Important Questions Answers for All Competitive Job Exams: চাকরির পরীক্ষায় সফল হওয়ার জন্য প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সঠিক তথ্য ও সঠিক প্রস্তুতির কোন বিকল্প নেই। এই ব্লগে আমরা সমস্ত চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও তাদের উত্তর নিয়ে আলোচনা করব। আপনি যদি সরকারি বা বেসরকারি চাকরির পরীক্ষার (All Competitive Job Exams) জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এই ব্লগটি আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। আসুন, প্রস্তুতির যাত্রা শুরু করা যাক এবং আত্মবিশ্বাসের সাথে পরীক্ষার প্রস্তুতি নেয়া যাক।
Important Questions Answers for All Competitive Job Exams l সমস্ত চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
Table of Contents
- ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ?
উত্তর: ডক্টর উমেশচন্দ্র ব্যানার্জি। - নীলদর্পণ নাটকটি কার লেখা ?
উত্তর: দীনবন্ধু মিত্র। ( ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত ) - ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি ?
উত্তর: টাংস্টেন। - কোষের শক্তিঘর কাকে বলা হয় ?
উত্তর: মাইট্রোকন্ডিয়া। - কে বলেছিলেন “স্বরাজ আমার জন্মগত অধিকার” ?
উত্তর: বালগঙ্গাধর তিলক। - আত্মঘাতী থলি কাকে বলা হয় ?
উত্তর: লাইসোজোম। - জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন কত সালে হয়েছিল ?
উত্তর: 1907 - জ্যামিতির জনক কাকে বলা হয় ?
উত্তর: ইউক্লিড। - সবচেয়ে হালকা ধাতু কোনটি ?
উত্তর: লিথিয়াম। - ভাস্কোদাগামা কত খ্রিস্টাব্দে ভারতে আসেন ?
উত্তর: 1498 - মাইট্রোকন্ডিয়া নামকরণ করেন কে ?
উত্তর: বিজ্ঞানী সি বেন্ডা। - বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেন ?
উত্তর: বল্লাল সেন। - জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন ?
উত্তর: সরোজনী নাইডু। - মস্তিষ্কের সবচেয়ে বড় অংশটির নাম কি ?
উত্তর: সেরিব্রাম। - ফল নিয়ে পড়াশোনাকে কি বলা হয় ?
উত্তর: পোমোলজি - রক্তের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম রক্তকণিকা কোনটি ?
উত্তর: শ্বেত কণিকা। - জলে দ্রবণীয় ভিটামিন গুলো কি কি ?
উত্তর: B,C,P ( তেলে দ্রবণীয় ভিটামিন A,D,E,K ) - পায়রার ফুসফুসের বায়ুথলির সংখ্যা কয়টি ?
উত্তর: 9 টি। - ভারতের সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয় কোথায় ?
উত্তর: কর্ণাটক। - হিন্দুস্থানের তোতাপাখি নামে কে পরিচিত ?
উত্তর: আমির খসরু। - তিনটি গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন কে ?
উত্তর: ডঃ বি আর আম্বেদকর। - পশ্চিমবঙ্গ পুলিশ গঠিত হয় কত সালে ?
উত্তর: 1861 সালে। - ভারতের প্রথম সার্বভৌম সম্রাট কে ?
উত্তর: মহাপদ্ম নন্দ। - কত সালে রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: 1935 সালে। - ভারতের বৃহত্তম নদী বাঁধ কোনটি ?
উত্তর: ভাকরা নাঙ্গাল। - দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তর: আনাইমুদি। - পঞ্চ নদের দেশ বলা হয় কাকে ?
উত্তর: পাঞ্জাব। - দক্ষিণের গঙ্গা নামে পরিচিত কোন নদী ?
উত্তর: কাবেরী। ( দক্ষিণ ভারতের গঙ্গা গোদাবরী ) - কে নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার হিসেবে পরিচয় দিতেন ?
উত্তর: আলাউদ্দিন খলজী। - কোন দিনটি জলবিষুব নামে পরিচিত ?
উত্তর: 23 শে সেপ্টেম্বর