Important GK on Continents: আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন — যেমন SSC, RRB, WBCS, UPSC বা অন্যান্য সরকারি চাকরির পরীক্ষা, তাহলে মহাদেশ (Continents) সম্পর্কে সাধারণ জ্ঞান অপরিহার্য।
এই ব্লগে আমরা তুলে ধরছি Important GK on Continents, যেমন:
📌 সাতটি মহাদেশের নাম
📌 মহাদেশ অনুযায়ী দেশগুলির সংখ্যা
📌 আয়তন ও জনসংখ্যা অনুযায়ী মহাদেশের তালিকা
📌 মহাদেশভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (MCQ)
📌 Geography Static GK – মহাদেশ ও দেশ
এই “Continents related General Knowledge 2025” গাইডটি পরীক্ষায় আসা সম্ভাব্য প্রশ্ন ও উত্তর নিয়ে সাজানো, যা আপনাকে বিভিন্ন বিষয়ের উপর দ্রুত ধারণা তৈরি করতে সাহায্য করবে।
বিশেষ করে যারা বাংলায় প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আমরা দিয়েছে বাংলা ভাষায় মহাদেশ সম্পর্কিত প্রশ্নোত্তর ২০২৫ — যা আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।
Important GK on Continents l মহাদেশ সম্পর্কিত সাধারণ জ্ঞান
এশিয়া মহাদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
প্রশ্ন: এশিয়া মহাদেশের অবস্থান কিরূপ ? ১০ ডিগ্রী দক্ষিণ হতে ৭৮ ডিগ্রী উত্তর অংশ এবং ২৫ডিগ্রী পূর্ব হতে পূর্ব দিকে ১৭০ ডিগ্রী দ্রাঘিমা পর্যন্ত । |
প্রশ্ন: এশিয়া মহাদেশের প্রায় মধ্য দিয়ে অতিক্রম করেছে কোন রেখা ? ৯০ ডিগ্রী পূর্ব দ্রাঘিমা । |
প্রশ্ন: এশিয়া মহাদেশ কোথায় অবস্থিত ? উত্তর গোলার্ধে । |
প্রশ্ন: এশিয়ার আয়তন কত ? ৩,১০,২৭,২৩০ বর্গ কি.মি.। |
প্রশ্ন: এশিয়া পৃথিবীর মোট আয়তনের কত অংশ ? ২১.৪ % । |
প্রশ্ন: এশিয়া পৃথিবীর মোট আয়তনের কত ? প্রায় এক তৃতীয়াংশ । |
প্রশ্ন: এশিয়ার বৃহত্তম দীপ কোনটি ? বোর্নিও (৭,৪৬,৫৪৬ বর্গ কি.মি.) । |
প্রশ্ন: আয়তনের দিক দিয়ে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি ? গণ চীন (৯৩,২৬,৪১০ বর্গ কি.মি.) । |
প্রশ্ন: আয়তনের দিক দিয়ে এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি ? মালদ্বীপ (৩০০ বর্গ কি.মি.) । |
প্রশ্ন: লোক সংখ্যার দিক দিয়ে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি ? গণচীন । |
প্রশ্ন: এশিয়ার মোট উপকূল রেখার দৈর্ঘ্য কত ? ৫৭,৯৫০ কি.মি. । |
প্রশ্ন: জাপান সাগর ও পীত সাগের মধ্যে কোন দীপের অবস্থান ? কোরিয়া উপদ্বীপ । |
প্রশ্ন: পারস্য উপসাগরে কোন দ্বীপ অবস্থিত ? বাহরাইন দ্বীপ । |
প্রশ্ন: পৃথিবীর কত ভাগ মানুষ এশিয়ায় বাস করে ? ৬০.৬ ভাগ । |
প্রশ্ন: এশিয়ার বৃহত্তম নদী কোনটি ? ইয়াংসিকিয়াং (৫৪৯৪ কি.মি.) । |
প্রশ্ন: এশিয়ার সবচেয়ে খরস্রোতা নদী কোনটি ? সালউইন । |
