---Advertisement---

Madhyamik Physical Science Chapter 4 Suggestion l মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন l অধ্যায় ৪: তাপের ঘটনাসমূহ প্রশ্ন ও উত্তর

By Siksakul

Published on:

---Advertisement---

Madhyamik Physical Science Chapter 4 Suggestion: মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিতে ভৌতবিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয়, যার মধ্যে অধ্যায় ৪: তাপের ঘটনাসমূহ (Heat Phenomena) একটি জটিল হলেও scoring অধ্যায়। এই অধ্যায় থেকে প্রতি বছরই বহু প্রশ্ন আসে – MCQ, সংক্ষিপ্ত ও দীর্ঘ উত্তরসহ। তাই Madhyamik Physical Science Chapter 4 SuggestionMadhyamik Science Chapter 4 Q&A অনুসরণ করে পড়া পরীক্ষার্থীদের জন্য বিশেষ উপকারি।

এই ব্লগে আমরা তুলে ধরেছি Madhyamik Physical Science Suggestion 2026, যেখানে আছে অধ্যায়ভিত্তিক সাজেশন, তাপের ঘটনাসমূহ প্রশ্নোত্তর, সম্ভাব্য MCQ, গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত ও রচনাধর্মী প্রশ্ন, এবং বাংলা ভাষায় সাজানো Chapter 4 Heat Suggestion Bengali। যাঁরা Madhyamik Exam 2026 Science Suggestion খুঁজছেন, তাঁদের জন্য এটি একটি পূর্ণাঙ্গ সহায়ক গাইড।

এছাড়াও এখানে থাকছে – Madhyamik Final Suggestion Physical Science, Chapter-wise Science Suggestion, Madhyamik Physical Science PDF, Model Questions, এবং Short & Long Questions – সবকিছু এক জায়গায়। নিয়মিত অনুশীলন ও এই সাজেশন ফলো করলে আপনি সহজেই অধ্যায় ৪ থেকে পরীক্ষায় ভালো নম্বর অর্জন করতে পারবেন।

বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর : তাপের ঘটনাসমূহ অধ্যায়-৪ প্রশ্নউত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন l Madhyamik Physical Science Chapter 4 Suggestion

  1. দৈর্ঘ্য প্রসারণ গুণাক নীচের কোন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য? a. কঠিন b. তরল c. গ্যাসীয় d. কঠিন, তরল ও গ্যাসীয়

উত্তরঃ[a] কঠিন

  1. বিভিন্ন উষ্ণতায় একটি পিতলের দণ্ডের দৈর্ঘ্য কত হয় তা মাপতে হবে। এর জন্য কোন উপাদানের স্কেল ব্যবহার করা সুবিধাজনক? a. কাঠ b.  ইস্পাত c. পিতল (d) প্ল্যাটিনাম

উত্তরঃ[a]কাঠ

  1. 0°C উত্নতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন V0 ।চাপ স্থির রেখে তাপমাত্রা t°C বৃদ্ধি করা হলে, গ্যাসটির আয়তন হবে – a.   b. Vt  = V0 (1+273t) c.    d.

উত্তরঃ[a] 

  1. তাপ পরিবাহিতা k হলে, তাপীয় রোধা হবে – a.  b.   c. k2   d.

উত্তরঃ[a] 

  1. গ্যাসের প্রসারণের ক্ষেত্রে কীসের প্রভাব বিবেচনা করা হয়? – a. শুধুমাত্র চাপ b. শুধুমাত্র উষ্ণতা c. চাপ ও উষ্ণতা d. কোনোটিই নয়

উত্তরঃ[c] চাপ ও উষ্ণতা

6.কোনো পরিবাহী দণ্ডের দু-প্রান্তের উষ্ণতা পার্থক্য দ্বিগুণ করা হলে তাপ পরিবহণের হার হবে – a. দ্বিগুণ b. তিনগুণ c. চারগুণ d. অপরিবর্তিত

