Madhyamik Physical Science Chapter 6: মাধ্যমিক ২০২৬ পরীক্ষার প্রস্তুতিতে ভৌতবিজ্ঞান (Physical Science) একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে অধ্যায় ৬: চলতড়িৎ (Current Electricity) অধ্যায়টি থেকে প্রতি বছরই বোর্ড পরীক্ষায় গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। এই ব্লগে আপনি পাবেন সর্বশেষ Madhyamik Physical Science Suggestion, Madhyamik Physical Science Chapter 6 Q&A, এবং চলতড়িৎ প্রশ্নোত্তর – যা পরীক্ষার জন্য দারুণ সহায়ক।
আমরা এখানে প্রদান করছি Madhyamik Chapter 6 Questions and Answers, Madhyamik Physical Science MCQ Chapter 6, এবং Chapter 6 Current Electricity Madhyamik নিয়ে সম্পূর্ণ সাজেশন ও গাইডলাইন। মাধ্যমিক বিজ্ঞান সাজেশন ২০২৬ ও Madhyamik 2026 Science Suggestion অনুযায়ী তৈরি এই বিষয়বস্তু, বাংলা মাধ্যমে পড়ুয়াদের জন্য একদম উপযোগী।
এই মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন আপনাকে সাহায্য করবে অধ্যায়ভিত্তিক প্রস্তুতিতে। আপনি যদি খুঁজে থাকেন Madhyamik Final Suggestion Physical Science, Madhyamik Science Suggestion Bengali, অথবা চলতড়িৎ অধ্যায় প্রশ্ন ও উত্তর, তবে এই ব্লগটি আপনার জন্য পারফেক্ট।
পরীক্ষায় ভালো করতে চাইলে এখনই দেখে নিন Madhyamik Chapter-wise Science Suggestion এবং সাজিয়ে ফেলুন আপনার Madhyamik Exam 2026 Physical Science Preparation।
Table of Contents
❑ সঠিক উত্তর নির্বাচন করো (MCQs on Electric Current – Chapter 6) l Madhyamik Physical Science Chapter 6: Current Electricity Questions and Answers
Madhyamik Physical Science Suggestion – চলতড়িৎ (অধ্যায়–৬)
বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর | মান – ১
1. উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পায় –
(a) পরিবাহীর
(b) অর্ধপরিবাহীর
(c) অন্তরকের
(d) অতি-পরিবাহীর
📘 উত্তর – (b) অর্ধপরিবাহীর [MP-17]
2. কোনটি রোধের একক –
(a) ভোল্ট
(b) অ্যাম্পিয়ার
(c) কুলম্ব
(d) ওহম
📘 উত্তর – (d) ওহম [MP-18]
3. প্রদত্ত রাশি গুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি –
(a) কুলম্ব/সেকেণ্ড
(b) ভোল্ট × ওহম⁻¹
(c) ভোল্ট × ওহম
(d) ভোল্ট⁻¹ × ওহম
📘 উত্তর – (b) ভোল্ট × ওহম⁻¹ [MP-17]
4. অপরিবর্তিত উষ্ণতায় কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা ১ হলে, নিচের কোনটি সত্য?
(a) V ∝ I
(b) V ∝ I²
(c) V ∝ 1/I
(d) V ∝ 1/I²
📘 উত্তর – (a) V ∝ I [MP-19]
5. তড়িৎচালক বল (V), কার্য (W), ও আধান (Q) এর মধ্যে সম্পর্কটি হল –
(a) Q = W × V
(b) Q = V / W
(c) Q = V / W²
(d) Q = W / V
📘 উত্তর – (d) Q = W / V [MP-19]
6. গৃহস্থলির বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নীচের কোনটির সঙ্গে যুক্ত থাকে?
(a) আর্থ লাইন
(b) লাইভ লাইন
(c) নিউট্রাল লাইন
(d) লাইভ ও নিউট্রাল লাইন
📘 উত্তর – (b) লাইভ লাইন [MP-18]
7. ফিউজ তারের বৈশিষ্ট্য হল –
(a) রোধ উচ্চ, গলনাঙ্ক উচ্চ
(b) রোধ নিম্ন, গলনাঙ্ক নিম্ন
(c) রোধ নিম্ন, গলনাঙ্ক উচ্চ
(d) রোধ উচ্চ, গলনাঙ্ক নিম্ন
📘 উত্তর – (d) রোধ উচ্চ, গলনাঙ্ক নিম্ন
8. দুটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত। রোধ দুটি 100 Ω ও 200 Ω। এদের ক্ষমতার অনুপাত হবে –
(a) 1:2 (b) 2:1 (c) 1:4 (d) 4:1
✅ উত্তর – (b) 2:1
9. কুলম্ব =
(a) ভোল্ট – অ্যাম্পিয়ার (b) অ্যাম্পিয়ার/ওহম (c) অ্যাম্পিয়ার/সেকেণ্ড (d) অ্যাম্পিয়ার/সে.-1
✅ উত্তর – (d) অ্যাম্পিয়ার/সে.-1
10. তড়িৎ ক্ষমতা (P), বিভব পার্থক্য (V) এবং রোধ (R) এর মধ্যে সম্পর্ক –
(a) PR² = V² (b) V = PR (c) P = V²/R (d) P = V²R
✅ উত্তর – (c) P = V²/R
11. কোনো পরিবাহীর দৈর্ঘ্য দ্বিগুণ করলে রোধাঙ্ক হবে –
(a) দ্বিগুণ (b) চারগুণ (c) অর্ধেক (d) অপরিবর্তিত
✅ উত্তর – (d) অপরিবর্তিত
12. একটি পরিবাহীর প্রবাহমাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ –
(a) দ্বিগুণ (b) চারগুণ (c) একই থাকবে (d) অর্ধেক
✅ উত্তর – (b) চারগুণ
13. পরিবাহীর রোধ ও সময় স্থির রেখে প্রবাহমাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ হবে –
(a) দ্বিগুণ (b) চারগুণ (c) ছয়গুণ (d) আটগুণ
✅ উত্তর – (b) চারগুণ
14. তড়িৎ ক্ষমতার একক –
(a) জুল (b) ওয়াট (c) ভোল্ট (d) কুলম্ব
✅ উত্তর – (b) ওয়াট
15. নিচের কোনটি ওহমের সূত্র মানে না?
