---Advertisement---

Important Geography GK MCQ in Bengali 2025 l ভূগোল ও সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

By Siksakul

Published on:

---Advertisement---

Important Geography GK MCQ in Bengali: ভূগোল সাধারণ জ্ঞান ২০২৫ ব্লগে স্বাগতম! এখানে আপনি পাবেন Important Geography GK in Bengali 2025, অর্থাৎ ভারতের ও পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, সংক্ষিপ্ত নোটস, এবং MCQ প্র্যাকটিস সেট। এই ব্লগটি বিশেষভাবে তৈরি করা হয়েছে WBCS, Railway Group D, SSC, PSC, এবং Madhyamik পরীক্ষার প্রস্তুতকারীদের জন্য, যাতে তারা সহজভাবে গুরুত্বপূর্ণ ভূগোল বিষয়গুলি এক জায়গায় পেতে পারেন।

এখানে আপনি জানতে পারবেন Geography GK Questions and Answers in Bengali, ভারতের ভূগোল প্রশ্নোত্তর, পশ্চিমবঙ্গ ভূগোল প্রশ্নোত্তর, এবং Geography GK for Competitive Exams 2025 সংক্রান্ত সমস্ত আপডেট তথ্য।
এছাড়াও রয়েছে Geography GK PDF Download, Topic Wise MCQ Set, Quick Facts, এবং Static GK Geography in Bengali, যা পরীক্ষায় সাধারণত আসা প্রশ্নগুলির উপর ভিত্তি করে তৈরি।

এই ব্লগটি হবে আপনার নির্ভরযোগ্য সঙ্গী Geography GK Bengali 2025 Preparation-এ, যেখানে আপনি পাবেন Indian Rivers, Mountains, Climate, Soil, Natural Resources, ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সহজ ভাষায় সংকলিত আকারে। নিয়মিত পড়ুন, প্র্যাকটিস করুন, এবং নিজের সাধারণ জ্ঞানকে আরও শক্তিশালী করে তুলুন।

Important Geography GK MCQ in Bengali

প্রশ্ন ১: সেলুলার জেল কোথায় অবস্থিত?
(ক) মুম্বাই
(খ) আন্দামান-নিকোবর
(গ) কলকাতা
(ঘ) দিল্লী
উত্তর: (খ) আন্দামান-নিকোবর


প্রশ্ন ২: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানীরা ভারতের কোন অঞ্চল দখল করেছিল?
(ক) আন্দামান-নিকোবর
(খ) আগ্রা
(গ) মণিপুর
(ঘ) কলকাতা
উত্তর: (ক) আন্দামান-নিকোবর


প্রশ্ন ৩: সরিস্কা বন্যপ্রাণী অরণ্য কোথায় অবস্থিত?
(ক) আসাম
(খ) মণিপুর
(গ) রাজস্থান
(ঘ) গোয়া
উত্তর: (গ) রাজস্থান


প্রশ্ন ৪: কোন নদীর তীরে গান্ধীনগর অবস্থিত?
(ক) সবরমতী
(খ) গঙ্গা
(গ) ব্রহ্মপুত্র
(ঘ) সিন্ধু
উত্তর: (ক) সবরমতী


প্রশ্ন ৫: ঝাড়খণ্ডের রাজধানীর নাম কী?
(ক) পাটনা
(খ) আগরতলা
(গ) ভুবনেশ্বর
(ঘ) রাঁচি
উত্তর: (ঘ) রাঁচি


প্রশ্ন ৬: ‘সাত পাহাড়ের শহর’ কোনটি?
(ক) সিমলা
(খ) হরিদ্বার
(গ) রোম
(ঘ) পুণে
উত্তর: (গ) রোম


প্রশ্ন ৭: ভারতের বৃহত্তম শহরের নাম কী?
(ক) কলকাতা
(খ) মুম্বাই
(গ) ভূপাল
(ঘ) চেন্নাই
উত্তর: (খ) মুম্বাই

প্রশ্ন ৮: ভারতের প্রধান বন্দর কটি?
(ক) ৭ টি
(খ) ১০ টি
(গ) ১২ টি
(ঘ) ১৪ টি
উত্তর: (গ) ১২ টি


প্রশ্ন ৯: ‘উদ্যান নগরী’ কোন শহর কে বলা হয়?
(ক) কলকাতা
(খ) চেন্নাই
(গ) ভূপাল
(ঘ) ব্যাঙ্গালুরু
উত্তর: (ঘ) ব্যাঙ্গালুরু


