WB SLST Geography 2025 Oceanography: আপনি যদি WB SLST Geography 2025 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে Oceanography একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এই ব্লগে আমরা নিয়ে এসেছি SLST Geography Oceanography MCQ, Oceanography MCQ in Bengali, এবং SLST Geography Chapter Wise MCQ—যা আপনাকে সঠিকভাবে প্রস্তুতি নিতে সহায়তা করবে।
এছাড়াও থাকছে SLST Oceanography Question Answer, Geography MCQ for SLST 2025, SLST Geography Practice Set, এবং Oceanography for SLST and NET Exam বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য। যারা NET Geography Oceanography MCQ বা SET Geography Oceanography Questions খুঁজছেন, তারাও এই গাইড থেকে উপকৃত হবেন।
আমাদের SLST 2025 Geography Suggestion, SLST Oceanography Mock Test, ও SLST Geography Model Paper 2025 আপনাকে পরীক্ষার আগে আত্মবিশ্বাসী করে তুলবে। চ্যাপ্টারভিত্তিক প্রশ্নোত্তরের মাধ্যমে আপনি পেয়ে যাবেন SLST Geography Topic Wise Questions এবং Oceanography Bengali MCQ—যা আপনাকে পুরো সিলেবাস কাভার করতে সাহায্য করবে।
WB SLST Geography 2025 Oceanography MCQ
চাকরি পরীক্ষায় সফল হতে চাইলে এখনই পড়া শুরু করুন আমাদের Geography SLST MCQ Collection থেকে। প্রস্তুতির সঠিক দিশা পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট!
Table of Contents
🌊 Geography Oceanography SLST/NET/SET
- নিচের কোনটি শীতল স্রোত?
(A) ব্রাজিল স্রোত
(B) জাপান স্রোত
(C) সোমালি স্রোত
(D) বেঙ্গুয়েলা স্রোত ✅ - বহিঃস্রোতের জলের রং কেমন হয়?
(A) গাঢ় সবুজ
(B) গাঢ় নীল ✅
(C) গাঢ় হলুদ
(D) গাঢ় কালো - অন্তঃস্রোতের জলের রং কেমন হয়?
(A) গাঢ় সবুজ ✅
(B) গাঢ় নীল
(C) গাঢ় হলুদ
(D) গাঢ় কালো - জাপানের পশ্চিম উপকূলে কোন স্রোত প্রবাহিত হয়?
(A) আলাস্কার স্রোত
(B) বেরিং স্রোত
(C) সুসিমা স্রোত ✅
(D) কামচাটকা স্রোত - ল্যাব্রাডর উপকুল কোন স্রোতের প্রভাবে সারাবছর উষ্ণতা হ্রাস পায়?
(A) পেরু স্রোত
(B) ক্যানারী স্রোত
(C) ল্যাব্রাডর স্রোত ✅
(D) কুমেবু স্রোত - ক্যারিবিয়ান ও মেক্সিকো উপসাগরের মধ্য দিয়ে প্রবাহিত স্রোতটির নাম কী?
(A) ফকল্যান্ড স্রোত
(B) গিনি স্রোত
(C) জাপান স্রোত
(D) উপসাগরীয় স্রোত ✅ - কোন স্রোতের ফলে নরওয়ে উপকূল বরফমুক্ত থাকে?
(A) বেঙ্গুয়েলা স্রোত
(B) ল্যাব্রাডর স্রোত
(C) ক্যানারী স্রোত
(D) উপসাগরীয় ✅ - ল্যাব্রাডর স্রোত প্রবাহিত হয়–
(A) উত্তর আটলান্টিক থেকে দক্ষিণ আটলান্টিকে
(B) আটলান্টিক থেকে সুমেরু মহাসাগরে
(C) সুমেরু মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগরে ✅
(D) উপরের কোনোটিই নয় - কোন সমুদ্র স্রোতটি প্রশান্ত, আটলান্টিক ও ভারত মহাসাগরে দেখা যায়?