(a) রূপো (b) তামা (c) অ্যালুমিনিয়াম (d) সিলিকন
✅ উত্তর – (d) সিলিকন
16. কোনটি তড়িৎ শক্তির একক –
(a) কিলোওয়াট (b) কিলোওয়াট-ঘণ্টা (c) ভোল্ট × অ্যাম্পিয়ার (d) ভোল্ট / অ্যাম্পিয়ার
✅ উত্তর – (b) কিলোওয়াট-ঘণ্টা
17. একটি ইলেকট্রনের আধান –
(a) -3.2×10⁻¹⁹ C (b) -1.6×10⁻¹⁹ C (c) 1.6×10⁻¹⁹ C (d) 3.2×10⁻¹⁹ C
✅ উত্তর – (b) -1.6×10⁻¹⁹ C [MP-22]
18. রোধ (R) ও সময় (t) অপরিবর্তিত থাকলে তাপ (H) ও প্রবাহমাত্রা (I) এর সম্পর্ক –
(a) H ∝ I (b) H ∝ 1/I² (c) H ∝ I² (d) H ∝ 1/I
✅ উত্তর – (c) H ∝ I² [MP-22]
19. কোনো পরিবাহীর মধ্যে দিয়ে ২ মিনিটে ১২ কুলম্ব আধান প্রবাহিত হলে, তড়িৎ প্রবাহমাত্রা কত?
(a) 6 অ্যাম্পিয়ার (b) 0.1 অ্যাম্পিয়ার (c) 24 অ্যাম্পিয়ার (d) 10 অ্যাম্পিয়ার
✅ উত্তর – (b) 0.1 অ্যাম্পিয়ার
📝 সমাধান: I = Q / t = 12 C / 120 s = 0.1 A
❑ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (VSAQs – Chapter 6: চলতড়িৎ)
Madhyamik Physical Science Suggestion 2025 | মান – ১
1. ১ কুলম্ব তড়িৎ আধানকে ১ ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে?
📘 উত্তর – এক জুল।
📝 সূত্র: W = QV = 1×1 = 1 J [MP-17]
2. উষ্ণতার বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধ কীভাবে পরিবর্তিত হয়?
📘 উত্তর – উষ্ণতার বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধ কমে। [MP-18]
3. একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও।
📘 উত্তর – জার্মেনিয়াম। [MP-19]
4. ফ্লেমিং-এর বাম হস্ত নিয়মে চৌম্বকক্ষেত্র ও তড়িৎ প্রবাহের মধ্যবর্তী কোণ কত?
📘 উত্তর – ৯০ ডিগ্রি (সমকোণ)।
5. একটি যন্ত্রের নাম লেখো, যাতে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়।
📘 উত্তর – বৈদ্যুতিক মোটর।
6. ডায়ানামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরীত হয়?
📘 উত্তর – যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা হয়।
7. এমন একটি যন্ত্রের নাম লেখো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরীত হয়।
📘 উত্তর – বৈদ্যুতিক মোটর।
8. গৃহস্থলির বর্তনীতে লাইভ তার ছাড়া বাকি দুটি তার কী কী?
📘 উত্তর – নিউট্রাল তার ও আর্থিং তার। [MP-00]
9. ফিউজ তারকে বর্তনীর সঙ্গে কোন সমবায়ে যুক্ত করা হয়?
📘 উত্তর – শ্রেণী সমবায়ে।
10. কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎপ্রবাহ কত সময় ধরে গেলে তড়িৎআধান হবে 1200 কুলম্ব?
📘 উত্তর – 10 মিনিট (600 সেকেন্ড)।
📝 সূত্র: Q=I×t⇒t=QI=12002=600Q = I \times t \Rightarrow t = \frac{Q}{I} = \frac{1200}{2} = 600Q=I×t⇒t=IQ=21200=600 সেকেন্ড = 10 মিনিট
11. ওয়াট-ঘণ্টা কোন ভৌত রাশির একক?
📘 উত্তর – তড়িৎ শক্তির একক।
12. গৃহবর্তনীতে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র কোন সমবায়ে যুক্ত থাকে?
📘 উত্তর – সমান্তরাল সমবায়ে।
13. বার্লো চক্রের ঘূর্ণনের অভিমুখ কীভাবে বদলানো যায়?
📘 উত্তর – তড়িৎপ্রবাহ অথবা চৌম্বকক্ষেত্রের অভিমুখ উলটে দিলে।
14. একটি তারকে কেটে সমান দু’টুকরো করা হলে রোধাঙ্কের কী পরিবর্তন হবে?
📘 উত্তর – রোধাঙ্ক অপরিবর্তিত থাকবে।
📝 কারণ রোধাঙ্ক নির্ভর করে পদার্থের প্রকৃতি ও তাপমাত্রার ওপর।
15. বৈদ্যুতিক বর্তনীতে সুইচ কোন সমবায়ে যুক্ত থাকে?
📘 উত্তর – শ্রেণী সমবায়ে।
16. জেনারেটরের মূলনীতি কীসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে?
📘 উত্তর – তড়িৎ-চুম্বকীয় আবেশ।
17. রোধাঙ্কের SI একক কী?
📘 উত্তর – ওহম-মিটার (Ω·m)।
18. দুটি 10 ওহম রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে?
📘 উত্তর – 5 ওহম।
19. LED এর পুরো নাম লেখো।
📘 উত্তর – Light Emitting Diode।
20. নাইক্রোম তারের একটি ব্যবহার লেখো।
📘 উত্তর – ইলেকট্রিক ইস্ত্রি বা হিটারে তাপ উৎপাদক হিসেবে।
21. SI পদ্ধতিতে তড়িৎ আধানের একক কী?
📘 উত্তর – কুলম্ব (C)। [MP-22]
22. তড়িৎ প্রবাহমাত্রার একক কী?
📘 উত্তর – অ্যাম্পিয়ার (A)। [MP-22]
23. ফিউজ তারের উপাদান কী কী?
📘 উত্তর – টিন (25%) ও সীসা (75%)। [MP-22]
24. ‘কিলোওয়াট-ঘণ্টা’ কোন ভৌত রাশির একক?
📘 উত্তর – তড়িৎ শক্তির একক। [MP-22]
❑ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (SAQs)
1. রোধাঙ্ক কাকে বলে?
