---Advertisement---

WBP 2025 Reasoning Practice Set 04 l WBP 2025 Reasoning Practice Set in Bengali – The Ultimate Masterstroke

By Siksakul

Updated on:

WBP 2025 Reasoning Practice Set 04
---Advertisement---

WBP 2025 Reasoning Practice Set 04: রাজ্য ও কেন্দ্রীয় সরকারের চাকরির প্রস্তুতির জন্য Reasoning (যুক্তি ও বিশ্লেষণমূলক দক্ষতা) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আপনি যদি WBP ConstableWBP SIKolkata Police (KP)Group DExcisePSC ClerkshipWBCS PreliminaryPost OfficeRailway NTPCRRB Group D, বা Bank Exams এর মতো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন—তবে এই রিজনিং সেটটি আপনার জন্য অপরিহার্য।

এই ব্লগে আমরা এমন কিছু প্রচলিত ও পরীক্ষাভিত্তিক গুরুত্বপূর্ণ Reasoning প্রশ্নোত্তর প্রদান করছি যা বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নই ভবিষ্যতের পরীক্ষার জন্য সহায়ক হবে।

👉 নিচে দেখে নিন WBP 2025 Reasoning Practice Set এর প্রশ্নোত্তর, যা আপনার প্রস্তুতিকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।

WBP 2025 Reasoning Practice Set 04

এই প্রশ্নগুলো WBP, WBP SI, KP, Group D, PSC Clerk, WBCS Preliminary, Railway, Post Office ও Bank পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সবথেকে উপযুক্ত উত্তরটি নির্বাচন করুন ।

(1) কবি : কবিতা : : নাট্যকার : ? 

(A) সংলাপ (B) মঞ্চ (C) নাটক (D) নির্দেশনা

2) ভারত : নিউ দিল্লি : : বাংলাদেশ : ?

(A) ইসলামাবাদ (B) ঢাকা (C) কাবুল (D) কলম্বো 

3) জুতো : চামড়া : : জামা : ?

(A) কাপড় (B) সুতো (C) কার্পাস (D) দর্জি

4) দই : দুধ : : তেল : ? 

(A) কাগজ (B) নারকেল (C) অগ্নিশিখা (D) ঔষধ 

লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন ।

(5) 1, 8, 27, 64, ? 

(A) 125 (B) 16 (C) 9 (D) 36

6) 1, 4, 9, 16, 25, 36, 49, ?

(A) 54 (B) 56 (C) 64 (D) 81

বেমানান টি নির্ণয় করুন ।

(7) 1, 4, 9, 16, 20, 36, 49

(A) 1 (B) 9 (C) 20 (D) 49 

8) 1, 8, 27, 60, 125, 216 

(A) 27 (B) 60 (C) 8 (D) 216 

অজানা অক্ষরটি নির্ণয় করো ।

(9) A, D, H, L, P, ?

(A) C (B) G (C) S (D) T

(10) A, G, L, P, S, ?

A) U (B) W (C) X (D) Y 

বেমানানটি নির্বাচন করুন ।

11) (A) Jasmine (B) Cherry (C) China rose (D) Rose 

12) (A) December (B) October (C) November (D) August

(13) (A) Diamond (B) Aluminium (C) Tungsten (D) Copper 

(14) (A) Parrot (B) Crow (C) Birds (D) Bats 

শূন্যস্থান পূরণ করুন ।

(15) লালকেল্লা : ভারত : : আইফেল টাওয়ার : ?

(A) জার্মানি (B) ইংল্যান্ড (C) ফ্রান্স (D) জাপান 

(16) অটোয়া : কানাডা : : ক্যানবেরা : ? 

(A) আর্জেন্টিনা (B) সুইজারল্যান্ড (C) বাংলাদেশ (D) অস্ট্রেলিয়া 

(17) Sheep : Lamb : : Butterfly : ? 

(A) Pup (B) Moth (C) Cub (D) Caterpillar 

(18) Ornithology : Birds : : Zoology : ?

(A) Animals (B) Plants (C) Dreams (D) Oceans

সবথেকে উপযুক্ত উত্তরটি নির্বাচন করুন ।

(19) একটি মানুষের সবসময়ই থাকে —

(A) হৃদপিণ্ড (B) হাত (C) পা (D) চোখ 

(20) একটি গাছে সবসময়ই থাকে — 

(A) ডালপালা (B) পাতা (C) ফল (D) শিকড় 

Answer Key for WBP 2025 Reasoning Practice Set 04: 

1) C (Drama)     

2) B ( Dhaka)

3) A (Cloth)

4) B (Coconut)

5) A (125)

6) C (64)

7) C (20)

8) B (60)

9) D (T)

10) A (U)

11) B (Cherry)

12) C (November)

13) A ( Diamond)

14) D ( Bats) 

15) C (France)

16) D ( Australia)

17) D (Caterpillar)

18) A (Animals)

19) A (Heart)

20) D (Roots) 

Read More : WBP 2025 Reasoning Practice Set 03

---Advertisement---

Related Post

📘 SSC CHSL 2025 Practice Set 1 – Solve Important Questions in GK, English & Reasoning

SSC CHSL 2025 Practice Set 1: Preparing for the SSC CHSL 2025 exam? Then you’ve landed at the right place! This blog presents a carefully curated SSC CHSL ...

📘 Primary TET 2025 Math Pedagogy Practice Set 02 – প্রাইমারি টেট 2025 গণিত পেডাগজি l Boost Your গণিত Preparation Today!

Primary TET 2025 Math Pedagogy Practice Set 02: Are you preparing for the Primary TET 2025 Math exam? Whether you’re just starting or revising your preparation, this blog ...

📘 Primary TET 2025 English Practice Set 03 – Master Pedagogy with MCQs, Practice Sets & Model Questions

Primary TET 2025 English Practice Set 03: Are you preparing for Primary TET 2025 English and looking for the most effective study resources? This blog is your one-stop ...

WBCSSC SLST 2025 Geography Soil MCQ l ভারতের মৃত্তিকা সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

WBCSSC SLST 2025 Geography Soil MCQ: আপনি যদি WBCSSC SLST 2025 পরীক্ষার জন্য ভূগোল বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন, তাহলে মৃত্তিকা (Soil) অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে ভারতের মৃত্তিকার বিভিন্ন ...

Leave a Comment