আপনি কি Primary TET 2023 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Siksakul আপনার জন্য নিয়ে এসেছে (WB Primary TET CDP Practice Set 10) শিশুবিকাশ ও পেডাগজি বিষয়ের ৩০ টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Team Siksakul -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2023 পরীক্ষার্থীদের জন্য Siksakul -র এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.
Primary TET Practice Set Child Development & Pedagogy lWB Primary TET CDP Practice Set 10
![](https://m.media-amazon.com/images/I/511VSdir88L._SX342_SY445_.jpg)
১) কোন সময় কালকে ‘Pre-gang’ স্তর বলা হয়?
[A] 0-2 বছর
[B] 2-6 বছর
[C] 6-11 বছর
[D] 12-15 বছর
উঃ [C] 6-11 বছর
২) জীবনবিকাশের কোন সময়কালে ‘Overlapping’ দেখা যায়?
[A] 11- 16 বছর
[B] 9- 11 বছর
[C] 7- 9 বছর
[D] 2- 8 বছর
উঃ [A] 11- 16 বছর
৩) কোন বয়সকালকে শৈশব বা Infancy বলা হয়?
[A] প্রাক-জন্ম থেকে 2 বছর
[B] “1” “1” /”2″ থেকে 2 বছর
[C] 6 মাস থেকে “1” “1” /”2″ বছর
[D] জন্ম থেকে 2 বছর
উঃ [D] জন্ম থেকে 2 বছর
৪) আদি বা প্রাথমিক বাল্যকাল স্তরের বয়সসীমা কত?
[A] 1- 3 বছর
[B] 3- 5 বছর
[C] 2- 5 বছর
[D] 1- 4 বছর
উঃ [C] 2- 5 বছর
৫) উত্তর বাল্যকালের বয়সসীমা কত?
[A] 5- 11 বছর
[B] 11- 15 বছর
[C] 2- 5 বছর
[D] 0- 2 বছর
উঃ [A] 5- 11 বছর
৬) জীবন বিকাশের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক স্তরের ভাগ কয়টি?
[A] 2 টি
[B] 3 টি
[C] 4 টি
[D] 5 টি
উঃ [B] 3 টি
৭) মধ্য প্রাপ্তবয়স্ক স্তরের বয়সসীমা কত?
[A] 60- 80 বছর
[B] 80- 90 বছর
[C] 40- 60 বছর
[D] 19- 40 বছর
উঃ [C] 40- 60 বছর
৮) বিকাশ হল-
[A] ব্যক্তিগত প্রক্রিয়া
[B] দলগত প্রক্রিয়া
[C] সামাজিক প্রক্রিয়া
[D] গোষ্ঠীগত প্রক্রিয়া
উঃ [A] ব্যক্তিগত প্রক্রিয়া
![](https://m.media-amazon.com/images/I/71o01vUyVCL._SY466_.jpg)
৯) বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য নির্দেশক বাক্য কোনটি?
[A] বৃদ্ধি হল জৈবিক, বিকাশ হল সার্বিক বিষয়
[B] বৃদ্ধি হল দৈহিক, বিকাশ হল সাংস্কৃতিক বিষয়
[C] বৃদ্ধি হল সামাজিক, বিকাশ হল নৈতিক বিষয়
[D] বৃদ্ধি হল জৈবিক, বিকাশ হল প্রাক্ষোভিক বিষয়
উঃ [A] বৃদ্ধি হল জৈবিক, বিকাশ হল সার্বিক বিষয়
১০) ICDS -এর সম্পূর্ণ নাম কী?
[A] Introducing Child Development Skill
[B] International Child Development Service
[C] Interrelated Child Development Society
[D] Integrated Child Development Service
উঃ [D] Integrated Child Development Service
১১) বিকাশ হল ব্যক্তির জৈবিক, মানসিক, সামাজিক, প্রাক্ষোভিক ইত্যাদি চাহিদার ________ ফল।
[A] যোগ
[B] ভাগ
[C] মিথস্ক্রিয়া
[D] গুন
উঃ [C] মিথস্ক্রিয়া
Child Development & Pedagogy Important Questions l WB Primary TET CDP Practice Set 10 l WB Primary TET Exam 2023
১২) নীচের কোনটি বৃদ্ধি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত?
[A] ওজন বৃদ্ধি
[B] ভাষার দক্ষতা
[C] শারীরিক সঞ্চালন
[D] জ্ঞানের প্রসারণ
উঃ [A] ওজন বৃদ্ধি
১৩) ‘বৃদ্ধি’ কথাটি কোন বৈশিষ্ট্যের সঙ্গে সম্পর্কযুক্ত?
[A] পরিমাণগত পরিবর্তন
[B] গুণগত পরিবর্তন
[C] সামাজিক পরিবর্তন
[D] কোনোটিই নয়
উঃ [A] পরিমাণগত পরিবর্তন
১৪) কোন বয়সে শিশুর দেহের আয়তনের বৃদ্ধি বা দৈহিক বিকাশের হার খুব দ্রুত ঘটে?