📘 উত্তর –
নির্দিষ্ট উষ্ণতায় কোনো পদার্থ দ্বারা নির্মিত একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদবিশিষ্ট একটি পরিবাহীর রোধের মানকে ওই পদার্থের রোধাঙ্ক (resistivity) বলে।
📝 একক: ওহম-মিটার (Ω·m)
প্রতীক: ρ (রো)
2. তড়িৎ চালক বল ও বিভব প্রভেদের মধ্যে পার্থক্য লেখো।
❑ তড়িৎ চালক বল ও বিভব প্রভেদের মধ্যে পার্থক্য:
ক্র. | তড়িৎ চালক বল (EMF) | বিভব প্রভেদ (Potential Difference) |
---|---|---|
1️⃣ | যে কারণে তড়িৎ শক্তি ব্যতীত অন্যান্য শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে বর্তনীতে তড়িৎ প্রবাহ সৃষ্টি করে তাকে তড়িৎ চালক বল বলে। | বর্তনীর কোনো অংশে তড়িৎ শক্তি অন্যান্য শক্তিতে রূপান্তরিত হলে তার দুই প্রান্তের তড়িৎ চাপের পার্থক্যকে বিভব প্রভেদ বলে। |
2️⃣ | এটি তড়িৎ প্রবাহ সৃষ্টির কারণ। | এটি তড়িৎ প্রবাহের ফল। |
3️⃣ | সাধারণত EMF-এর মান বিভব প্রভেদের থেকে বেশি হয় (শুধু মুক্ত বর্তনীতে সমান)। | বিভব প্রভেদের মান সাধারণত EMF-এর থেকে কম হয় (শুধু মুক্ত বর্তনীতে সমান)। |
4️⃣ | এটি বর্তনীর রোধের ওপর নির্ভর করে না। | এটি বর্তনীর রোধের ওপর নির্ভর করে। |
5️⃣ | পোটেনসিওমিটার দিয়ে পরিমাপ করা হয়। | ভোল্টমিটার দিয়ে পরিমাপ করা হয়। |
3. r1 ও r2 দুটি রোধকে একই বিভব প্রভেদে আলাদাভাবে যুক্ত করে দেখা গেল r1 এর মধ্যে দিয়ে প্রবাহমাত্রা r2 এর মধ্যে দিয়ে প্রবাহমাত্রার 6 গুন, r1 ও r2 এর অনুপাত নির্ণয় করো। [MP-19]
উঃ- প্রথম পরিবাহীর রোধ r1 , বিভব প্রভেদ V1, প্রবাহমাত্রা I1 এবং দ্বিতীয় পরিবাহীর রোধ r2 , বিভব প্রভেদ V2 , প্রবাহমাত্রা I2 হলে,
প্রথম পরিবাহীর ক্ষেত্রে, V1= I1 x r1
দ্বিতীয় পরিবাহীর ক্ষেত্রে, V2 = I2 x r2
দুটি রোধ একই বিভব প্রভেদের মধ্যে যুক্ত আছে তাই V1= V2 হবে,
আবার, r1 এর মধ্যে দিয়ে প্রবাহমাত্রা r2 এর মধ্যে দিয়ে প্রবাহমাত্রার 6 গুন তাই I1 = 6 x I2
V1 / V2 = 6 x r1/r2
1= 6 x r1/r2
1/6 = r1/r2
r1 : r2 = 1 : 6
4. একটি বৈদ্যুতিক বাতির গায়ে ‘ 220V-100W ‘ লেখা আছে, এর অর্থ কী ?
উঃ- একটি বাতির গায়ে ‘ 220V-100W ‘ লেখা থাকার অর্থ হল যে ওই বাতিটিকে 220V বিভব পার্থক্যে যুক্ত করলে সেটি 100 J/s হারে তড়িৎ শক্তি খরচ করে এবং তার উজ্জ্বলতা সর্বোচ্চ হয়।
5. ভাস্বর বাতি ব্যবহারের চেয়ে CFL বাতি ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো। [MP-17]
উঃ- ভাস্বর বাতি ব্যবহারের চেয়ে CFL বাতি ব্যবহারের দুটি সুবিধা-
আরও দেখুন:
১. CFL বাতিতে তড়িৎ শক্তির বেশির ভাগটাই আলোক শক্তিতে পরিণত হয়।
২. ফিলামেন্ট না থাকায় কম পরিমান তড়িৎ শক্তি ব্যায় হয়।
6. তড়িৎ প্রবাহের ফলে কোনো ধাতব পরিবাহীতে 800 J তাপ উৎপন্ন হয়। প্রবাহমাত্রা 1A ও পরিবাহীর রোধ 20 ওহম হলে, কত সময় ধরে তড়িৎ প্রবাহ চালনা করা হয়েছিল।
উঃ- পরিবাহীতে উৎপন্ন তাপ (H) = 800 জুল
প্রবাহমাত্রা ( I ) = 1 A
পরিবাহীর রোধ (R) = 20 ohm
সময় (t) = ?
আমরা জানি, H = I2.R.t
800 = (1)2 x 20x t
t = 800/20
t= 40 , অতএব, পরিবাহীতে 40 সেকেন্ড সময় ধরে তড়িৎ প্রবাহ চালনা করা হয়েছিল।
7. অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো।
উঃ- যদি কোনো কাল্পনিক সাঁতারু তড়িৎ পরিবাহী তার বরাবর তড়িৎ প্রবাহের অভিমুখে হাত ছড়িয়ে এমনভাবে সাঁতার কাটে যে তার মুখ চুম্বক শলাকার দিকে থাকে তাহলে চুম্বক শলাকার উত্তর মেরু তার বাঁ হাতের দিকে বিক্ষিপ্ত হবে।
8. তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো। [MP-17]
উঃ- তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র –
১. কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে ওই কুণ্ডলীতে তড়িৎ চালক বল আবিষ্ট হয়, এই পরিবর্তন যতক্ষণ চলতে থাকে ততক্ষণ আবিষ্ট তড়িৎ চালক বল বর্তমান থাকে।
২. আবিষ্ট তড়িৎ চালক বলের মান কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বকপ্রবাহের পরিবর্তনের সঙ্গে সমানুপাতিক হয়।
9. তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখো। [MP-18 ]
উঃ- একটি চুম্বক বা কুণ্ডলীকে গতিশীল করতে যে যান্ত্রিক কার্য করতে হয় সেটি হল কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ চালক বলের উৎস। অর্থাৎ যান্ত্রিক শক্তি কুণ্ডলীতে তড়িতশক্তিতে
10. ওহমের সূত্রটি লেখো।
উঃ- উষ্ণতা, উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ -প্রবাহমাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব-পার্থ্যকের সমানুপাতিক।
11. গৃহস্থলির বৈদ্যুতিক বর্তনীতে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্র গুলি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে কেন?
