---Advertisement---

Food SI and WB TET GK Questions Set- 2 l জেনারেল নলেজ -2 l WB Primary TET GK

By Siksakul

Updated on:

WB Primary TET GK
---Advertisement---

আপন কি কোনো সরকারি চাকরির পরীক্ষার্থী? তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন. কেননা আমরা এখানে সকল সরকারি চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু (WB Primary TET GK) সাধারণ জ্ঞান এর প্রশ্ন উত্তর দেওয়া হলো, যা আপনাদের অনেকটা সহায়তা করবে.

General Knowledge Questions for Primary TET l জেনারেল নলেজ l WB Primary TET GK

1. শরীর থেকে আসা কম অক্সিজেনযুক্ত রক্ত প্রথমে হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ প্রবেশ করে?:- ডান অলিন্দ।

2. হৃদপিন্ডের ওপরে থাকা একেবারে বাইরের পর্দা টির নাম কি?:- পেরিকারডিয়াম।

3. হৃদপিন্ডের ত্রিপত্র কপাটিকা থাকে কোথায়?:- ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে।

4. মাইট্রাল বা মিট্রাল কপাটিকা হৃদপিন্ডের কোথায় আছে?:- বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে।

5. মানবদেহে ভেগাস নার্ভ থাকে কোথায়?:- হৃদপিণ্ডে।

6. মানব শরীরের হৃদপিন্ডের কোন প্রকোষ্ঠে রক্তের চাপ সবচেয়ে বেশি থাকে?:- বাম নিলয়।

7. হৃদপিন্ডের কপাটিকার সংখ্যা:-4টি।

8. থোরাসিক কশেরুকার কোন লেভেলের হৃৎপিণ্ডটি থাকে?:- T5-T8.

9. একজন পূর্ণবয়স্ক সুস্থ, স্বাভাবিক মানুষের হৃদপিন্ডের ভর কত?:- 250g-350g

10. পেরিকারডিয়াম আবরণী কয়টি পর্দা নিয়ে গঠিত?:- দুইটি।

11. হৃদপিন্ডের দেওয়ালের কোন স্তরে হৃদপেশি রয়েছে?:- মায়োকার্ডিয়াম।

12. কোলাজেন কি?:- কোলাজেন একটি প্রোটিন।

13. কোন প্রোটিন মানব শরীরে সবচেয়ে বেশি রয়েছে?:- কোলাজেন।

WB Primary TET GK MCQ l WB Primary TET GK

14. Cardiac output বলতে বোঝায়:- প্রতিটি অলিন্দ থেকে প্রতি মিনিটে কত আয়তনে রক্ত পাম্প হচ্ছে।

15. সিস্টোল বলতে বোঝায়:- অলিন্দ ও নিলয়ের সংকোচন।

16. ডায়াস্টোল কি?:- অলিন্দ ও নিলয়ের প্রসারণ।

17. বাচ্চা জন্মের পর হৃদপিন্ডের প্রথম ক্রিয়া হয়:- ডায়াস্টোল।

18. পেসমেকার কি?:- পেসমেকার হল একটি যন্ত্র।

19. দুটি ফুসফুসের মধ্যে থাকা সমগ্র বায়ুপথ এর আনুমানিক দৈর্ঘ্য কত?:- 2400 km।

20. আমাদের ফুসফুস দুটি মোট কয়টি ভাগে বিভক্:-পাঁচটি ভাগ।

21. একজন সুষ্ঠু পূর্ণবয়স্ক মানুষের স্বাভাবিক রক্তচাপ 120/80 । এই মানের একক হল:- মিলিমিটার পারদস্তম্ভ(mm Hg)।

22. পূর্ণবয়স্ক সুস্থ মানুষের সাধারণ ব্যবহৃত এককে সিস্টোলিক রক্তচাপ হলো:- 120

23. ক্লোমশাখাগুলি যে স্থান দিয়ে ফুসফুসে প্রবেশ করে তাকে বলে:- হাইলাম।

24. প্রশাসের সময় যে পেশি সংকুচিত হয়:-ইন্টারকস্টাল পেশি ও মধ্যচ্ছদা।

25. প্রশ্বাস বায়ুতে অক্সিজেনের অংশ চাপ হলো:- 100-105mm Hg

26. নিঃশ্বাস বায়ুতে অক্সিজেনের অংশ চাপ হল:- 40 mm Hg

27. নিঃশ্বাস ও প্রশ্বাস বায়ুতে কার্বন-ডাই-অক্সাইড এর অংশ চাপ হলো যথাক্রমে: – 44 ও 40 mm Hg

28. ফুসফুসের রক্তের সঙ্গে বায়ুর উপাদানের আদান-প্রদানের জন্য ব্যবহৃত পৃষ্ঠতলের পরিমাণ আনুমানিক:- একটি টেনিস খেলার মাঠের অর্ধেকের মত।

29. ডিপথেরিয়া মূলত হয়:- গলবিলে।

30. কোন কারখানায় কাজ করলে শ্রমিকদের ফুসফুসে ‘বাইসিনোসিস’ রোগ হয়?:-তুলো কারখানায়।

31. Bharat Heavy Electricals Limited (BHEL) এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন?

উঃ-কোপ্পু সদাশিব মূর্তি।

32. 2023 সালের 1 নভেম্বর কোন রাজ্যের গঠনের 50 তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো?

