : Birds : : Zoology : ?

(A) Animals (B) Plants (C) Dreams (D) Oceans

সবথেকে উপযুক্ত উত্তরটি নির্বাচন করুন ।

(19) একটি মানুষের সবসময়ই থাকে —

(A) হৃদপিণ্ড (B) হাত (C) পা (D) চোখ 

(20) একটি গাছে সবসময়ই থাকে — 

(A) ডালপালা (B) পাতা (C) ফল (D) শিকড় 

Answer Key for WBP 2025 Reasoning Practice Set 04: 

1) C (Drama)     

2) B ( Dhaka)

3) A (Cloth)

4) B (Coconut)

5) A (125)

6) C (64)

7) C (20)

8) B (60)

9) D (T)

10) A (U)

11) B (Cherry)

12) C (November)

13) A ( Diamond)

14) D ( Bats) 

15) C (France)

16) D ( Australia)

17) D (Caterpillar)

18) A (Animals)

19) A (Heart)

20) D (Roots) 

Read More : WBP 2025 Reasoning Practice Set 03

---Advertisement---

Related Post

90 Most Important Chemistry GK for WBCS, SSC, Railway | চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রসায়ন প্রশ্ন

Most Important Chemistry GK for WBCS, SSC, Railway: সকল প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন WBCS, SSC, Railway, Police ও PSC প্রস্তুতির জন্য ৯০টি গুরুত্বপূর্ণ রসায়ন প্রশ্নোত্তর। Chemistry GK, One Liner এবং Basics রিভিশনের জন্য সেরা সংগ্রহ।

Indian President GK for WBCS/SSC/Railway (in Bengali) l ভারতের রাষ্ট্রপতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Indian President GK: ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হলেন দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদধারী এবং দেশের প্রথম নাগরিক। রাষ্ট্রপতি দেশের প্রশাসন, সেনা, বিচারব্যবস্থা ও সংসদীয় কার্যকলাপের এক অন্যতম স্তম্ভ। আজ ...

🚨 Upcoming WB Police Recruitment 2026: Over 20,000+ Vacancies Announced Soon!

WB Police Recruitment 2026: If you are preparing for a government job in 2026, here’s some great news for you! The West Bengal Police Recruitment Board (WBPRB) is ...

🌏 40+ Important Geography GK Questions in Bengali l ভূগোল সম্পর্কিত ৪৫টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

Important Geography GK Questions in Bengali: ভারতের ভূগোল ও বিশ্ব ভূগোল নিয়ে সাধারণ জ্ঞান প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার (যেমন WBCS, SSC, Railway, Madhyamik, PSC, TET) জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে ...

Leave a Comment