উঃ- বাড়ির সরবরাহ লাইনে 230V বিভব প্রভেদ এবং 50Hz কম্পাঙ্কের AC বিদ্যুৎ পাঠানো হয় এবং প্রত্যেক যন্ত্র এই মানের উপযুক্ত করে তৈরি করা হয়। সমান্তরালে লাগালে প্রত্যেক যন্ত্রে 230V , 50Hz মানের বিদ্যুৎ এসে পড়ে এবং যন্ত্র সঠিক ভাবে চলে। মেইন সুইচের পরে একটি বণ্টন বাক্স থাকে যা থেকে আলাদা আলাদা ফিউজের মাধ্যমে কয়েকটি লাইন টানা হয় এবং বাড়ির বিভিন্ন যন্ত্রাদি বিভিন্ন লাইনে লাগানো থাকে, এতে কোনো লাইনে বেশি লোড পড়ে না এবং অযথা ফিউজ তার গলে না।
12. গৃহস্থলির বৈদ্যুতিক বর্তনীতে আর্থিং করা হয় কেন?
উঃ- গৃহস্থলির বিদ্যুৎ লাইন ও ওই লাইনে যুক্ত বৈদ্যুতিক যন্ত্রপাতিকে শর্ট-সার্কিটের বিপদ থেকে রক্ষা করার জন্য গৃহস্থলি বৈদ্যুতিক বর্তনীতে আর্থিং করা হয়। কোনো কারনে কোনো বৈদ্যুতিক যন্ত্রে তড়িৎ প্রবাহের লিকেজ হলে অথবা, তড়িৎ বর্তনীতে হঠাৎ করে অতিরিক্ত পরিমান তড়িৎ প্রবাহ হলে তা আর্থিং এর মধ্য দিয়ে মাটিতে চলে যায় কারন পৃথিবীর বিভব শূন্য।
13. ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটি লেখো।
উঃ- বামহস্তের বৃদ্ধাঙ্গুলি , মধ্যমা এবং তর্জনীকে পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বকক্ষেত্রের দিক এবং মধ্যমা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে।
14. 10 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান দুভাগে ভাগ করে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হল। তুল্য রোধ কত হবে নির্ণয় করো। [MP-18 ]
উঃ- 10 ওহম রোধ বিশিষ্ট তারকে সমান দুভাগে ভাগ করলে প্রতিটি তারের রোধ হবে 5 ওহম করে।
রোধ দুটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলে, তুল্য রোধ (R) হবে
1/R = (1/5 + 1/5)
R = 2.5 ohm
সমান্তরাল সমবায়টির 2.5 ওহম।
15. তড়িৎ ক্ষমতা বলতে কী বোঝায় ? একটি বাল্বের রেটিং লেখা আছে 220V-100W এর অর্থ কী ? [MP-00]
উঃ- কোনো বৈদ্যুতিক যন্ত্র সময়ের সাপেক্ষে যে হারে তড়িৎ শক্তি খরচ করে তাকে ওই যন্ত্রের তড়িৎ ক্ষমতা বলে।
তড়িৎ ক্ষমতা (P) = তাড়িতিক কৃতকার্য (W)/ সময় (t)
একটি বাতির গায়ে ‘ 220V-100W ‘ লেখা থাকার অর্থ হল যে ওই বাতিটিকে 220V বিভব পার্থক্যে যুক্ত করলে সেটি 100 J/s হারে তড়িৎ শক্তি খরচ করে এবং তার উজ্জ্বলতা সর্বোচ্চ হয়।
16. তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাব সংক্রান্ত জুলের সুত্রগুলি লেখো। [MP-18 ]
উঃ- যে কোনো পরিবাহীতে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহমাত্রা, পরিবাহীর রোধ এবং প্রবাহের সময়ের ওপর নির্ভর করে। উৎপন্ন তাপ ওই বিষয় গুলির ওপর কীভাবে নির্ভর করে তা বিজ্ঞানী ‘জুল’ সুত্রের আকারে প্রকাশ করেন। সুত্রগুলি নিচে দেওয়া হল-
১. পরিবাহীতে উৎপন্ন তাপ (H) পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা (I) এর বর্গের সমানুপাতিক হয় যখন পরিবাহীর রোধ (R) এবং তড়িৎ প্রবাহের সময় (t) অপরিবর্তিত থাকে।
H ∝ I2 [ যখন R এবং t ধ্রুবক। ]
২. পরিবাহীতে উৎপন্ন তাপ (H) পরিবাহীর রোধ (R) সমানুপাতিক হয় যখন তড়িৎ প্রবাহমাত্রা (I) এবং তড়িৎ প্রবাহের সময় (t) অপরিবর্তিত থাকে।
H ∝ R [ যখন I এবং t ধ্রুবক। ]
৩. পরিবাহীতে উৎপন্ন তাপ (H) তড়িৎ প্রবাহের সময় (t) এর সমানুপাতিক হয় যখন তড়িৎ প্রবাহমাত্রা (I) এবং পরিবাহীর রোধ (R) অপরিবর্তিত থাকে।
H ∝ t [ যখন I এবং R ধ্রুবক। ]
17. 440 ওহম রোধের বাতিকে 220 ভোল্ট মেইনসে 10 ঘণ্টার জন্য যুক্ত করা হল। ব্যায়িত তড়িৎ শক্তির পরিমান BOT এককে নির্ণয় করো। [MP-17]
উঃ- রোধ, R=440 ohm , বিভব প্রভেদ, V=220
ক্ষমতা (P) =V2/R , বা, P= (220×220)/440 ওয়াট।
P= 110 ওয়াট।
অতএব, ব্যায়িত তড়িৎশক্তি = (110×10) ওয়াট-ঘণ্টা।
= 1100 ওয়াট-ঘণ্টা।
= (1100/1000) = 1.1 কিলোওয়াট-ঘণ্টা।
= 1.1 BOT
18. একটি বাড়িতে দুটি 60ওয়াট বাতি এবং দুটি 80 ওয়াটের পাখা আছে। বাতি ও পাখা গুলি দৈনিক 5 ঘণ্টা করে চলে। প্রতি ইউনিটের দাম 4 টাকা হলে, এক মাসে কত খরচ হবে? [MP-18 ]
উঃ- দুটি বাতি ও পাখার মোট ক্ষমতা
= 2(60+80) ওয়াট।
= 280 ওয়াট।
প্রতিদিন 5 ঘণ্টা করে চললে, এক মাসে চলে 5×30 = 150 ঘণ্টা।
অতএব, ব্যায়িত ইউনিট = (280×150)/1000 কিলোওয়াট -ঘণ্টা।
= 42 কিলোওয়াট -ঘণ্টা।
=42 BOT
অতএব, এক মাসে খরচ হবে = (4×42) = 168 টাকা .
