---Advertisement---

WBP Constable Practice Set 2024 | পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ২৬

By Siksakul

Published on:

WBP Constable Practice Set 2024
---Advertisement---

WBP Constable Practice Set 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। নতুন পরীক্ষা পদ্ধতি অনুযায়ী প্রথমে 85 নম্বরের লিখিত পরীক্ষা আয়োজিত হবে। পরীক্ষার্থীদের জন্য Siksakul সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Siksakul -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WBP Constable Practice Set 2024 আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।

WBP Constable Practice Set 2024

WBP Constable পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। 85 নম্বরের লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী জেনারেল নলেজের গুরুত্ত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হল আজকের প্রতিবেদনে। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে ফলো করুন।

WBP Constable Practice Set in Bengali

WBP Constable পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

WBP Constable Practice Set 26

1. “Letters from a Father to Daughter” বইটি লিখেছিলেন—

[A] মহত্মা গান্ধী
[B] বি.ভি. প্যাটেল
[C] জওরহলাল নেহরু
[D] এস. রাধাকৃষুণ

উত্তরঃ [C] জওরহলাল নেহরু

2. “লীলাবতী” লিখেছিলেন—

[A] হেমচন্দ্র আচার্য
[B] মহাবীরাচার্য
[C] ভাস্করাচার্য
[D] কল্পাচার্য

উত্তরঃ [C] ভাস্করাচার্য

3. কিংবদন্তী টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল যে রাষ্ট্রের নাগরিক, তা হল—

[A] স্পেন
[B] ইংল্যান্ড
[C] বেলজিয়াম
[D] অস্ট্রিয়া

উত্তরঃ [A] স্পেন

4. “কান ফিল্ম ফেস্টিভাল” অনুষ্ঠিত হয়—

[A] ফ্রান্স
[B] ইতালি
[C] ইংল্যান্ড
[D] জামানি

উত্তরঃ [A] ফ্রান্স

5. নিম্নলিখিত গুলির মধ্যে কোন্টি হরপ্পার শিলালিপি?

[A] প্রোটো দ্রাবিড়
[B] সংস্কৃতি
[C] চিত্রলিপি
[D] সুমেরীয়

উত্তরঃ [C] চিত্রলিপি

6. সিন্ধু সভ্যতার আবিষ্কার কে করেন?

[A] স্যার লিওনার্ড উলি
[B] ভি. এস. আগরওয়াল
[C] রাখালদাস ব্যানার্জী
[D] এ এল ব্যাসাম

উত্তরঃ [C] রাখালদাস ব্যানার্জী

নতুন পরীক্ষা পদ্ধতি অনুযায়ী বাজারের সেরা গাইড বই 👇👇

7. তাঁর শিলালিপিতে অশোক নিজেকে অভিহিত করেন কি বলে?

[A] প্রিয়দর্শী
[B] ধৰ্ম্মাশোক
[C] দৈবপুত্র
[D] দেবনামপ্রিয় প্রিয়দর্শিন

উত্তরঃ [D] দেবনামপ্রিয় প্রিয়দর্শিন

8. মথুরা শিল্পকলা কোন সময় জনপ্রিয়তা অর্জন করে?

[A] শুঙ্গ যুগে
[B] সাতবাহন যুগে
[C] শক যুগে
[D] কুষাণ যুগে

উত্তরঃ [D] কুষাণ যুগে

9. আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন?

[A] সিন্ধু
[B] ঝিলাম
[C] রাভি
[D] ইরাবতী

উত্তরঃ [B] ঝিলাম

আরও পড়ুনঃ পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ২৫

10. কিতাব-উল-রেহালা কার লেখা?

[A] ইবন বতুতা
[B] আলবেরুনী
[C] হাসান নিজামী
[D] আবুল ফজল

উত্তরঃ [A] ইবন বতুতা

---Advertisement---

Related Post

# পদার্থ বিজ্ঞানের ১৪০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Physics GK in Bengali for Competitive Exams

Physics GK in Bengali for Competitive Exams: পদার্থ বিজ্ঞান আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রতিটি কার্যকলাপেই এর প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব রয়েছে। তাই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির ...

Indian States Top in Production l বিভিন্ন পণ্য উৎপাদনে প্রথম রাজ্য সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য

Indian States Top in Production: ভারতের প্রতিটি রাজ্যই কোনো না কোনো কৃষি বা শিল্প পণ্যের উৎপাদনে শীর্ষস্থান ধরে রেখেছে। যেমন কেউ চালে, কেউ গমে, কেউ বা তুলা, চা, ...

📝 50 Important Questions on Modern Russia, Cold War & Russian Revolution

Important Questions on Modern Russia: Are you preparing for UPSC, SSC, WBCS, Railway NTPC, or any other competitive exam that includes Modern History and International Relations? Then this ...

📝 Important Questions and Answers on Industrial Revolution and Socialist Movement – For WBCS, SLST, NET Preparation l শিল্পবিপ্লব ও সমাজতান্ত্রিক আন্দোলন – ১০০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Important Questions and Answers on Industrial Revolution and Socialist Movement: শিল্পবিপ্লব ও সমাজতান্ত্রিক আন্দোলন ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়, যা WBCS, SLST, UGC NET-সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিয়মিতভাবে প্রশ্ন ...

Leave a Comment