প্রশ্ন: এশিয়ার দীর্ঘতম নদী গুলোর নাম কি ? ইয়াংসিকিয়াং (৫৪৯৪ কি.মি.), ওব (৫৪১০ ), ইনিসি (৫৪০৬ কি.মি.), হোয়াংহো (৪৩৪৪ কি.মি.), লেনা (৪৪০০ কি.মি.), ব্রম্মপুত্র (২৭০০ কি.মি.)। |
প্রশ্ন: ব্রম্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত ? সানপো । |
প্রশ্ন: এশিয়া তথা পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি ? কাস্পিয়ান সাগর, (১,৪৩,২৪৪ বর্গ কি.মি.) । |
প্রশ্ন: এশিয়া তথা পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি ? বৈকাল হ্রদ (গভীরতা ৫,৩১৫ ফুট বা ১৬২০ মিটার ) । |
প্রশ্ন: দক্ষিণ এশিয়ার আয়তন কত ? ৪৩,৮৬,৫৪০ বর্গ কি.মি. । |
প্রশ্ন: দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ কোনটি ? ভারত । |
প্রশ্ন: দক্ষিণ এশিয়ার ঘন বসতিপূর্ণ শেষ কোনটি ? বাংলাদেশ । |
প্রশ্ন: এশিয়ার সর্বোচ্চ বিন্দু কোনটি ? এভারেস্ট । |
প্রশ্ন: এশিয়ার সর্বনিম্ন বিন্দু কোনটি ? লোহিত সাগর । |
প্রশ্ন: এভারেস্টের উচ্চতা কত ? ২৯,০২৮ ফুট বা ৮.৮৪৮ মিটার প্রায় । |
প্রশ্ন: এশিয়ার দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি ? গডউইন অষ্টিন । |
প্রশ্ন: গডউইন অষ্টিন পর্বত শৃঙ্গের অবস্থান কোন পর্বত শ্রেণীতে ? কারাকোরাম । |
প্রশ্ন: কোন কোন দেশের মধ্য দিয়ে সিন্ধু নদ প্রবাহিত হয়েছে ? ভারত ও পাকিস্তান । |
প্রশ্ন: সিন্ধু নদ কোথায় পতিত হয়েছে ? আরব সাগরে । |
প্রশ্ন: গঙ্গা নদী কোথায় পতিত হয়েছে ? বঙ্গপসাগরে । |
প্রশ্ন: ব্রম্মপুত্র নদ কথা থেকে উৎপন্ন হয়েছে ? তিব্বতে । |
প্রশ্ন: ব্রম্মপুত্র নদ কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ? চীনের তিব্বত, ভারত ও বাংলাদেশ । |
প্রশ্ন: এশিয়ার বৃহত্তম অরণ্য কোনটি ? তৈগা । |
প্রশ্ন: লোহিত সাগর ও সুয়েজ খাল এশিয়াকে পৃথক করেছে কোন মহাদেশ থেকে ? আফ্রিকা । |
প্রশ্ন: এশিয়া মাইনর কাকে বলে ? ভূমধ্যসাগরের পূর্ব উপকূলকে । |
প্রশ্ন: এশিয়া মাইনর ও ক্ষুদ্র সিনাই দ্বীপের মধ্যবর্তী অঞ্চলকে কি বলে ? লেভান্ট । |
প্রশ্ন: এশিয়ার সর্ববৃহৎ সক্রিয় আগ্নেয়গিরি কোনটি ? ক্লুকেভকাজা সোপক । |
প্রশ্ন: এশিয়ার বার্ষিক গড় বৃষ্টিপাত কত ? ২৫০ সেন্টিমিটার । |
প্রশ্ন: এশিয়ার বৃহত্তম মরুভূমি কোনটি ? গোবি মরুভূমি, মঙ্গলিয়া । |
প্রশ্ন: এশিয়ার বৃহত্তম সমভূমি কোনটি ? পশ্চিম সাইবেরিয়া । |
প্রশ্ন: এশিয়া ও ইউরোপকে একত্রে কি বলে ? ইউরেশিয়া । |
প্রশ্ন: এশিয়ার সর্ব উত্তর বিন্দু কোনটি ? চেলুসকিনের অগ্রভাগ । |
প্রশ্ন: এশিয়ার সর্ব পশ্চিম বিন্দু কোনটি ? বেবা অন্তরীপ । |
প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম লবন হ্রদ কোনটি ? কাস্পিয়ান সাগর । |
প্রশ্ন: পৃথিবীর শীতলতম স্থান কোনটি ? খারখয়ানস্ক । |