19. তড়িৎ চালক বল ও বিভব প্রভেদের মধ্যে একটি সাদৃস্য ও একটি বৈশাদৃশ্য উল্লেখ করো। [MP-00]
উঃ- সাদৃশ্যঃ তড়িৎ চালক বল ও বিভব প্রভেদ উভয়েরই SI একক ভোল্ট।
বৈসাদৃশ্যঃ– তড়িতচালক বল বর্তনীর রোধের ওপর নির্ভর করে না। কিন্তু বিভব প্রভেদ বর্তনীর রোধের ওপর নির্ভর করে ।
20. একমুখী তড়িৎপ্রবাহ (AC) ও পরিবর্তী তড়িৎপ্রবাহ (DC) কাকে বলে ?
একমুখী তড়িৎপ্রবাহ (AC) ঃ– যদি একটি পরিবাহীতে তড়িৎপ্রবাহের অভিমুখ সময়ের সঙ্গে অপরিবর্তিত থাকে তাহলে সেই তড়িৎপ্রবাহকে একমুখী তড়িৎপ্রবাহ বলে।
পরিবর্তী তড়িৎপ্রবাহ (DC)ঃ- যদি একটি পরিবাহীতে তড়িৎপ্রবাহের অভিমুখ নির্দিষ্ট সময় অন্তর পূর্বের বিপরীত হয় এবং তড়িৎপ্রবাহের মান নির্দিষ্ট হারে পরিবর্তিত হয় তাহলে সেই তড়িৎপ্রবাহকে পরিবর্তী তড়িৎপ্রবাহ বলে।
21. মুক্ত বর্তনীতে তড়িৎ- কোশের তড়িৎচালক বলের সংজ্ঞা দাও। [MP-22]
উঃ- মুক্ত বর্তনীতে কোনো তড়িৎ কোশের দুটি মেরুর মধ্যে যে বিভব পার্থক্য থাকে, তাকে ওই কোশের তড়িৎ চালক বল বলে। অথবা,
মুক্ত বর্তনীতে কোনো তড়িৎ কোশের ভেতরে একক ধনাত্মক আধানকে নিন্ম বিভবের পাত থেকে উচ্চ বিভবের পাতে নিয়ে যেতে যে পরিমান কার্য করতে হয়, তাকে ওই কোশের তড়িৎ চালক বল বলে। তড়িৎ চালক বলের SI একক বা ব্যবহারিক একক হল ভোল্ট।
22. ‘240V-60W’ ও ‘240V-100W’ রেটিং এর দুটি বৈদ্যুতিক বাতিকে শ্রেণিকে সমবায়ে যুক্ত করা হলে কোন বাতিটি অধিকতর উজ্জ্বল ভাবে জ্বলবে? [MP-22]
🧠 ব্যাখ্যা:
দুটি ভিন্ন ক্ষমতার (watt) বৈদ্যুতিক বাতিকে যখন শ্রেণী সংযোগে (Series Combination) যুক্ত করা হয়, তখন উভয় বাতিতে সমান তড়িৎ প্রবাহমাত্রা (Current) প্রবাহিত হয়।
তাপ বা উজ্জ্বলতা নির্ভর করে প্রতি সেকেন্ডে ব্যয়িত শক্তি অর্থাৎ: P=I2RP = I^2 RP=I2R
শ্রেণী সংযোগে III একই থাকে, তাই উজ্জ্বলতা নির্ভর করে রোধের উপর।
রোধ R=V2PR = \frac{V^2}{P}R=PV2
✅ সুতরাং,
- 60W বাতির রোধ > 100W বাতির রোধ
- যেহেতু P=I2RP = I^2 RP=I2R, এবং R বেশি, তাই 60W বাতিতে উৎপন্ন তাপ তথা উজ্জ্বলতা বেশি হবে।
✅ উত্তর:
60W-এর বাতিটি অধিকতর উজ্জ্বলভাবে জ্বলবে।
24. ইলেকট্রিক মোটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরীত হয়? গৃহস্থালির বৈদ্যুতিক লাইনে বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক পাখা, রেফ্রিজারেটর ইত্যাদি সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয় কেন? [MP-22]
উঃ- ◪ ইলেকট্রিক মোটরে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।
◪ 11 নং প্রশ্মের উত্তর দেখো।
25. ওহম এর সূত্রটি বিবৃত করো। কোনও পরিবাহীর দুই প্রান্তে 10V বিভব প্রভেদ প্রয়োগ করলে 0.1A তড়িৎ প্রবাহমাত্রা হয়। পরিবাহীর রোধ নির্ণয় করো। [MP-22]
উঃ- ◪ নং প্রশ্মের উত্তর দেখো।
◪ পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ (V) = 10 V এবং প্রবাহমাত্রা (I) = 0.1 A
পরিবাহীর রোধ = R হলে,
ওহমের সূত্রানুযায়ী, V = I.R, R=(V/I)=(10/0.1)= 100 Volt
More Questions:
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: (মান – 2) Madhyamik Physical Science Suggestion – চলতড়িৎ (অধ্যায়-৬) প্রশ্নউত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন
- পজিটিভ এবং নেগেটিভ তড়িৎ কীভাবে উৎপন্ন হয় ?
উত্তরঃ কোনো মৌলিক পদার্থের সুস্থির পরমাণুর মধ্যে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান। ইলেকট্রনগুলি নেগেটিভ বা ঋণাত্মক তড়িৎগ্রস্ত ও প্রোটনগুলি পজিটিভ বা ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা। ইলেকট্রনের হ্রাস-বৃদ্ধির দ্বারা কোনো পদার্থে তড়িৎ এর প্রকৃতি নির্ধারিত হয়। যে পদার্থ থেকে ইলেকট্রন অপসারিত হবে সেটি ধনাত্মক বা পজিটিভ তড়িৎগ্রস্ত এবং যে পদার্থটি ইলেকট্রনের আধিক্য ঘটবে সেটি ঋণাত্মক বা নেগেটিভ তড়িৎগ্রস্ত হবে।
- উচ্চবিভব বলতে কী বোঝো ?
উত্তরঃ উচ্চবিভব: কোনো একটি নির্দিষ্ট ক্ষেত্রে প্রচুর পরিমাণ ধনাত্মক আধান উপস্থিত থাকলে সেই ক্ষেত্রটি উচ্চবিভবে আছে বলা হয়।
- সিজিএস ও এসআই পদ্ধতিতে তড়িৎবিভবের একক কী
উত্তরঃ সিজিএস পদ্ধতিতে তড়িৎবিভবের একক esu বা স্যাটভোল্ট। এস আই পদ্ধতিতে তড়িৎ বিভবের একক ভোল্ট।
- দুটি বিন্দুর বিভবপার্থক্য 100 ভোল্ট বলতে কী বোঝো ?