(A) ল্যাব্রাডর স্রোত
(B) কুরোশিও স্রোত
(C) উপসাগরীয় স্রোত
(D) দক্ষিণ নিরক্ষীয় স্রোত ✅ - সমুদ্রের জলে অধিকাংশ দ্রবীভূত উপাদান পাওয়া যায়–
(A) সমুদ্র তলদেশ থেকে
(B) বায়ুমণ্ডল থেকে
(C) সামুদ্রিক জীবের দেহাবশেষ থেকে ✅
(D) উপরের কোনোটিই নয়
জলের লবণতার জন্য সমুদ্রের জলের স্ফুটনাঙ্ক–
(A) স্বাদু জলের তুলনায় কম
(B) স্বাদু জলের তুলনায় বেশি ✅
(C) সমান থাকে
(D) উপরের কোনোটিই নয়
কুরোশিও স্রোত প্রবাহিত হয়–
(A) জাপানের পশ্চিম উপকূল দিয়ে
(B) জাপানের পূর্ব উপকূল দিয়ে ✅
(C) জাপানের দক্ষিণ উপকূল দিয়ে
(D) উপরের কোনোটিই নয়
এক নটিক্যাল মাইল হল–
(A) 5060 ফুট
(B) 5280 ফুট
(C) 6080 ফুট ✅
(D) 6100 ফুট
মরু সাগরের লবণতা কত হয়?
(A) 330%
(B) 220%
(C) 237% ✅
(D) 245%
স্কুল বেষ্টিত সমুদ্রে লবণতার পরিমাণ কেমন হয়?
(A) বেশি হয় ✅
(B) কম হয়
(C) একই থাকে
(D) কোনোটিই নয়
কোন অঞ্চলে সমুদ্রজলে লবণতা সর্বাপেক্ষা কম থাকে?
(A) ক্রান্তীয়
(B) মেরু ✅
(C) মরু
(D) নিরক্ষীয় অঞ্চল
17. সমুদ্রজলের উপরের সর্বাধিক বাষ্পীভবন দেখা যায় কোন অঞ্চলে?
(A) মেরু অঞ্চলে
(B) ক্রান্তীয় অঞ্চলে
(C) নিরক্ষীয় অঞ্চলে ✅
(D) উপকূলীয় অঞ্চলে
🌊 Oceanography MCQ: SLST Geography 2025
18. অক্ষাংশের সাথে সমুদ্রজলের উষ্ণতার সম্পর্ক কেমন?
(A) সমানুপাতিক ✅
(B) ব্যস্তানুপাতিক
(C) কোনো সম্পর্ক নেই
(D) কোনোটিই নয়
19. সূর্যলোক কত মিটার গভীরতায় শোষিত হয়?
(A) 200 মিটার ✅
(B) 300 মিটার
(C) 10000 মিটার
(D) 1000 মিটার
20. সমুদ্রজলের দৈনিক উষ্ণতার প্রসার কত?
(A) 1°C ✅
(B) 3°C
(C) 4°C
(D) 2°C
21. সমুদ্রের 300-1000 মিটার গভীরতার জলের ঘনত্ব দ্রুত হারে বাড়ে থাকে; এই স্তরকে কী বলে?
(A) হ্যালোক্লাইন
(B) থার্মোক্লাইন
(C) পিকনোক্লাইন ✅
(D) হ্যালো জোন
22. সমুদ্রজলের ঘনত্ব হ্রাস পায় কী হলে?
(A) উষ্ণতা-কমলে
(B) উষ্ণতা বাড়লে ✅
(C) লবণতা বাড়লে
(D) চাপ বাড়লে
23. যে কাল্পনিক রেখা সমান লবণতাযুক্ত অঞ্চলকে যুক্ত করে তাকে কী বলে?
(A) আইসোথার্ম
(B) আইসোবার
(C) আইসোহ্যালিন ✅
(D) আইসোহ্যালাইন
24. বাল্টিক সাগরের জল লবণতার পরিমাণ কম হওয়ার কারণ কী?
(A) বাষ্পীভবন বেশি
(B) উন্মুক্ত সমুদ্র
(C) নিম্ন অক্ষাংশের অবস্থান
(D) সবগুলি ✅
25. হিমশৈল গলনের ফলে সমুদ্রজলের লবণতা কেমন হয়?
(A) বৃদ্ধি পায়
(B) হ্রাস পায় ✅
(C) একই থাকে
(D) কোনোটিই নয়
26. কোনটি সমুদ্রজলের লবণতা বৃদ্ধির সহায়ক?
(A) বাষ্পীভবন
(B) বৃষ্টিহীনতা
(C) উপকূল বেষ্টিত
(D) সবগুলি ✅
27. সামুদ্রিক মৎস্য থেকে কোন ভিটামিন পাওয়া যায়?
