WB ICDS Practice Set: আপনারা যারা প্রতিদিন আমাদের ICDS Anganwadi প্র্যাকটিস সেটে অংশগ্রহণ করেন, তাদের জন্য আজকে আমরা একদম নতুন স্পেশাল ICDS Practice Set 11 আপলোড করলাম। আমাদের অভিজ্ঞ শিক্ষক মন্ডলীদের মাধ্যমে প্র্যাকটিস সেটে দেওয়ার টপিক গুলিকে সিলেক্ট করা হয়। তাই নিজের সাফল্যকে আরো দ্রুত এগিয়ে আনার জন্য ব্যক্তিগত প্রস্তুতি নেওয়ার পাশাপাশি আমাদের এই প্র্যাকটিস সেটে অংশগ্রহণ করুন।
WB ICDS Practice Set 11, ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার প্র্যাকটিস সেট ১১
Table of Contents
(1). শশাঙ্ক নিম্নে উল্লেখিত কোন রাজবংশের রাজা ছিলেন?
(i) কামরূপ (ii) পাল (iii) সেন (iv) গৌড়
(2). কাদম্বরী রচয়িতার নাম কি?
(i) বানভট্ট (ii) ক্ষেমেন্দ্র (iii) কলহন (iv) ভবভূতি
(3). বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় কোন রাজা স্থাপন করেছিলেন?
(i) বল্লাল সেন (ii) ধর্মপাল (iii) ধ্রুব (iv) দেবপাল
(4). মালয় দ্বীপপুঞ্জ শাসন করত কোন রাজবংশ?
(i) শৈলেন্দ্র (ii) চোল (iii) চেরা (iv) পান্ডিয়া
(5). ডুরান্ড রেখা সীমানা নির্ধারণ করে__
(i) ভারত তিব্বত (ii) ভারত চীন (iii) ভারত আফগানিস্তান (iv) ভারত ভুটান
(6). ১০ ডিগ্রি চ্যানেল সম্পর্ক যুক্ত __
(i) চীন ও তাইওয়ান (ii) জাভা ও সুমাত্রা (iii) আন্দামান ও নিকোবর (iv) নিকোবর ও সুমাত্রা
(7). ভারতীয় সংবিধানে সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা কয়টি?
(i) ৯ (ii) ৬ (iii) ৭ (iv) ৮
WB ICDS Worker & Helper Practice Set l ICDS Anganwadi Practice Set
(8). সংবিধানের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত নয় কোনটি?
(i) যথেষ্ট ভাবে জীবিকা অর্জনের অধিকার (ii) সাম্যর অধিকার (iii) স্বাধীনতার অধিকার (iv) শোষণের বিরুদ্ধে অধিকার
(9). পরিকল্পনার ধারণা ভারতে প্রথমবারের জন্য আসে
(i) আর্ডেশীর দালাল (ii) জওহরলাল নেহেরু (iii) সুভাষচন্দ্র বসু (iv) এম বিশ্বেশ্বরাইয়া
(10). ১৯৫০ সালের মার্চে কে পরিকল্পনা কমিশন গঠন করে?
(i) পি সি মহলনবিশ (ii) জওহরলাল নেহেরু (iii) সি ডি দেশমুখ (iv) উপরের কোনোটিই নয়
Ans: (1) গৌড় (2) বানভট্ট (3) ধর্মপাল (4) শৈলেন্দ্র (5) ভারত আফগানিস্তান (6) আন্দামান ও নিকোবর (7) ৬ (8) যথেষ্ট ভাবে জীবিকা অর্জনের অধিকার (9) এম বিশ্বেশ্বরাইয়া (10) জওহরলাল নেহেরু।