প্রশ্ন: এশিয়ার শীতল অরণ্য অঞ্চলের নাম কি ? তৈগা । |
প্রশ্ন: পৃথিবীর উষ্ণতম স্থান কোনটি ? আজিজিয়া, লিবিয়া । |
প্রশ্ন: হরমুজ প্রনালী কোথায় অবস্থিত ? ওমান উপসাগর ও লোহিত সাগরের মধ্যে । |
প্রশ্ন: পূর্ব চীন সাগরকে দক্ষিণ চীন সাগরের সাথে সংযুক্ত করেছে ? ফরমোজা প্রণালী । |
প্রশ্ন: বাহরাইন কোথায় অবস্থিত ? পারস্য উপসাগরে । |
প্রশ্ন: কোন নদীকে চীনের দুঃখ বলা হয় ? হোয়াং হো নদীকে । |
ইউরোপ মহাদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
প্রশ্ন: ইউরোপের আয়তন কত ? ২,২৮,২৫,৯০৫ বর্গ কি.মি । |
প্রশ্ন: ইউরোপ কোন গোলার্ধে অবস্থিত ? উত্তর গোলার্ধে । |
প্রশ্ন: জনসংখ্যার দিক দিয়ে ইউরোপ কততম মহাদেশ ? দ্বিতীয় । |
প্রশ্ন: ইউরোপ পৃথিবীর মোট আয়তনের কত অংশ ? ১৫.৭% । |
প্রশ্ন: আয়তনের দিক দিয়ে ইউরোপ কততম ? তৃতীয় । |
প্রশ্ন: ইউরোপের মোট উপকূল রেখা কত ? ৪১,২০৪ কি.মি. । |
প্রশ্ন: আয়তনে ইউরোপ এশিয়ার কতভাগের সমান ? পাঁচ ভাগের একভাগ । |
প্রশ্ন: ইউরোপের পূর্ব দিকে কোন সাগরের অবস্থান ? ক্যাম্পিয়ান সাগর । |
প্রশ্ন: ইউরোপের দীর্ঘতম নদী কোনটি ? ভলগা । |
প্রশ্ন: ইউরোপের বিখ্যাত আগ্নেয়গিরি কি কি ? ভিসুুভিয়াস(ইটালি), ইটনা(সিসিলি) । |
প্রশ্ন: আয়তনে ইউরোপের বৃহত্তম দেশ কোনটি ? রাশিয়া (১,৬৯,৯৫,৮০০ বর্গ কি. মি.) । |
প্রশ্ন: লোক সংখ্যায় ইউরোপের ক্ষুদ্রতম দেশ কোনটি ? রাশিয়া । |
প্রশ্ন: ইউরোপের প্রধান প্রধান নদীর নাম কি ? দানিউব , ভলগা, ডন, নিপার, নিস্টার, পেচোরা, ওয়েজার, রাইন, টেমস, ডুরো, টেগান, গোয়াডিন, ও রোন । |
প্রশ্ন: দানিউব নদীর উৎপত্তিস্থল কোথায় ? ব্ল্যাক ফরেস্ট থেকে । |
প্রশ্ন: ভলগা নদী কোথায় পতিত হয়েছে ? ক্যাম্পিয়ান সাগর । |
প্রশ্ন: কোন নদীর তীরে লন্ডন শহর অবস্থিত ? টেমস । |
প্রশ্ন: পৃথিবীর সর্ববৃহৎ মৎস্যচারণ ক্ষেত্র কোনটি ? ডগার্স ব্যাংক । |
প্রশ্ন: ইউরোপের প্রধান প্রাকৃতিক গ্যাস উৎপন্ন দেশ কোনটি ? রাশিয়া । |
প্রশ্ন: ইউরোপের জলবায়ুর প্রকৃতি কেমন ? আর্দ্র । |
প্রশ্ন: ফ্রান্স ও স্পেনের সীমান্তে কোন পর্বত অবস্থিত ? পিরেনীজ পর্বত । |
প্রশ্ন: ভলগা নদীর উৎপত্তিস্থল কোথায় ? ভলদাই পর্বত (রাশিয়া) । |
প্রশ্ন: ইউরোপের বৃহত্তম সড়ঙ্গ পথ কোনটি ? ইউরো টানেল । |
প্রশ্ন: ইউরো তথা পৃথিবীর বৃহত্তম সমভুমি কোনটি ? মধ্য ইউরোপের সমভুমি । |
প্রশ্ন: ইউরোপের উচ্চতা পর্বতশ্রেনী কোনটি ? আল্পাস । |
প্রশ্ন: ইউরোপের দীর্ঘতম পর্বতমালা কোনটি ? আল্পস পর্বতমালা । |
প্রশ্ন: ইউরোপের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি ? মাউন্ট ব্ল্যাঙ্ক (৪৮০৭ মিটার) । |
প্রশ্ন: ইউরোপের সর্বোচ্চ বিন্দু কোনটি ? এলবুর্জ (৫৬৪১.৮মিটার) । |
