আপনি কি Primary TET 2023 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Siksakul.com আপনার জন্য নিয়ে এসেছে Primary TET EVS Practice Set যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Siksakul.com দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে, প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2023 পরীক্ষার্থীদের জন্য Siksakul.com এর এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.
PRIMARY TET EVS PRACTICE SET – 02
1. নীচের কোনটি পরিবেশবিদ্যার সত্যিকারের চরিত্র ?
(A) সূত্রের উন্নয়ন
(B) সূত্র থেকে উদ্ভুত হাইপোথিসিসের টেস্টিং
(C) তথ্যের সংগ্রহ
(D) A এবং B দুটোই
ANSWER
2. নীচের কোন দার্শনিক অবরোহী কারণ (Inductive Reasoning) কে মেনে চলতেন ?
(A) ফ্রান্সিস বালন
(B) অ্যারিস্টটল
(C) ভাইগটস্কি
(D) চার্লস ডারউইন
ANSWER
3. নীচের কোন উত্তরটি পরিবেশবিদ্যার দ্বৈত চরিত্র প্রদর্শন করে ?
(A) দ্রব্য পদ্ধতি
(B) প্রক্রিয়া ও দ্রব্য পদ্ধতি
(C) দ্রব্য ও প্রক্রিয়া পদ্ধতি
(D) প্রক্রিয়া পদ্ধতি
ANSWER
4. পরিবেশবিদ্যা নীচের কোন বিষয় নিয়ে চর্চা করে না ?
(A) Facts
(B) Theory
(C) Values
(D) Law
ANSWER
5. নীচের কোন পদ্ধতিটি বৈজ্ঞানিক পদ্ধতির ভিত্তি স্থাপন করে ?
(A) ইন্ডাকটিভ পদ্ধতি
(B) ইন্ডাকটিভ-ডিডাকটিভ পদ্ধতি
(C) ডিডাকটিভ-ইনডাকটিভ পদ্ধতি
(D) ডিডাকটিভ পদ্ধতি
ANSWER
6. নীচের কোন দার্শনিক ডিডাকটিভ রিজনিং (Deductive Reasoning) প্রদর্শক ?
(A) Aristotle
(B) Thondrike
(C) Daruin
(D) Kohlbarg
ANSWER
7. প্রাথমিকস্তরে পরিবেশবিদ্যা পাঠ নীচের কোনটির দ্বারা নিয়ন্ত্রিত হয় ?
(A) সংযুক্ত পদ্ধতি
(B) শৃঙ্খলা পদ্ধতি
(C) বক্তৃতা পদ্ধতি
(D) উপরের সবকটি
ANSWER
8. পরিবেশ দূষণমূলক বিভিন্ন ক্রিয়াকর্মের কারণে প্রকৃতিতে নীচের কোনটি ঘটে চলেছে ?
(A) পৃথিবীর উষ্ণতার বৃদ্ধি
(B) সমুদ্রের জলমাত্রায় বৃদ্ধি
(C) A এবং B দুটোই
(D) কোনটাই নয়
ANSWER
9. শিক্ষার্থীদের বৃক্ষরোপণ প্রকল্পের উদ্দেশ্য বলতে নীচের কোনটা বলা যায় ?
(A) বৃক্ষরোপণের দ্বারা দেশের বনভূমির মোট আয়তন বাড়িয়ে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করা
(B) বাতাসে CO² এবং O² এর মাত্রা স্থির রেখে বায়ুদূষণ নিয়ন্ত্রণে সাহায্য করা
(C) জীবজগতে খাদ্য সরবরাহ নিশ্চিত করা
(D) উপরের সবকটি সঠিক
ANSWER
10. বৃক্ষরোপণ প্রকল্পে অংশগ্রহণ করে ছাত্রছাত্রীরা নীচের কোন বিষয়টি জানতে পেরেছে ?
