ICDS Practice Set: ICDS অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার ৪র্থ তম Practice Set আপলোড করা হল। যারা এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য জানিয়ে রাখি, আমাদের এই প্র্যাকটিস সেট গুলি অভিজ্ঞ শিক্ষক মন্ডলীদের মাধ্যমে প্রস্তুত করা হয়। ফলে আগত চাকরির পরীক্ষায় এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা প্রবল। তাই আর কথা না বাড়িয়ে চলুন আজকের নতুন প্র্যাকটিস সেট ICDS Practice Set 4 তে অংশগ্রহণ করে নিজের সাফল্যকে সামনের দিকে নিয়ে আসুন।
ICDS Practice Set l অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার প্র্যাকটিস সেট ৪
Table of Contents
1). বাংলার স্বাধীন সুলতানের পতন কোন রাজা করেছিলেন?
(i) আলীবর্দী খান (ii) ইলিয়াস শাহ (iii) মুর্শিদকুলি খান (iv) হুসেন শাহ
(2). অন্ধ্র কবিতা পিতামহ এই উপাধিটি কাকে দেওয়া হয়েছিল?
(i) পেড্ডন (ii) সায়ন (iii) মাধব (iv) শ্রীনাথ বিদ্যালঙ্কার
(3). নিন্মেউল্লেখিত কে শেরশাহের সেনাপতি ছিলেন?
(i) জয়সিংহ (ii) ব্রহ্মজিৎ গৌড় (iii) দিলীর খান (iv) শায়েস্তা খান
(4). বাহমনী সাম্রাজ্যেটিকে কে প্রতিষ্ঠাতা করেছিলেন?
(i) তাজউদ্দিন ফিরোজ শাহ (ii) আলাউদ্দিন মুজাহিদ শাহ (iii) আহমদ শাহ (iv) আলাউদ্দিন বাহমান শাহ
(5). ডানকান প্যাসেজ কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত?
(i) আমিনদিভি ও লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ (ii) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (iii) দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান (iv) ক্ষুদ্র আন্দামান ও নিকোবর
(6). NEFA নামে পরিচিত ছিল কোন রাজ্য?
(i) অরুণাচল প্রদেশ (ii) নাগাল্যান্ড (iii) মনিপুর (iv) অসম
ICDS Anganwadi 2024
(7). কে পার্লামেন্টের সদস্য নন, তবে পার্লামেন্টের যেকোন কক্ষের যেকোনো আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন?
(i) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি (ii) উপরাষ্ট্রপতি (iii) সলিসিটার জেনারেল (iv) অ্যাটর্নি জেনারেল
(8) ভারতীয় পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি, উক্ত সেই কক্ষে সদস্যই নয়?
(i) বিধান পরিষদ (ii) লোকসভা (iii) রাজ্যসভা (iv) বিধানসভা
(9). রাউর কেল্লা ও দুর্গাপুরের লৌহ ইস্পাত কারখানা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পরিকল্পিত হয়?
(i) চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা (ii) প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (iii) দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা (iv) তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা
(10). পঞ্চবার্ষিকী পরিকল্পনার চূড়ান্ত অনুমোদনটি কে দেন?
(i) জাতীয় উন্নয়ন পরিষদ (ii) সংসদ (iii) রাষ্ট্রপতি (iv) পরিকল্পনা কমিশন
Ans: (1) ইলিয়াস শাহ (2) পেড্ডন (3) ব্রহ্মজিৎ গৌড় (4) আলাউদ্দিন বাহমান শাহ (5) দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান (6) অরুণাচল প্রদেশ (7) অ্যাটর্নি জেনারেল(8)রাজ্যসভা (9) দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা (10) জাতীয় উন্নয়ন পরিষদ।