WBP 2025 Reasoning Practice Set 08: রাজ্য ও কেন্দ্রীয় সরকারের চাকরির প্রস্তুতির জন্য Reasoning (যুক্তি ও বিশ্লেষণমূলক দক্ষতা) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আপনি যদি WBP Constable, WBP SI, Kolkata Police (KP), Group D, Excise, PSC Clerkship, WBCS Preliminary, Post Office, Railway NTPC, RRB Group D, বা Bank Exams এর মতো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন—তবে এই রিজনিং সেটটি আপনার জন্য অপরিহার্য।
এই ব্লগে আমরা এমন কিছু প্রচলিত ও পরীক্ষাভিত্তিক গুরুত্বপূর্ণ Reasoning প্রশ্নোত্তর প্রদান করছি যা বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নই ভবিষ্যতের পরীক্ষার জন্য সহায়ক হবে।
👉 নিচে দেখে নিন WBP 2025 Reasoning Practice Set 08 এর প্রশ্নোত্তর, যা আপনার প্রস্তুতিকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।
WBP 2025 Reasoning Practice Set 08
এই প্রশ্নগুলো WBP, WBP SI, KP, Group D, PSC Clerk, WBCS Preliminary, Railway, Post Office ও Bank পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1) সাদা : শান্তি : : লাল : ?
✅ উত্তর: (A) হিংস্রতা
ব্যাখ্যা: ‘সাদা’ রঙ শান্তির প্রতীক, তেমনি ‘লাল’ রঙ হিংস্রতা বা রক্তপাতের প্রতীক।
2) আমেরিকা : কংগ্রেস : : ইরান : ?
✅ উত্তর: (C) মজলিস
ব্যাখ্যা: আমেরিকার পার্লামেন্ট = কংগ্রেস, ইরানের পার্লামেন্ট = মজলিস।
3) জয় : অনুপ্রেরণা : : ব্যর্থতা : ?
✅ উত্তর: (D) নৈরাশ্য
ব্যাখ্যা: জয় অনুপ্রেরণা দেয়, আর ব্যর্থতা হতাশা বা নৈরাশ্য সৃষ্টি করে।
4) হংকং : চীন : : ভ্যাটিকান সিটি : ?
✅ উত্তর: (A) রোম
ব্যাখ্যা: হংকং চীনের অংশ, তেমনি ভ্যাটিকান সিটি অবস্থান করে রোমে।
5) রেশম কীট : সিল্ক : : গোখরো : ?
✅ উত্তর: (B) বিষ
ব্যাখ্যা: রেশম কীট সিল্ক তৈরি করে, গোখরো সর্প বিষ ধারণ করে।
6) জীবাণু : ব্যাধি : : যুদ্ধ : ?
✅ উত্তর: (D) ধ্বংস
ব্যাখ্যা: জীবাণুর ফলে ব্যাধি হয়, যুদ্ধের ফলে ধ্বংস হয়।
7) পড়াশোনা : জ্ঞান : : কাজ : ?
✅ উত্তর: (A) অভিজ্ঞতা
ব্যাখ্যা: পড়াশোনার ফলে জ্ঞান আসে, কাজের ফলে অভিজ্ঞতা হয়।
8) চোর : বাড়ি : : জলদস্যু : ?
✅ উত্তর: (B) জাহাজ
ব্যাখ্যা: চোর বাড়িতে চুরি করে, জলদস্যু জাহাজে ডাকাতি করে।
9) পক্ষীবিশারদ : পাখি : : নৃতত্ত্ববিদ : ?
✅ উত্তর: (C) মানবজাতি
ব্যাখ্যা: পক্ষীবিশারদ পাখি নিয়ে গবেষণা করে, নৃতত্ত্ববিদ মানবজাতি নিয়ে।
10) পায়রা : শান্তি : : সাদা পতাকা : ?
✅ উত্তর: (C) আত্মসমর্পণ
ব্যাখ্যা: পায়রা শান্তির প্রতীক, সাদা পতাকা আত্মসমর্পণের প্রতীক।
11) মেকানিক : সাঁড়াশি : : ছুতোর মিস্ত্রি : ?
✅ উত্তর: (D) করাত
ব্যাখ্যা: মেকানিক সাঁড়াশি ব্যবহার করে, ছুতোর মিস্ত্রি করাত ব্যবহার করে।
12) ওষুধ : অসুস্থতা : : বই : ?
✅ উত্তর: (A) অজ্ঞতা
ব্যাখ্যা: ওষুধ অসুস্থতা দূর করে, বই অজ্ঞতা দূর করে।
13) নদী : বাঁধ :: যানবাহন : ?