উত্তরঃ দুটি বিন্দুর বিভবপার্থক্য 100 ভোস্ট বলতে বোঝায় এই যে, এক বিন্দু থেকে অপর
বিন্দুতে এক কুলম্ব ধনাত্মক তড়িদাধানকে নিয়ে যেতে 100 জুল কার্য করতে হয়।
- কোনো কোশের তড়িচালক বল বলতে কী বোঝো ?
উত্তরঃ তড়িৎচালক বল (EMF): যার প্রভাবে বা যে কারণে তড়িৎ বর্তনীর কোনো অংশে রাসায়নিক শক্তি বা অন্য কোনো শক্তি তড়িৎশক্তিতে রূপান্তরিত হয়ে বিভব পার্থক্যের সৃষ্টি করে, তাকে তড়িচালক বল ।
- ‘একটি কোশের তড়িচালক বল 1.5 ভোল্ট-এর অর্থ কী ?
উত্তরঃ কোনো কোশের তড়িচালক বল 1.5 ভোল্ট বলতে বোঝায় যে, কোশটির ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে 1 কুলম্ব তড়িদাধান নিয়ে যেতে 1.5 জুল কার্য করতে হয়।
- ‘তড়িৎ প্রবাহমাত্রা’ কাকে বলে ?
উত্তরঃ পরিবাহীর যে-কোনো প্রথচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ড যে পরিমাণ ধনাত্মক আধান প্রবাহিত হয় তাকে ওই পরিবাহীর তড়িৎ প্রবাহমাত্রা বলে।
- তড়িৎ প্রবাহমাত্রার ব্যবহারিক এককের সংজ্ঞা দাও ।
উত্তরঃ তড়িৎ প্রবাহমাত্রার ব্যবহারিক একক অ্যাম্পিয়ার।
আাম্পিয়ার: কোনো পরিবাহীর যে-কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেণ্ডে এক কুলম্ব তড়িৎ প্রবাহিত হলে ওই তড়িৎ প্রবাহমাত্রাকে এক অ্যাম্পিয়ার বলে।
- সমপ্রবাহের সংজ্ঞা দাও এর উৎস কী ?
উত্তরঃ সমগ্রবাহু : তড়িৎপ্রবাহ যদি সব সময় একই দিকে হয়, তবে সেই তড়িৎপ্রবাহকে সমপ্রবাহ বলে। এর উৎস তড়িৎ কোশ।
- ওহমের সূত্রটিকে লেখচিত্রের সাহায্যে প্রমাণ করো
উত্তরঃ ওহমের সূত্রটিকে লেখচিত্রে প্রকাশ করলে এটি একটি মূলবিন্দুগামী সরলরেখা হয়। অনুভূমিক অক্ষ বরাবর বিভব (V) ও উল্লম্ব অক্ষ বরাবর প্রবাহমাত্রা (I) নির্দেশ করে অঙ্কিত সরলরেখার নীতির অন্যোন্যক পরিবাহীটির রোধের মান নির্দেশ করে।
- পরিবাহীর রোধ পরিবাহীর উপাদান ও উষ্ণতা উপর কীভাবে নির্ভর করে ?
উত্তরঃ পরিবাহীর উপাদান ; পরিবাহীর উষ্ণতা দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ অপরিবর্তিত রেখে যদি উপাদান পরিবর্তন করা হয় রোধও পরিবর্তিত হয়। যেমন— সমউষ্ণতা সমদৈর্ঘ্য ও সমপ্রস্থচ্ছেদের রুপার তারের রোধ তামার তারের রোধের চেয়ে কম।
- তামার রোধাক 1.78 106 ওহম-সেমি বলতে কী বোঝো ?
উত্তরঃ ‘তামার রোধাঙ্ক 1.78 x 10-6 ওহম-সেমি’ বলতে বোঝায় যে, নির্দিষ্ট তাপমাত্রায় এক সেন্টিমিটার বহুবিশিষ্ট একটি তামার ঘনকের দুটি বিপরীত তলের মাঝের রোধ 1.78 x 10-6 ওহম।
- দৈনন্দিন জীবনে ব্যবহৃত কয়েকটি পরিবাহী ও অন্তরকের উদাহরণ দাও।
উত্তরঃ দৈনন্দিন জীবনে ব্যবহৃত পরিবাহীগুলি হল— লোহা লোহার সংকর ধাতু, তামা সোনা ইত্যাদি। অন্তরকগুলি হল- কাচ, রবার, কাগজ, পিভিসি ইত্যাদি।
- উষ্ণতার সঙ্গেগ অতিপরিবাহীর রোধাকের পরিবর্তনের লেখচিত্র কীরূপ হবে ?
উত্তরঃ উষ্ণতা সঙ্গে অতিপরিবাহীর রোধাঙ্কের পরিবর্তনের লেখচিত্র দেখানো হল।
- একটি পরিবাহীতে তড়িপ্রবাহের ফলে যে তাপ উৎপন্ন হয় তা কীসের উপর নির্ভর করে?
উত্তরঃ পরিবাহীতে উৎপন্ন তাপ- (i) পরিবাহীর তড়িৎ প্রমাহমাত্রা, (ii) পরিবাহীর রোধ (iii) তড়িৎপ্রবাহের সময়ের উপর নির্ভর করে।
- সমপ্ৰথচ্ছেদ বিশিষ্ট একটি লম্বা ও একটি ছোটো তামার তারের মধ্য দিয়ে একই সময় একই পরিমাণ তড়িৎ পাঠালে কোন তারটি বেশি উত্তপ্ত হবে ও কেন ?
উত্তরঃ সমপ্রথচ্ছেদ বিশিষ্ট একটি লম্বা ও একটি ছোটো তামার তারের মধ্য দিয়ে একই সময় একই পরিমাণ তড়িৎ পাঠালে লম্বা তারটি বেশি উত্তপ্ত হবে।
কারণ আমরা জানি, = অর্থাৎ একই উপাদান ও একই বিশিষ্ট তারের রোধ ওর দৈর্ঘ্যের সমানুপাতিক। লম্বা তারটির রোধ ছোটো তারটির রোধ অপেক্ষা বেশি হয়। আবার জুলের সূত্রানুযায়ী, পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা ও তড়িৎপ্রবাহের সময় অপরিবর্তিত থাকলে, পরিবাহীতে উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক হয়। অর্থাৎ, পরিবাহীতে উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক হয়। অর্থাৎ, পরিবাহীর রোধ বেশি হলে ওতে উৎপন্ন তাপের পরিমাণ বেশি হবে। লম্বা তারটির রোধ বেশি হওয়ায় লম্বা তারটি বেশি উত্তপ্ত হবে।
- ইলেকট্রিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন?