উঃ-কর্ণাটক।

33. বিশ্বে প্রথম যাত্রী বহনকারী “Flying Taxi” অনুমোদন করল কোন দেশ?

উঃ-চীন।

34. কোন রাজ্য সরকার মেয়েদের Nandagaura Yojana পোর্টাল লঞ্চ করল?

উঃ-উত্তরাখণ্ড।

35. iStart Talent Connect Portal লঞ্চ করল কোন রাজ্য সরকার?

উঃ-রাজস্থান।

36. World Tsunami awareness day কবে পালিত হয়?

উঃ-5 নভেম্বর।

37. Cold Blooded Love শিরোনামে বইটির লেখক কে?

উঃ-গিরিশ দত্ত শুক্লা।

38. কোন রেসিং ড্রাইভার US grand Prix 2023 শিরোপা জিতলেন কে?

উঃ-ম্যাক্স ভার্স্টাপেন।

39. ভারত সহ সাতটি দেশের নাগরিকদের ফ্রি টুরিস্ট ভিসা প্রদান করবে কোন দেশ?

উঃ-শ্রীলংকা।

40. সম্প্রতি প্রয়াত ডক্টর বীরেন্দ্রনাথ দত্ত কোন ভাষার লেখক, সংগীতজ্ঞ ও পন্ডিত ছিলেন?

উঃ-অসমীয়া।

41. 2023 সালের 1 নভেম্বর কেরালা রাজ্য কত তম প্রতিষ্ঠা দিবস পালন করলো?

উঃ-67 তম।

42. 2023 সালে Kerala Jyothi পুরস্কারে কে ভূষিত হয়েছেন?

উঃ-টি পদ্মনাভন।

43. Lions that drank the moonlight শিরোনামে আত্মজীবনী লিখলেন কে?

উঃ-এস সোমনাথ।

44. US House of Representatives এর নতুন স্পিকার হিসেবে নির্বাচিত হলেন কে?

উঃ- মাইক জনসন।

45. Rado(ঘড়ি কোম্পানি) কোম্পানি গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হলেন?

উঃ- ক্যাটরিনা কাইফ।

46. Robert Fico কোন দেশের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন?

উঃ- স্লোভাকিয়া।

আরও পড়ুন:- সন্ধি বিচ্ছেদ | বাংলা ব্যাকরণ

47. ন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ারনেস দিবস কবে পালিত হয়?

উঃ- 7 নভেম্বর।

48. মহিলা ডেলিভারি পার্টনারের জন্য Maternity insurance plan আনলো কোন কোম্পানি?

উঃ- Zomato.

49. Shenzhou-17 নামে মনুষ্যবাহী স্পেসক্রাফট লঞ্চ করল কোন দেশ?

উঃ- চীন।

50. Central Bureau of Investigation (CBI) এর জয়েন্ট ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হলেন?

উঃ- প্রবীন মধুকর।

51. Houser pen কোম্পানির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হলেন?

উঃ- রণবীর কাপুর।

আরও পড়ুন:- wb primary tet evs practice set part 1 

---Advertisement---

Related Post

Competitive Reasoning MCQ Questions and Answers: Key to Success in Exams

Competitive reasoning MCQs play a crucial role in assessing a candidate’s logical aptitude, problem-solving capabilities, and analytical skills during various exams. These questions are designed to evaluate how ...

WBP Constable 2025 GK MCQs Practice Set-10 l WBP কনস্টেবল 2025 GK MCQs প্র্যাকটিস সেট-10 | প্রস্তুতির সেরা সুযোগ

WBP Constable 2025 GK MCQs Practice Set-10(পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষা ২০২৫): পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল (WBP Constable) পরীক্ষা ২০২৫-এর সফল প্রস্তুতির জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জিকে MCQ প্র্যাকটিস সেট-১০। এই সেটে সাধারণ ...

WBP Constable 2025 GK MCQs Practice Set-9 l WBP কনস্টেবল 2025 GK MCQs প্র্যাকটিস সেট-9 | প্রস্তুতির সেরা সুযোগ

WBP Constable 2025 GK MCQs Practice Set-9(পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষা ২০২৫): পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল (WBP Constable) পরীক্ষা ২০২৫-এর সফল প্রস্তুতির জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জিকে MCQ ...

BEL Recruitment 2025: Apply Now for 137 Trainee & Project Engineer Vacancies!

BEL Recruitment 2025: Bharat Electronics Limited (BEL), a leading government-owned electronics company under the Ministry of Defence, has announced recruitment for 137 temporary positions at its Product Development ...

Leave a Comment