Important Questions on European History: Are you preparing for competitive exams like UPSC, SSC, PSC, or other government job tests where European history from 1870 to 1920 plays a major role in the syllabus? Then this blog is your perfect guide!
Here, we’ve covered European history important questions, especially focusing on topics like the Unification of Germany and Italy, the causes and effects of World War I, the important treaties, revolutions, and major political changes in 19th and early 20th century Europe. This European history (1870–1920) MCQ set is designed to help you boost your historical knowledge and score well in exams.
এই ব্লগটিতে আপনি পাবেন ১৮৭০ থেকে ১৯২০ সাল পর্যন্ত ইউরোপের ইতিহাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেগুলি SSC, UPSC, PSC সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমরা আলোচনা করেছি – প্রথম বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল, জার্মানি ও ইতালির একীকরণ, ইউরোপীয় বিপ্লব, গুরুত্বপূর্ণ চুক্তি, এবং আরও অনেক কিছু।
Table of Contents
Whether you’re looking for a PDF of European History MCQs, a History GK bank, or preparing for modern European history in Bengali – this guide will help you get an edge. Let’s dive into the most exam-relevant historical events of Europe between 1870 and 1920 — all in one place, at a glance!
Important Questions on European History (1870–1920) for Competitive Exams
২১. ‘ইতিহাসের গতিকে চালিত করে কার্ল মার্ক্সের মতে কী?’
উঃ শ্রেণী সংগ্রাম
২২. ‘এক্সপ্লয়টেশন’ বলতে কী বোঝায়?
উঃ শ্রমিকদের শ্রম থেকে পুঁজিপতিদের মুনাফা
২৩. মার্ক্সবাদী মতাদর্শে রাষ্ট্র কিসের প্রতিফলন?
উঃ শাসক শ্রেণীর শোষণের যন্ত্র
২৪. বলশেভিক পার্টি গঠিত হয় কোথায়?
উঃ রাশিয়া
২৫. বলশেভিকদের নেতা কে ছিলেন?
উঃ ভ্লাদিমির লেনিন
২৬. মেনশেভিকদের নেতা কে ছিলেন?
উঃ জুলিয়াস মার্তভ
২৭. রাশিয়ার ফেব্রুয়ারি বিপ্লব কবে ঘটে?
উঃ ১৯১৭ সালের মার্চ মাসে (জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ফেব্রুয়ারি)
২৮. রাশিয়ার অক্টোবর বিপ্লব কবে ঘটে?
উঃ ১৯১৭ সালের নভেম্বর মাসে (জুলিয়ান অনুযায়ী অক্টোবর)
২৯. ফেব্রুয়ারি বিপ্লবের ফলে কে ক্ষমতা ছাড়তে বাধ্য হন?
উঃ জার দ্বিতীয় নিকোলাস
৩০. অক্টোবর বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসে কোন দল?
উঃ বলশেভিক পার্টি (কমিউনিস্ট পার্টি)
১. জার্মান একীকরণ কার নেতৃত্বে সম্পন্ন হয়?
উঃ অটো ভন বিসমার্ক
২. জার্মানির একীকরণ কবে সম্পন্ন হয়?
উঃ ১৮৭১ সালে
৩. জার্মানির সম্রাট কে হন ১৮৭১ সালে?
উঃ দ্বিতীয় উইলহেল্ম (কাইজার উইলহেল্ম I)
৪. ইটালির একীকরণে প্রধান নেতা কে ছিলেন?
উঃ গ্যারিবল্ডি ও কাভুর
৫. ইটালির একীকরণ সম্পন্ন হয় কবে?
উঃ ১৮৭০ সালে
৬. ‘রক্ত ও লোহা নীতি’ কার ছিল?
উঃ বিসমার্কের
৭. জার্মান সাম্রাজ্যের রাজধানী কোথায় স্থাপিত হয়?
উঃ বার্লিন
৮. ফ্রাঙ্কো-প্রুশিয়ান যুদ্ধ কবে হয়?
উঃ ১৮৭০-৭১ সালে
৯. ফ্রাঙ্কো-প্রুশিয়ান যুদ্ধের ফলাফল কী হয়?
উঃ ফ্রান্স পরাজিত হয়, এলসাস-লরেন জার্মানির অধীনে যায়
১০. বিসমার্ক কবে চ্যান্সেলর হন?
উঃ ১৮৭১ সালে
১১. বিপ্লবী সমাজতন্ত্রের প্রবক্তা কে?
উঃ কার্ল মার্ক্স
১২. কমিউনিস্ট ম্যানিফেস্টো কবে প্রকাশিত হয়?
উঃ ১৮৪৮ সালে
১৩. কার্ল মার্ক্সের বিখ্যাত গ্রন্থ কোনটি?