প্রশ্ন: ইউরোপের দ্বার বলা হয় কাকে ? ভিয়েনা । |
প্রশ্ন: ইউরোপের ককপিট বলা হয় কাকে ? বেলজিয়াম । |
প্রশ্ন: ইউরোপের প্রধান বস্ত্র শিল্প অঞ্চল কোনটি ? ভিয়েনা । |
প্রশ্ন: বসনিয়া হার্জেগোভিনা কোন অঞ্চলের অর্ন্তগত ? বলকান । |
প্রশ্ন: ইউরোপের বৃহত্তম উপসাগর সাগর কোনটি ? স্ক্যান্ডিনেভিয়া । |
প্রশ্ন: ইউরোপের বৃহত্তম সাগর কোনটি ? ভূমধ্যসাগর । |
প্রশ্ন: যুক্তরাজ্যের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি ? বেননেভিস । |
আফ্রিকা মহাদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
প্রশ্ন: পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি ? আফ্রিকা । |
প্রশ্ন: আফ্রিকার আয়তন কত ? ২,৯৮,০৫,০৪৮ বর্গ কিমি । ২,৯৮,০৫,০৪৮ বর্গ কিমি । |
প্রশ্ন: আফ্রিকা পৃথিবীর মোট আয়তনের কত অংশ ? ২০.৬% । |
প্রশ্ন: আফ্রিকা মহাদেশর অবস্থান ? নিররেখার দু’পাশে । |
প্রশ্ন: প্রাচীনকালে আফ্রিকা মহাদেশকে কি বলা হত ? অন্ধকারাচ্ছন্ন মহাদেশ । |
প্রশ্ন: আফ্রিকা মহাদেশের একমাত্র শিল্পোন্নত দেশ কোনটি ? দক্ষিণ আফ্রিকা । |
প্রশ্ন: আফ্রিকা মহাদেশের বৃহত্তম দ্বীপের নাম কি ? মাদাগাস্কার । |
প্রশ্ন: আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি ? কিলিমাঞ্জারো (৫৮৯৪ মিটার) । |
প্রশ্ন: কিলিমাঞ্জারো পর্বতশৃঙ্গ কোন দেশে অবস্থিত ? তাঞ্জানিয়া । |
প্রশ্ন: আফ্রিকার বৃহত্তম হ্রদ কোনটি ? ভিক্টোরিয়া (২৬,৮২৮ বর্গ কি.মি.) । |
প্রশ্ন: আফ্রিকার সর্বনিন্ম বিন্দু কোনটি ? লেক আসাই, জিবুতি (গভীরতা-১৫৬.১ মিটার) । |
প্রশ্ন: আফ্রিকা তথা পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি ? নীলনদ (৬৬৫০ কিমি) । |
প্রশ্ন: আফ্রিকার বিখ্যাত নদী গুলোর নাম কি ? নীলনদ ৬৬৫০ কিমি), কঙ্গো (৪৮০০ কিমি), নাইজার (৪১৮০ কিমি), জাম্বেসী (৩৫৪০ কিমি)। |
প্রশ্ন: আফ্রিকা তথা পৃথিবীর (আয়তনে) বৃহত্তম জলপ্রপাত কোনটি ? নায়াগ্রা (উচ্চতা ৫১ মিটার) । |
প্রশ্ন: পৃথিবীর সর্বাপেক্ষা খর্বকায় জাতি কোনটি ? পিগমী (১.৪ মিটার) । |
প্রশ্ন: পিগমী জাতি কোন দেশে বসবাস করে ? কঙ্গো । |
প্রশ্ন: আয়তনে আফ্রিকার বৃহত্তম দেশ কোনটি ? আলজেরিয়া (২৩,৮১,৭৪০ বর্গ মিটার) । |
প্রশ্ন: লোকসংখ্যায় আফ্রিকার বৃহত্তম দেশ কোনটি ? নাইজেরিয়া । |
প্রশ্ন: আয়তনে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ কোনটি ? সিসেলিস । |
প্রশ্ন: পৃথিবীর ৬০% হীরা উত্তোলন করা হয় কোন খনি থেকে ? দক্ষিণ আফ্রিকার কিম্বার্লি খনি । |
প্রশ্ন: বৃহদাকার চিড়িয়াখানা বলা হয়া কোন মহাদেশ কে ? আফ্রিকা । |
প্রশ্ন: আফ্রিকার সবচেয়ে সম্পদশালী দেশ কোনটি ? দক্ষিণ আফ্রিকা । |
