---Advertisement---

জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | Life Science Question Answer PDF in Bengali Set-01 l জীবন বিজ্ঞান MCQ প্রশ্নোত্তর PDF l জীবন বিজ্ঞান MCQ Set – 01

By Siksakul

Updated on:

Life Science Question Answer PDF in Bengali
---Advertisement---

আজ জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর pdf এর Set-01 (Life Science Question Answer PDF in Bengali) দেওয়া হল। এই পর্বে জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ 25 টি MCQ প্রশ্ন ও সাথে উত্তর দেওয়া হয়েছে। জীবন বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তরগুলি তোমাদের সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।

সুতরাং আর সময় নষ্ট না করে জীবন বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তরগুলি ভালো ভাবে দেখে নাও এবং অফলাইনে যেকোনো সময় পড়ার জন্য সম্পূর্ণ পিডিএফটি ডাউনলোড করে নাও।

১. নিম্নের কোনটি উদ্ভিদ কোষ গঠনে একটি অপরিহার্য শর্করা?

(a) সুক্রোজ

(b) স্টার্চ

(c) সেলুলোজ✓

(d) কাইটিন

জেনে রাখো: সেলুলোজের গঠনগত একক হল গ্লুকোজ।

২. প্রাণীদেহের সবচেয়ে দীর্ঘতম কোষ কোনটি?

(a) স্নায়ুকোষ✓

(b) পেশীকোষ

(c) লসিকাকোষ

(d) হেপাটোসাইট (লিভার কোষ)

জেনে রাখো: প্রাণীদেহের দীর্ঘতম কোশটি হল স্নায়ুকোষ। এর দৈর্ঘ্য প্রায় 1 মিটার। মানবদেহের বৃহত্তম কোষ হল ডিম্বাণু এবং ক্ষুদ্রতম কোষ হল লঘু মস্তিষ্কের গ্র্যামিউলকোষ।

৩. নিম্নের কোনটি একটি পরিবর্তিত মৃদগত কান্ডের উদাহরণ?

(a) আলু✓

(b) গাজর

(c) চিনাবাদাম

(d) শালগম

জেনে রাখো: আলু হল পরিবর্তিত মৃদগত কান্ড। গাজর ও শালগম হল পরিবর্তিত মৃদগত মূল। চিনাবাদাম হল একটি মৃদগত ফল।

৪. পিচারপ্ল্যান্ট কী?

(a) অ্যাকটিনোমরফিক

(b) হেটারোট্রপিক

(c) ভাইরাস সংক্রামিত কোশ

(d) পতঙ্গভুক উদ্ভিদ✓

জেনে রাখো: পিচারপ্ল্যান্ট হল পতঙ্গভুক বা কলসপত্রী উদ্ভিদ। এরা দেহে নাইট্রোজেনঘটিত প্রোটিন খাদ্যের জন্য পতঙ্গদের ভক্ষণ করে পতঙ্গদের দেহ থেকে পুষ্টি রস শোষণ করে পুষ্টি সম্পন্ন করে।

৫. কুইনাইন উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায়?

(a) পাতা

(b) কান্ডের ছাল✓

(c) শিকড়

(d) ফুলের কুঁড়ি

জেনে রাখো: সিঙ্কোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া
যায়। বর্তমানে কুইনাইন পরীক্ষাগারেও প্রস্তুত করা সম্ভব হচ্ছে। ম্যালেরিয়া রোগের প্রথম কার্যকরী ঔষধ ছিল কুইনাইন।

জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | Life Science Question Answer PDF in Bengali Set-01 l জীবন বিজ্ঞান MCQ প্রশ্নোত্তর

৬. নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে?

(a) মটরশুঁটি✓

(b) সূর্যমুখী

(c) জোয়ার

(d) গম

জেনে রাখো: মটর গাছের মূলে বসবাসকারী উপকারী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। মটর গাছের বিজ্ঞানসম্মত নাম পাইসাম স্যাটিভাম।

৭. পরিবেশ সংক্রান্ত বিদ্যাকে কী বলে?

