---Advertisement---

WBPSC Clerkship Model Question Paper 2024 PDF l WBPSC ক্লার্কশিপ মডেল প্রশ্নপত্র l পি এস সি ক্লার্কশিপ মডেল প্রশ্নপত্র PDF

By Siksakul

Updated on:

WBPSC Clerkship Model Question Paper
---Advertisement---

সুপ্রিয় বন্ধুরা,

আজকের পোস্টে WBPSC Clerkship Model Question Paper 2024 PDF | পিএসসি ক্লার্কশিপ মডেল প্রশ্নপত্র PDF টি শেয়ার করলাম। যেটিতে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন প্রকাশিত ক্লার্কশিপ প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস অনুযায়ী ৪০টি জেনারেল স্টাডিজ, ৩০টি ইংরেজি ও ৩০টি পাটিগণিত প্রশ্ন দেওয়া আছে এবং এটি সম্পূর্ণ ক্লার্কশিপ পরীক্ষার প্রশ্নপত্রের ধাঁচে প্রস্তুত করা হয়েছে।

এছাড়াও এই প্রশ্নপত্রের সঙ্গে অ্যানসার কি দেওয়া আছে। আপনারা পরীক্ষার মতো করে এই প্রশ্নপত্রটি ব্যবহার করুন, যাতে করে আপনারা নিজেরাই নিজেদের প্রস্তুতিকে সঠিকভাবে যাচাই করে নিতে পারেন। সুতরাং সময় নষ্ট না করে নীচ থেকে পিএসসি ক্লার্কশিপ মডেল প্রশ্নপত্র/প্র্যাকটিস সেটটি সংগ্রহ করে নিন।

WBPSC Clerkship Model Question Paper 2024 PDF l WBPSC Clerkship Preliminary Model Question Paper 2024 PDF

1. কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কি?

(A) সোডিয়াম কার্বনেট

(B) ক্যালসিয়াম কার্বনেট

(C) সোডিয়াম বাই কার্বনেট

(D) সোডিয়াম হাইড্রক্সাইড

2. কোন আন্দোলনের শুরুতে গান্ধিজি “করেঙ্গে ইয়া মরেঙ্গে”-এর ডাক দিয়েছিলেন?

(A) খিলাফত আন্দোলন

(B) নৌ বিদ্রোহ

(C) ভারত ছাড়ো আন্দোলন

(D) দলিত-হরিজন আন্দোলন

3. কোন সংবাদপত্রে ‘বয়কট’ সর্বপ্রথম ঘোষিত হয়?

(A) সঞ্জীবনী

(B) যুগান্তর

(C) অমৃতবাজার

(D) হিতাবাদী

4. টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়?

(A) অতিবেগুনী রশ্মি

(B) অবলোহিত রশ্মি

(C) এক্স রশ্মি

(D) মাইক্রো তরঙ্গ

5. ভারতের কোন রাজ্যটি শিল্পগত দিক দিয়ে সবচেয়ে বেশি উন্নত?

(A) গুজরাট

(B) মহারাষ্ট্র

(C) পাঞ্জাব

(D) তামিলনাড়ু

পি এস সি ক্লার্কশিপ মডেল প্রশ্নপত্র PDF

6. রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে যদি প্রয়োজন হয়-

(A) জাতীয় স্বার্থে

(B) সংশ্লিষ্ট রাজ্যের স্বার্থে

(C) শিক্ষা ও সামাজিক সুযোগ-সুবিধার বিষয়ে তুলনামূলকভাবে অনুন্নত সম্প্রদায়ের স্বার্থে

(D) সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থে

7. ত্রিপুরা রাজ্যের রাজধানীর নাম কি?

(A) আগরতলা

(B) দেরাদুন

(C) কোহিমা

(D) গান্ধীনগর

৪. পরমাণুর নিউক্লিয়াসের আকার কোন এককে প্রকাশ করা হয়?

(A) ফার্মি

(B) নিউটন

(C) মাইক্রোমিটার

(D) টেসলা

9. দীন-ই-ইলাহি কে প্রবর্তন করেন?

(A) আকবর

(B) মহম্মদ বিন তুঘলক

(C) ফিরোজ শাহ তুঘলক

(D) বাবর

WBPSC Clerkship Preliminary Model Question Paper

10. পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

(A) আনাইমুদি

(B) সারামতী

(C) কাঞ্চনজঙ্গনা

(D) নকরেক

WBPSC ক্লার্কশিপ মডেল প্রশ্নপত্র

WBPSC Clerkship Preliminary Model Question Paper 2024 PDF ফাইলটি নিচে দেওয়া হলোl

WBPSC Clerkship Preliminary Model Question Paper এর Answer Key Download করতে নিচে ক্লিক করুন

বিঃ দ্রঃ [ Answer Key পিডিএফ ফাইলটি কলম ব্লগ থেকে নেওয়া হয়েছে ]

আপনি কি বাংলা কবিতা পড়তে ভালোবাসেন, তাহলে এই লিঙ্কে ক্লিক করুন : www.raateralo.com

---Advertisement---

Related Post

Top 100 GK Questions for Competitive Exams in Hindi 2025 l प्रतियोगी परीक्षाओं के लिए शीर्ष 100 जीके प्रश्न हिंदी में 2025

अगर आप UPSC, SSC, रेलवे, बैंकिंग, या राज्य स्तरीय परीक्षाओं की तैयारी कर रहे हैं, तो सामान्य ज्ञान (GK) आपकी सफलता में महत्वपूर्ण भूमिका निभाता है। हर साल ...

Classical Dances of India: ভারতের ধ্রুপদী নৃত্যের তালিকা ও প্রধান নৃত্যশিল্পী

ভারতের সংস্কৃতি তার বৈচিত্র্যময় ঐতিহ্যের জন্য পরিচিত, এবং ধ্রুপদী নৃত্য এই সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। প্রতিটি রাজ্যের নিজস্ব নৃত্যশৈলী তাদের ইতিহাস, সংস্কৃতি এবং জীবনধারার প্রতিফলন ঘটায়। এই ...

The List of Highest Largest and Longest in the World l বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলির তালিকা

বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলি সম্পর্কে জানুন:বিশ্বের বিভিন্ন প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট বিষয় আমাদের মুগ্ধ করে। এই নিবন্ধে আমরা এমন কিছু বিস্ময়কর বিষয় সম্পর্কে জানব, যেগুলি উচ্চতায়, আকারে ...

Railway Group- D Previous year question in Bengali Set – 5 l রেলওয়ে গ্ৰুপ- ডি বিগত বছরের প্রশ্ন

Railway Group- D Previous year question in Bengali Set – 5: ভারতীয় রেলওয়ে গ্রুপ-ডি পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কিন্তু শুধুমাত্র আবেদন করলেই হবে না, সফল হতে হলে নিতে ...

Leave a Comment