---Advertisement---

WB SLST History Suggestion l ইতিহাস SLST 2025: বৈদিক যুগ MCQ প্রশ্ন ও উত্তর

By Siksakul

Published on:

WB SLST History Suggestion l ইতিহাস SLST 2025
---Advertisement---

WB SLST History Suggestion: আপনি যদি WB SLST History 2025 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং বিশেষভাবে বৈদিক যুগ (Vedic Age) নিয়ে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর, সাজেশন, এবং মডেল প্রশ্নপত্র খুঁজছেন, তবে আপনি সঠিক জায়গায় এসেছেন। এই ব্লগে আমরা তুলে ধরবো SLST ইতিহাস 2025 এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈদিক যুগ SLST প্রশ্ন ও উত্তর, SLST ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন, WB SLST History Suggestion, এবং SLST History Bengali Notes। এছাড়াও থাকছে SLST ইতিহাস মক টেস্ট, SLST History Model Question, ও PDF ডাউনলোড লিংক, যাতে আপনার প্রস্তুতি আরও সহজ ও শক্তিশালী হয়।

এই পোস্টে আপনি পাবেন—

আপনার পরীক্ষার প্রস্তুতিকে আরও ফলপ্রসূ করে তুলতে আজই শুরু করুন এই গাইডের মাধ্যমে পড়া। SLST পরীক্ষায় সাফল্য পেতে প্রয়োজন সঠিক সাজেশন, অধ্যয়নপদ্ধতি, এবং সঠিক সময় ব্যবস্থাপনা—সব কিছুই আমরা এই ব্লগে কভার করেছি।

WB SLST History Suggestion l গুরুত্বপূর্ণ বৈদিক যুগ SLST প্রশ্ন ও উত্তর

1. বেদকে ভিত্তি করে উদ্ভব ঘটে –

  • (A) বৈদিক সভ্যতা
  • (B) হরপ্পা সভ্যতা
  • (C) চিন সভ্যতা
  • (D) সুমেরু সভ্যতা।

ঊত্তর:- (A) বৈদিক সভ্যতা

2. আর্য শব্দটি এসেছে –

  • (A) ল্যাটিন
  • (B) কেলটিক
  • (C) পারসিক
  • (D) সংস্কৃত শব্দ থেকে।

ঊত্তর:- (D) সংস্কৃত শব্দ থেকে

3. আর্যরা যে 7 টি ভাষায় কথা বলত তা হল –

  • (A) ইন্দো-ইউরোপীয়
  • (B) ইন্দো-সারসেনীয়
  • (C) ইন্দো-গ্রিক
  • (D) ইন্দো-রোমানীয়।

ঊত্তর:- (A) ইন্দো-ইউরোপীয়

4. আর্যরা ভারতের প্রাচীন অধিবাসীদের বলত –

  • (A) ব্রাহ্মণ বা ক্ষত্রিয়
  • (B) বৈশ্য বা শূদ্র
  • (C) দাস বা দস্যু
  • (D) এগুলির কোনোটিই নয়।

ঊত্তর:- (C) দাস বা দস্যু

5. অধিকাংশ পণ্ডিতরা মনে করেন আর্যরা ভারত -এ এসেছিল –

  • (A) পারস্য থেকে
  • (B) ইরান থেকে
  • (C) ইউরোপ থেকে
  • (D) ইরাক থেকে।

ঊত্তর:- (C) ইউরোপ থেকে

6. আর্য কথার অর্থ হল –

  • (A) সৎবংশজাত
  • (B) সত্যবংশজাত
  • (C) A + B দুটোই
  • (D) কোনোটিই নয়।

ঊত্তর:- (A) সৎবংশজাত

7. আর্যরা মোট কটি ভাষায় কথা বলত? –

  • (A) পাঁচটি
  • (B) ছয়টি
  • (C) সাতটি
  • (D) আটটি।

ঊত্তর:- (C) সাতটি

8. বৈদিক সভ্যতা কী ধরনের সভ্যতা? –

  • (A) গ্রামকেন্দ্রিক
  • (B) শহরকেন্দ্রিক
  • (C) নগরকেন্দ্রিক
  • (D) রাষ্ট্রকেন্দ্রিক।