প্রশ্ন: আফ্রিকা মহাদেশের মধ্য ভাগ দিয়ে কোন রেখা অতিক্রম করেছে ? বিষূব রেখা । |
প্রশ্ন: আফ্রিকা মহাদেশের উপর দিয়ে কোন রেখা অতিক্রম করেছে ? কর্কটক্রান্তি রেখা । |
প্রশ্ন: আফ্রিকা মহাদেশের দক্ষিণ দিয়ে কোন রেখা অতিক্রম করেছে ? মকরক্রান্তি রেখা । |
প্রশ্ন: গরিলা ও শিম্পাঞ্জী আফ্রিকার কোন বনভূমিতে বাস করে ? নিরীয় নিবিড় বনভূমি । |
প্রশ্ন: আফ্রিকা ইউরোপ মহাদেশের কত গুণ ? আড়াই গুন । |
প্রশ্ন: কালাহারি মালভূমি কোথায় অবস্থিত ? দক্ষিণ আফ্রিকা ও বতসোয়ানায় । |
প্রশ্ন: সাভানা তৃনভূমি কোথায় অবস্থিত ? কেনিয়া, সুদান, তানজানিয়া ও জিম্বাবুয়ে । |
প্রশ্ন: আফ্রিকার বৃহত্তম মরূভূমি কোনটি ? সাহারা (৩৫,০০০,০০ বর্গ কি.মি.) । |
প্রশ্ন: আফ্রিকার গভীরতম হ্রদ কোনটি ? ট্যাঙ্গানিকা (গভীরতা-৬৬২ মিটার) । |
উত্তর আমেরিকা মহাদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
প্রশ্ন: উত্তর আমেরিকার আয়তন কত ? ২,১৩,৯৩,৭৬২ বর্গ কি.মি. । |
প্রশ্ন: উত্তর আমেরিকা পৃথিবীর মোট আয়তনের কত অংশ ? ১৪.৮% । |
প্রশ্ন: উত্তর আমেরিকা কোন গোলার্ধে অবস্থিত ? পশ্চিম গোলার্ধে । |
প্রশ্ন: আয়তনে উত্তর আমেরিকার বৃহত্তম দেশ কোনটি ? কানাডা (৯০,৯৩,৫৭০ বর্গ কি.মি. ) |
প্রশ্ন: লোকসংখ্যায় উত্তর আমেরিকার বৃহত্তম দেশ কোনটি ? যুক্তরাষ্ট্র । |
প্রশ্ন: আয়তনে উত্তর আমেরিকার ক্ষুদ্রতম দেশ কোনটি ? বারমুডা; (৫২ কি.মি.)। |
প্রশ্ন: লোকসংখ্যায় উত্তর আমেরিকার ক্ষুদ্রতম দেশ কোনটি? গ্রানাডা । |
প্রশ্ন: উত্তর আমেরিকা কে আবিস্কার করেন ? ইটালির বিখ্যাত নাবিক কলম্বাস । |
প্রশ্ন: কলম্বাস কবে আমেরিকা আবিস্কার করেন ? ১৪৯২ । |
প্রশ্ন: উত্তর আমেরিকার অধিকাংশ অধিবাসি কাদের বংশধর ? ইউরোপিয়দের । |
প্রশ্ন: এস্কিমোরা কোথায় বসবাস করে ? তুন্দ্রা অঞ্চলে । |
প্রশ্ন: উত্তর আমেরিকা তথা পৃথিবীর বৃহত্তম সুপেয় পানির হ্রদ কোনটি ? সুপিরিয়র (৩১,৭০০ বর্গ মাইল ) । |
প্রশ্ন: উত্তর আমেরিকার দীর্ঘতম নদী কোনটি ? মিসিসিপি-মিসৌরী (৬০২০ কি.মি.)। |
প্রশ্ন: উত্তর আমেরিকার দীর্ঘতম (একক) নদী কোনটি ? ম্যাকেঞ্জি (৪২৪১ কি.মি.) । |
প্রশ্ন: উত্তর আমেরিকার আদি অধিবাসিদেও নাম কি ? রেড ইন্ডিয়ান ও এস্কিমো । |
প্রশ্ন: উত্তর আমেরিকা তথা পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি ? গ্রীনল্যান্ড (২১,৭৫,৬০০ বর্গ কি.মি.) । |
প্রশ্ন: উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ? ম্যাককিনলি, যুক্তরাষ্ট্র (উচ্চতা-৬১৯৪ মিটার) । |
প্রশ্ন: উত্তর আমেরিকার সর্বনিম্ন বিন্দু কোনটি ? ডেথ ভ্যালি, যুক্তরাষ্ট্র (গভীরতা-৮৫.৯ মিটার) । |
প্রশ্ন: উত্তর আমেরিকার বৃহত্তম আগ্নেয়গিরি কোনটি ? পোক্যাটেপেটল, মেক্সিকো (৫৪৫২ মিটার) । |