উঃ দাস ক্যাপিটাল
১৪. প্রথম আন্তর্জাতিক কবে গঠিত হয়?
উঃ ১৮৬৪ সালে
১৫. প্রথম আন্তর্জাতিকের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উঃ কার্ল মার্ক্স
১৬. দ্বিতীয় আন্তর্জাতিক কবে গঠিত হয়?
উঃ ১৮৮৯ সালে
১৭. সমাজতান্ত্রিক মতাদর্শ কোথা থেকে ছড়িয়ে পড়ে?
উঃ ইউরোপ
১৮. প্যারিস কমিউন কবে গঠিত হয়?
উঃ ১৮৭১ সালে
১৯. প্যারিস কমিউন কতদিন স্থায়ী ছিল?
উঃ ৭২ দিন
২০. প্যারিস কমিউনের পতনের কারণ কী ছিল?
উঃ ফরাসি সরকারের আক্রমণ
৩১. ইটালির রাষ্ট্রীয় একতা কবে সম্পূর্ণ হয়?
উঃ ১৮৭০ খ্রিষ্টাব্দে
৩২. প্যারিস কমিউন কতদিন স্থায়ী ছিল?
উঃ ৭২ দিন
৩৩. ১৮৭১ সালের পর ফ্রান্সের সরকার কী ছিল?
উঃ তৃতীয় প্রজাতন্ত্র
৩৪. ১৮৭১ সালে জার্মান সম্রাটের উপাধি কে গ্রহণ করেন?
উঃ কাইজার উইলহেল্ম I
৩৫. জার্মানির প্রথম চ্যান্সেলর কে ছিলেন?
উঃ অটো ভন বিসমার্ক
৩৬. ফ্রান্স-জার্মানি যুদ্ধের ফল কী হয়েছিল?
উঃ জার্মানি জয়লাভ করে
৩৭. ফ্রাঙ্কো-প্রুশিয়ান যুদ্ধ কবে হয়েছিল?
উঃ ১৮৭০ – ১৮৭১
৩৮. জার্মানির ঐক্যে সবচেয়ে বেশি অবদান কার?
উঃ অটো ভন বিসমার্ক
৩৯. ‘রক্ত ও লৌহ নীতি’ কার দর্শন?
উঃ বিসমার্কের
৪০. আধুনিক জার্মানির প্রতিষ্ঠাতা কে?
উঃ অটো ভন বিসমার্ক
৪১. তিন সম্রাট চুক্তি কবে হয়?
উঃ ১৮৭৩ খ্রিষ্টাব্দে
৪২. ট্রিপল অ্যালায়েন্স কবে গঠিত হয়?
উঃ ১৮৮২
৪৩. ট্রিপল অ্যান্টান্তে কবে গঠিত হয়?
উঃ ১৯০৭
৪৪. বিশ্ববাজার দখলের প্রতিযোগিতা ইউরোপে কী সৃষ্টি করেছিল?
উঃ সাম্রাজ্যবাদ
৪৫. বলকান সংকট কবে শুরু হয়?
উঃ ১৯০৮
৪৬. প্রথম বিশ্বযুদ্ধের প্রধান কারণ কী?
উঃ সাম্রাজ্যবাদ, জোটনীতি, অস্ত্র প্রতিযোগিতা, বলকান সংকট
৪৭. প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?
উঃ ১৯১৪ সালের ২৮ জুলাই
৪৮. প্রথম বিশ্বযুদ্ধ কবে শেষ হয়?
উঃ ১৯১৮ সালের ১১ নভেম্বর
৪৯. সারায়েভো হত্যাকাণ্ড কবে ঘটেছিল?
উঃ ১৯১৪ সালের ২৮ জুন
৫০. সারায়েভো হত্যাকাণ্ডে কে নিহত হন?
উঃ অস্ট্রিয়া-হাঙ্গেরির যুবরাজ ফার্ডিনান্ড
৫১. বিশ্বযুদ্ধে মিত্রশক্তির অন্তর্ভুক্ত দেশগুলি কী কী ছিল?
উঃ ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, পরবর্তীতে যুক্তরাষ্ট্র
৫২. বিশ্বযুদ্ধে কেন্দ্রীয় শক্তির অন্তর্ভুক্ত দেশগুলি কী কী ছিল?
উঃ জার্মানি, অস্ট্রিয়া-হাঙ্গেরি, তুরস্ক, বুলগেরিয়া
৫৩. বিশ্বযুদ্ধে প্রথম গ্যাস ব্যবহার করে কোন দেশ?
উঃ জার্মানি
৫৪. যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয় কবে?
উঃ ১৯১৭ সালে
৫৫. আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসনের ঘোষণাটি কী নামে পরিচিত?