প্রশ্ন ১০: মাতলা নদী কোন জেলায় অবস্থিত?
(ক) হুগলী
(খ) নদীয়া
(গ) কলকাতা
(ঘ) দক্ষিণ ২৪ পরগনা
উত্তর: (ঘ) দক্ষিণ ২৪ পরগনা


প্রশ্ন ১১: ‘তরাই’ শব্দের অর্থ কী?
(ক) নদী
(খ) উপত্যকা
(গ) স্যাঁতসেঁতে
(ঘ) পর্বত
উত্তর: (গ) স্যাঁতসেঁতে


প্রশ্ন ১২: বায়ুমণ্ডলে CO₂ এর পরিমাণ কত?
(ক) ৩%
(খ) ০.৩৩%
(গ) ০.৩০%
(ঘ) ০.০৩%
উত্তর: (ঘ) ০.০৩%


প্রশ্ন ১৩: পৃথিবীর মধ্যে দীর্ঘতম পর্বতমালা কোনটি?
(ক) K₂
(খ) হিমালয়
(গ) এভারেস্ট
(ঘ) আন্ডিজ
উত্তর: (ঘ) আন্ডিজ


প্রশ্ন ১৪: কোন নদীকে ‘River of Silver’ বলা হয়?
(ক) গঙ্গা
(খ) যমুনা
(গ) রিও-ডি-লা-প্লাটা
(ঘ) সিন্ধু
উত্তর: (গ) রিও-ডি-লা-প্লাটা

প্রশ্ন ১৫: কোক কয়লার সবচেয়ে বড় খনি কোথায়?
(ক) ঝরিয়া
(খ) রাণীগঞ্জ
(গ) দুর্গাপুর
(ঘ) আসানসোল
উত্তর: (ক) ঝরিয়া


প্রশ্ন ১৬: ভারতের প্রাচীনতম তৈলখনি কোনটি?
(ক) ডিবগয়
(খ) রাণীগঞ্জ
(গ) ঝরিয়া
(ঘ) সুরাট
উত্তর: (ক) ডিবগয়


প্রশ্ন ১৭: বর্তমানে ভারতে রাজ্যের সংখ্যা কত?
(ক) ৪০
(খ) ৩৮
(গ) ৩১
(ঘ) ২৮
উত্তর: (ঘ) ২৮


প্রশ্ন ১৮: গুজরাটের উল্লেখযোগ্য শিল্প কোনটি?
(ক) কৃষি
(খ) দুগ্ধ
(গ) মৎস্য
(ঘ) বিদ্যুৎ
উত্তর: (খ) দুগ্ধ


প্রশ্ন ১৯: পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
(ক) সান্দাকফু
(খ) মামা-ভাগ্নে
(গ) শুশুনিয়া
(ঘ) গুরুশিখর
উত্তর: (ক) সান্দাকফু

প্রশ্ন ২০: পশ্চিমবাহিনী নদী কোনটি?

(ক) কৃষ্ণ  (খ) সিন্ধু  (গ) নর্মদা  (ঘ) গঙ্গা
উত্তর: (গ) নর্মদা।
📘 ব্যাখ্যা: নর্মদা নদী ভারতের পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আরব সাগরে মিলিত হয়, তাই এটি একটি পশ্চিমবাহিনী নদী।


প্রশ্ন ২১: পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বনিম্ন বৃষ্টিপাত হয়?

উত্তর: (ক) পুরুলিয়া।
📘 ব্যাখ্যা: পুরুলিয়া জেলা পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তে অবস্থিত এবং এখানকার শুষ্ক জলবায়ুর কারণে বৃষ্টিপাত খুবই কম হয়।


প্রশ্ন ২২: যে শিলায় জীবাশ্ম দেখা যায় তা কোনটি?

(ক) রূপান্তরিত  (খ) পাললিক  (গ) আগ্নেয়  (ঘ) মৃতশিলা
উত্তর: (খ) পাললিক।
📘 ব্যাখ্যা: জীবাশ্ম বা ফসিল সাধারণত পাললিক শিলায় পাওয়া যায় কারণ এগুলি প্রাণী ও উদ্ভিদের অবশিষ্টাংশ থেকে গঠিত হয়।


প্রশ্ন ২৩: বরফগলা জলে পুষ্ট একটি নদী হল—

(ক) দামোদর  (খ) দারকেশ্বর  (গ) মূয়রাক্ষী  (ঘ) তোর্সা
উত্তর: (ঘ) তোর্সা।
📘 ব্যাখ্যা: তোর্সা নদী হিমালয়ের হিমবাহ থেকে উৎপন্ন হয় এবং তাই এটি একটি বরফগলা নদী।


প্রশ্ন ২৪: নীচের কোনটি সুপেয় জলের হ্রদ?