ঊত্তর:- (A) গ্রামকেন্দ্রিক

9. আর্যদের আদি বাসস্থান উরাল পর্বতের দক্ষিণে কিরঘিজের তৃণভূমিতে’ বলেছেন –

  • (A) অধ্যাপক গহিলস
  • (B) অধ্যাপক ব্যান্ডেন স্টাইন
  • (C) অধ্যাপক হার্ট
  • (D) পণ্ডিত শক্তিনাথ ঝা।

ঊত্তর:- (B) অধ্যাপক ব্যান্ডেন স্টাইন

10. আর্যদের প্রাচীন সাহিত্য ঋকবেদ রচিত হয় –

  • (A) খ্রিষ্টপূর্ব 1400-1000 অব্দ
  • (B) খ্রিঃ পূর্ব 1000-600 অব্দ
  • (C) খ্রিঃ পূর্ব 1500-1000 অব্দ
  • (D) খ্রিষ্টপূর্ব 1500-1400 অব্দ।

ঊত্তর:- (C) খ্রিঃ পূর্ব 1500-1000 অব্দ

11. বিদ কথার অর্থ হল –

  • (A) শিক্ষা
  • (B) জ্ঞান
  • (C) স্মৃতি
  • (D) শ্রুতি।

ঊত্তর:- (B) জ্ঞান

12. গায়ত্রী মন্ত্র রচিত হয়েছে –

  • (A) সামবেদ
  • (B) যদুবেদ
  • (C) অথর্ববেদ
  • (D) ঋগ্বেদ।

ঊত্তর:- (D) ঋগ্বেদ

13. যজ্ঞের সময় স্তোত্রগুলি গীত হত কোন বেদে –

  • (A) ঋক
  • (B) সাম
  • (C) যজু
  • (D) অথর্ব।

ঊত্তর:- (B) সাম

14. ঋকবেদে স্তোত্রের সংখ্যা ছিল –

(A) 1224 বছর

(B) 1228

(C) 1028

(D) 1128।

ঊত্তর:- (C) 1028

15. সৃষ্টির রহস্য, চিকিৎসা বিদ্যা ও বশীকরণ মন্ত্র স্থান পেয়েছে –

(A) সামবেদ

(B) যজুবেদ

(C) ঋকবেদ

(D) অথর্ববেদে।  

ঊত্তর:- (D) অথর্ববেদে

16. উপনিষদের আলোচ্য বিষয় হল –

(A) ভূগোল

(B) দর্শন

(C) ইতিহাস

(D) বিজ্ঞান।

ঊত্তর:-  (B) দর্শন

17. বেদান্তের সংখ্যা ছিল –

(A) 5 টি

(B) 2 টি

(C) 3 টি

(D) 6 টি।

ঊত্তর:- (D) 6 টি

18. ষড় দর্শনের মধ্যে গৌতম রচনা করেন –

(A) যোগশাস্ত্র

(B) ন্যায়শাস্ত্র

(C) সংখ্যাদর্শন

(D) বৈশেষিক দর্শন।  

ঊত্তর:- (B) ন্যায়শাস্ত্র

19. ক্ষাত্রবেদ নামে পরিচিত –

(A) ঋকবেদ

(B) সামবেদ

(C) যজুবেদ

(D) অথর্ববেদ।

ঊত্তর:- (D) অথর্ববেদ

20. বৈদিক যুগ কটি ভাগে বিভক্ত হয়েছে? –

(A) 2টি

(B) 3টি

(C) 4টি

(D) এগুলির কোনোটিই নয়।

ঊত্তর:- (A) 2টি

21. দশরাজার যুদ্ধের নায়ক সুদাস ছিলেন –

(A) পুরু

(B) ভরত

(C) যদু

(D) তুর্বস গোষ্ঠীর।

ঊত্তর:- (B) ভরত

22. দশরাজার যুদ্ধের উল্লেখ আছে –

(A) ঋকবেদে

(B) সামবেদে