উত্তরঃ ইলেকট্রিক হিটারে নাইক্রোম তার ব্যবহারের কারণ
(i) নাইক্রোম হল নিকেল (Ni), ক্রোমিয়াম (Cr) ও লোহার (Fe) সংকর ধাতু। এর গলনাঙ্ক রোধাঙ্ক খুব বেশি হয়। রোধাঙ্ক বেশি হওয়ায় রোধও বেশি। আবার রোধ বেশি হওয়ায় জুলের সূত্রানুযায়ী, তড়িৎপ্রবাহের ফলে তারটিতে বেশি তাপ উৎপন্ন হয়। আর গলনাঙ্ক বেশি হওয়ায় উচ্চ তাপমাত্রাতেও তারটি গলে যায় না।
(ii) উচ্চ উষ্ণতাতেও নাইক্রোম বায়ুর সংস্পর্শে এলে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয় না।
- ফিউজ তারের বৈশিষ্ট্য কী? এটি কেন ব্যবহার করা হয় ?
উত্তরঃ বৈশিষ্ট্য : ফিউজ তারের রোধাঙ্ক উচ্চ মানের এবং গলনাঙ্ক কম।
ব্যবহার : অতিরিক্ত তড়িৎপ্রবাহজনিত ক্ষতি থেকে ফিউজ তার বাড়ির বৈদ্যুতিক লাইন ও লাইনের সঙ্গে যুক্ত যন্ত্রপাতিকে রক্ষা করে।
- শর্ট সার্কিট’ বলতে কী বোঝো ?
উত্তরঃ ‘শর্ট সার্কিট’ : কোনো কারণে কোনো তড়িৎ বর্তনীর লাইন দুটির মধ্যে সরাসরি সংযোগ ঘটলে বর্তনীর রোধ প্রায় শূন্য হয়। একে শর্ট সার্কিট বলা হয়। শর্ট সার্কিট হলে বর্তনীতে প্রবাহমাত্রা খুব বেড়ে যায়। ফলে লাইনে প্রচুর তাপ উৎপন্ন হয়ে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে।
- তড়িৎশক্তির এসআই একক কী? এর সংজ্ঞা দাও।
উত্তরঃ তড়িৎ শক্তির এসআই একক জুল।
জুলঃ 1 কুলম্ব পরিমাণ তড়িৎ আধানকে 1 ভোস্ট বিভবপার্থক্য অতিক্রম করতে যে কার্য করতে হয় তাকে 1 জুল বলে।
- তড়িৎ প্রবাহমাত্রা (I), রোধ (R) ও তড়িৎ ক্ষমতা (P) এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো।
উত্তরঃ তড়িৎ ক্ষমতা =
= উত্তরঃ
আবার ওহমের সূত্রনুযায়ী, বা
- CFL ও LED -র পুরো নাম কী ?
উত্তরঃ CFL-এর পুরো নাম Compact Fluorescent Lamp.
LED -এর পুরো নাম Light Emitting Diode.
- দক্ষিণ হস্ত মুষ্টি সূত্রটি বিবৃত করো।
উত্তরঃ দক্ষিণ হস্ত মুষ্টি সূত্র: একটি তড়িৎবাহী তারকে ডান হাত দিয়ে যদি এমনভাবে মুষ্টিবদ্ধ করা হয় যাতে বুড়ো আঙুল তড়িৎপ্রবাহের অভিমুখ নির্দেশ করে তবে অন্য আগুলগুলির অগ্রভাগ উৎপন্ন চৌম্বকক্ষেত্রের বলরেখার অৰ্থাৎ চৌম্বকক্ষেত্রের অভিমুখ নির্দেশ করবে।
- তড়িৎপ্রবাহের উপর চুম্বকের ক্রিয়া বলতে কী বোঝো ?
উত্তরঃ তড়িৎপ্রবাহের উপর চুম্বকের ক্ৰিয়া : তড়িৎপ্রবাহ যেমন চুম্বকের উপর ক্রিয়া করে চুম্বক মেরুকে বিক্ষিপ্ত করার সময় ওর ওপর একটি বল প্রয়োগ করে। এই কারণে পরিবাহী নিজ অবস্থান থেকে বিক্ষিপ্ত হয়। একেই তড়িৎপ্রবাহের উপর। চুম্বকের ক্রিয়া বলে।
- বার্লোরচন্দ্র পরিবর্তী প্রবাহে কাজ করে না কেন?
উত্তরঃ বার্লোরচক্র পরিবর্তী প্রবাহে (AC)কাজ করে না। কারণ বালোরচক্র তড়িৎপ্রবাহের উপর চুম্বকের ক্রিয়া’ এই নীতির উপর প্রতিষ্ঠিত। চুম্বকক্ষেত্রের অভিমুখ অপরিবর্তিত রেখে তড়িৎপ্রবাহের অভিমুখ বিপরীত দিকে হলে চক্রের ঘূর্ণনের অভিমুখ বিপরীত হবে। পরিববর্তী প্রবাহে (AC)তড়িৎ প্রবাহের অভিমুখ প্রতি মুহুর্তে পরিবর্তিত হয়। এক্ষেত্রে চক্রটি একবার একদিকে ও পরে বিপরীত দিকে ঘুরতে চেষ্টা করবে। ফলে চক্রের ঘূর্ণন হবে না। কেবলমাত্র সমপ্রবাহে (DC)-তে বালোরচক্র কাজ করবে।
26.বৈদ্যুতিক মোটরের শক্তি কী কী উপায়ে বাড়ানো যায়?
উত্তরঃ বৈদ্যুতিক মোটরের শক্তি বাড়ানোর উপায় :
(i) আর্মেচারের মধ্যে তড়িৎপ্রবাহের মাত্রা বাড়িয়ে ।
(ii) আর্মেচারের তারের পাকসংখ্যা বাড়িয়ে ।
(iii) ক্ষেত্র চুম্বকের চৌম্বকশক্তি বাড়িয়ে ।
- লেঞ্জের সূত্র বিবৃত করো।
উত্তরঃ লেঞ্জের সূত্র : তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎপ্রবাহের অভিমুখ এমন হয় যে, যে কারণে আবিষ্ট তড়িৎপ্রবাহের সৃষ্টি হয়, আবিষ্ট প্রবাহমাত্রা সর্বদা সেই কারণকে বাধা দেয়।
- পরিবর্তীপ্রবাহ কী? পরিবতী প্রবাহের ক্ষেত্রে প্রবাহমাত্রা সময়-লেখচিত্রটি কীরূপ ?