প্রশ্ন: মিসিগান, ইরি ,সুপিরিয়র, হিউরন ওঅন্টারিও হ্রদগুলোর একত্রে নাম কি ? গ্রেটলেকস । |
প্রশ্ন: মধ্যে আমেরিকা হতে মিসিসিপি অববাহিত পর্যন্ত সমভূমিকে কি বলে ? পৃথিবীর রুটির ঝুড়ি । |
দক্ষিণ আমেরিকা মহাদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
প্রশ্ন: দক্ষিণ আমেরিকা কোন গোলার্ধে অবস্থিত ? দক্ষিণ গোলার্ধে । |
প্রশ্ন: দক্ষিণ আমেরিকার আয়তন কত ? ১,৭৫,২২,৩৭১ বর্গ কি.মি. । |
প্রশ্ন: দক্ষিণ আমেরিকা পৃথিবীর মোট আয়তনের কত অংশ ? ১২.১% । |
প্রশ্ন: আয়তনে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি ? ব্রাজিল (৮৪,৫৬,৫৭০ বর্গ কি,মি.) । |
প্রশ্ন: লোকসংখ্যায় দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি ? ব্রাজিল । |
প্রশ্ন: দক্ষিণ আমেরিকা তথা পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি ? আন্দিজ (৬৪০০ কি.মি.) । |
প্রশ্ন: দক্ষিণ আমেরিকার বৃহত্তম নদী কোনটি ? আমাজান (৬৪৩৭ কি.মি.) । |
প্রশ্ন: পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী কোনটি ? আমাজান । |
প্রশ্ন: পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি ? আমাজান । |
প্রশ্ন: পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি ? এঞ্জেল জলপ্রপাত (ভেনিজুয়েলা) ৮০৭ মিটার । |
প্রশ্ন: আয়তনে দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি ? আর্জেন্টিনা (২৭,৬৬,৮৯০ বর্গ কি.মি.) । |
প্রশ্ন: দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ? অ্যাকঙ্কগুয়া (আর্জেন্টিনা -৬৯৫৮.৮ মিটার) । |
প্রশ্ন: দক্ষিণ আমেরিকার সর্বনিম্ন বিন্দু কোনটি ? ভালডেস পেনিন, আর্জেন্টিনা (৩৯.৯ মিটার) । |
প্রশ্ন: পৃথিবীর তথা দক্ষিণ আমেরিকার উচ্চতম রাজধানীর নাম কি ? লাপাজ, বলিভিয়া । |
প্রশ্ন: পৃথিবীর তথা দক্ষিণ আমেরিকার উচ্চতম বিমান বন্দর কোনটি ? লাপাজ, বলিভিয়া । |
ওশেনিয়া মহাদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
প্রশ্ন: ওশেনিয়া কাকে বলে ? দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সকল দ্বীপকে একত্রে ওশেনিয়া বলে । |
প্রশ্ন: ওশেনিয়া কি কি অঞ্চলে বিভক্ত ? অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মাইক্রোনেশিয়া, মেলেনেশিয়া ও পলিনেশিয়া । |
প্রশ্ন: ওশেনিয়া মহাদেশের আয়তন কত ? ৮৪,২৮,৭০২ বর্গ কি. মি. । |
প্রশ্ন: ওশেনিয়ার বৃহত্তম দেশ কোনটি ? অস্ট্রেলিয়া । |
প্রশ্ন: ওশেনিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি ? নাউরু (২১ বর্গ কি.মি.) । |
প্রশ্ন: অস্ট্রেলিয়ার আয়তন কত ? ৭৬,১৭,৯৩০ বর্গ কি.মি. । |
প্রশ্ন: বিচিত্র জীব জন্তু ক্যাঙ্গারু, প্লাটিপাস, কোয়েল ও এমু কোথায় পাওয়া যায় ? অস্ট্রেলিয়া । |