(A) ভিটামিন A
(B) ভিটামিন B
(C) ভিটামিন C
(D) ভিটামিন D ✅
28. সাফানিয়া তেলক্ষেত্রটি কোন দেশের মহীসোপানে অবস্থিত?
(A) ভারত
(B) কুয়েত
(C) U.S.A
(D) সৌদি আরব ✅
29. মোনাজাইট কোন অঞ্চল থেকে সংগ্রহ করানো হয়?
(A) গভীর সমুদ্র
(B) মহীঢাল
(C) মহীসোপান
(D) সমুদ্রের বেলাভূমি ✅
30. খনিজ তেলের সঞ্চয় সমুদ্রের কোন অঞ্চলে বেশি খুঁজে পাওয়া যায়?
(A) মহীঢাল ✅
(B) মহীসোপান
(C) গভীর সমুদ্রে
(D) গভীর খাতে
31. জাপানের কিউশু দ্বীপে কী সঞ্চিত আছে?
(A) তামা
(B) লোহা
(C) সোনা ✅
(D) হীরক
32. প্রশান্ত মহাসাগরের আকৃতি কেমন?
(A) ত্রিভুজ
(B) চতুর্ভুজ
(C) বহুভুজ ✅
(D) রম্বস
33. আলাস্কার বেরিং প্রণালী সংলগ্ন নতুন উপকূলে কী খনিজ দ্রব্য পাওয়া যায়?
(A) হীরক
(B) সোনা ✅
(C) প্ল্যাটিনাম
(D) টিন
34. ফেরোম্যাঙ্গানিজ মডিউলস কোন মহাসাগরে বেশি পাওয়া যায়?
(A) প্রশান্ত ✅
(B) আটলান্টিক
(C) ভারত
(D) কুমেরু মহাসাগর
35. আটলান্টিক মহাসাগরের গভীরতম খাতটির নাম কী?
(A) কেম্যান খাত
(B) পুয়ের্তোরিকো খাত ✅
(C) সুন্ডা খাত
(D) টোল্যা খাত
36. অন্তঃসাগরীয় ক্যানিয়ন দেখা যায় সমুদ্রের কোন অংশে?
(A) গভীর খাত
(B) মহীসোপান
(C) মহীঢাল ✅
(D) সামুদ্রিক শৈলশিরা
37. আটলান্টিক মহাসাগরের বৃহত্তম বেসিনটির নাম কী?
(A) গিনি ✅
(B) কেপ
(C) উত্তর-পশ্চিম আটলান্টিক
(D) দক্ষিণ-পূর্ব আটলান্টিক
38. আটলান্টিক মহাসাগরের মধ্য সামুদ্রিক শৈলশিরার দক্ষিণ অংশের নাম কী?
(A) ডলফিন উচ্চভূমি
(B) চ্যালেঞ্জার উচ্চভূমি
(C) আটলান্টাস মালভূমি
(D) কার্নেগি শৈলশিরা ✅
39. আটলান্টিক মহাসাগরের অবস্থিত বারমুডা কী জাতীয় দ্বীপের উদাহরণ?
(A) প্রবাল দ্বীপ ✅
(B) আগ্নেয় দ্বীপ
(C) মহাদেশীয় দ্বীপ
(D) কোনোটিই নয়
40. ল্যাব্রাডর বেসিন কোন মহাসাগরে অবস্থিত?
(A) ভারত
(B) কুমেরু
(C) প্রশান্ত
(D) আটলান্টিক মহাসাগর ✅
41. ভারতের কোন রাজ্য সবচেয়ে বেশি লবণ উৎপাদন করে?
(A) কেরালা
(B) গুজরাট ✅
(C) তামিলনাড়ু
(D) পশ্চিমবঙ্গ
42. সমুদ্রের বিভিন্ন উদ্ভিদ থেকে কী উৎপাদন করা হয়?
(A) ফ্লোরিন
(B) ম্যাঙ্গানিজ
(C) পটাশ
(D) আয়োডিন ✅
43. ডায়াটম কী জাতীয় সিন্ধুকর্ণ?
(A) আগ্নেয়
(B) পটাসিয়াম
(C) সিলিকা ✅
(D) প্রবাল
44. ফোরোমিনিফেরা কোন কর্দমে বেশি থাকে?
(A) ডায়াটম
(B) লোহিত ✅
(C) মোবিজারিনা
(D) রেডিওলারিয়ান
45. কোনটি পিলেজিক অবক্ষেপণ নয়?