(C) রামায়ণে

(D) মহাভারতে।

ঊত্তর:- (A) ঋকবেদে

23. কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হয় –

(A) পরিবার

(B) বিশ

(C) জন

(D) রাষ্ট্র।

ঊত্তর:- (B) বিশ

24. গণপরিষদ সভা ও সমিতি শাসনকার্যে পরামর্শ দিত –

(A) রাষ্ট্রকে

(B) রাজাকে

(C) প্রধানকে

(D) জনগণকে। 

ঊত্তর:- (B) রাজাকে

25. নারীরা অংশগ্রহণ করত –

(A) সভাতে

(B) সমিতিতে

(C) ক্লাবে

(D) এগুলির কোনটিতে নয়।

ঊত্তর:- (B) সমিতিতে

26. দশরাজার যুদ্ধে পরাজিত বিশ্বামিত্র ছিলেন –

(A) পুরোহিত

(B) রাজা

(C) গ্রামনি

(D) সেনানি।

ঊত্তর:- (A) পুরোহিত

27. ঋকবৈদিক যুগে পরিবার ছিল –

(A) পিতৃতান্ত্রিক

(B) মাতৃতান্ত্রিক

(C) অভিজাততান্ত্রিক

(D) রাজতান্ত্রিক।

ঊত্তর:- (A) পিতৃতান্ত্রিক

28. আর্যরা ভারতে প্রথম বসতি গড়ে তোলে –

(A) পঞ্চসিন্ধু অঞ্চলে

(B) সপ্তসিন্ধু অঞ্চলে

(C) A+ B অঞ্চলে

(D) এগুলির কোনোটিই নয়।

ঊত্তর:- (B) সপ্তসিন্ধু অঞ্চলে

29. আর্যরা ভারতে আসে আনুমানিক –

(A) 1000 খ্রিস্টপূর্বাব্দে

(B) 1500 খ্রিস্টপূর্বাব্দে

(C) 1800 খ্রিস্টপূর্বাব্দে

(D) 2000 খ্রিস্টপূর্বাব্দে।

ঊত্তর:- (B) 1500 খ্রিস্টপূর্বাব্দে

30. হস্তিনাপুর কোন রাজ্যের রাজধানী? –

(A) অঙ্গ

(B) মগধ

(C) কুরু

(D) পাঞ্চাল।  

ঊত্তর:- (C) কুরু

31. বৈদিক সমাজ ছিল –

(A) পিতৃতান্ত্রিক

(B) মাতৃতান্ত্রিক

(C) গ্রামকেন্দ্রিক

(D) নগরকেন্দ্রিক।

ঊত্তর:- (A) পিতৃতান্ত্রিক

32. আর্যদের প্রথম তিনবর্ণের মানুষের সেবা করত –

(A) ব্রাহ্মণরা

(B) ক্ষত্রিয়রা

(C) বৈশ্যরা

(D) শূদ্ররা।

ঊত্তর:- (D) শূদ্ররা

33. আর্য সমাজে শ্রেষ্ঠ সম্প্রদায় ছিল – (A) ব্রাহ্মণরা (B) ক্ষত্রিয়রা (C) বৈশ্যরা (D) শূদ্ররা।ঊত্তর:- (A) ব্রাহ্মণরা

34. আর্যদের আশ্রম সংখ্যা ছিল – (A) চারটি (B) আটটি (C) বারোটি (D) ষোলোটি। ঊত্তর:- (A) চারটি

35. চতুরাশ্রমের প্রথম ও শেষ আশ্রম ছিল – (A) গার্হস্থ্য ও বানপ্রস্থ (B) বানপ্রস্থ ও সন্ন্যাস (C) ব্রহ্মচর্য ও সন্ন্যাস (D) গার্হস্থ্য ও সন্ন্যাস। ঊত্তর:-  (C) ব্রহ্মচর্য ও সন্ন্যাস