উত্তরঃ[a] দ্বিগুণ

  1. তিনটি তামা দণ্ড দিয়ে একটি সমবাহু ত্রিভুজ তৈরি করা হয়েছে। ত্রিভুজটিকে যথেষ্ট উত্তপ্ত করলে এর কোণগুলির মান – a. বৃদ্ধি পাবে b. হ্রাস পাবে c. অপরিবর্তিত থাকবে d. তথ্য অসম্পূর্ণ

উত্তরঃ[c] অপরিবর্তিত থাকবে

  1. গ্যাসের আয়তন প্রসারণ নিম্নলিখিত কোন রাশির ওপর নির্ভরশীল নয় ? – a. ভর b. শুধু উষ্ণতা c. শুধু চাপ d. চাপ ও উষ্ণতা দুই-ই

উত্তরঃ[d] চাপ ও উষ্ণতা দুই-ই

  1. তাপের সুপরিবাহী তরলের উদাহরণ হল – a. জল b. অ্যালকোহল c. পারদ d. অ্যাসিড, ক্ষারক বা লবণের জলীয় দ্রবণ

উত্তরঃ[c] পারদ

1o. তাপ সঞ্চালনের যে পদ্ধতিতে মাধ্যমের কণাগুলি স্থানচ্যুতি ঘটে না তা হল – a. পরিচলন b. বিকিরণ c. পরিবহণ d. কোনোটিই নয়

উত্তরঃ[c] পরিবহণ

  1. SI পদ্ধতিতে তাপ পরিবাহিতার একক – a. Wm-1 K-1 b. Wk-1 c. Jk-1   d. Jm-k-1

উত্তরঃ[a] Wm-1 K-1

  1. আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান – a. 0 b. 1 c. 100 d. অসীম

উত্তরঃ[d] অসীম

  1. তাপীয় রোধের SI একক হল – a. WK-1  b. KW-1  c. Wm-1k-1  d.mKW-1

উত্তরঃ[b] KW-1

শূন্যস্থান পূরণ করো: তাপের ঘটনাসমূহ অধ্যায়-৪ প্রশ্নউত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন l Madhyamik Physical Science Chapter 4 Suggestion

  1. তাপ পরিবাহিতার CGS একক________ ।

উত্তরঃ[Cal cm-1 s-10c-1]

  1. গ্যাসের শুধুমাত্র________ প্রসারণ হয় ।

উত্তরঃ[আয়তন]

  1. তরলের প্রকৃত প্রসারণ = ________ + পাত্রের আয়তন প্রসারণ।

উত্তরঃ[আপাতা প্রসারণ]

  1. চার্লসের সূত্রে স্থির থাকে গ্যাসের________ ও ________ ।

উত্তরঃ[ভর, চাপ]

  1. লোহা ও তামার মধ্যে________  র দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি।

উত্তরঃ[লোহা]

  1. তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান (CGS এককে)________ ।

উত্তরঃ[1710-6 /]

  1. একটি আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতার মান________ ।

উত্তরঃ[অসীম]

সত্য বা মিথ্যা নির্বাচন করো: তাপের ঘটনাসমূহ অধ্যায়-৪ প্রশ্নউত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন

  1. তাপ পরিবাহিতার SI একক Cal m-1k-1            [F]
  2. কোনো তরলপূর্ণ পাত্রকে উত্তপ্ত করা হলে তরলের তল প্রথমে কিছুটা ওঠে, পরে আবার নেবে যায়।         [F]
  3. আদর্শ অন্তরকের ক্ষেত্রে তাপ পরিবাহিতার নাম অসীম ।    [F]
  4. দৈর্ঘ্য প্রসারণ শুধুমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রে প্রয়োজ্য ।       [T]
  5. পরিবহণ পদ্ধতিতে তাপ সঞ্চালনের সময় মাধ্যমের কণাগুলির স্থানচ্যুতি ঘটে না।       [T]
  6. সকল গ্যাসের আয়তন প্রসারণ গুণাকের মান  /  ।    [T]

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: তাপের ঘটনাসমূহ অধ্যায়-৪ প্রশ্নউত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন

  1. সকল গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত?

