WB Gram Panchayat Exam Practice Set 07– বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যে গ্রাম পঞ্চায়েত একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে তার জন্য একটি বিশেষ পোর্টাল চালু হয়েছে আবেদন করার জন্য। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই কম বেশি চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি বা সম্ভব হয়ে ওঠেনি তাদের সুবিধার্থে আমরা (siksakul) বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ০৭ l WB Gram Panchayat Exam Practice Set 07
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
![](https://m.media-amazon.com/images/I/41zdWthl-3L.jpg)
WB Gram Panchayat Exam Practice Set 07
১) পৃথিবীর গভীরতম স্থানটির নাম কি ?
Answer – মারিয়ানা খাত
২) ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Answer – Brussels, বেলজিয়াম
৩) সম্বর হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
Answer – রাজস্থান
৪) লাল গ্রহ বলা হয় কোন গ্রহকে ?
Answer – মঙ্গলকে
![](https://m.media-amazon.com/images/I/513a2nck2BL._SY445_SX342_.jpg)
৫) পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কোন গ্রহকে ?
Answer – শুক্র গ্রহকে
৬) সূর্যের নিকটতম গ্রহের নাম কি ?
Answer – বুধ
৭) সার্ক (SAARC)- এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Answer – কাঠমান্ডু
৮) ভারতের পরমাণু শক্তির জনক কাকে বলা হয় ?
Answer – হোমি জাহাঙ্গীর ভাবা
WB Gram Panchayat Exam Practice Set 07
৯) কে ১৯০৫ সালের ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন ?
Answer – পুলিনবিহারী দাস
১০) প্যারামিসিয়াম এর গমন অঙ্গের নাম কি ?
Answer – সিলিয়া
১১) ‘বৃহৎসংহিতা’ গ্রন্থের রচয়িতা-
Answer – বরাহ মিহির
১২) ‘পরশুরাম’- কার ছদ্মনাম?
Answer – রাজশেখর বসু
১৩) শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে ?
Answer – দয়ানন্দ সরস্বতী
১৪) ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য কোন গ্যাসটি দায়ী ?
Answer – মিথাইল আইসোসায়ানেট
১৫) ভারতের প্রথম নিউক্লিয় পরীক্ষণ কোথায় হয়েছিল?
Answer – পোখরান