36. ঋকবৈদিক যুগে আর্যদের সমাজব্যবস্থার ভিত্তি ছিল – (A) পিতা (B) মাতা (C) পরিবার (D) গৃহপতি। ঊত্তর:- (C) পরিবার

37. খকবৈদিক যুগের বিদুষী নারী ছিলেন না – (A) ঘোষা (B) অপালা (C) গার্গী (D) লোপামুদ্রা। ঊত্তর:- (C) গার্গী

38. পরবর্তী বৈদিক যুগের বিদুষী নারীরা হলেন – (A) ঘোষা, অপালা (B) বিশ্ববারা, লোপমুদ্রা (C) গার্গী, মৈত্রেয়ী (D) সরস্বতী, সাবিত্রী।  ঊত্তর:- (C) গার্গী, মৈত্রেয়ী

39. বৈদিক যুগে ‘ভিষক’ বলা হত – (A) শিক্ষকদের (B) চিকিৎসকদের (C) পণ্ডিতদের (D) ব্রাহ্মণদের। ঊত্তর:- (B) চিকিৎসকদের

40. কুসীদ কথার অর্থ ঋণ-এর উল্লেখ আছে – (A) কোরানে (B) বাইবেলে (C) গীতায় (D) বেদে। ঊত্তর:- (D) বেদে

41. বেদে উল্লেখিত ‘বণিজ’ শব্দটির অর্থ হল – (A) বণিকপুত্র (B) সারিপুত্র (C) রাজপুত্র (D) দেবতা পুত্র।ঊত্তর:- (A) বণিকপুত্র

42. বেদে ‘কৃষ্টি’ বলতে বোঝানো হয়েছে – (A) কৃষকদের (B) শ্রমিকদের (C) কারিগরদের (D) শিল্পীদের। ঊত্তর:- (A) কৃষকদের

43. বেদে শত অরিত্রনৌ’ বলতে উল্লেখ করা হয়েছে – (A) শত নৌকা (B) শত জাহাজ (C) শত বন্দুক (D) শতপতিকে। ঊত্তর:- (A) শত নৌকা

44. বেদে উল্লেখিত ‘সুতমা নৌর’ বলতে বোঝায় – (A) ছোট নৌকা (B) বড়ো নৌকা (C) মাঝারি নৌকা (D) এগুলির কোনোটিই নয়।    ঊত্তর:- (B) বড়ো নৌকা

45. আর্যদের বিনিময়ের প্রধান মাধ্যম ছিল – (A) ঘোড়া (B) গোরু (C) কড়ি (D) নিস্ক ও মনা। ঊত্তর:- (B) গোরু

46. বৈদিক যুগে গাভিষ্টি বলা হত – (A) গোরুকে (B) ঘোড়াকে (C) ভেড়াকে (D) মোষকে।  ঊত্তর:- (A) গোরুকে

47. আর্যরা ভারতে প্রথম ধাতুর প্রচলন করে – (A) তামার (B) সোনার (C) রুপার (D) লোহার। ঊত্তর:- (D) লোহার

48. বেদে ‘আয়ুস’ বলা হয়েছে – (A) সোনাকে (B) রূপাকে (C) লোহাকে (D) তামাকে।   ঊত্তর:- (C) লোহাকে

49. খগ্বেদে ‘গোধূম’ বলা হয়েছে – (A) ধানকে (B) গমকে (C) যবকে (D) পাটকে। ঊত্তর:- (B) গমকে

50. ঋক্‌বৈদিক যুগের অর্থনীতির ভিত্তি ছিল – (A) কৃষি (B) পশুপালন (C) শিকার (D) বাণিজ্য। ঊত্তর:-  (B) পশুপালন

51. আর্যসমাজে ‘গ্রামণী’ বলা হত – (A) গ্রামের প্রধানকে (B) সেনার প্রধানকে (C) পুরোহিতকে (D) ব্রাহ্মণকে।ঊত্তর:- (A) গ্রামের প্রধানকে