উত্তরঃ সকল গ্যাসের আয়তন প্রসারণ গুণাকের মান  /

  1. তরল ও গ্যাসের মধ্যে কার আপাত প্রসারণ গুণাক থাকে না?

উত্তরঃ গ্যাসের আপাত প্রসারণ গুণাক থাকে না।

  1. SI পদ্ধতিতে তাপ পরিবাহিতার একক কী?

উত্তরঃ SI পদ্ধতিতে তাপ পরিবাহিতার একক Wm-1K-1

  1. কোনো কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাক 2  10-5/0c হলে, দৈর্ঘ্য প্রসারণ গুণাক কত হবে?

উত্তরঃ দৈর্ঘ্য প্রসারণ গুণাক হবে 1 10-5/ 

  1. SI পদ্ধতিতে যে-কোনো প্রসাণ গুণাঙ্কের একক কী?

উত্তরঃ SI পদ্ধতিতে যে-কোনো প্রসাণ গুণাকের একক /K।

  1. এমন একটি পদার্থের নাম লেখো যার উষ্ণতা বাড়লেও কার্যত কোনো প্রসারণ হয় না।

উত্তরঃ ইনভার-এর উষ্ণতা বাড়লেও কার্যত কোনো প্রসারণ হয় না।

  1. তরল পদার্থের তাপীয় প্রসারণের হার সব উষ্ণতা সমান থাকে কি?

উত্তরঃ তরল পদার্থের তাপীয় প্রসারণের হার সব উস্নতায় সমান থাকে না।

  1. তরল পদার্থের প্রকৃত প্ৰসারণ পাত্রের উপাদানের প্রকৃতির উপর কীভাবে নির্ভর করে?

উত্তরঃ তরল পদার্থের প্রকৃত প্রসারণ পাত্রের উপাদানের প্রকৃতির উপর নির্ভরশীল নয়।

  1. তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান কি বিভিন্ন পাত্রের সাপেক্ষে বিভিন্ন হয়।

উত্তরঃ তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান বিভিন্ন পাত্রের সাপেক্ষে একই হয়।

  1. তরলের প্রকৃত ও আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য নয় ?

উত্তরঃ তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব বৈশিষ্ট্য নয়।

11 তরলের আপাত ও প্রকৃত প্রসারণের মধ্যে সম্পর্কটি লেখো।

উত্তরঃ প্রকৃত প্রসারণ = আপাত প্রসারণ + পাত্রের আয়তন প্রসারণ।

  1. পাত্রের প্রসারণ বেশি হলে তরলের আপাত প্রসারণ কমবে না বাড়বে?

উত্তরঃ পাত্রের প্রসারণ বেশি হলে তরলের আপাত প্রসারণ কমবে।

  1. থার্মোমিটারে কোন নীতি প্রয়োগ করা হয়?

উত্তরঃ থার্মোমিটারে পারদের তাপীয় প্রসারণ নীতিকে কাজে লাগানো হয়।

  1. গ্যাসের শুধুমাত্র কোন প্রকার প্রসারণ হয়?

উত্তরঃ গ্যাসের শুধুমাত্র আয়তন প্রসারণ হয়।

  1. তরলের মধ্যে পরিবহণ পদ্ধতিতে তাপ সঞ্চালন সম্ভব কি?

উত্তরঃ তরলের মধ্যে পরিবহণ পদ্ধতিতে তাপ সঞ্চালন সম্ভব নয়।

  1. এমন একটি অধাতুর নাম লেখো যার তাপ পরিবাহিতা ধাতু অপেক্ষা বেশি?

উত্তরঃ  হীরকের তাপ পরিবাহিতা ধাতু অপেক্ষা কয়েকগুণ বেশি।

Read More: মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন – অধ্যায় ৬: চলতড়িৎ প্রশ্নোত্তর

দীর্ঘ প্রশ্নোত্তর : তাপের ঘটনাসমূহ অধ্যায়-৪ প্রশ্নউত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন

  1. গরুর গাড়ির চাকায় লোহার বেড় পরানো হয় কীভাবে?

