---Advertisement---

60 Important History Questions and Answers for all Competitive Exams l ৬০টি ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর – সকল প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ

By Siksakul

Updated on:

---Advertisement---

60 Important History Questions and Answers for all Competitive Exams: আপনি কি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তাহলে ইতিহাস (History) বিভাগের উপর ভালো দখল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্লগে আমরা উপস্থাপন করেছি – ৬০টি গুরুত্বপূর্ণ ইতিহাস প্রশ্নোত্তর (60 Important History Questions and Answers) যা Railway Group D, SSC, WBCS, WBPSC, সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সহায়ক।

এই History MCQ in Bengali সেটটি তৈরি হয়েছে Indian Freedom Movement, Mughal Empire, Modern Indian History সহ বিভিন্ন অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে। আপনি এখানে পাবেন –
✅ Indian History Questions and Answers PDF ফরম্যাটে,
✅ Bengali History Practice Set,
✅ WBCS ইতিহাস প্রশ্ন উত্তর,
✅ History Questions for Govt Exams 2025,
✅ Class 10 History MCQ Bengali
✅ ইতিহাসের সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর (GK)

এই সেটটি শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য নয়, যারা B.Ed, TET, CTET, অথবা Competitive Exam Preparation করছেন, তাদের জন্যও এই History General Knowledge 2025 গাইডটি হবে অপরিহার্য।

📌 এখনই পড়ে দেখুন এবং নিজের প্রস্তুতি যাচাই করুন এই Bengali History MCQ দিয়ে। নিচে দেওয়া হলো ইতিহাসের ৬০টি বহুবিকল্প প্রশ্ন ও উত্তর, যা ভবিষ্যতের যে কোনও চাকরির পরীক্ষার জন্য এক ধাপ এগিয়ে রাখবে।

60 Important History Questions and Answers for all Competitive Exams

১. পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল?
➤ ১৫২৬ খ্রিস্টাব্দে।

২. পানিপথের প্রথম যুদ্ধে কারা অংশগ্রহণ করেছিল?
➤ বাবর ও ইব্রাহিম লোদি।

৩. মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
➤ বাবর।

৪. বাবরের আত্মজীবনীর নাম কী?
➤ তুজুক-ই-বাবরি।

৫. হুমায়ুন কোন যুদ্ধে পরাজিত হয়ে দেশত্যাগ করেন?
➤ চৌসার যুদ্ধ।

৬. চৌসার যুদ্ধ কবে হয়েছিল?
➤ ১৫৩৯ খ্রিস্টাব্দে।

৭. চৌসার যুদ্ধে কে কাকে পরাজিত করেন?
➤ শের শাহ হুমায়ুনকে।

৮. হুমায়ুন কোন সময় মেরি জীবন হারান?
➤ দিল্লির লাইব্রেরির সিঁড়ি থেকে পড়ে।

৯. আকবর কবে সিংহাসনে বসেন?
➤ ১৫৫৬ খ্রিস্টাব্দে।

১০. আকবরের প্রখ্যাত ইতিহাসগ্রন্থ ‘আকবরনামা’ রচয়িতা কে?
➤ আবুল ফজল।


১১. ‘আইন-ই-আকবরি’ কার লেখা?
➤ আবুল ফজল।

১২. আকবর ধর্মসভা স্থাপন করেন কোথায়?
➤ ফতেহপুর সিকরিতে।

১৩. জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের আসল নাম কী?
➤ মেহেরউন নিসা।

১৪. জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কী?
➤ তুজুক-ই-জাহাঙ্গীরি।

১৫. তাজমহল নির্মাণকাজ কবে শুরু হয়েছিল?
➤ ১৬৩২ খ্রিস্টাব্দে।

১৬. দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেন?
➤ শাহজাহান।

১৭. শিবাজীর পিতা কে ছিলেন?
➤ শাহজি ভোঁসলে।

১৮. শিবাজীর গুরু ছিলেন কে?
➤ দাদাজি কনদেশ।

১৯. শিবাজী কোন কেল্লা থেকে পালিয়ে যান ফলের ঝুড়িতে?
➤ আগ্রার কেল্লা।

২০. মুঘল রাজত্বের শেষ স্বাধীন সম্রাট কে?
➤ দ্বিতীয় বাহাদুর শাহ।

২১. ইংরেজদের প্রথম ঘাঁটি ছিল কোথায়?
➤ সুরাট।

২২. সুরাটে প্রথম কারখানা স্থাপন করেন কে?
➤ ইস্ট ইন্ডিয়া কোম্পানি।

২৩. ফরাসী ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় কবে?
➤ ১৬৬৪ খ্রিস্টাব্দে।

২৪. ফরাসী ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠাতা কে?
➤ জঁ-ব্যাপটিস্ট কলোঁ।

২৫. বাংলায় ব্রিটিশ শাসনের সূচনা কোন যুদ্ধে?
➤ পলাশীর যুদ্ধ।

২৬. পলাশীর যুদ্ধ কবে হয়েছিল?
➤ ১৭৫৭ খ্রিস্টাব্দে।

২৭. পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি কে叁
➤ মীর জাফর।

২৮. পলাশীর যুদ্ধের ইংরেজ সেনাপতি কে ছিলেন?
➤ রবার্ট ক্লাইভ।

২৯. বক্সারের যুদ্ধ কবে হয়েছিল?
➤ ১৭৬৪ খ্রিস্টাব্দে।

৩০. বক্সারের যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে কোন তিনজন মিলিতভাবে যুদ্ধ করেন?
➤ মীর কাসিম, সুজাউদ্দৌলা ও শাহ আলম।


৩১. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে দেওয়ানি লাভ করে?
➤ ১৭৬৫ খ্রিস্টাব্দে।

৩২. প্রথম গভর্নর জেনারেল ছিলেন কে?
➤ ওয়ারেন হেস্টিংস।

৩৩. স্থায়ী বন্দোবস্ত কবে চালু হয়?
➤ ১৭৯৩ খ্রিস্টাব্দে।

৩৪. স্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে?
➤ লর্ড কর্নওয়ালিস।

৩৫. বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কী?
➤ সমাচার দর্পণ।

৩৬. সমাচার দর্পণের সম্পাদক কে ছিলেন?
➤ রামমোহন রায়।

৩৭. ইংরেজ রাজত্বের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ কবে হয়?
➤ ১৮৫৭ খ্রিস্টাব্দে।

৩৮. ১৮৫৭ সালের বিপ্লব শুরু হয় কোথা থেকে?
➤ মেরঠ।

৩৯. ১৮৫৭ সালের বিদ্রোহের নেতা কে ছিলেন দিল্লিতে?
➤ দ্বিতীয় বাহাদুর শাহ।

৪০. ১৮৫৭ সালের বিদ্রোহের আরেক নারী নেতা কে ছিলেন?
➤ লক্ষ্মীবাই।

৪১. ১৮৫৭ সালের বিদ্রোহকে কে ‘প্রথম স্বাধীনতা যুদ্ধ’ বলেন?
➤ বিনায়ক দামোদর সাভারকর।

৪২. বিদ্যাসাগরের প্রকৃত নাম কী?
➤ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

৪৩. রবীন্দ্রনাথ ঠাকুর কোন বছর নোবেল পুরস্কার পান?
➤ ১৯১৩ খ্রিস্টাব্দে।

৪৪. ভারতের প্রথম জাতীয় কংগ্রেস অধিবেশন কবে ও কোথায় হয়েছিল?
➤ ১৮৮৫, মুম্বাই।

৪৫. কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?
➤ উমেশচন্দ্র ব্যানার্জি (ভারতীয়), ওয়ম ব্যানার্জি নয়, ডব্লিউ.সি. ব্যানার্জি

৪৬. বঙ্গভঙ্গ কার্যকর হয় কবে?
➤ ১৯০৫ খ্রিস্টাব্দে।

৪৭. বঙ্গভঙ্গ রদ হয় কবে?
➤ ১৯১১ খ্রিস্টাব্দে।

৪৮. জলিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়?
➤ ১৩ এপ্রিল, ১৯১৯।

৪৯. ভারতের স্বাধীনতা লাভ কবে?
➤ ১৫ আগস্ট, ১৯৪৭।

৫০. ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে?
➤ জওহরলাল নেহরু।


৫১. ভারতের সংবিধান প্রণয়নের সময়সীমা কত ছিল?
➤ ২ বছর ১১ মাস ১৮ দিন।

৫২. ভারতের সংবিধান কার্যকর হয় কবে?
➤ ২৬ জানুয়ারি, ১৯৫০।

৫৩. ভারতের সংবিধান সভার চেয়ারম্যান কে ছিলেন?
➤ ডঃ রাজেন্দ্র প্রসাদ।

৫৪. ভারতের সংবিধানের খসড়া প্রস্তুতকারী কমিটির প্রধান কে ছিলেন?
➤ ডঃ বি. আর. আম্বেদকর।

৫৫. বাংলাদেশের স্বাধীনতা লাভ হয় কবে?
➤ ২৬ মার্চ, ১৯৭১।

৫৬. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
➤ শেখ মুজিবুর রহমান।

৫৭. উপমহাদেশে মুসলিম শাসনের সূচনা হয় কার দ্বারা?
➤ মুহম্মদ ঘোরি।

৫৮. দিল্লি সালতানতের প্রথম শাসক ছিলেন?
➤ কুতুবউদ্দিন আইবক।

৫৯. কুতুব মিনার কে নির্মাণ করেন?
➤ কুতুবউদ্দিন আইবক ও ইলতুৎমিশ।

৬০. বিখ্যাত ‘আলবেরুনী’ কোন শাসকের সঙ্গে ভারতে এসেছিলেন?
➤ মহম্মদ গজনির সঙ্গে।

Read More: ভারতীয় ইতিহাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর : সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী – 01

---Advertisement---

Related Post

SSC CHSL 2025 Practice Set 3 – Solve Important Questions in GK, English & Reasoning each part 20 questions

SSC CHSL 2025 Practice Set 3: Preparing for the SSC CHSL 2025 exam? Then you’ve landed at the right place! This blog presents a carefully curated SSC CHSL Practice Set ...

📘 SSC CHSL 2025 Practice Set 2 – Solve Important Questions in GK, English & Reasoning

SSC CHSL 2025 Practice Set 2: Preparing for the SSC CHSL 2025 exam? Then you’ve landed at the right place! This blog presents a carefully curated SSC CHSL Practice Set ...

✳️ SSC CHSL, SLST, WBCS History Special: 50 MCQs on World War II and United Nations l দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও সম্মিলিত জাতিপুঞ্জ (UN) – ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

50 MCQs on World War II and United Nations: দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও সম্মিলিত জাতিপুঞ্জ (UN) সম্পর্কিত প্রশ্নোত্তর যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে SSC CHSL, ...

📘 SSC CHSL 2025 Practice Set 1 – Solve Important Questions in GK, English & Reasoning

SSC CHSL 2025 Practice Set 1: Preparing for the SSC CHSL 2025 exam? Then you’ve landed at the right place! This blog presents a carefully curated SSC CHSL ...

Leave a Comment