উত্তরঃ পরিবর্তী প্রবাহ: যে তড়িৎ প্রবাহমাত্রা নির্দিষ্ট সময় অন্তর অভিমুখ পরিবর্তন করে এবং সময়ের সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে মান পরিবর্তন করে তাকে পরিবর্তী প্রবাহ বলে।
- খ্রিপিন প্ল্যাগ কী? এটি কোন কাজে ব্যবহার করা হয়?
উত্তরঃ থ্রি-পিন প্ল্যাগ : যে প্ল্যাগে তিনটি পিনের ব্যবস্থা থাকে তাকে প্লি-পিন প্ল্যাগ বলে। ওপরের বড়ো ছিদ্রটি আর্থ কানেকশনের জন্য ডান দিকের ছিদ্রটি লাইভ তারের এবং বামদিকের ছিদ্রটি নিউট্রাল তারের কানেকশনের জন্য।
- আর্থ তারের বৈশিষ্ট্য কী ?
উত্তরঃ আর্থ তারের বৈশিষ্ট্য : তারের রোধ কম হওয়া উচিত। কারণ তারের মধ্য দিয়ে নির্দিষ্ট সীমার বেশি তড়িৎপ্রবাহ হলে সার্কিটের ফিউজ তারটি পুড়ে গিয়ে লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
- থ্রি -পিন প্লাগ টপের সঙ্গে লাগানো তার তিনটির অন্তরক আবরণের রং কী কী ?
উত্তরঃ বৈদ্যুতিক লাইনে তিনটি অন্তরিত তামার তার ব্যবহৃত হয়। তারগুলিকে চেনার জন্য তারের আবরণের তিনটি আলাদা রং নির্দিষ্ট করা হয়। একে তারের বর্ণ সংকেত বলে। নতুন আন্তর্জাতিক নিয়মানুসারে লাইভ তারকে বাদামি, নিউট্রাল তারকে হালকা নীল ও আর্থ তারকে সবুজ বা হলুদ বর্ণের করা হয়।
দীর্ঘ প্রশ্নোত্তর : (মান – 3) Madhyamik Physical Science Suggestion – চলতড়িৎ (অধ্যায়-৬) প্রশ্নউত্তর – মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন
- কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি লেখো।
উত্তরঃ মনে করি, দুটি আধান ও পরস্পর থেকে দূরত্বে অবস্থিত। এদের মধ্যে কার্যকর বলের মান F হলে, কুলম্বের সূত্রাণুযায়ী, এবং
বা, (k একটি ধ্রুবক )
- ওহমের সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো।
উত্তরঃ ওহমের সূত্র : উষ্ণতা, উপাদান এবং অন্যান্য ভৌত অবথা অপরিবর্তিত থাকলে, কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভবপার্থক্যের সমানুপাতিক হবে।
ব্যাখ্যা : মনে করি, AB একটি পরিবাহী। পরিবাহীর A প্রান্তের বিভব VA এবং B প্রান্তের বিভব VB মনে করি,
VA > VB ।
সুতরাং, পরিবাহীতে A প্রান্ত থেকে B প্রান্তের দিকে তড়িৎপ্রবাহ হবে, তড়িৎ প্রবাহমাত্রা হলে, ওহমের সূত্রাণুযায়ী, (উষ্ণতা উপাদান ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকে)।
বা, (যদি, ধরা হয়)। বা, পরিবাহীর রোধ)।
- কোশের অভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে ?
উত্তরঃ কোশের অভ্যন্তরীণ রোধ নিম্নলিখিত বিষয়গুলির উপর নির্ভর করে।
(i) তড়িদ্দারদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের উপর : তড়িদ্দারদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বাড়ালে অভ্যন্তরীণ রোধ বৃদ্ধি পায়।
(ii) সক্রিয় তরলের মধ্যে তড়িদ্দারদ্বয়ের নিমজ্জিত অংশের ক্ষেত্রফলের উপরঃ নিমজ্জিত অংশের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে অভ্যন্তরীণ রোধ হ্রাস পায়।
(iii) কোশ মধ্যস্থ সক্রিয় তরলের প্রকৃতির উপরঃ সক্রিয় তরলের পরিবাহিতা বৃদ্ধি পেলে কোশের অভ্যন্তরীণ রোধের মান হ্রাস পায়।
- পরিবাহীর রোধ, প্রথচ্ছেদ ও দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করো।
উত্তরঃ মনে করি, কোনো পরিবাহীর দৈর্ঘ্য প্রথচ্ছেদ রোধ । পরিবাহীর উপাদান, উষ্ণতা অপরিবর্তিত থাকলে ; যখন প্রথচ্ছেদ স্থির।
; যখন দৈৰ্ঘ্য থির ।
সুতরাং, ; যখন এবং উভয়েই পরিবর্তিত।
বা (যেখানে = ধুবক)।
- একটি ধাতব তারের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তারের রোধ ও তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত রেখে তারের দুই প্রান্তের বিভবপ্রভেদ দ্বিগুণ করা হলে তারে উৎপন্ন তাপের কী পরিবর্তন হবে?
উত্তরঃ জুলের সূত্রানুযায়ী, পরিবাহীতে উৎপন্ন তাপ ক্যালোরি।
ওহমের সূত্রানুযায়ী, বা, ∴
রোধ (R) ও তড়িৎপ্রবাহের সময় (t) অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ (H) পরিবাহীর দুই প্রান্তের বিভবপার্থক্যের বর্গের সমানুপাতিক হয়। সুতরাং, পরিবাহীতে উৎপন্ন তাপ প্রথম ক্ষেত্রে উৎপন্ন তাপের বা গুণ হবে।
- কিলোওয়াট-ঘন্টা (KWh) বা BOT একক কাকে বলে?
উত্তরঃ কিলোওয়াট-ঘণ্টা (KWh) বা BOT : এক কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন যন্ত্র এক ঘন্টা চললে যে তড়িৎশক্তি ব্যয় হয়, তাকে 1 কিলোওয়াট-ঘন্টা (KWh) বা 1 বোর্ড অব ট্রেড ইউনিট বা BOT একক বলে।
কিলোওয়াট – ঘন্টা (KWh)।