উঃ ১৪ দফা ঘোষণাপত্র
৫৬. প্রথম বিশ্বযুদ্ধের পর কোন চুক্তি স্বাক্ষরিত হয়?
উঃ ভার্সাই চুক্তি (১৯১৯)
৫৭. ভার্সাই চুক্তিতে জার্মানিকে কী করা হয়?
উঃ পরাজিত ঘোষণা, ক্ষতিপূরণ ধার্য, সামরিক সীমাবদ্ধতা
৫৮. লিগ অব নেশনস কবে গঠিত হয়?
উঃ ১৯১৯ সালে
৫৯. লিগ অব নেশনস-এর মূল উদ্দেশ্য কী ছিল?
উঃ বিশ্ব শান্তি রক্ষা
৬০. লিগ অব নেশনস-এর সদর দপ্তর কোথায় ছিল?
উঃ জেনেভা, সুইজারল্যান্ড
৬১. প্রথম বিশ্বযুদ্ধে কোন দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়?
উঃ জার্মানি
৬২. রুশ বিপ্লব কবে ঘটে?
উঃ ১৯১৭
৬৩. জার নিকোলাস II কবে সিংহাসনচ্যুত হন?
উঃ ১৯১৭
৬৪. রাশিয়ার অস্থায়ী সরকার কে গঠন করেন?
উঃ আলেকজান্ডার কেরেনস্কি
৬৫. বলশেভিক বিপ্লবের নেতা কে ছিলেন?
উঃ ভ্লাদিমির লেনিন
৬৬. লেনিন কোন পার্টির নেতা ছিলেন?
উঃ বলশেভিক পার্টি
৬৭. অক্টোবর বিপ্লবের পর রাশিয়া কেমন সরকার গঠন করে?
উঃ সমাজতান্ত্রিক সরকার
৬৮. সোভিয়েত ইউনিয়ন কবে গঠিত হয়?
উঃ ১৯২২
৬৯. বলশেভিক বিপ্লবের প্রধান স্লোগান কী ছিল?
উঃ রুটি, শান্তি ও ভূমি
৭০. কমিন্টার্ন কবে গঠিত হয়?
উঃ ১৯১৯
৭১. সমাজতান্ত্রিক আদর্শ কোন দেশের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে?
উঃ রাশিয়া
৭২. প্রথম বিশ্বযুদ্ধের পরে কোন দুই সাম্রাজ্যের পতন ঘটে?
উঃ অটোমান সাম্রাজ্য ও অস্ট্রিয়া-হাঙ্গেরি সাম্রাজ্য
৭৩. রাশিয়ায় প্রথম মন্ত্রী পরিষদের নাম কী ছিল?
উঃ সোভিয়েত
৭৪. প্রথম বিশ্বযুদ্ধের পর কোন দেশ বিশ্বে শক্তিধর রাষ্ট্র হয়ে ওঠে?
উঃ যুক্তরাষ্ট্র
৭৫. কার নেতৃত্বে জার্মানিতে বিপ্লব হয় ১৯১৮ সালে?
উঃ স্পার্টাকাস আন্দোলনের নেতৃতে
৭৬. বিশ্বযুদ্ধে কোন ফ্রন্টে যুদ্ধ হয়েছে?
উঃ পশ্চিম ফ্রন্ট, পূর্ব ফ্রন্ট, বলকান ফ্রন্ট
৭৭. ট্রিপল অ্যান্টান্তে কোন তিনটি দেশ ছিল?
উঃ ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া
৭৮. ট্রিপল অ্যালায়েন্সে কোন তিনটি দেশ ছিল?
উঃ জার্মানি, অস্ট্রিয়া-হাঙ্গেরি, ইতালি
৭৯. বেলজিয়াম আক্রমণ করে কোন দেশ?
উঃ জার্মানি
৮০. যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে যোগদানের কারণ কী?
উঃ লুসিতানিয়া জাহাজ ডুবানো
৮১. জার্মানির যুদ্ধকালীন সম্রাট কে ছিলেন?
উঃ কাইজার উইলহেল্ম II
৮২. জার্মানির প্রথম গণতান্ত্রিক সরকার কোনটি?
উঃ ওয়েমার রিপাবলিক
৮৩. ‘ব্ল্যাঙ্ক চেক পলিসি’ কার নীতি ছিল?
উঃ জার্মানির
৮৪. ইতালি প্রথম বিশ্বযুদ্ধে কোন পক্ষ নেয়?
উঃ মিত্র শক্তির পক্ষে
৮৫. ‘প্রকাশ্য কূটনীতি’ কাদের দাবি ছিল?
উঃ উড্রো উইলসনের
৮৬. জাতিপুঞ্জ প্রতিষ্ঠার লক্ষ্য কী ছিল?