(a) পোমোলজি

(b) এন্টোমোলজি

(c) ইকোলজি✓

(d) অঙ্কোলজি

জেনে রাখো: পরিবেশ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ইকোলজি। ফল সংক্রান্ত বিদ্যাকে বলা হয় পোমোলজি। পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় এন্টোমোলজি। ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অঙ্কোলজি।

৮. নিম্নের কোন প্রাণীটির বিজ্ঞানসম্মত নাম হল ইকুয়াস ক্যাবেলাস?

(a) গরু

(b) ঘোড়া✓

(c) বিড়াল

(d) বাঘ

জেনে রাখো: ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম হল ইকুয়াস ক্যাবেলাস। গরুর বিজ্ঞানসম্মত নাম হল বস ইন্ডিকাস। বিড়ালের বিজ্ঞানসম্মত নাম হল ফেলিস ক্যাটাস। বাঘের বিজ্ঞানসম্মত নাম হল প্যানথেরা টাইগ্রিস।

৯. নিম্নের কোন স্তন্যপায়ী প্রাণীটি ডিম পাড়ে?

(a) লেমুর

(b) একিডনা✓

(c) টেরোপাস

(d) টালপা

১০. অরনিথোলজি আলোচনা কাদের সম্পর্কে করা হয়?

(a) মৎস্য

(b) স্তন্যপায়ী

(c) বাদুড়

(d) পক্ষী✓

Life Science Question Answer PDF in Bengali Set-01 l জীবন বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর PDF

১১. বেমতন্ত্র কোথায় গঠিত হয়?

(a) টিবিউলিন✓

(b) ফ্ল্যাজেলিন

(c) লিগনিন

(d) কাইটিন

১২. নিম্নের কোনটির মুখ্য উপাদান হল অ্যামাইনো অ্যাসিড?

(a) লিপিড

(b) প্রোটিন✓

(c) হরমোন

(d) ভিটামিন

জেনে রাখো: প্রোটিনের গঠনগত ও কার্যগত একক হল অ্যামাইনো অ্যাসিড।

১৩. নিম্নলিখিত কোনটি পরিণত মানবদেহের বৃহত্তম গ্রন্থি?

(a) থাইরয়েড

(b) থাইমাস

(c) প্যানক্রিয়াস

(d) লিভার✓

১৪. যে শাখায় কলার আণুবীক্ষণিক গঠন আলোচনা করা হয় তাকে কি বলে?

(a) হিস্টোলজি✓

(b) অরোলজি

(c) সেরোমোলজি

(d) অস্টিওলজি

১৫. নিয়াসিনের অভাব ঘটিত রোগটির নাম হল-

(a) স্কার্ভি

(b) পেলেগ্রা✓

(c) রিকেট

(d) পারনিশিয়াস অ্যানিমিয়া

জেনে রাখো: নিয়াসিন হল ভিটামিন B3; যার অভাবে ত্বক খসখসে এবং আঁশের মতো স্ফীতি ঘটে; যাকে পেলেগ্রা বলে।

১৬. নিম্নের কোনটি একটি মূল বিহীন উদ্ভিদের উদাহরণ?

(a) সেরাটোফাইলাম✓

(b) পিস্টিয়া

(c) ইকরনিয়া

(d) মনোচোরিয়া

জেনে রাখো: পিস্টিয়া, ইকরনিয়া ও মনোচোরিয়া এদের ক্ষেত্রে স্বল্প হলেও মূল দেখা যায়।

১৭. নিম্নলিখিত কোনটি আদ্যপ্রাণী?

(a) ইস্ট

(b) এন্টামিবা হিস্টোলাইটিকা✓

(c) পি মোজেইক

(d) ভ্যারিওলা

জেনে রাখো: এন্টামিবা হিস্টোলাইটিকা হল এককোষী প্রাণী বা আদ্যপ্রাণী। ইস্ট হল এককোষী ছত্রাক, পি মোজাইক ও ভ্যারিওলা হল একপ্রকার ভাইরাস।

১৮. একটি নাসারন্ধ্রযুক্ত প্রাণী হল

(a) কচ্ছপ

(b) পাইথন

(c) তিমি✓

(d) হাঙর

১৯. পুং এবং স্ত্রী উভয় ধরনের ফুলের জন্ম দেয় যে বৃক্ষ তাকে কী বলে?