(A) বৃক্ষরোপণ প্রকল্পটি সম্পাদন করতে গিয়ে শিক্ষক বা শিক্ষিকাদের সাথে আলোচনায় বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ও আবহাওয়া নিয়ন্ত্রণে উদ্ভিদের অবদান সম্বন্ধে জেনেছে
(B) গাছেদের প্রাণ ক্ষণস্থায়ী এটা জেনেছে
(C) সকল গাছই বহুবর্ষজীবী এটা জেনেছে
(D) কোনটাই নয়
ANSWER
11. পরিবেশবিদ্যা শিক্ষায় শিক্ষার্থীদের উদ্ভিদের অবদান সম্পর্কে উদাসীনতা কাটাতে নীচের কোন পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে ?
(A) নানা প্রকার বই পাঠের অভ্যাস
(B) উদ্ভিদ পর্যবেক্ষণ
(C) বিভিন্ন টিভি চ্যানেলে প্রদর্শন
(D) গল্প শোনানো
ANSWER
12. নীচের কোনটি ‘যানবাহনের দূষণ সমীক্ষা’ প্রকল্পের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ?
(A) পরিবেশ দূষণে যানবাহনের ভূমিকা সম্বন্ধে অবহিত হওয়া
(B) কোনো নির্দিষ্ট অঞ্চলে যানবাহন থেকে কি পরিমাণ শব্দদূষণ ও বায়ুদূষণ ঘটে—সে সম্বন্ধে তথ্য সংগ্রহ করা
(C) গুরুত্বপূর্ণ রাস্তার সংযোগস্থলে কোনো নির্দিষ্ট সময়ে কোন কোন প্রকারের যানবাহন যাতায়াত করে এবং তাদের সংখ্যা কত সে সম্বন্ধে পরিসংখ্যান পাওয়া
(D) উপরের সবকটি সঠিক
ANSWER
13. যানবাহনের দূষণ সমীক্ষার পরিকল্পনা কোনটি ?
(A) প্রতিটি শিক্ষার্থীকে পেন, পেনসিল, খাতা, নোটবুক ইত্যাদি আনতে বলতে হবে সমীক্ষার জন্য প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহে
(B) এই প্রকল্পের তথ্য সংগ্রহ করার জন্য ঠিক করা হয় যে, আমাদের অঞ্চলের তেমাথার মোড়ে বা ব্যস্ত রাস্তার পাশে অথবা রাজ্য সড়কের ধারে কয়েকটি গোষ্ঠীতে শিক্ষার্থীরা যাবে ও প্রতিটি গোষ্ঠীর সাথে পরিবেশ শিক্ষা বিভাগের একজন করে শিক্ষক বা শিক্ষিকা থাকবেন
(C) সমীক্ষাটি সকাল ৭টা থেকে 11টা ও বিকেল 4টে থেকে টোর ভেতরে সম্পন্ন করা হবে। সময় নির্বাচনের জন্য এই সময় উপযুক্ত কারণ এই সময়ে যানবাহনের সংখ্যা বেশি
(D) উপরের সবকটি সঠিক
ANSWER
14. খুব ভিজেমাটি শনাক্তকরণে নীচের কোন বৈশিষ্ট্য দেখা যায় ?
(A) হাতের ভেতরে মাটি নিলে চাপ ছাড়াই মাটি থেকে জল ঝরতে থাকে
(B) মাটিকে জোরে চেপে রাখলে জল গড়িয়ে পড়ে
(C) মাটির ভেতরে ভিজে ভাব থাকে, কিন্তু চাপে দলা সৃষ্টি হয় না
(D) হাতে মাটি তুললে আঙুলের ফাঁক এর ভেতর দিয়ে গড়ে পড়ে
ANSWER
15. নীচের কোনটি বায়োডিগ্রেবেল কঠিন বর্জ্যপদার্থ ?
(A) পিচবোর্ডের টুকরো
(B) কাচের শিশি
(C) পেনের খাপ
(D) প্লাস্টিকের বোতল
ANSWER
16. বাস্তুতন্ত্রের খাদ্যশৃঙ্খল পাঠটি শিক্ষার্থীদের বোঝাতে নীচের কোন শিক্ষণ সামগ্রী ব্যবহার করা হবে ?
(A) বই পাঠ
(B) চার্ট
(C) গ্রাফ
(D) সবকটি
ANSWER
17. নীচের কোন পাখিকে জলাশয়ের ধারে দেখা যায় ?
(A) বক
(B) মাছরাঙা
(C) পানকৌড়ি
(D) সবকটি
ANSWER
18. পরিবেশবিদ্যায় তথ্যের বিশ্লেষণ কোন কাজের পরে করা হয় ?
(A) সিদ্ধান্ত
(B) পর্যবেক্ষণ
(C) পরিকল্পনা প্রণয়ন
(D) উদ্দেশ্য নির্ণয়
ANSWER
19. প্লাস্টিকের ক্ষতিকারক দিকটা বোঝানোর জন্য শিক্ষক বা শিক্ষিকা কোন বিষয় শিক্ষকের সাহায্য নেবেন ?
(A) পদার্থবিদ্যা
(B) জীববিদ্যা
(C) রসায়নবিদ্যা
(D) ভৌতবিজ্ঞান
ANSWER
20. HSTP কত সালে শুরু হয়েছিল ?
(A) 1973 সালে
(B) 1970 সালে
(C) 1971 সালে
(D) 1972 সালে
ANSWER
21. জীবের পরিবেশের পরিবর্তিত হওয়ার ক্ষমতাকে কি বলে ?
(A) অভিযোজন
(B) অভিব্যক্তি
(C) বাস্তুতন্ত্র
(D) বংশগতি
ANSWER
22. নীচের কোনটি মনুষ্যনির্মিত পরিবেশ ?
(A) বায়োস্ফিয়ার
(B) টেরেরোস্ফিয়ার
(C) টেকনোস্ফিয়ার
(D) উস্ফিয়ার
ANSWER
23. আদিম সৃষ্ট জীব কোনটি ?
(A) ব্যাকটিরিয়া
(B) ছত্রাক
(C) শৈবাল
(D) মস
ANSWER
24. লাইকেন কি ?
(A) শৈবাল ও ছত্রাকের মিথোজীবীতা
(B) একপ্রকারের উন্নতমানের ছত্রাক
(C) ভোজ্যফার্ন
(D) জীব সৃষ্টির প্রক্রিয়া
ANSWER
25. ভোপালের গ্যাস দুর্ঘটনায় নির্গত গ্যাসের নাম কি ?
(A) FIT
(B) MIC
(C) TIT
(D) TIC
ANSWER
26. ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কোম্পানির নীচের কোনটি ?
(A) বাটা ইয়া
(B) হিন্দুস্থান লিভার
(C) ইউনিয়ন কার্বাইড
(D) হিন্দুস্থান কেমিক্যালস
ANSWER
27. চেনোবিল দুর্ঘটনা ঘটে কত সালে ?
(A) 1980 সালে
(B) 1986 সালে
(C) 1990 সালে
(D) 1998 সালে
ANSWER
28. প্রোটিনের গঠনমূলক একক কে কি বলে ?
(A) ফ্যাটি অ্যাসিড
(B) গ্লিসারল
(C) অ্যামাইনো অ্যাসিড
(D) নিউক্লিক অ্যাসিড
ANSWER
29. নেবুলা গঠিত হয় নীচের কোনটি দ্বারা ?
(A) জল দ্বারা
(B) গ্যাস ও ধুলোবালি দ্বারা
(C) ধাতব কণা দ্বারা
(D) তেজস্ক্রিয় ধাতু দ্বারা
ANSWER
30. নগ্ন জিন বলা হয় নীচের কোনটিকে ?
(A) প্রোটিনকে
(B) স্নেহপদার্থকে
(C) শর্করাকে
(D) নিউক্লিক অ্যাসিডকে
ANSWER
Primary TET EVS Pracrice Set PDF
পরিবেশ বিদ্যা বিষয়ের ৩০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ডাউনলোড করার লিংক নীচে দেওয়া হয়েছে। নীচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পিডিএফ টি ডাউনলোড করতে পারবেন।
Download Now
Very good