---Advertisement---

WBP Constable Practice Set in Bengali 2024 l WBP Constable Practice Set | পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ১৬

By Siksakul

Updated on:

WBP Constable Practice Set in Bengali
---Advertisement---

WBP Constable Practice Set in Bengali 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। নতুন পরীক্ষা পদ্ধতি অনুযায়ী প্রথমে 85 নম্বরের লিখিত পরীক্ষা আয়োজিত হবে। পরীক্ষার্থীদের জন্য Siksakul সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Siksakul -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WBP Constable Practice Set 2024 আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।

WBP Constable Practice Set 2024

WBP Constable পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। 85 নম্বরের লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী জেনারেল নলেজের গুরুত্ত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হল আজকের প্রতিবেদনে। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে ফলো করুন।

WBP Constable Practice Set in Bengali

WBP Constable পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

WBP Constable Practice Set 16

1. নিম্নলিখিত কোন অ্যাক্টের মাধ্যমে গভর্ণর জেনারেল অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পদটি উন্নীত হয়?

[A] রেগুলেটিং অ্যাক্ট 1773
[B] চার্টার অ্যাক্ট 1833
[C] গর্ভমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858
[D] গর্ভমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935

উত্তরঃ [B] চার্টার অ্যাক্ট 1833

2. কোন সুলতান সর্বপ্রথম জমি জরিপ ব্যবস্থা করেন?

[A] আলাউদ্দিন খিলজী
[B] সিকন্দর লোদী
[C] শের শাহ
[D] আকবর

উত্তরঃ [A] আলাউদ্দিন খিলজী

3. 1857 খ্রী: বিদ্রোহে কুনওয়ার সিং কোন স্থান থেকে বিদ্রোহ করেছিলেন?

[A] উত্তর প্রদেশ
[B] মধ্যপ্রদেশ
[C] রাজস্থান
[D] বিহার

উত্তরঃ [D] বিহার

4. নিম্নলিখিতদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না?

[A] এ.ভি. আলেকজান্ডার
[B] ওয়াভেল
[C] স্ট্যাফোর্ড ক্রিপস
[D] পেথিক লরেন্স

উত্তরঃ [B] ওয়াভেল

5. স্যার সৈয়দ আহমেদ খান নাইট উপাধি পান—

[A] 1857 খ্রী:
[B] 1876 খ্রী:
[C] 1878 খ্রী:
[D] 1888 খ্রী:

উত্তরঃ [D] 1888 খ্রী:

6. কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধিজী সভাপতিত্ব করেন?

[A] কাকিনাড়া, 1923
[B] বেলগাঁও, 1924
[C] করাচি, 1931
[D] গুয়াহাটি, 1926

উত্তরঃ [B] বেলগাঁও, 1924

7. ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরু এর মৃত্যুদন্ড কবে দেওয়া হয়েছিল?

[A] 7 ই অক্টোবর, 1930
[B] 6 ই অক্টোবর, 1931
[C] 27 ফেব্রুয়ারি, 1931
[D] 23 মার্চ, 1931

উত্তরঃ [D] 23 মার্চ, 1931

8. কোলকাতা কর্পোরেশন আইন, 1899 পাস হয় কোন্ গভর্নরের সময়?

[A] লর্ড লিটন
[B] লর্ড রিপন
[C] লর্ড কার্জন
[D] লর্ড মেয়ো

উত্তরঃ [C] লর্ড কার্জন

9. ভারতের আয়কর হল—

[A] অপ্রত্যক্ষ এবং প্রগতিশীল
[B] অপ্রত্যক্ষ এবং আনুপাতিক
[C] প্রত্যক্ষ এবং প্রগতিশীল
[D] প্রত্যক্ষ এবং প্রগতিশীল

উত্তরঃ [C] প্রত্যক্ষ এবং প্রগতিশীল

আরও পড়ুনঃ পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ১৫

10. নিম্নলিখিত স্থানগুলির মধ্যে টোডাদের বসতি কোথায় দেখা যায়?

[A] আরাবল্লী পর্বতে
[B] শিবালিক পর্বতে
[C] কারাকোরাম পর্বতে
[D] নীলগিরি পর্বতে

উত্তরঃ [D] নীলগিরি পর্বতে

---Advertisement---

Related Post

📝 Important Questions and Answers on Industrial Revolution and Socialist Movement – For WBCS, SLST, NET Preparation l শিল্পবিপ্লব ও সমাজতান্ত্রিক আন্দোলন – ১০০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Important Questions and Answers on Industrial Revolution and Socialist Movement: শিল্পবিপ্লব ও সমাজতান্ত্রিক আন্দোলন ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়, যা WBCS, SLST, UGC NET-সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিয়মিতভাবে প্রশ্ন ...

RRB Recruitment 2025 Short Notice Out – Railway recruitment opportunities for a large number of vacant posts, monthly salary Rs. 21700

RRB Recruitment 2025 Short Notice Out: Railway Recruitment Board has again published a great recruitment notification! Recently, RRB has published a short notification for the recruitment of paramedical staff ...

📍List of Names of Famous Waterfalls in India: A Must-Know Guide for Competitive Exam Aspirants l ভারতের বিভিন্ন বিখ্যাত জলপ্রপাতের নামের তালিকা

List of Names of Famous Waterfalls in India: ভারত বরাবরই প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ একটি দেশ, যার এক বিশেষ আকর্ষণ হল এর নানান রাজ্যে বিস্তৃত বিখ্যাত জলপ্রপাত। এই জলপ্রপাতগুলি ...

IBPS Clerk CRP XV Recruitment 2025: Notification PDF Out, Application Starts August 1

IBPS Clerk Online Form 2025 is out for CRP CSA XV. Apply from August 1 to 21 at ibps.in. Get details on eligibility, age limit, fee, exam pattern ...

Leave a Comment