---Advertisement---

একহাজার ভূগোল প্রশ্ন উত্তর I 1000 Geography Questions And Answers in Bengali PDF I ১০০০ ভূগোল প্রশ্ন উত্তর I Geography Questions And Answers in Bengali

By Siksakul

Updated on:

Geography Questions And Answers in Bengali
---Advertisement---

বন্ধুরা,

আজকের পোস্টে আমরা ভূগোল বিষয়ক ১০০০টি প্রশ্ন উত্তর (Geography Questions And Answers in Bengali) নিয়ে আলোচনা করব যা তোমাদের বিভিন্ন সরকারি চাকরিতে সহায়তা করবেI এখানে Geography Questions And Answers in Bengali PDF ফাইল টি আপলোড করা হলোI আশা করছি এই ১০০০ ভূগোল প্রশ্ন উত্তর পোস্ট টি তোমাদের উপকারে আসবেI

ভূগোল বিষয়ক ১০০০টি প্রশ্ন উত্তর I Geography Questions And Answers in Bengali

এখানে ৫০ টি প্রশ্ন দেওয়া হলো বাকিটা পিডিএফ ফাইল এ পেয়ে যাবেI

১. আরবসাগরের রানী কাকে বলা হয়?

উত্তর: কোচিনকে

২. একটি কম্পিউটার নিয়ন্ত্রণ বন্দরের নাম লেখ?

উত্তর: নভসেবা

৩. ভারতে বৃহত্তম সার কারখানা আছে?

উত্তর: সিক্রিতে

৪. ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়?

উত্তর: আমেদাবাদকে

৫. ভারতের শুল্কমুক্ত বন্দর হলো?

উত্তর: কান্ডালা

৬. চিনাবাদাম উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে?

উত্তর: গুজরাট

৭. কলকাতা বন্দরের সহযোগী বন্দর হলো?

উত্তর: হলদিয়া

৮. মহারাষ্ট্রের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র হলো?

উত্তর: ট্রম্বে

৯. আসামের কোথায় ডিজেল বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হয়েছে?

উত্তর: ডিগবয়

১০. তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত?

উত্তর: ওড়িশায়

১১. বঙ্গোপসাগরের অন্তর্ভুক্ত কটি দ্বীপ আছে?

উত্তর: দুশো চারটি

১২. সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত?

উত্তর: নাব্রা উপত্যকা (কারাকোরাম)

১৩. সুয়েজ ক্যানাল কোথায় অবস্থিত?

উত্তর: ইজিপ্টে

১৪. Solar System এর আবিষ্কারক কে?

উত্তর: কোপার্নিকাস

১৫. বিশ্বে প্রথম মহাশূন্যে হেঁটেছেন কে?

উত্তর: অ্যালেক্সি লিওনভ

১৬. পৃথিবীর শীতলতম স্থান কোনটি?

উত্তর: সাইবেরিয়া (ভারখয়ানস্ক)

১৭. ভারতবর্ষে মোট কটি দ্বীপ আছে? উত্তর: ১৪৭ টি

১৮. পূর্বঘাট পর্বতের অপর নাম কি?

উত্তর: মলয়াদ্রি

১৯. পৃথিবীর উচ্চতম বিল্ডিং কোনটি?

উত্তর: বুর্জ খলিফা

২০. ২০১১ সালের আদমসুমারী অনুযায়ী, ভারতের সবচেয়ে গরীব রাজ্য কোনটি?উত্তর ছত্তিশগড়

২১. আয়তনে বা জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ কি?

উত্তর :ভ্যাটিকান সিটি

২২. কোন শহরকে “নীরব শহর” বলা হয়?

উত্তর : রোম

২৩. দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটি মাত্রা, চতুর্থ মাত্রা কি? উত্তর :সময়

২৪. কসমিক ইয়ার (Cosmic Year) কি?

উত্তর: যে সময়ে সৌরজগৎ ছায়াপথ বা আকাশগঙ্গাকে একবার প্রদক্ষিণ করে

২৫. গঙ্গা, যমুনা ও সরস্বতী নদী কোন শহরের পাশ দিয়ে বয়ে গেছে?

উত্তর : এলাহাবাদ

২৬. ভারতের কোন বিখ্যাত আন্দোলনের অন্যতম স্লোগান ছিল “Ecology is Permanent Economy”?

উত্তর: চিপকো আন্দোলন

২৭. ওড়িশা রাজ্যের State Animal কোনটি?

উত্তর: সম্বর হরিণ

২৮. ‘আমন ব্রিজ’ কোন দুটি দেশকে যুক্ত করেছে?

উত্তর: ভারত পাকিস্তান

২৯. পশ্চিমী ঝন্দ্রার ফলে কোথায় বৃষ্টিপাত হয়?