উঃ বিশ্বে শান্তি স্থাপন
৮৭. জাতিপুঞ্জে কোন দেশ প্রথম স্থায়ী সদস্য ছিল না?
উঃ যুক্তরাষ্ট্র
৮৮. বলকান সংকটের অন্য নাম কী?
উঃ ইউরোপের বারুদের স্তূপ
৮৯. রুশ বিপ্লবের প্রথম ধাপ কী ছিল?
উঃ ফেব্রুয়ারি বিপ্লব
৯০. অক্টোবর বিপ্লব ঘটান কে?
উঃ লেনিনের নেতৃত্বে বলশেভিকরা
৯১. জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন?
উঃ জেনারেল এরিক ড্রামন্ড
৯২. প্রথম বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রধান মিত্র কে ছিল?
উঃ ব্রিটেন ও ফ্রান্স
৯৩. অস্ট্রিয়া-হাঙ্গেরির সাথে সার্বিয়ার যুদ্ধ ঘোষণার কারণ কী ছিল?
উঃ সারায়েভো হত্যাকাণ্ড
৯৪. বলশেভিকরা কোন শ্লোগান নিয়ে বিপ্লব করেন?
উঃ রুটি, শান্তি ও জমি
৯৫. ১৯১৯ সালে প্যারিস শান্তি সম্মেলনের প্রধান নেতা কারা ছিলেন?
উঃ উড্রো উইলসন, ডেভিড লয়েড জর্জ, ক্লেমেন্সো
৯৬. বলকান সংকটের প্রধান কারণ কী?
উঃ জাতিগত দ্বন্দ্ব ও অটোমান সাম্রাজ্যের পতন
৯৭. প্রথম বিশ্বযুদ্ধ শেষে জার্মানির অর্থনৈতিক অবস্থা কেমন ছিল?
উঃ চরম দুর্বল
৯৮. ‘চার্টার অব জাতিপুঞ্জ’ কোথায় গৃহীত হয়?
উঃ ভার্সাই শান্তি সম্মেলনে
৯৯. প্রথম বিশ্বযুদ্ধ কবে ইউরোপে থেমে যায়?
উঃ ১৯১৮ সালের ১১ নভেম্বর
১০০. জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল কোন চুক্তির মাধ্যমে?
উঃ ভার্সাই চুক্তির মাধ্যমে
১০১. ওয়েমার প্রজাতন্ত্র কবে গঠিত হয়?
উঃ ১৯১৯ সালে
১০২. ওয়েমার সংবিধান কবে প্রণীত হয়?
উঃ ১৯১৯ সালে
১০৩. জার্মানির ওয়েমার প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উঃ ফ্রেডরিক এবার্ট
১০৪. ভার্সাই চুক্তিতে জার্মানির জন্য কী ধারা ছিল?
উঃ যুদ্ধের দায় স্বীকার, ক্ষতিপূরণ, সামরিক শক্তি হ্রাস
১০৫. ‘War Guilt Clause’ কোন চুক্তিতে ছিল?
উঃ ভার্সাই চুক্তিতে
১০৬. জাতিপুঞ্জ প্রতিষ্ঠায় প্রধান ভূমিকা কে নিয়েছিলেন?
উঃ উড্রো উইলসন
১০৭. জাতিপুঞ্জ গঠিত হয় কতটি রাষ্ট্রের সম্মতিতে?
উঃ ৪২টি রাষ্ট্র
১০৮. প্রথম বিশ্বযুদ্ধের পর অস্ট্রিয়া-হাঙ্গেরি সাম্রাজ্যের ভাগ কিভাবে হয়?
উঃ অস্ট্রিয়া ও হাঙ্গেরি পৃথক রাষ্ট্র হয়
১০৯. পোল্যান্ড স্বাধীনতা লাভ করে কবে?
উঃ ১৯১৯ সালে
১১০. যুদ্ধ শেষে অটোমান সাম্রাজ্যের ভাগ কিভাবে হয়?
উঃ তুরস্ক ছাড়া বাকি অঞ্চল বিভক্ত হয়ে যায়
১১১. জাতিপুঞ্জের প্রধান উদ্দেশ্য কী ছিল?
উঃ যুদ্ধ প্রতিরোধ ও শান্তি স্থাপন
১১২. প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ইউরোপের রাজনীতির প্রধান বৈশিষ্ট্য কী ছিল?
উঃ সাম্রাজ্যের পতন, গণতান্ত্রিক সরকার, জাতিপুঞ্জ গঠন
আরো পড়ুনঃ

1 thought on “📘 Important Questions on European History (1870–1920) for Competitive Exams l ১৮৭০–১৯২০ ইউরোপের ইতিহাস: পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর”