---Advertisement---

WBPSC ICDS Supervisor Syllabus 2024: জেনে নিন WBPSC ICDS সুপারভাইজার পরীক্ষায় পাশ করার সহজ পদ্ধতি

By Siksakul

Published on:

WBPSC ICDS Supervisor Syllabus 2024
---Advertisement---

WBPSC ICDS Supervisor Syllabus 2024: WBPSC এর তরফ থেকে WBCS  ICDS সুপারভাইজার পরীক্ষাটি নেওয়া হয় থাকে। রাজ্যের সকল সরকারি বিভাগের মধ্যে ICDS সুপারভাইজার পদটি মহিলাদের জন্য অত্যন্ত ভালো একটি পদ। এই পরীক্ষার জন্য রাজ্যের সকল মহিলারা ভালোরকম প্রস্তুতি নিতে চান। তবে, এই পরীক্ষায় পাশ করা চারটেখানি কথা নয়।WBPSC ICDS সুপারভাইজার পরীক্ষার প্রস্তুতির মূল চাবিকাঠি হলো এর সিলেবাস। এই পরীক্ষার পাশ করতে চাইলে প্রার্থীদের অবশ্যই WBPSC ICDS সুপারভাইজার সিলেবাস সম্পর্কে জানতে হবে। তাহলেই খুব সহজেই এই পরীক্ষার সফলতা পাওয়া যাবে। আজকের প্রতিবেদনে আমরা এই বিষয়েই আলোচনা করতে চলেছি। চলুন তবে জেনে নেওয়া যাক চলতি বছরের WBPSC ICDS সুপারভাইজার সিলেবাস, পরীক্ষার প্যাটার্ন সম্পর্কিত যাবতীয় তথ্য।

WBPSC ICDS Supervisor Syllabus 2024: জেনে নিন WBPSC ICDS সুপারভাইজার পরীক্ষায় পাশ করার সহজ পদ্ধতি

নিয়োগ সংস্থা – ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)
প্রিলিমিনারি পরীক্ষার মোট নম্বর – ১০০

মেইনস পরীক্ষার মোট নম্বর- ৪০০ (পেপার-I -IV প্রতিটিতে ১০০ নম্বরের হবে)

ইন্টারভিউ মোট নম্বর – ৫০

নির্বাচন প্রক্রিয়া – প্রিলিমিনারি পরীক্ষা, মেইনস পরীক্ষা, ইন্টারভিউ
অফিসিয়াল ওয়েবসাইট – https://psc.wb.gov.in/

পরীক্ষার সিলেবাস (WBPSC ICDS Supervisor Syllabus 2024)

প্রিলিমিনারি সিলেবাস : General Knowledge, Arithmetic, Test of reasoning (verbal and non-verbal)

মেইনস সিলেবাস :


পেপার-I – English (Class-XII Standard)
Report Drafting, Translation from Bengali/Hindi/Urdu/Nepali/Santali to English, Summary/Precis Writing, English Grammar (correct use of words, voice change, narration change, transformation of sentences, correction of sentences, use of common phrases, synonyms, antonyms)

পেপার-II- Bengali/Hindi/Urdu/Nepali/Santali (Class XII Standard)
Drafting of Report, Translation from English to Bengali/Hindi/Urdu/Nepali/ -Santali Summary/Precis Writing, Grammar

পেপার-III – General Studies & Current Affairs (Class-X Standard)
Life Science with special emphasis on Nutrition and Healthz, Women Empowerment Issues, General Knowledge (Indian History with special emphasis on Indian Freedom struggle, Geography, Environmental Science, and Physical Science), Current Affairs Verbal and non-verbal reasoning.

পেপার-IV – Arithmetic (Class-X Standard)
Arithmetic

পরীক্ষার ভাষা

পেপার III – ইংরেজি অথবা বাংলা
পেপার IV – ইংরেজি অথবা বাংলা

পরীক্ষার প্যাটার্ন

এই পরীক্ষাটি সাধারণত তিনটি ধাপে হয়ে থাকে, যেমন প্রিলিমিনারি,মেইনস এবং ইন্টারভিউ। চলুন দেখে নেওয়া যাক পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত।

পার্ট- I: প্রিলিমিনারি- স্ক্রিনিং টেস্ট (অবজেক্টিভ মাল্টিপল চয়েস প্রশ্ন)

প্রশ্ন সংখ্যা – ১০০
মোট নম্বর- ১০০ (প্রতিটি প্রশ্নে ১ নম্বর থাকবে)
প্রশ্নের ধরন- MCQ (অবজেক্টিভ ধর্মী)
সময়কাল- ১ ঘন্টা
নেগেটিভ মার্কিং– হ্যাঁ

পার্ট – II:  মেইনস পরীক্ষা -লিখিত পরীক্ষা

এখানে ৪টি ভিন্ন পেপার থাকবে, যেমন পেপার I, পেপার II, পেপার III এবং পেপার IV
মোট নম্বর- ৪০০ (চারটি পেপারের প্রত্যেকটিতে ১০০ নম্বর করে থাকবে)
প্রশ্নের ধরন- ডেস্ক্রিপটিভ ধর্মী
সময়কাল- প্রতিটি পেপারে ৯০ মিনিট করে সময় থাকবে

ইন্টারভিউ

মোট নম্বর – ৫০
সময়কাল- এর কোন নির্দিষ্ট সময়কাল নেই
নেগেটিভ মার্কিং– না

---Advertisement---

Related Post

📘 SSC CHSL 2025 Practice Set 1 – Solve Important Questions in GK, English & Reasoning

SSC CHSL 2025 Practice Set 1: Preparing for the SSC CHSL 2025 exam? Then you’ve landed at the right place! This blog presents a carefully curated SSC CHSL ...

📘 Primary TET 2025 Math Pedagogy Practice Set 02 – প্রাইমারি টেট 2025 গণিত পেডাগজি l Boost Your গণিত Preparation Today!

Primary TET 2025 Math Pedagogy Practice Set 02: Are you preparing for the Primary TET 2025 Math exam? Whether you’re just starting or revising your preparation, this blog ...

📘 Primary TET 2025 English Practice Set 03 – Master Pedagogy with MCQs, Practice Sets & Model Questions

Primary TET 2025 English Practice Set 03: Are you preparing for Primary TET 2025 English and looking for the most effective study resources? This blog is your one-stop ...

WBCSSC SLST 2025 Geography Soil MCQ l ভারতের মৃত্তিকা সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

WBCSSC SLST 2025 Geography Soil MCQ: আপনি যদি WBCSSC SLST 2025 পরীক্ষার জন্য ভূগোল বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন, তাহলে মৃত্তিকা (Soil) অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে ভারতের মৃত্তিকার বিভিন্ন ...

Leave a Comment