উত্তর: বিহার উত্তরপ্রদেশ

৩০. ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত?

উত্তর: হায়দ্রাবাদ

৩১. সমুদ্রে নাবিকরা যে যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করে তার নাম কি ?

উত্তর: সেকস্ট্যান্ট যন্ত্র

৩২. পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ কোনটি?

উত্তর: আলাস্কার হুর্বার্ড

৩৩. পৃথিবীর গভীরতম ফিয়র্ড কোনটি?

উত্তর : নরওয়ের সেভলে ফিয়র্ড

৩৪. উত্তর প্রদেশ ও বিহারের অশ্বক্ষুরাকৃতি হ্রদকে কী বলে?

উত্তর: কোর বা তাল

৩৫. আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত?

উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রে

৩৬. আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

উত্তর: মাউন্ট ব্ল‍্যাঙ্ক

৩৭. “চ্যালেঞ্জার খাত” কোথায় অবস্থিত?

উত্তর: প্রশান্ত মহাসাগরে

৩৮. বেরিং স্রোত কোন মহাসাগরে দেখা যায়?

উত্তর: প্রশান্ত মহাসাগরে

৩৯. বৃক্ষরূপী নদীবিন্যাস কোথায় দেখা যায়?

উত্তর : মরু অঞ্চলে

৪০. উত্তর গোলার্ধের “মেরুজ্যোতি” কে কী বলে?

উত্তর: আরোরা বেরিয়ালিস

৪১. ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাতের নাম কী?
উত্তর: সরাবতী নদীর গেরসোঙ্গা বা যোগ বা মহাত্মা গান্ধী জলপ্রাত।

৪২. পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

উত্তর: অন্ধ্রপ্রদেশ ও ওডিশা সীমান্তে অবস্থিত আরমা কোন্ডা (১৬৮০ মিটার)

৪৩. পশ্চিম ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

উত্তর: কলসুবাই (১৬৪৬ মিটার)

৪৪. খাসি পাহাড় কোন রাজ্যে অবস্থিত?

উত্তর মেঘালয়

৪৫. অযোধ্যা পাহাড় কোন রাজ্যে অবস্থিত?

উত্তর: পুরুলিয়া, পশ্চিমবঙ্গ

৪৬, “কচ্ছ “শব্দের অর্থ কী?

উত্তর :জলাময় দেশ

৪৭. “Sky River” নামে কোন নদী পরিচিত?

উত্তর :ব্রহ্মপুত্র

৪৮. জম্মু কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর :তাওয়াই

৪৯, ময়ূরাক্ষী নদীর ওপর নির্মিত “মশানজোড়” বাঁধ কে “কানাডা বাঁধ বলা হয় কেন?

উত্তর : ১৯৫৪-৫৫ সালে কানাডা সরকারের সহযোগিতায় নির্মান কাজ
সম্পূর্ণ হয় বলে এই বাঁধের অপরনাম কানাডা বাঁধ

৫০. অষ্টমুদী হ্রদ কোন রাজ্যে অবস্থিত?

উত্তর: কেরালার কোলাম জেলাতে

Also Read:

আপনি কি বাংলা কবিতা পড়তে ভালোবাসেন, তাহলে এই লিঙ্কে ক্লিক করুন : www.raateralo.com

---Advertisement---

Related Post

Top 50 Chemistry GK Questions and Answers l ৫০টি রসায়ন জিকে প্রশ্নোত্তর

🧪 রসায়নের বিস্ময়কর জগতে আপনাকে স্বাগত! Top 50 Chemistry GK Questions and Answers: জ্ঞানপিপাসু ও বিজ্ঞানের কৌতূহলী অনুসন্ধানকারীদের জন্য এই যাত্রা একটি অসাধারণ অভিজ্ঞতা হতে চলেছে। আমাদের এই ...

🧪 Important Chemistry Static GK Part 03 in Bengali l প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রসায়নের গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকে পর্ব ০৩

Important Chemistry Static GK Part 03 in Bengali: রসায়ন (Chemistry) এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা প্রায় প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় – যেমন SSC, RRB, UPSC, WBCS, CGL, CHSL, Railway, Banking ইত্যাদিতে জেনারেল সায়েন্স ...

🧪 Important Chemistry Static GK Part 02 in Bengali l প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রসায়নের গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকে পর্ব ০২

Important Chemistry Static GK Part 02 in Bengali: রসায়ন (Chemistry) এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা প্রায় প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় – যেমন SSC, RRB, UPSC, WBCS, CGL, CHSL, Railway, Banking ইত্যাদিতে জেনারেল সায়েন্স ...

Leave a Comment