(a) মনোসিয়াস✓

(b) মনোসমাস

(c) ডিওসিয়াস

(d) কোনোটিই নয়

২০. নিম্নের কোন উৎসেচকটি লালারসে উপস্থিত?

(a) পেপসিন

(b) ট্রিপসিন

(c) কাইমোট্রিপসিন

(d) টায়ালিন✓

জেনে রাখো: কার্বহাইড্রেট পরিপাককারী উৎসেচক টায়ালিন পাওয়া যায় লালারসে। পেপসিন উৎসেচক পাওয়া যায় গ্যাস্ট্রিক রসে। ট্রিপসিন ও কাইমোট্রিপসিন উৎসেচক পাওয়া যায় অগ্ন্যাশয় রসে।

২১. ভিটামিন-C এর বিজ্ঞানসম্মত নাম হল-

(a) অ্যাসিটিক অ্যাসিড

(b) অ্যাসকরবিক অ্যাসিড✓

(c) ল্যাকটিক অ্যাসিড

(d) মিউরিয়েটিক অ্যাসিড

২২. নিম্নের কোনটি ভিটামিন-D এর অভাব ঘটিত রোগ?

(a) রাতকানা

(b) রিকেটস✓

(c) স্কার্ভি

(d) চুলপড়া

২৩. নিম্নের কোন প্রাণীগোষ্ঠী সমুদ্রজলে অনুপস্থিত?

(a) স্তন্যপায়ী

(b) সরীসৃপ

(c) উভচর✓

(d) পক্ষী

জেনে রাখো: উভচর প্রাণীরা সমুদ্রে অনুপস্থিত থাকে; কারণ এদের ভ্রূন লবণাক্ত জলে বেঁচে থাকতে পারে না।

২৪. লবঙ্গ কোন অংশ থেকে পাওয়া যায়?

(a) পাতা

(b) কান্ড

(c) ফুলের কুঁড়ি✓

(d) মূল

২৫. কোষ বিভাজনের কোন দশায় DNA সংশ্লেষ ঘটে?

(a) প্রোফেজ

(b) অ্যানাফেজ

(c) টেলোফেজ

(d) ইন্টারফেজ✓

জেনে রাখো: কোষ বিভাজনের বিশ্রাম দশা বা ইন্টারফেজ দশার ‘S’ দশায় DNA সংশ্লেষ ঘটে।

জীবন বিজ্ঞান MCQ Set-01.pdf l Life Science Question Answer PDF in Bengali

আরো পড়ুন:

আপনি কি বাংলা কবিতা পড়তে ভালোবাসেন, তাহলে এই লিঙ্কে ক্লিক করুন : www.raateralo.com

---Advertisement---

Related Post

WBP Constable 2025 GK MCQs Practice Set-10 l WBP কনস্টেবল 2025 GK MCQs প্র্যাকটিস সেট-10 | প্রস্তুতির সেরা সুযোগ

WBP Constable 2025 GK MCQs Practice Set-10(পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষা ২০২৫): পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল (WBP Constable) পরীক্ষা ২০২৫-এর সফল প্রস্তুতির জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জিকে MCQ প্র্যাকটিস সেট-১০। এই সেটে সাধারণ ...

WBP Constable 2025 GK MCQs Practice Set-9 l WBP কনস্টেবল 2025 GK MCQs প্র্যাকটিস সেট-9 | প্রস্তুতির সেরা সুযোগ

WBP Constable 2025 GK MCQs Practice Set-9(পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষা ২০২৫): পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল (WBP Constable) পরীক্ষা ২০২৫-এর সফল প্রস্তুতির জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জিকে MCQ ...

BEL Recruitment 2025: Apply Now for 137 Trainee & Project Engineer Vacancies!

BEL Recruitment 2025: Bharat Electronics Limited (BEL), a leading government-owned electronics company under the Ministry of Defence, has announced recruitment for 137 temporary positions at its Product Development ...

VNSGU Recruitment 2025: Apply Online for 194 Temporary Assistant Professor & Teaching Assistant Posts

VNSGU Recruitment 2025: Veer Narmad South Gujarat University (VNSGU) is inviting applications for 194 Temporary Assistant Professor (TAP) and Temporary Teaching Assistant positions in various departments for the ...

Leave a Comment