(ক) চিল্কা  (খ) উলার  (গ) সম্বর  (ঘ) সবগুলি
উত্তর: (খ) উলার।
📘 ব্যাখ্যা: উলার হ্রদ জম্মু ও কাশ্মীরে অবস্থিত এবং এটি এশিয়ার অন্যতম বৃহৎ সুপেয় জলের হ্রদ।


প্রশ্ন ২৫: নীলনদ কোন সাগরে মিলিত হয়েছে?

(ক) বঙ্গোপসাগর  (খ) ভারত মহাসাগর  (গ) ভূমধ্যসাগর  (ঘ) আরব সাগর
উত্তর: (গ) ভূমধ্যসাগর।
📘 ব্যাখ্যা: বিশ্বের দীর্ঘতম নদী নীলনদ উত্তর দিকে প্রবাহিত হয়ে মিশরের মধ্য দিয়ে ভূমধ্যসাগরে গিয়ে মিশে গেছে।


প্রশ্ন ২৬: বৈতরনী নদীর উপনদী কোনটি?

(ক) সালন্দী  (খ) দ্বারকেশ্বর  (গ) দামোদর  (ঘ) অজয়
উত্তর: (ক) সালন্দী।


প্রশ্ন ২৭: তিস্তা নদীর উৎস কোথায়?

(ক) গঙ্গোত্রী হিমবাহ  (খ) হিমালয়  (গ) জেম্ব হিমবাহ  (ঘ) K₁
উত্তর: (গ) জেম্ব হিমবাহ।


প্রশ্ন ২৮: সবরমতী নদীর উৎস কোথায়?

(ক) বিন্ধ্য পর্বত  (খ) সাতপুরা  (গ) নীলগিরি  (ঘ) আরাবল্লী
উত্তর: (ঘ) আরাবল্লী।

প্রশ্ন ২৯: ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী?

(ক) গডউইন অস্টিন (K₂)  (খ) সান্দাকফু  (গ) হিমালয়  (ঘ) বদ্রিনাথ
উত্তর: (ক) গডউইন অস্টিন (K₂)।


প্রশ্ন ৩০: পশ্চিমবঙ্গের কোন জেলার অম্বিকানগর অবস্থিত?

(ক) মুর্শিদাবাদ  (খ) হুগলী  (গ) বাঁকুড়া  (ঘ) পুরুলিয়া
উত্তর: (গ) বাঁকুড়া।


প্রশ্ন ৩১: গঙ্গার উপনদীটির নাম কী?

(ক) অজয়  (খ) হুগলী  (গ) যমুনা  (ঘ) পদ্মা
উত্তর: (গ) যমুনা।


প্রশ্ন ৩২: পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের অভয়ারণ্যের নাম কী?

(ক) গুরুচাঁদ  (খ) রবীন্দ্রনাথ  (গ) বিভূতিভূষণ  (ঘ) হরিচাঁদ
উত্তর: (গ) বিভূতিভূষণ অভয়ারণ্য।


প্রশ্ন ৩৩: পৃথিবীতে মহাসাগরের সংখ্যা কত?

(ক) 3 টি  (খ) 4 টি  (গ) 1 টি  (ঘ) 6 টি
উত্তর: (ঘ) 6 টি।


প্রশ্ন ৩৪: যে রাজ্যের রাজধানীর নাম চণ্ডীগড়?

(ক) পাঞ্জাব  (খ) হরিয়ানা  (গ) ‘ক’ ও ‘খ’  (ঘ) ঝাড়খণ্ড
উত্তর: (গ) ‘ক’ ও ‘খ’।


প্রশ্ন ৩৫: ‘নন্দনকানন’ কিসের জন্য বিখ্যাত?

(ক) এক শৃঙ্গ গন্ডার  (খ) সাদা বাঘ  (গ) সাদা হরিণ  (ঘ) রয়েল বেঙ্গল টাইগার
উত্তর: (খ) সাদা বাঘের জন্য।


প্রশ্ন ৩৬: ‘নীল গ্রহ’ কাকে বলা হয়?