✅ উত্তর: (A) সিগন্যাল
ব্যাখ্যা: বাঁধ নদীর গতি নিয়ন্ত্রণ করে, সিগন্যাল যানবাহনের গতি নিয়ন্ত্রণ করে।
14) চা : পাতা :: কফি : ?
✅ উত্তর: (B) বীজ
ব্যাখ্যা: চা পাতা থেকে তৈরি হয়, কফি বীজ (bean) থেকে।
15) রক্তস্বল্পতা : রক্ত :: অরাজকতা : ?
✅ উত্তর: (C) সরকার
ব্যাখ্যা: রক্তস্বল্পতা হলে রক্তের অভাব হয়, অরাজকতা হয় সরকারের অভাবে।
16) ব্যাংক : টাকাপয়সা :: পরিবহন : ?
✅ উত্তর: (A) মালপত্র
ব্যাখ্যা: ব্যাংকে টাকা থাকে, পরিবহনে মালপত্র।
17) ব্যাডমিন্টন : কোর্টে :: স্কেটিং : ?
✅ উত্তর: (C) রিং
ব্যাখ্যা: ব্যাডমিন্টন খেলা হয় কোর্টে, স্কেটিং হয় রিঙ্ক বা রিং-এ।
18) ঘড়ি : সময় :: থার্মোমিটার : ?
✅ উত্তর: (D) উষ্ণতা
ব্যাখ্যা: ঘড়ি সময় পরিমাপ করে, থার্মোমিটার উষ্ণতা।
19) অক্সিজেন : দহন :: কার্বন-ডাই-অক্সাইড : ?
✅ উত্তর: (C) নির্বাপণ
ব্যাখ্যা: অক্সিজেন দহনে সাহায্য করে, CO₂ দহন নির্বাপণে সাহায্য করে।
20) প্যাডেল : সাইক্লিং :: দাঁড় : ?
✅ উত্তর: (D) রোয়িং
ব্যাখ্যা: সাইকেল চালাতে প্যাডেল লাগে, নৌকা চালাতে দাঁড় লাগে।
21) গলন : তরল :: হিমায়ন : ?
✅ উত্তর: (C) কঠিন
ব্যাখ্যা: গলন কঠিন থেকে তরল, হিমায়ন তরল থেকে কঠিন।
22) চাঁদ : উপগ্রহ :: পৃথিবী : ?
✅ উত্তর: (C) গ্রহ
ব্যাখ্যা: চাঁদ একটি উপগ্রহ, পৃথিবী একটি গ্রহ।
23) থানা : পুলিশ :: হাসপাতাল : ?
✅ উত্তর: (B) ডাক্তার
ব্যাখ্যা: থানায় পুলিশ থাকে, হাসপাতালে ডাক্তার।
24) তৃষ্ণা : জল :: ক্ষুধা : ?
✅ উত্তর: (B) খাদ্য
ব্যাখ্যা: তৃষ্ণা মেটাতে জল, ক্ষুধা মেটাতে খাদ্য।
25) চোখ : রেটিনা :: কর্ণ : ?
✅ উত্তর: (B) ককলিয়া
ব্যাখ্যা: রেটিনা চোখের গুরুত্বপূর্ণ অংশ, ককলিয়া কর্ণের শ্রবণ অংশ।
26) নিরক্ষরতা : শিক্ষা :: বন্যা : ?
✅ উত্তর: (D) বাঁধ
ব্যাখ্যা: শিক্ষা নিরক্ষরতা দূর করে, বাঁধ বন্যা রোধ করে।
27) অক্সিজেন : মানুষ :: জল : ?
✅ উত্তর: (B) মাছ
ব্যাখ্যা: মানুষ বাঁচতে অক্সিজেনের প্রয়োজন, মাছ বাঁচতে জলের প্রয়োজন।
28) ক্রয় : বিক্রয় :: দেওয়া : ?
✅ উত্তর: (C) নেওয়া
ব্যাখ্যা: ক্রয়-বিক্রয় পরস্পরবিরোধী সম্পর্ক; তেমনি দেওয়া-নেওয়াও।
29) জাহাজ : সমুদ্র :: বিমান : ?
✅ উত্তর: (C) আকাশ
ব্যাখ্যা: জাহাজ চলে সমুদ্রে, বিমান চলে আকাশে।
30) ফিলিপস : হল্যান্ড :: নোকিয়া : ?
✅ উত্তর: (C) ফিনল্যান্ড
ব্যাখ্যা: ফিলিপস কোম্পানি হল্যান্ডের, নোকিয়া ফিনল্যান্ডের।
31) অনিদ্রা : লেড :: মিনামাটা : ?