[A] প্রথম 2 বছর
[B] 1- 5 বছর
[C] 1- 7 বছর
[D] 1- 10 বছর
উঃ [A] প্রথম 2 বছর
১৫) শিশুর সামগ্রিক বিকাশ হল-
[A] আকার ও আয়তনের পরিবর্তন
[B] আকৃতির পরিবর্তন এবং কাজের উন্নতি
[C] ওজনের পরিবর্তন
[D] ধারণার পরিবর্তন
উঃ [B] আকৃতির পরিবর্তন এবং কাজের উন্নতি
১৬) বৃদ্ধিকে ‘পরিমাণগত’ পরিবর্তন বলার কারণ কি?
[A] পরিমাপযোগ্য বলে
[B] পর্যবেক্ষণযোগ্য বলে
[C] সামঞ্জস্যসাধনযোগ্য বলে
[D] চিন্তনযোগ্য বলে
উঃ [A] পরিমাপযোগ্য বলে
১৭) শিক্ষা শিশুর কোন বিকাশে সাহায্য করে না?
[A] মানসিক বিকাশ
[B] সামাজিক বিকাশ
[C] দৈহিক বিকাশ
[D] সর্বাঙ্গীন বিকাশ
উঃ [C] দৈহিক বিকাশ
১৮) পরিণমন হল-
[A] বিকাশমূলক পরিবর্তন
[B] স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত পরিবর্তন
[C] সামাজিক পরিবর্তন
[D] দৈহিক পরিবর্তন
উঃ [B] স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত পরিবর্তন
Primary TET CDP Practice Set 2023 l Primary TET CDP Pracrice Set
![](https://m.media-amazon.com/images/I/51aeKEB41ML._SY445_SX342_.jpg)
১৯) পরিণমনের ক্ষেত্রে নীচের কোনটি প্রয়োজন হয় না?
[A] বৃদ্ধি
[B] পূর্ব অভিজ্ঞতা
[C] বিকাশ
[D] কোনোটিই নয়
উঃ [B] পূর্ব অভিজ্ঞতা
২০) বৃদ্ধির ফলে কোন ধরনের পরিবর্তন সাধিত হয়?
[A] সামাজিক পরিবর্তন
[B] জৈবিক পরিবর্তন
[C] প্রাক্ষোভিক পরিবর্তন
[D] সবকটি
উঃ [B] জৈবিক পরিবর্তন
২১) কোনটির ক্ষেত্রে নির্দিষ্ট বয়সসীমা রয়েছে?
[A] বৃদ্ধি, বিকাশ ও পরিণমণ
[B] বৃদ্ধি ও বিকাশ
[C] বিকাশ ও পরিণমন
[D] বৃদ্ধি ও পরিণমন
উঃ [D] বৃদ্ধি ও পরিণমন
২২) “স্বকীয় ও অন্তর্জাত বৃদ্ধিই হল পরিণমন”- উক্তিটি কার?
[A] গেসেল
[B] উডওয়ার্থ
[C] কোলেসনিক
[D] রস
উঃ [A] গেসেল
২৩) কোনটি বিচ্ছিন্ন প্রক্রিয়া নয়?
[A] বৃদ্ধি
[B] বিকাশ
[C] পরিণমন
[D] সবকটি
উঃ [B] বিকাশ
২৪) শিশুকে ‘Tabula rasa’ বলে কোন মনোবিদ আখ্যায়িত করেছেন?
[A] রুশো
[B] জন ডিউই
[C] জন লক
[D] ফ্রয়েবেল
উঃ [C] জন লক
Primary TET Suggestive Practice Set l প্রাইমারি টেট সাজেস্টিভ প্রাকটিস সেট
![](https://m.media-amazon.com/images/I/51Xo3-vZN4L._SY445_SX342_.jpg)
২৫) শিশুর পরিপূর্ণ বিকাশ বলতে বোঝায়-
[A] বৃদ্ধি ও বিকাশ
[B] বিকাশ ও পরিণমন
[C] বৃদ্ধি ও পরিণমন
[D] বৃদ্ধি, বিকাশ ও পরিণমন
উঃ [D] বৃদ্ধি, বিকাশ ও পরিণমন
২৬) “Gang Age” কোন বয়স স্তরকে নির্দেশ করে?
[A] 4- 6 বছর
[B] 8- 10 বছর
[C] 20- 25 বছর
[D] কোনোটিই নয়
উঃ [B] 8- 10 বছর
২৭) ‘Development Task’ কথাটি কে তার গবেষণায় প্রথম ব্যবহার করেন?
[A] এবিংহস
[B] বার্ক
[C] এটকিনসন
[D] বার্ন
উঃ [A] এবিংহস
২৮) একটি শিশু জন্মগ্রহণ করে কিছু-
[A] গুণ নিয়ে
[B] অহম সত্তা নিয়ে
[C] সহজাত তাড়না নিয়ে
[D] সবগুলি
উঃ [D] সবগুলি
২৯) ‘Toy Age’ বা ‘খেলার বয়স’ বিকাশের কোন স্তরকে বলা হয়?
[A] প্রাথমিক বাল্য
[B] প্রান্তীয় বাল্য
[C] শৈশব
[D] সবগুলি
উঃ [A] প্রাথমিক বাল্য
৩০) 15 মাস বয়সে শিশু কোনোরকম সাহায্য না নিয়ে নিজে হাঁটতে পারে- এটি কিসের উদাহরণ?
[A] পরিণমন
[B] বৃদ্ধি
[C] বিকাশ
[D] শিখন
উঃ [A] পরিণমন