(A) আগ্নেয় কর্দম
(B) ডায়াটম সিঙ্কাম
(C) লোহিত কর্দম
(D) সবগুলি ✅
46. একটি প্রবাল দ্বীপের উদাহরণ হল—
(A) শ্রীলঙ্কা
(B) মালদ্বীপ ✅
(C) মরিশাস
(D) কোনোটিই নয়
47. নিচের কোনটি ক্যালসিয়াম জাতীয় সিন্ধুকর্ণ?
(A) টেরোপড ✅
(B) আগ্নেয় কর্দম
(C) ডায়াটম
(D) সবগুলি
48. গ্লোবিজারিনা সিন্ধুকর্ণ কোন জাতীয় উপাদানে গঠিত?
(A) আগ্নেয়
(B) লোহা
(C) ক্যালসিয়াম ✅
(D) সিলিকা
49. মহাজাগতিক পদার্থের কী বেশি থাকে?
(A) লোহা ✅
(B) সিলিকা
(C) পটাসিয়াম
(D) সিসা
50. ইয়োপিলেজিক সঞ্চয় কোথায় দেখা যায়?
(A) মহীঢালে
(B) মহীসোপানে
(C) মেরুচতুর্দেশে
(D) গভীর সমুদ্রে ✅
🌊 Oceanography SLST 2025: SLST Geography 2025
51. মধ্য আটলান্টিক শৈলশিরার নিরক্ষরেখার উপরের অংশটি কী নামে পরিচিত?
(A) টেলিগ্রাফ মালভূমি ✅
(B) চ্যালেঞ্জার উচ্চভূমি
(C) ডলফিন উচ্চভূমি
(D) সবগুলি
52. গ্রিনল্যান্ড ও আইসল্যান্ডের মাঝে অবস্থিত মালভূমি নাম কী?
(A) টেলিগ্রাফ মালভূমি ✅
(B) ডলফিন মালভূমি
(C) উত্তর উচ্চভূমি
(D) চ্যালেঞ্জার উচ্চভূমি
53. মধ্য আটলান্টিক শৈলশিরার সর্বোচ্চ অংশ কত ডিগ্রি অক্ষাংশে?
(A) 40° S
(B) 40° N
(C) 30° N ✅
(D) 10° S
54. স্কোশিয়া শৈলশিরা কোন মহাসাগরে দেখা যায়?
(A) উত্তর আটলান্টিক
(B) দক্ষিণ আটলান্টিক ✅
(C) ভারত
(D) প্রশান্ত মহাসাগর
55. মধ্য আটলান্টিক শৈলশিরার সর্বোচ্চ শৃঙ্গার নাম কী?
(A) ডায়াথম উচ্চভূমি
(B) মাউন্ট এভারেস্ট
(C) অ্যাজোরেস পিকো আইল্যান্ড ✅
(D) আল্টারাটশ মালভূমি
56. মধ্য আটলান্টিক শৈলশিরা কোন শিলা দ্বারা গঠিত?
(A) গ্রানাইট
(B) গ্র্যাব্বো
(C) চুনপাথর
(D) ব্যাসল্ট ✅
57. আটলান্টিক মহাসাগরের মোট সমুদ্রখাতের সংখ্যা কয়টি?
(A) 28 টি
(B) 32 টি
(C) 19 টি ✅
(D) 25 টি
58. জোয়ারভাটা দ্বারা অচিরারচিত শক্তি উৎপাদন করা হয়?
(A) মহীঢাল
(B) মহীসোপান
(C) গায়ট
(D) মহীজগ ✅
59. সমুদ্র সম্পদের ভান্ডার সমুদ্রের কোন্ অংশকে বলা হয়?
(A) সমুদ্রখাত
(B) মহীসোপান ✅
(C) সমুদ্রগিরি
(D) গভীর সমুদ্র সমভূমি
60. মহীঢাল সৃষ্টির একটি অন্যতম কারণ কী?
(A) সমুদ্রতরঙ্গ ক্ষয় কাজের অক্ষমতা
(B) উফ শীতল স্রোতের মিলন
(C) উপকূলের উত্থান
(D) সবগুলি ✅
Read More: ইতিহাস SLST 2025 প্রশ্নোত্তর
আপনি কি বাংলা উক্তি, কবিতা ও গল্প পড়তে ভালোবাসেন তাহলে এখনি ক্লিক করুন আমাদের ওয়েবসাইটে www.raateralo.com