52. আর্য সমাজে রাজাকে পরামর্শ দিত – (A) ক্লাব, সমিতি (B) সমবায়, সমিতি (C) সভা, সমিতি (D) রাষ্ট্র, সমিতি। ঊত্তর:-  (C) সভা, সমিতি

53. বিশ-এর প্রধানকে বলা হয় – (A) বিশপতি (B) কুলপতি (C) গৃহপতি (D) জনপতি।ঊত্তর:- (A) বিশপতি

54. বৈদিক যুগের শাসকরা উপাধি গ্রহণ করতেন না – (A) সম্রাট (B) সুলতান (C) রাজচক্রবর্তী (D) রাজাধিরাজ। ঊত্তর:- (B) সুলতান

55. দশরাজার যুদ্ধে ভরত গোষ্ঠীর রাজা ছিলেন – (A) সুদাস (B) হরিদাস (C) বিশ্বামিত্র (D) অগ্নিমিত্র।  ঊত্তর:- (A) সুদাস

56. ভরত উপজাতির রাজা সুদাসের পদচ্যুত প্রধান পুরোহিত ছিলেন –

  • (A) বিশ্বামিত্র
  • (B) অগ্নিমিত্র
  • (C) (A+B) উভয়েই
  • (D) এঁদের কেউই নয়।

ঊত্তর:- (A) বিশ্বামিত্র

57. ‘উগ্র’ বলা হত –

  • (A) পদস্থ কর্মচারীকে
  • (B) নিম্নস্থ কর্মচারীকে
  • (C) সেনাপতিকে
  • (D) রাজকর্মচারীকে।

ঊত্তর:- (A) পদস্থ কর্মচারীকে

58. ঋকবৈদিক যুগের দেবতা ছিলেন না –

  • (A) ইন্দ্র, বরুণ
  • (B) অগ্নি, মিত্র
  • (C) বৃহস্পতি, রুদ্র
  • (D) শিব, বিষ্ণু।

ঊত্তর:- (D) শিব, বিষ্ণু

59. ঋকবৈদিকযুগের দেবী ছিলেন না –

  • (A) ঊষা
  • (B) অদিতি
  • (C) অরুন্ধতী
  • (D) সাবিত্রী।  

ঊত্তর:- (C) অরুন্ধতী

60. বৈদিক যুগের যজ্ঞের অন্তর্ভুক্ত নয় –

  • (A) অশ্বমেধ
  • (B) রাজসূয়
  • (C) বিরাট
  • (D) বাজপেয়।  

ঊত্তর:- (C) বিরাট

61. পরবর্তী বৈদিক যুগের দেবতা ছিলেন না –

  • (A) ব্রহ্মা
  • (B) শিব
  • (C) অগ্নি
  • (D) বিষ্ণু।

ঊত্তর:- (C) অগ্নি

62. আর্যদের প্রাচীনতম গ্রন্থ হল –

  • (A) ঋগ্বেদ
  • (B) সামবেদ
  • (C) যজুবেদ
  • (D) অথর্ববেদ।

ঊত্তর:- (A) ঋগ্বেদ

63. ‘শ্ৰুতি’ বলা হয় –

  • (A) বেদকে
  • (B) রামায়ণকে
  • (C) মহাভারতকে
  • (D) বাইবেলকে।

ঊত্তর:- (A) বেদকে

64. বেদকে ‘শ্ৰুতি’ বলা হয় কারণ –

  • (A) শুনে শুনে মুখস্থ
  • (B) পড়ে পড়ে মুখস্থ
  • (C) লিখে লিখে মুখস্থ
  • (D) কানে কানে কণ্ঠস্থ করা হত।    