উত্তরঃ গোরুর গাড়ির চাকায় লোহার বেড় পরানোর ক্ষেত্রে কঠিন পদার্থের তাপীয় প্রসারণকে কাজে লাগানো হয়। এই লোহার বেড়ের পরিধি চাকার পরিধির চেয়ে সামান্য কম নেওয়া হয় এবং লোহার বেড়টিকে প্রথমে উত্তপ্ত করে এর প্রসারণ ঘটানো হয় এবং উত্তপ্ত অবস্থায় লোহার বেড়টিকে সহজেই চাকার মধ্যে পরিয়ে দেওয়া হয়। এরপর বেড়টি ঠাণ্ডা হয়ে সংকুচিত হয়ে চাকাটিকে দৃঢ়ভাবে চেপে ধরে এবং পেরেক বা স্ক্রু ছাড়াই এটি চাকার সঙ্গে শক্তভাবে আটকে থাকে।

  1. কঠিনের প্রসারণ ও তরলের প্রসারণের পার্থক্য লেখো।

উত্তরঃ

কঠিনের প্রসারণ

তরলের প্রসারণ

  1. কঠিনের প্রসারণ তিন প্রকার দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ।

তরলের শুধুমাত্র আয়তন প্রসারণ হয়।

  1. কঠিনের আপাত আয়তন প্রসারণ নেই।

তরলের আপাত আয়তন প্রসারণ হয়। আপাত প্রসারণ গুণাঙ্কের মান পাত্রের প্রসারণের উপর নির্ভরশীল।

  1. কঠিনের আয়তন প্রসারণ অপেক্ষাকৃত কম। তরলের আয়তন প্রসারণ অপেক্ষাকৃত বেশি।

  1. ধাতব স্কেল সকল উষ্ণতা সঠিক পাঠ দেয় না— ব্যাখ্যা করো।

উত্তরঃ ধাতব স্কেলের দাগগুলি যে উষ্ণতায় কাটা হয়, সেই উষ্ণতাতেই স্কেলটি সঠিক দেখায়

 ধাতু তাপের সুপরিবাহী হওয়ায় উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসে স্কেলের যে-কোনোদুটি দাগের মধ্যবর্তী দূরত্বের প্রসারণ বা সংকোচন হয়। ফলে ওই স্কেল দিয়ে যে-কোনো উষ্ণতা দৈর্ঘ্য পরিমাপ নির্ভুল হয় না।

  1. প্রাত্যহিক জীবনের অভিজ্ঞতা থেকে তরলের প্রসারণের একটি উদাহরণ দাও।

উত্তরঃ প্রাত্যহিক জীবনে অভিজ্ঞতা থেকে তরলের প্রসারণ : জ্বরের সময় রোগীর দেহের উষ্ণতা পরিমাপের জন্য প্রাত্যহিক জীবনে আমরা যে যন্ত্রটি ব্যবহার করি তা হল তাপমাপন যন্ত্র বা ডাক্তারি থার্মোমিটার। এই যন্ত্রে পারদের তাপীয় প্রসারণ কে কাজে লাগানো হয়। উষ্ণতা পরিবর্তনে পারদের আয়তন পরিবর্তন খুবই নিয়মানুগ হয় এবং এই নীতির ওপর ভিত্তি করেই থার্মোমিটার তৈরি করা হয় যা কোনো বস্তুর উষ্ণতা পরিমাপ করে।

  1. তরলের ক্ষেত্রে প্রকৃত ও আপাত এই দুইপ্রকার প্রসারণের উল্লেখ করা হয় কেন?

উত্তরঃ কোনো তরলকে তাপ দিতে হলে ওই তরলকে কোনো পাত্ৰে বা আধারে রেখে তাপ দিতে হবে। প্রতমে তাপ বা আধারটির আয়তন তাপ প্রয়োগে বাড়ে এবং তারপর তরলের তাপীয় প্রসারণ হয়। পাত্রের এই আয়তন প্রসারণ তরলের আয়তন প্রসারণ অপেক্ষা অনেক কম সেজন্য আপাতদৃষ্টিতে তরলের প্রসারণই চোখে পড়ে। পাত্রের প্রসারণ উপেক্ষা করে তরলের যে আয়তন প্রসারণ হয় তাকে আপাত প্রসারণ বলে। আবার পাত্রের প্রসারণকে হিসাবের মধ্যে ধরলে তরলের যে অঅয়তন প্রসারণ পাওয়া যায় তাকে প্রকৃত প্রসারণ বলে।

  1. তরলের আপাত প্ৰসারণ গুণাঙ্ক আছে, গ্যাসের ক্ষেত্রে ওইগুণাঙ্ক নেই কেন?

উত্তরঃ  উষ্ণতা বৃদ্ধিতে তরল ও গ্যাসের আয়তন প্রসারণের সময় ধারক পাত্রেও প্রসারণ হয়। কিন্তু তরলের তাদীয় প্রসারণ অপেক্ষা গ্যাসের তাপীয় প্রসারণ অনেক বেশি হয়ায় গ্যাসের ক্ষেত্রে পাত্রের আয়াতন প্রসারণকে নগন্য হিসাবে ধরা যায়। এজন্য পাত্রের আয়তন প্রসারণের ব্যাপারটি তরলের ক্ষেত্রে হিসাবের মধ্যে নিলেও গ্যাসের ক্ষেত্রে হিসাবের মধ্যে না নিলেও চলে। তাই তরলের আপাত প্রসারণ। গুণাঙ্ক থাকলেও গ্যাসের ক্ষেত্রে থাকে না।

7.গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা লেখো।

উত্তরঃ চাপ স্থির রেখে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা 0°C থেকে 1°C বৃদ্ধি করা হলে এর প্রতি একক আয়তনে যে আয়তন বৃদ্ধি হবে তাকেই ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাক বলে।

  1. শীতকালে একই উষ্ণতায় থাকা একটি কাঠের চেয়ার এবং একটি লোহার চেয়ার হাত দিয়ে স্পর্শ করলে লোহার চেয়ার টিকে বেশি ঠাণ্ডা মনে হয় কেন? অথবা শীতকালে মাটি থেকে পাথর বা সিমেন্টের মেঝে বেশি ঠান্ডা মনে হয় কেন?

উত্তরঃ  শীতকালে পাশাপাশি রাখা একটি লোহার চেয়ার এবং একটি কাঠের চেয়ারকে স্পর্শ করলে কাঠের চেয়ার অপেক্ষা লোহার চেয়ার বেশি ঠাণ্ডা বলে মনে হয়, যদিও কাঠ ও লোহা উভয়ই দন্ডেরই উষ্ণতা সমান। এর কারণ হল- লোহা তাপের সুপরিবাহী হওয়ায় এটি আমাদের দেহ থেকে দ্রুত তাপের পরিবহণ ঘটায়- ফলে আমাদের দেহে শীতলতার অনুভূতি জন্মায়।

---Advertisement---

Related Post

📘 SSC CHSL 2025 Practice Set 1 – Solve Important Questions in GK, English & Reasoning

SSC CHSL 2025 Practice Set 1: Preparing for the SSC CHSL 2025 exam? Then you’ve landed at the right place! This blog presents a carefully curated SSC CHSL ...

📘 Primary TET 2025 Math Pedagogy Practice Set 02 – প্রাইমারি টেট 2025 গণিত পেডাগজি l Boost Your গণিত Preparation Today!

Primary TET 2025 Math Pedagogy Practice Set 02: Are you preparing for the Primary TET 2025 Math exam? Whether you’re just starting or revising your preparation, this blog ...

📘 Primary TET 2025 English Practice Set 03 – Master Pedagogy with MCQs, Practice Sets & Model Questions

Primary TET 2025 English Practice Set 03: Are you preparing for Primary TET 2025 English and looking for the most effective study resources? This blog is your one-stop ...

WBCSSC SLST 2025 Geography Soil MCQ l ভারতের মৃত্তিকা সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

WBCSSC SLST 2025 Geography Soil MCQ: আপনি যদি WBCSSC SLST 2025 পরীক্ষার জন্য ভূগোল বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন, তাহলে মৃত্তিকা (Soil) অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে ভারতের মৃত্তিকার বিভিন্ন ...

Leave a Comment