✅ উত্তর: (A) পারদ
ব্যাখ্যা: লেড (সীসা) থেকে অনিদ্রা রোগ হয়, পারদ থেকে মিনামাটা রোগ।
32) আয়তন : লিটার :: শক্তি : ?
✅ উত্তর: (A) জুল
ব্যাখ্যা: আয়তনের একক লিটার, শক্তির একক জুল।
33) তির : ধনুক :: ? : বন্দুক
✅ উত্তর: (D) বুলেট
ব্যাখ্যা: ধনুক থেকে তির বের হয়, বন্দুক থেকে বুলেট।
34) মেনিনজাইটিস : মস্তিষ্ক :: সিরোসিস : ?
✅ উত্তর: (B) যকৃত
ব্যাখ্যা: মেনিনজাইটিস আক্রান্ত করে মস্তিষ্ক, সিরোসিস আক্রান্ত করে যকৃত।
35) মানুষ : জীবনী :: রাষ্ট্র : ?
✅ উত্তর: (D) ইতিহাস
ব্যাখ্যা: মানুষের জীবনের বিবরণ জীবনী, রাষ্ট্রের বিবরণ ইতিহাস।
36) ন্যাপথলিন : কাপড় :: অ্যান্টিবায়োটিক : ?
✅ উত্তর: (B) জীবাণু
ব্যাখ্যা: ন্যাপথলিন কাপড়কে পোকা থেকে রক্ষা করে, অ্যান্টিবায়োটিক জীবাণু ধ্বংস করে।
37) অর্কেস্ট্রা : সঞ্চালক :: দল : ?
✅ উত্তর: (A) অধিনায়ক
ব্যাখ্যা: অর্কেস্ট্রার নেতৃত্ব দেয় সঞ্চালক, দলের নেতৃত্ব দেয় অধিনায়ক।
38) সুদ : মহাজন :: বেতন : ?
✅ উত্তর: (B) কর্মচারী
ব্যাখ্যা: মহাজন সুদ নেয়, কর্মচারী বেতন পায়।
39) কয়লা : তাপ :: মোমবাতি : ?
✅ উত্তর: (D) আলো
ব্যাখ্যা: কয়লা তাপ দেয়, মোমবাতি আলো দেয়।
40) ফল : কলা :: স্তন্যপায়ী : ?
✅ উত্তর: (B) গরু
ব্যাখ্যা: কলা হলো এক ধরনের ফল, গরু হলো এক ধরনের স্তন্যপায়ী প্রাণী।
41) শীত : তাপ : : ক্ষুধা : ?
✅ (B) খাদ্য
ব্যাখ্যা: শীত দূর করতে লাগে তাপ, ক্ষুধা দূর করতে লাগে খাদ্য।
42) আগুন : ধোঁয়া : : বাষ্প : ?
✅ (C) জল
ব্যাখ্যা: আগুনের ফলে ধোঁয়া হয়, বাষ্প ঘনীভবন হলে জল হয়।
43) মাছ : জল : : পাখি : ?
✅ (A) আকাশ
ব্যাখ্যা: মাছ জলে বাস করে, পাখি আকাশে উড়ে।
44) চিকিৎসক : হাসপাতাল : : অধ্যাপক : ?
✅ (C) বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা: চিকিৎসক কাজ করেন হাসপাতালে, অধ্যাপক কাজ করেন বিশ্ববিদ্যালয়ে।
45) সাইকেল : ঘোড়া : : জাহাজ : ?
✅ (D) তিমি
ব্যাখ্যা: সাইকেল ও ঘোড়া উভয়েই যাতায়াতের মাধ্যম, জাহাজ ও তিমি পানির যান ও প্রাণী।
46) কাগজ : বই : : তুলো : ?
✅ (B) কাপড়
ব্যাখ্যা: কাগজ দিয়ে বই তৈরি হয়, তুলো দিয়ে কাপড়।
47) চিত্রশিল্পী : তুলি : : সঙ্গীতশিল্পী : ?
✅ (D) গলা
ব্যাখ্যা: চিত্রশিল্পীর মূল মাধ্যম তুলি, সঙ্গীতশিল্পীর গলা (স্বর)।
48) শিক্ষক : বিদ্যালয় : : কসাই : ?
✅ (C) কসাইখানা
ব্যাখ্যা: শিক্ষক বিদ্যালয়ে কাজ করেন, কসাই কাজ করেন কসাইখানায়।
49) শিং : গরু : : ঠোঁট : ?
✅ (A) পাখি
ব্যাখ্যা: শিং গরুর অঙ্গ, ঠোঁট পাখির অঙ্গ।
50) রাত : তারা : : দিন : ?
✅ (B) সূর্য
ব্যাখ্যা: রাতে তারা দেখা যায়, দিনে সূর্য দেখা যায়।