(ক) বুধ  (খ) মঙ্গল  (গ) শুক্র  (ঘ) পৃথিবী
উত্তর: (ঘ) পৃথিবী।


প্রশ্ন ৩৭: বামন গ্রহের উদাহরণ কোনটি?

(ক) প্লুটো  (খ) পৃথিবী  (গ) মঙ্গল  (ঘ) বুধ
উত্তর: (ক) প্লুটো।

উপরের প্রশ্নোত্তরগুলো পশ্চিমবঙ্গ ও ভারতের ভূগোলের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজভাবে মনে রাখতে সাহায্য করবে। প্রতিটি প্রশ্ন পরীক্ষার দৃষ্টিকোণ থেকে প্রাসঙ্গিক এবং Railway, SSC, WBCS, WB Primary TET, Madhyamik ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য উপকারী।


আরো পড়ুন:

আপনি কি বাংলা কবিতা পড়তে ভালোবাসেন, তাহলে এই লিঙ্কে ক্লিক করুন : www.raateralo.com

Competitive Exam Geography GK Bengali Geography GK 100 Questions in Bengali Geography GK and Current Affairs Bengali 2025 Geography GK Bengali PDF Download Geography GK for All Competitive Exams 2025 Geography GK for PSC 2025 Geography GK for Railway Group D Geography GK for WBCS 2025 Geography GK Notes in Bengali Geography GK PDF in Bengali Geography GK Questions and Answers in Bengali Geography GK Quiz 2025 Geography GK Topic Wise Bengali Geography MCQ 2025 Bengali Geography Mock Test Bengali Geography Objective Questions Bengali Geography Practice Set in Bengali Geography Quick Facts Bengali Geography Short Questions Bengali Important Geography GK in Bengali 2025 Important Geography GK MCQ Important Geography GK MCQ in Bengali Important Geography GK MCQ in Bengali 2025 India Geography MCQ Bengali 2025 Indian Geography GK Bengali Indian Rivers and Mountains GK Bengali SSC Geography MCQ Bengali Static GK Geography in Bengali WBP Geography GK Bengali West Bengal Geography GK 2025 গুরুত্বপূর্ণ ভূগোল বিষয় ২০২৫ পশ্চিমবঙ্গ ভূগোল প্রশ্নোত্তর পশ্চিমবঙ্গের ভূগোল নোটস ভারতীয় ভূগোল সাধারণ জ্ঞান ভারতের ভূগোল প্রশ্নোত্তর ভূগোল ও সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর ভূগোল প্রশ্ন উত্তর বাংলা ভূগোল মডেল প্রশ্ন ২০২৫ ভূগোল সাধারণ জ্ঞান ২০২৫ সাধারণ জ্ঞান ভূগোল ২০২৫
---Advertisement---

Related Post

90 Most Important Chemistry GK for WBCS, SSC, Railway | চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রসায়ন প্রশ্ন

Most Important Chemistry GK for WBCS, SSC, Railway: সকল প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন WBCS, SSC, Railway, Police ও PSC প্রস্তুতির জন্য ৯০টি গুরুত্বপূর্ণ রসায়ন প্রশ্নোত্তর। Chemistry GK, One Liner এবং Basics রিভিশনের জন্য সেরা সংগ্রহ।

Indian President GK for WBCS/SSC/Railway (in Bengali) l ভারতের রাষ্ট্রপতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Indian President GK: ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হলেন দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদধারী এবং দেশের প্রথম নাগরিক। রাষ্ট্রপতি দেশের প্রশাসন, সেনা, বিচারব্যবস্থা ও সংসদীয় কার্যকলাপের এক অন্যতম স্তম্ভ। আজ ...

🚨 Upcoming WB Police Recruitment 2026: Over 20,000+ Vacancies Announced Soon!

WB Police Recruitment 2026: If you are preparing for a government job in 2026, here’s some great news for you! The West Bengal Police Recruitment Board (WBPRB) is ...

🌏 40+ Important Geography GK Questions in Bengali l ভূগোল সম্পর্কিত ৪৫টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

Important Geography GK Questions in Bengali: ভারতের ভূগোল ও বিশ্ব ভূগোল নিয়ে সাধারণ জ্ঞান প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার (যেমন WBCS, SSC, Railway, Madhyamik, PSC, TET) জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে ...

Leave a Comment