প্রশ্ন: ওশেনিয়ার দীর্ঘতম নদী কোনটি ? মারে ডালিং, অস্ট্রেলিয়া (৩৭৮০ কি.মি.) । |
প্রশ্ন: ওশেনিয়ার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ? কোসিয়াস্কা, অস্ট্রেলিয়া (২২২৮.১ মিটার) । |
প্রশ্ন: ওশেনিয়ার সর্বনিম্ন বিন্দু কোনটি ? লেক আয়ার (১৫.৮ মিটার ) । |
প্রশ্ন: গ্রেট বেরিয়ার রীফ কোথায় অবস্থিত ? প্রশান্ত মহাসাগরে । |
প্রশ্ন: অস্ট্রেলিয়া কোন গোলার্ধে অবস্থিত ? দক্ষিণ গোলার্ধে । |
প্রশ্ন: ওশেনিয়ার বৃহত্তম দ্বীপ কোনটি ? নিউগিনি(৭,৮৫,০০০ বর্গ কি.মি.) । |
প্রশ্ন: তাহিতি, সামোয়া, ইষ্টার, টোঙ্গা ও টওমোতু প্রভৃতি দ্বীপ গুলোকে কি বলে ? পলিনেশিয়া । |
প্রশ্ন: সান্তাক্রুজ, ফিজি, নিউগিনি, বিসমার্ক, সলোমান, নিউক্যালিডোনিয়া নিয়ে গঠিত হয়েছে ? মেলেনিশিয়া । |
প্রশ্ন: মার্শাল, ক্যারোলিনা, মেরিয়ানা নিয়ে গঠিত হয়েছে ? মাইক্রোনেশিয়া । |
প্রশ্ন: অস্ট্রেলিয়ার ঊষ্ণতম মাস কোনটি ? জানুয়ারি । |
প্রশ্ন: অস্ট্রেলিয়ার শীতলতম মাস কোনটি ? জুলাই । |
অ্যান্টার্কটিকা সম্পর্কিত ৫০টি প্রশ্ন ও উত্তর l 50 MCQ about Antarctica
- অ্যান্টার্কটিকা পৃথিবীর কোন দিকে অবস্থিত?
❏ দক্ষিণ - অ্যান্টার্কটিকা কোন মহাদেশের অন্তর্গত?
❏ নিজস্ব একটি মহাদেশ - অ্যান্টার্কটিকা মহাদেশে কতটি দেশ আছে?
❏ কোনো দেশ নেই - অ্যান্টার্কটিকার সর্বোচ্চ পর্বতের নাম কী?
❏ ভিনসন ম্যাসিফ - অ্যান্টার্কটিকার উপর দিয়ে কোন রেখা অতিক্রম করে?
❏ দক্ষিণ মেরু রেখা (South Pole) - অ্যান্টার্কটিকা কত শতাংশ বরফে আবৃত?
❏ প্রায় ৯৮% - অ্যান্টার্কটিকার আবহাওয়া কেমন?
❏ অত্যন্ত ঠাণ্ডা ও শুষ্ক - কোন প্রাণীটি অ্যান্টার্কটিকায় বেশি দেখা যায়?
❏ পেঙ্গুইন - অ্যান্টার্কটিকায় প্রথম স্থায়ী গবেষণা কেন্দ্র কোনটি?
❏ আমুন্ডসেন-স্কট স্টেশন - অ্যান্টার্কটিকায় কোন মানুষ প্রথম পৌঁছেছিলেন?
❏ রোয়াল্ড আমুন্ডসেন (১৯১১) - অ্যান্টার্কটিকা কোন ধরনের মরুভূমি?
❏ বরফ-মরুভূমি (Polar Desert) - অ্যান্টার্কটিকার তাপমাত্রা কত নিচে যেতে পারে?
❏ −৮৯.২°C - অ্যান্টার্কটিকার সবচেয়ে বড় হিমবাহ কী?
❏ ল্যাম্বার্ট গ্লেসিয়ার - অ্যান্টার্কটিকার প্রধান খাদ্য শৃঙ্খলের প্রাণী কী?
❏ ক্রিল - অ্যান্টার্কটিকার আয়তন কত?
❏ প্রায় ১.৪ কোটি বর্গকিমি - কোন মহাদেশে মানুষের স্থায়ী বসতি নেই?
❏ অ্যান্টার্কটিকা - ভারতীয় কোন স্টেশনটি অ্যান্টার্কটিকায় অবস্থিত?
❏ মৈত্রি - অ্যান্টার্কটিকায় কোন মৌসুমে সূর্য ২৪ ঘণ্টা দেখা যায়?
❏ গ্রীষ্ম - অ্যান্টার্কটিকায় কোন মৌসুমে সূর্য দেখা যায় না?
❏ শীত - কোন মহাদেশে পৃথিবীর সবচেয়ে কম বৃষ্টিপাত হয়?
❏ অ্যান্টার্কটিকা - অ্যান্টার্কটিকার সবচেয়ে বড় হিমশৈল (ice shelf) কোনটি?
❏ রস আইস শেল্ফ - অ্যান্টার্কটিকাকে কোন চুক্তির মাধ্যমে রক্ষা করা হয়?
❏ Antarctic Treaty (১৯৫৯) - Antarctic Treaty কার্যকর হয় কবে?
❏ ১৯৬১ সালে - অ্যান্টার্কটিকায় কয়টি দেশের গবেষণা কেন্দ্র রয়েছে?
❏ প্রায় ৩০+ দেশ
অ্যান্টার্কটিকায় কয়টি দেশের গবেষণা কেন্দ্র রয়েছে?
❏ প্রায় ৩০+ দেশ
অ্যান্টার্কটিকার চারপাশে কোন মহাসাগর রয়েছে?
❏ দক্ষিণ মহাসাগর
অ্যান্টার্কটিকার সবচেয়ে সাধারণ উদ্ভিদ কী?
❏ শৈবাল (Algae)
অ্যান্টার্কটিকায় জীববৈচিত্র্য কেমন?
❏ সীমিত ও কঠিন পরিবেশে অভিযোজিত
অ্যান্টার্কটিকার কোন প্রাণী বায়ুমণ্ডলে ও জলজ জীবনযাপনে সক্ষম?
❏ সিল (Seal)
অ্যান্টার্কটিকায় সবচেয়ে বেশি তুষারপাত কোথায় হয়?
❏ উপকূলবর্তী অঞ্চল
অ্যান্টার্কটিকায় কোন ধরণের খনিজ সম্পদ রয়েছে বলে মনে করা হয়?
❏ কয়লা, তেল, লোহা
Antarctic Treaty অনুযায়ী খনিজ খনন কি বৈধ?
❏ না
অ্যান্টার্কটিকার কোন অঞ্চল সবচেয়ে বেশি গবেষণার জন্য বিখ্যাত?
❏ রস সাগর অঞ্চল
পৃথিবীর সবচেয়ে বড় বরফস্তর কোথায়?
❏ অ্যান্টার্কটিকায়
অ্যান্টার্কটিকায় কোন ধরণের জলবায়ু বিদ্যমান?
❏ মেরু জলবায়ু
ভারতের দ্বিতীয় অ্যান্টার্কটিকা গবেষণা কেন্দ্রের নাম কী?
❏ ভারতী
অ্যান্টার্কটিকা কোন সময়ে আবিষ্কৃত হয়েছিল?
❏ আনুমানিক ১৮২০ সালের দিকে
অ্যান্টার্কটিকার বরফ গললে কী হবে?
❏ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে
কোন প্রাণী অ্যান্টার্কটিকার আবহাওয়ায় টিকে থাকতে পারে?
❏ এম্পেরর পেঙ্গুইন
অ্যান্টার্কটিকায় কোন গাছ জন্মায় না?
❏ হ্যাঁ, কোনও বড় গাছ জন্মায় না
কোন ধরনের গবেষণা অ্যান্টার্কটিকায় বেশি হয়?
❏ আবহাওয়া, জলবায়ু পরিবর্তন, জ্যোতির্বিজ্ঞান
অ্যান্টার্কটিকায় জলাশয় রয়েছে কি?
❏ হ্যাঁ, হিমায়িত হ্রদ ও উপহ্রদ আছে
অ্যান্টার্কটিকার নাম কী অর্থ প্রকাশ করে?
❏ ‘আর্টিক (উত্তর)-এর বিপরীত’
অ্যান্টার্কটিকায় কোন এলাকা ‘ড্রাই ভ্যালি’ নামে পরিচিত?
❏ ম্যাকমার্ডো ড্রাই ভ্যালি
অ্যান্টার্কটিকায় সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা কোনটি?
❏ ইংরেজি (গবেষণার ক্ষেত্রে)
Antarctica পৃথিবীর কোন অংশে অবস্থিত?
❏ দক্ষিণ গোলার্ধে
অ্যান্টার্কটিকায় সবচেয়ে গভীর হ্রদের নাম কী?
❏ ভস্তক হ্রদ
অ্যান্টার্কটিকায় কোন মরসুমে গড় তাপমাত্রা সবচেয়ে কম?
❏ শীতকাল
কোন মহাদেশে সূর্য ছয় মাস দেখা যায় না?
❏ অ্যান্টার্কটিকা
কোন গবেষণা স্টেশনটি ভারত নির্মাণ করে ২০১২ সালে?
❏ ভারতী
অ্যান্টার্কটিকার ভূতাত্ত্বিক গঠন কেমন?
❏ বরফের স্তরের নিচে পাহাড় ও উপত্যকা
Read More : Geography MCQ in Bengali Part 07