ঊত্তর:- (A) শুনে শুনে মুখস্থ

65. বেদ রচিত হয়েছিল কোন ভাষায় ? –

  • (A) সংস্কৃত
  • (B) ল্যাটিন
  • (C) কেলটিক
  • (D) গথিক।

ঊত্তর:- (A) সংস্কৃত

67. বেদ কয় ভাগে বিভক্ত ছিল? –

  • (A) দুইভাগে
  • (B) চারভাগে
  • (C) পাঁচভাগে
  • (D) ছয়ভাগে।

ঊত্তর:- (B) চারভাগে

68. প্রতিটি বেদ কয়ভাগে বিভক্ত ছিল? –

  • (A) দুই ভাগে
  • (B) তিনভাগে
  • (C) চার ভাগে
  • (D) এগুলির কোনোটিই নয়।

ঊত্তর:- (C) চার ভাগে

69. বেদের ক্রিয়াকাণ্ডের বর্ণনা আছে –

  • (A) ব্রাহ্মণ ও সংহিতায়
  • (B) আরণ্যক ও উপনিষদে
  • (C) ছন্দ ও ব্যাকরণে
  • (D) জ্যোতিষ ও কল্পে।

ঊত্তর:- (A) ব্রাহ্মণ ও সংহিতায়

70. বেদের দার্শনিক ব্যাখ্যা আছে –

  • (A) ব্রাক্ষ্মণ ও সংহিতায়
  • (B) আরণ্যক ও উপনিষদে
  • (C) ছন্দ ও ব্যাকরণে
  • (D) জ্যোতিষ ও কল্পে।

ঊত্তর:- (B) আরণ্যক ও উপনিষদে

71. বেদের শেষভাগকে বা বেদান্তকে বলা হয় –

  • (A) ব্রাহ্মণ
  • (B) সংহিতা
  • (C) আরণ্যক
  • (D) উপনিষদ।

ঊত্তর:-  (D) উপনিষদ

72. উপনিষদে আলোচিত দার্শনিক তত্ত্ব নামে পরিচিত –

  • (A) ন্যায়দর্শন
  • (B) সাংখ্যদর্শন
  • (C) বেদান্ত দর্শন
  • (D) বৈশেষিক দর্শন।

ঊত্তর:- (C) বেদান্ত দর্শন

73. ষড়দর্শনের মধ্যে কপিল রচনা করেন –

  • (A) ন্যায়দর্শন
  • (B) সাংখ্যদর্শন
  • (C) পূর্ব মীমাংসা
  • (D) উত্তর মীমাংসা।

ঊত্তর:- (B) সাংখ্যদর্শন


আপনি কি বাংলা উক্তি, কবিতা ও গল্প পড়তে ভালোবাসেন তাহলে এখনি ক্লিক করুন আমাদের ওয়েবসাইটে www.raateralo.com

---Advertisement---

Related Post

# পদার্থ বিজ্ঞানের ১৪০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Physics GK in Bengali for Competitive Exams

Physics GK in Bengali for Competitive Exams: পদার্থ বিজ্ঞান আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রতিটি কার্যকলাপেই এর প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব রয়েছে। তাই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির ...

Indian States Top in Production l বিভিন্ন পণ্য উৎপাদনে প্রথম রাজ্য সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য

Indian States Top in Production: ভারতের প্রতিটি রাজ্যই কোনো না কোনো কৃষি বা শিল্প পণ্যের উৎপাদনে শীর্ষস্থান ধরে রেখেছে। যেমন কেউ চালে, কেউ গমে, কেউ বা তুলা, চা, ...

📝 50 Important Questions on Modern Russia, Cold War & Russian Revolution

Important Questions on Modern Russia: Are you preparing for UPSC, SSC, WBCS, Railway NTPC, or any other competitive exam that includes Modern History and International Relations? Then this ...

📝 Important Questions and Answers on Industrial Revolution and Socialist Movement – For WBCS, SLST, NET Preparation l শিল্পবিপ্লব ও সমাজতান্ত্রিক আন্দোলন – ১০০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Important Questions and Answers on Industrial Revolution and Socialist Movement: শিল্পবিপ্লব ও সমাজতান্ত্রিক আন্দোলন ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়, যা WBCS, SLST, UGC NET-সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিয়মিতভাবে প্রশ্ন ...

Leave a Comment